এসকোয়ার নিট কম্পোজিটের আইপিও : বিডিং সোমবার

squireস্টকমার্কেটবিডি ডেস্ক :

সদ্য আইপিও অনুমোদন পাওয়া কোম্পানি এসকোয়ার নিট কম্পোজিট লিমিটেডের বিডিং আগামী ৯ জুলাই হতে ১২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আগামী ৯ জুলাই সোমবার বিকাল ৫ টা হতে এই বিডিং শুরু হবে। যা ১২ জুলাই বিকাল ৫ টায় শেষ হবে। এসময়ের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলো বিডিংয়ে শেয়ারের দর প্রস্তাব করতে পারবে।

কোম্পানিটি মোট শেয়ার ২০ শতাংশ শেয়ার এসব প্রতিষ্ঠানকে দিবে। এ জন্য বিডিং ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।

বিডিং ফি বিডিং চলাকালীন সময়ে আইএফআইসি ব্যাংকে জমা দিতে হবে।

বিডিংয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৬ হতে ১৮ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

আইএলএফএসএল ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে

ilf-stockmarketbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামীকাল সোমবার থেকে এই কোম্পানির শেয়ার ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

স্টকমার্কেটবিডি.কম/বি

৯ বছরে আত্মকর্মসংস্থানে ৮১৬ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে : বীরেন শিকদার

bijenস্টকমার্কেটবিডি ডেস্ক :

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বলেছেন, গত ৯ বছরে বেকার যুবক ও যুব মহিলাকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৫ লাখ ৮৬ হাজার ৫৯১ জনকে ৮১৬ কোটি ৩৩ লাখ ৬ হাজার টাকা ঋণ দেয়া হয়েছে।

তিনি আজ রবিবার সংসদে সরকারি দলের সদস্য মো. আনোয়ারুল আজীম (আনার)’র এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক মোট ৭৫টি ট্রেডে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

বীরেন শিকদার বলেন, গত ৯ বছরে ২২ লাখ ৩৭ হাজার ৮৬ যুবক ও যুব মহিলাকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

তিনি বলেন, সরকার যুবগোষ্ঠীকে সম্পৃক্ত করতে সরকার ২০০৯-১০ অর্থবছর থেকে ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’ বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় ২৪ থেকে ৩৫ বছর বয়সী উচ্চ মাধ্যমিক ও তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বেকার যুবক ও যুবমহিলাকে ১০টি সুনির্দিষ্ট মডিউলে ৩ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ প্রদানের পর জাতিগঠনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় গতবছর ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৮৯৬ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ১ লাখ ২৬ হাজার ৫৬১জনকে জাতিগঠনমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করার মাধ্যমে ২ বছরের অস্থায়ী কর্মে নিযুক্ত করা হয়েছে।

বীরেন শিকদার বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুলো এবং এস এ ট্রেডিংয়ের যৌথ উদ্যোগে ‘হাউজকিপিং’ বিষয়ে প্রশিক্ষণ প্রদানের ফলের ২০১৪ সাল থেকে ২০১৭ পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১ হাজার ৯৮৪ জন এবং হংকং-এ ৬১ জন মোট ২ হাজার ৪৫ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, যুবদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আত্মকর্মসংস্থানের জন্য দক্ষতা প্রদানের সাথে সাথে উদ্যোক্তা হিসেবেও গড়ে তোলার বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

পাট ও পাট পণ্য রফতানি আয় ৬ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে

Jute-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্ববাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রফতানি প্রতিনিয়ত বেড়ে চলেছে। সদ্যসমাপ্ত ২০১৭-১৮ অর্থবছরে এই খাত থেকে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ১০২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। যা গত ২০১৬-১৭ অর্থবছরের তুলনায় ৬ দশমিক ৫৬ শতাংশ বেশি।

গত ২০১৬-১৭ অর্থবছরে পাট ও পাটজাত পণ্যের রফতানি আয় ছিল ৯৬ কোটি ২৪ লাখ ডলার। তবে ২০১৭-১৮ অর্থবছরের কৌশলগত লক্ষ্যমাত্রার তুলনায় রফতানি আয় কিছুটা কম হয়েছে। এ সময়ে লক্ষ্যমাত্রা ছিল ১০৫ কোটি ৫০ লাখ।
বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।

ইপিবির তথ্য মোতাবেক, গত অর্থবছরে কাঁচাপাট রফতানিতে আয় হয়েছে ১৫ কোটি ৫৬ লাখ ডলার; পাট সুতা ও কুন্ডলী রফতানিতে আয় হয়েছে ৬৮ কোটি ৭৭ লাখ ডলার, পাটের বস্তা ও ব্যাগ রফতানি হয়েছে ১২ কোটি ২৮ লাখ ডলারের এবং পাটজাত অন্যান্য পণ্য থেকে রফতানি আয় হয়েছে ৯ কোটি ৯৩ লাখ ডলার।

পাট ও পাট পণ্য রফতানির বিষয়ে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান বলেন, বিশ্বের প্রায় ৬০টি দেশে বাংলাদেশের পাট ও পাট পণ্যের চাহিদা রয়েছে। কিন্তু উৎপাদন ও পণ্য বহুমুখীকরণে আমরা এখনও পিছিয়ে থাকায় পর্যাপ্ত পাট ও পাট পণ্য রফতানি করা যাচ্ছে না।তবে সরকার মানসম্মত পাট উৎপাদন ও পণ্য বহুমুখীকরণে বিশেষ উদ্যোগ নিয়েছে। নীতি সহায়তার পাশাপাশি পণ্য বৈচিত্র্যকরণে নগদ সহায়তা বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন,রফতানিমূখী পাট পণ্য বহুমুখীকরণে নগদ সহায়তা বৃদ্ধি করে ২০ শতাংশ করা হয়েছে। এতে সুফলও পাওয়া যাচ্ছে।মানসম্মত পাটজাত পণ্য উৎপাদন হওয়ায় রফতানি কয়েকগুণ বেড়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।

বিজেএমসির চেয়ারম্যান জানান,ইউরোপসহ পশ্চিমা দেশের জনগণ প্রাকৃতিক তন্তু ব্যবহারের প্রতি সচেতন হওয়ায় সেখানে পাট পণ্যের প্রতি আগ্রহ বাড়ছে। এই চাহিদার কথা বিবেচনায় রেখে বাংলাদেশ নতুন নতুন বৈচিত্র্যপূর্ণ পণ্য উৎপাদন করছে।পাশাপাশি আন্তর্জাতিক বাজারে স্বদেশী পাট পণ্যের কার্যকর ব্র্যান্ডিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।এসব কারণে পাট ও পাট পণ্য রফতানি ক্রমান্বয়ে বাড়ছে বলে তিনি জানান।

তিনি আরো জানান, দেশের অভ্যন্তরে পাটের উৎপাদন বাড়াতে মানসম্মত বীজ সংগ্রহ করা হচ্ছে। যেন কৃষকরা অন্য ফসলের তুলনায় পাট চাষে লাভবান হতে পারেন।এতে তারা পাট উৎপাদনে আগ্রহী হবে এবং উৎপাদনও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

মাহমুদুল হাসান বলেন, পণ্য বৈচিত্র্যকরণে সরকারি পাটকলগুলোতে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হচ্ছে।

উল্লেখ্য, দেশে বর্তমানে রাষ্ট্রায়াত্ত্বখাতে মোট ২২টি পাটকল চালু রয়েছে এবং বেসরকারিখাতে প্রায় ২০০ পাটকল আছে।

বাংলাদেশ বর্তমানে আফগানিস্তান, আলজেরিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, বেনিন,ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, চিলি, চীন, কংগো, কোষ্টারিকা, মিসর, ইতালি, ইন্দোনেশিয়া, ইতোপিয়া, গাম্বিয়া, জার্মানি, গোয়েতেমালা, হাইতি, ভারত, আয়ারল্যান্ড, ইরান, জাপান, জর্দান, কোরিয়া, লিবিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, মরক্কো, মায়ানমার, নেদারল্যান্ড, পাকিস্তান, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, রাশিয়া, সৌদিআরব, সুদান, দক্ষিণ আফ্রিকা, তাইওয়ান, তাজাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ওগান্ডা, গোয়েতেমালা, উজবেকিস্তান ও ভিয়েতনামে পাট ও পাট পণ্য রফতানি করছে। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স বাকি ৭২৮ কোটি টাকা : খন্দকার মোশাররফ

perlaস্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের সিটি করপোরেশনগুলোর বকেয়া হোল্ডিং ট্যাক্স ৭২৮ কোটি ৭৬ লাখ ২১ হাজার ৩৪৬ টাকা বলে সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

রবিবার (৮ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের তথ্য অনুযায়ী, ১১ সিটি করপোরেশনের মধ্যে সব থেকে বেশি হোল্ডি ট্যাক্স বকেয়া রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। এই সিটির বকেয়া হোল্ডিং ট্যাক্স ২৪০ কোটি ৭২ লাখ ৪১ হাজার ৮৬১ টাকা। সব থেকে কম হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে কুমিল্লা সিটি করপোরশেনের। এখানে বকেয়া হোল্ডিং ট্যাক্স ৯৭ লাখ ৯১ হাজার ৭১১ টাকা।

তিনি জানান, অন্য সিটিগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ ‍সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯৭ কোটি, চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০৩ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ৪২৩ টাকা, রাজশাহী সিটির ৮ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৭৬ টাকা, খুলনা সিটির ৬৬ কোটি ৮৫ হাজার ৯ হাজার ৪৫০ টাকা, সিলেট সিটির ৩২ কোটি ৬১ লাখ ২১ হাজার ৮২৭ টাকা, বরিশাল সিটির ৯ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৭৬১ টাকা, নারায়ণগঞ্জ সিটির ২০ কোটি ৭৯ লাখ ৩ হাজার ২৩০ টাকা, রংপুর সিটির ১০ কোটি ৫১ লাখ ৮২ হাজার ১৫০ টাকা এবং গাজীপুর সিটির ৩৭ কোটি ৬৮ লাখ ৬৫ হাজার ৯৫৭ টাকা হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রীর অনুপস্থিতিতে সবরায় বিভাগের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা সংসদে প্রশ্নের জবাব দেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

পানামা ও প্যারাডাইস পেপার্সে নাম থাকা ৭ জনকে তলব

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পানামা পেপার্স ও প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে নাম থাকা সাতজনকে বিদেশে অর্থপাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পানাম পেপার্স কেলেঙ্কারিতে নাম আসা চারজনকে আগামী ১৬ জুলাই ও প্যারাডাইস পেপার্সে নাম থাকা তিন জনকে ১৭ জুলাই দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার এসব তথ্য জানিয়েছেন।

রবিবার (৮ জুলাই) ওই সাত ব্যক্তিকে চিঠি দিয়েছে দুদক। এই সংস্থার জনসংযোগ কর্মকর্তা আরও জানান, অর্থপাচারের অভিযোগে মাল্টিট্রেড মার্কেটিংয়ের পরিচালক হাসান মাহমুদ রাজা, খন্দকার মঈনুল আহসান, আহমেদ ইসমাইল হোসেন ও আখতার মাহমুদকে ১৬ জুলাই তলব করা হয়েছে।

এছাড়া প্যারাডাইস পেপার্সে নাম থাকা এরিক জনসন আন্দ্রেস, ফারহানা ইয়াবুবুর রহমান ও মাহতাব রহমানকে তলব করা হয়েছে ১৭ জুলাই।

বিশ্বে আলোড়ন তোলা পানামা পেপার্স ও প্যারাডাইস পেপার্সে যেসব বাংলাদেশির নাম এসেছে, তাদের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম ৩০ জুনের মধ্যে শেষ করার জন্য গত মাসে নির্দেশ দেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

পানামা পেপার্স ও প্যারাডাইস পেপার্স হলো বিশ্বের ১৮০টি দেশের রাজনীতিক, সেলিব্রিটি ও বিত্তশালী মানুষের অর্থনৈতিক লেনদেন ও মালিকানা সংক্রান্ত বিস্তারিত তথ্যের এক বিশাল ডাটাবেস। কর দিতে হয় না কিংবা খুবই নিম্নহারে কর দেওয়া যায় এমন দেশে বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

নাজিব রাজাকের ছেলে-মেয়ের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ

sockmarketbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাকের মেয়ে নুরিয়ানা নাজওয়া পর তার অন্য তিন সন্তানও সরকারে বিরুদ্ধে ব্যাংক অ্যাকাউন্ট জব্দের অভিযোগ করেছেন।

মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন (এমএসিসি) সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সন্তান নুরিয়ানা নাজওয়া নাজিব, মোহাম্মদ নোরাশ্বমান নাচিক, মোহাম্মদ নিজার নাজিব ও পুতেরি নূরলিসা নাজিবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। আর্থিক দুর্নীতিতে নাজিব রাজাকের জড়িত থাকার তদন্ত চলছে।

এর আগে নুরিয়ানা নাজওয়া নাজিব অভিযোগ করেন যে, তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। আর নাজিব রাজাকের ছেলে মোহাম্মদ নিজার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার বিষয় নিয়ে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি বলেন, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়ায় বিভিন্ন জটিলতার মুখোমুখি হচ্ছে তার পরিবার। তিনি আরও বলেন, আমার ও আমার অসুস্থ ভাইবোনের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এমনকি আমরা বিল পর্যন্ত দিতে পারছি না।

উল্লেখ্য, গত ৪ জুলাই নাজিব রাজাককে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়। পরের দিন ৫ জুলাই তিনি এই পোস্ট দিয়েছেন। একই দিনে নাজিব রাজাকের অন্য ছেলে মোহাম্মদ নুরাশ্বমানের অ্যাকাউন্ট জব্দ করা হয়।

অন্যদিকে গত ৬ জুলাই নাজিবের মেয়ে পুতেরি নুরলিসার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নাজিবের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইরান থেকে তেল কেনা বন্ধ করেনি দক্ষিণ কোরিয়া

oilস্টকমার্কেটবিডি ডেস্ক :

মার্কিন নিষেধাজ্ঞা মেনে নিয়ে দক্ষিণ কোরিয়া ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যে দাবি করেছিল তা অস্বীকার করেছে সিউল। সম্প্রতি তেহরানস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাস এক টুইটার বার্তায় বলেছে, দেশটি ইরান থেকে তেল আমদানি বন্ধ করেনি।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি দাবি করেছিল, দক্ষিণ কোরিয়া গত ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো ইরান থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। খবরে দাবি করা হয়, দক্ষিণ কোরিয়া চলতি জুলাই মাসে আমদানির জন্য ইরান থেকে কোনো তেল বা তেলজাত পণ্য ট্যাংকারে উঠাবে না।

মার্কিন সরকার গত মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর ইরানের কাছ থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করে দিতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। তবে ইরানের তেল ক্রয়কারী বহু দেশ এরইমধ্যে জানিয়ে দিয়েছে, তারা আমেরিকার এ নিষেধাজ্ঞা মানবে না।

ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে গতকাল (শনিবার) বলেছেন, তার দেশের তেল উৎপাদন ও রপ্তানির পরিমাণ আগের মতোই অব্যাহত রয়েছে। আমেরিকার নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেয়ার জন্য ইরান প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন শুরু করেছে বলে মন্ত্রী জানান।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

পিপলস্ লিজিংয়ের ২য় প্রান্তিক বোর্ড সভা আহবান

plfs-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান পিপলস্ লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১২ জুলাই আহ্বান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪ টায় রাজধানী মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

সভাশেষে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বসুন্ধরা পেপারস মিলস
  2. আরএসআরএম
  3. ইউনাইটেড পাওয়ার
  4. বিবিএস ক্যাবলস
  5. আলিফ ম্যানুফেক্চারিং
  6. আলিফ ইন্ডাস্ট্রিজ
  7. মুন্নু সিরামিকস
  8. আনোয়ার গ্যালভানাইজিং
  9. সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ
  10. ফরচুন সুজ লিমিটেড।