তিনদিনে বসুন্ধরার দর ১৩০ হতে ১৮১ টাকায় : সিএসইতে নোটিস

basubdaraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা শিল্প খাতের কোম্পানি বসুন্ধরা পেপারস মিলস লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দর বৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ৭ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিল ১৩০.৮০ টাকা। আজ ৬ জুলাই তা বেড়ে সর্বশেষ ১৮১.৬০ টাকায় লেনদেন হয়। তিনদিনে শেয়ারটির দর ১৩০ টাকা হতে ১৮১ টাকা হয়েছে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন সিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে বসুন্ধরা পেপারস মিলস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

দেশবন্ধু পলিমারের শেয়ার দর বৃদ্ধির নেপথ্যে তথ্য নেই

desbonduস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দর বৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২৮ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৫.৩০ টাকা। গতকাল ৪ জুলাই তা বেড়ে সর্বশেষ ১৭.৬০ টাকায় লেনদেন হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন সিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিএসইতে ৯০২ ও সিএসইতে ১৩৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৯০২ কোটি টাকা ছাঁড়িয়েছে। এদিনে সেখানে সবগুলো সূচক বেড়েছে। দিনশেষে সেখানে অধিকাংশ শেয়ারের দরই বেড়েছে। অন্যদেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৯০২ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৭৪১ কোটি ২২ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৩.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯২৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৭টির। আর দর অপরিবর্তিত আছে ৪০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বসুন্ধরা পেপারস মিলস, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ, আরএসআরএম, ইউনাইটেড পাওয়ার, বিবিএস ক্যাবলস, মুন্নু সিরামিকস, বেক্সিমকো লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং ও সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯৫.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯৮৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ৭৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২০টির।

এদিন লেনদেন হয়েছে ১৩৫ কোটি ৯৫ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৩২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও বসুন্ধরা পেপারস মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. বসুন্ধরা পেপারস মিলস
  2. আলিফ ইন্ডাস্ট্রিজ
  3. ফরচুন সুজ
  4. আরএসআরএম
  5. ইউনাইটেড পাওয়ার
  6. বিবিএস ক্যাবলস
  7. মুন্নু সিরামিকস
  8. বেক্সিমকো লিমিটেড
  9. আনোয়ার গ্যালভানাইজিং
  10. সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের সুদহারও নামবে সিঙ্গেল ডিজিটে

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংকের মতো এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোও সুদহার এক অঙ্ক (সিঙ্গেল ডিজিটে) নামিয়ে আনবে। আগামী এক সপ্তাহের মধ্যে নিজ নিজ পর্ষদে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

এক্ষেত্রে প্রাথমিকভাবে রফতানি, উৎপাদনশীল খাত ও নারী উদ্যোক্তা ঋণে এই সিদ্ধান্ত কার্যকর হবে। পর্যায়ক্রমে অন্য সব ঋণেও সুদহার কমবে। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের এমডিদের নিয়ে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে মঙ্গলবার এ সিদ্ধান্ত হয়।

এর আগে ২০ জুন ব্যাংক মালিকদের সংগঠন বিএবি সিঙ্গেল ডিজিট সুদে ঋণ দেয়ার ঘোষণা দেয়। এরপরের দিন তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দেখা করে আর্থিক প্রতিষ্ঠানের সুদহার কমানোর উদ্যোগ নেয়ার অনুরোধ করে।

ওইদিনই গভর্নর ফজলে কবির আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) কয়েকজন নেতার সঙ্গে অনির্ধারিত একটি বৈঠক করেন। বৈঠকে সুদহার কমানোর উদ্যোগ নিতে বলেন।

পরবর্তীকালে আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেরা বসে সুদহার ঠিক করে বাংলাদেশ ব্যাংকে বৈঠকের কথা বলেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বৈঠকে এমডিরা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা এসকে সুর চৌধুরী, ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, আহমেদ জামালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আবু হেনা মোহা. রাজী হাসান সাংবাদিকদের বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোও সুদহার সিঙ্গেল ডিজিটে (সর্বোচ্চ ৯ শতাংশ) নামিয়ে আনবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

এএমসিএল প্রাণের কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই

amclস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি (এএসসিএল) প্রাণ লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২৫ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ২১৮ টাকা। গতকাল ৪ জুলাই তা বেড়ে সর্বশেষ ২৬৩ টাকায় লেনদেন হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে এএমসিএল প্রাণ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

হোটেল ওয়েস্টিনে চারদিনব্যাপি আবাসন মেলা

image-66377-1530696015স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পূর্বাচল আমেরিকান সিটির আয়োজনে আগামীকাল বৃহস্পতিবার থেকে চারদিনব্যাপি একক আবাসন মেলা ঢাকার হোটেল ওয়েস্টিনে শুরু হতে যাচ্ছে।

এ মেলার আয়োজন করেছে বাংলাদেশে আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা এসেট্স।

ইতিমধ্যে বন্দরনগরী চট্টগ্রাম, আমেরিকার নিউইয়র্ক ও কানাডার টরেন্টোতে মেলা অনুষ্ঠিত হয়েছে।

দেশে এবং বিদেশের মেলাগুলোতে প্রচুর সংখ্যক দর্শকের আগমন ঘটে এবং আশানুরূপ সাড়া মিলেছে।

পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন অঞ্চলে এবং দেশের বিভিন্ন জেলা শহরে পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলা আয়োজনের পরিকল্পনা করছে ইউএস-বাংলা এসেট্স।

আগামী ৫-৮ জুলাই হোটেল দি ওয়েস্টিন, গুলশান, ঢাকায় মেলা চলবে। প্রতিদিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বাড়ার কোনো তথ্য নেই

Tosrifa-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ১৯ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৭.২০ টাকা। গতকাল ৪ জুলাই তা বেড়ে সর্বশেষ ২২.৭০ টাকায় লেনদেন হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বাড়ার কোনো তথ্য নেই

sherpard-300x137স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২৮ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ২৬.৮০ টাকা। গতকাল ৪ জুলাই তা বেড়ে সর্বশেষ ৩১.৫০ টাকায় লেনদেন হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

আনলিমা ইয়ার্নের মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই

Anlima-Yarn-Dyeing-Limited_company_logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ১৮ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ৩১.১০ টাকা। গতকাল ৪ জুলাই তা বেড়ে সর্বশেষ ৩৮.১০ টাকায় লেনদেন হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি