আইএফআইসি ব্যাংকের ৪১তম এজিএম অনুষ্ঠিত

ific-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

রাজধানীর অফিসার্স ক্লাবে গতকাল আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। পর্ষদ চেয়ারম্যান সালমান এফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ব্যাংকের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডার পাশাপাশি ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

এজিএমে নতুন নতুন ব্যাংকিং পণ্য ও সেবা নিয়ে আইএফআইসি ব্যাংকের এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এর চেয়ারম্যান।

এ সময় ব্যাংকের পরিচালক আনোয়ারুজ্জামান চৌধুরী, জালাল আহমদ, এ.আর.এম নাজমুস সাকিব, কামরুন্নাহার আহমেদ, রাবেয়া জামালী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ার উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

গাজীপুর সিটিতে মঙ্গলবার ব্যাংক বন্ধ

bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

নির্বাচন উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মঙ্গলবার (২৬ জুন) সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ভোটগ্রহণের সুবিধার্থে ও সংশ্লিষ্ট এলাকার ব্যাংকের কর্মকর্তাদের ভোটাধিকার প্রয়োগের সুবিধোর্থে জনপ্রশাসন মন্ত্রণালয় ওইদিনটি সাধারণ ছুটি ঘোষণা করেছে।

পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই আদেশ পালন করতে রবিবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে দেশের ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

অর্থনৈতিক শক্তিকে ইরানের বিরুদ্ধে কাজে লাগাবে যুক্তরাষ্ট্র : পম্পেও

1529930534_19স্টকমার্কেটবিডি ডেস্ক :

পরমাণু ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলছে বাকযুদ্ধ আর পাল্টাপাল্টি হুমকি। তারই জের ধরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবার বললেন, আমাদের অর্থনৈতিক শক্তিকে ইরানের বিরুদ্ধে কাজে লাগাবো।

এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যখন ক্ষোভ চরিতার্থ করার কথা বলি, তখন সেটাকে সামরিক পদক্ষেপ মনে করলে ভুল হবে। লক্ষ্য আমাদের অর্থনৈতিক শক্তিকে ইরানের বিরুদ্ধে কাজে লাগানো। আমরা সামরিক অভিযানের পক্ষপাতি নই আর যদি তা সামরিক পর্যায়ে গড়ায়, তাহলে তা কারোর স্বার্থই রক্ষা করবে না।

এ সময় পম্পেও আরও বলেন, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করে তাহলে দেশটি আন্তর্জাতিক সমাজের ক্ষোভের মুখে পড়বে। বিশ্ব সমাজ ইরানের বিরুদ্ধে অবস্থান নেবে যা দেশটির জন্য কল্যাণকর হবে না।

উল্লেখ্য, পরমাণু ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ৮মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। এরপরই ইরান নাথাঞ্জ পরমাণু প্রকল্পে নতুন সেন্ট্রিফিউজ উৎপাদনের কাজ শুরুর ঘোষণা দিয়েছে। তবে ইরানের কর্মকর্তারা বলছেন, পরমাণু সমঝোতার আওতা থেকেই ফের কর্মসূচি শুরু করা হয়েছে। সূত্র: প্রেসটিভি

স্টকমার্কেটবিডি.কম/বি

স্যোসাল ইসলামী ব্যাংকের ৫ লাখ শেয়ার বিক্রি

siblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কামাল উদ্দিন আহমেদ নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৫ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ১,০২,২৩,৭৩৮টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্সের চেয়ারম্যান আবদুল মতিন

ooস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডে ইঞ্জিনিয়ার আবদুল মতিন এবং মোহাম্মদ আজম যথাক্রমে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় তাঁরা পুনর্নির্বাচিত হন।

আবদুল মতিন নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্সের অন্যতম উদ্যোক্তা পরিচালক। তিনি দেশের একজন শিল্পপতি ও ব্যবসায়ী।

স্টকমার্কেটবিডি.কম/বি

উত্তরা ফাইন্যান্সের নগদ লভ্যাংশ বিতরণ

uttara-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ বিইএফটিএনের মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে জমা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানির নগদ লভ্যাংশ শেয়ার বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে জমা হয়। ৩১ ডিসেম্বর ২০১৭ সালের সমাপ্ত হিসাব বছরে উত্তরা ফাইন্যান্স লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

যাদের ব্যাংক হিসাবে জমা হয়নি কোম্পানিটির এসব শেয়াহোল্ডারদের ঠিকানায় লভ্যাংশ পত্র পাঠিয়ে দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সোনার বাংলা ইন্স্যুরেন্সের ঋণমান ‘এএ’ ও ‘এসটি-১’

sonar-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২৩ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফারেটিং।

স্টকমার্কেটবিডি.কম/এমএম