1. মুন্নু সিরামিকস
  2. আরএসআরএম
  3. আলিফ ইন্ডাস্ট্রিজ
  4. স্কয়ার ফার্মা
  5. কুইন সাউথ টেক্সটাইল
  6. গ্রামীন ফোন
  7. ফুয়াং ফুডস
  8. ফার্মা এইডস
  9. প্যারামাউন্ট টেক্সটাইল
  10. এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড।

ডিএসইতে বেড়েছে সূচক, লেনদেন ও শেয়ারের দর

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বেড়েছে। এদিনে সেখানে সবগুলো সূচকও বেড়েছে। দিনশেষে সেখানে অধিকাংশ শেয়ারের দরই বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৩ কোটি ৫১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৬৩৯ কোটি ৪২ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৬৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৭টির। আর দর অপরিবর্তিত আছে ৩৪১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মুন্নু সিরামিকস, আরএসআরএম, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, কুইন সাউথ টেক্সটাইল, গ্রামীন ফোন, ফুয়াং ফুডস, ফার্মা এইডস, প্যারামাউন্ট টেক্সটাইল ও এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৯.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৯২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৬৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন লেনদেন হয়েছে ৪১ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭৫ কোটি ৭৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার ও বিএটিবিসি।

স্টকমার্কেটবিডি.কম/বি

বসুন্ধরা পেপারসের লেনদেন শুরু ২ জুলাই

basubdaraস্টকমার্কেটবিডি ডেস্ক :

বসুন্ধরা পেপারস মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ২ জুলাই এই শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, কোম্পানিটি নতুন হিসাবে এন ক্যাটাগরিতে লেনদেন করবে। কোম্পানির ট্রেডিং কোড “BPML” আর ডিএসইতে কোম্পানির কোড নম্বর 19512.

সূত্র থেকে জানা যায়, সম্প্রতি আইপিও শেয়ার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা দেওয়ার পক্রিয়া সম্পন্ন করে সিডিবিএল। ইতোমধ্যে এ কোম্পানিটির শেয়ার অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আনুমোদন সাপেক্ষে উভয় শেয়ারবাজারে বসুন্ধরা পেপারস মিলস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

আইটি কনসালটেন্টসের শেয়ার দর বাড়ার তথ্য নেই

ITC-Logo-230x155-145x150স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ১০ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ২৯.৭০ টাকা। গতকাল ২৬ জুন তা বেড়ে সর্বশেষ ৩৭.৩০ টাকায় লেনদেন হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে আইটি কনসালটেন্টস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

পূবালী ব্যাংকের ঋণমান ‘এএ’ এবং ‘এসটি-১’

pubali bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এনসিআর)। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্যাংক এশিয়ার ৭ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

asia.smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেডের এক স্পন্সর পরিচালক ৭ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আনিসুর রহমান সিনহা নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ৭ লাখ শেয়ার ক্রয় করবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেট হতে এই স্পন্সর পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

পাওয়ার প্লান্টের অনুমোদন পেল ইউনিক হোটেল ও স্ট্রাটেজিক ফাইন্যান্স

electicic-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পাওয়ার প্লান্টের অনুমোদন পেয়েছে ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের মালিকানাধীন গুয়ামা পিআর হোল্ডিং বিভি ও স্ট্রাটেজিক ফাইন্যান্স লিমিটেড। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)। চুক্তি মোতাবেক কোম্পানিটি গ্যাস ভিত্তিক ৫৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। চুক্তিটির মেয়াদ ২২ বছর।

নারায়নগঞ্জের মেঘনাঘাটে অবস্তিত এই পাওয়ার প্লান্টের ৬৫.০১ শতাংশ মালিক ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড ও ৪.৯৯ শতাংশের মালিক স্ট্রাটেজিক ফাইন্যান্স লিমিটেড। বাকি শেয়ার রয়েছে গুয়ামা পিআর হোল্ডিং বিভির হাতে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

প্যারামাউন্ট টেক্সটাইলের দর বৃদ্ধির কোনো তথ্য নেই

paraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ৩ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ৪২.৪০ টাকা। গতকাল ২৬ জুন তা বেড়ে সর্বশেষ ৫৩.৩০ টাকায় লেনদেন হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রাইম টেক্সটাইলের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই

prime-textiles-logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ১৮ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ২৪.৭০ টাকা। গতকাল ২৬ জুন তা বেড়ে সর্বশেষ ৩২.২০ টাকায় লেনদেন হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি