ভারতে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন কারখানা

2bd7df8bcf2fc1615acc8508daa17e9f-5b43710399989স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন কারখানা চালু করেছে স্যামসাং ইলেকট্রনিকস। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনকে সঙ্গে নিয়ে এ কারখানাটি উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের রাজধানী দিল্লির কাছে নয়ডায় স্যামসাংয়ের এ কারখানার অবস্থান।

এ কারখানা থেকে বছরে এখন ১২ কোটি মোবাইল ফোন উৎপাদন হবে। এক বছর আগে এ কারখানার উৎপাদন সক্ষমতা ছিল ৬ কোটি ৮০ লাখ। কারখানা সম্প্রসারণের পুরো প্রক্রিয়াটি কয়েক ধাপে ২০২০ সালের মধ্যে সম্পন্ন হবে। স্যামসাংয়ের পাশাপাশি চীনের স্মার্টফোন ব্র্যান্ড শাওমি, অপো এখন ভারতে মোবাইলের কারখানা করেছে। ভারত সরকারের উৎপাদনমুখী নীতিমালার সুবিধা নিয়ে এ সব কারখানায় বিনিয়োগ করছে বহুজাতিক স্মার্টফোন ব্র্যান্ডগুলো।

১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ৫২ কোটি ৪০ লাখ। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির হিসাবে, ২০১৭ সালের ভারতের বাজারে ১২ কোটি ৪০ লাখ স্মার্টফোন বিক্রি হয়েছে। দেশটিতে নিত্য নতুন মডেলের স্মার্টফোনের চাহিদা ক্রমেই বাড়ছে। শাওমি গত এপ্রিলে ভারতে আরও তিনটি কারখানা তৈরির ঘোষণা দিয়েছে।

স্যামসাং ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ সি হং এক বিবৃতিতে বলেন, ভারত সরকারের উৎপাদনমুখী নীতিমালার সঙ্গে আমরা একমত। ভারতকে বিশ্ব উৎপাদনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।

স্যামসাংয়ের এ কারখানায় একেবারে কম দাম থেকে শুরু করে সর্বোচ্চ দামের ও মানের এস-এইট স্মার্টফোন তৈরি হবে। চলতি বছরে স্যামসাংকে হটিয়ে ভারতের স্মার্টফোন বাজারে শীর্ষস্থান দখল করেছে শাওমি। নতুন এ কারখানা স্যামসাংয়ের হারানো অবস্থান ফিরে পেতে সহায়ক হবে বলে বাজার বিশ্লেষকেরা মনে করছেন।

ভারতের বেশির ভাগ ব্যবহারকারী ২০ হাজার টাকা বা এর কম দামের স্মার্টফোন ব্যবহার করেন। এ কারণে ভারতে খুব বেশি বাজার দখলে নিতে পারেনি মার্কিন কোম্পানি অ্যাপল। বর্তমানে চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোনের বাজার হলো ভারত। গত বছর যুক্তরাষ্ট্রকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশটি।

দেশীয় প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিকসের মাধ্যমে বাংলাদেশেও মোবাইল ফোন সংযোজন কারখানা চালু করেছে স্যামসাং। নরসিংদীর এ কারখানায় ইতিমধ্যে স্মার্টফোন সংযোজন শুরু হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ওরিয়েন্টাল ব্যাংকের ৫ কর্মকর্তার বিভিন্ন মেয়াদে দণ্ড

courtস্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রায় এক কোটি টাকা আত্মসাতের দায়ে সাবেক ওরিয়েন্টাল ব্যাংকের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (০৯ জুলাই) ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ সাজা ঘোষণা করেন।

আসামিরা হলেন- ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল শাখার সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সাবেক এভিপি মো. ফজলুর রহমান, সাবেক এসইভিপি মাহমুদ হোসেন ও ইভিবি কামরুল ইসলাম।

আসামিদের মধ্যে এনামুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুনকে সাত বছর করে কারাদণ্ড ও ২৫ লাখ করে টাকা জরিমানা, অনাদায়ে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপর তিন আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড ও ১৫ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের নির্দেশ দেন।

আসামি এনামুল হক ছাড়া অপর চার আসামি পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, অসৎ উদ্দেশ্যে অস্থিত্বহীন-বেনামী মেসার্স সুপার মেটাল ওয়ার্কস প্রতিষ্ঠানকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে তড়িঘড়ি করে ঋণ অনুমোদন/মঞ্জুরি দিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংকের ৯৫ লাখ টাকা আত্মসাৎ করেন।

২০০৬ সালের ২৯ ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক এসএমএম আখতার হামিদ এ মামলাটি দায়ের করেছিলেন।

উল্লেখ্য, ওরিয়েন্টাল ব্যাংকের বর্তমান নাম আইসিবি ইসলামিক ব্যাংক। ২০০৯ সালে ব্যাংকটির নাম পরিবর্তন করা হয়। সূত্র : বাংলানিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

এমএল ডায়িংয়ের আইপিও শেয়ারের আবেদন জমা শুরু

ML Dyingস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া এম এল ডায়িং লিমিটেডের আইপিও শেয়ারের জন্য আবেদন জমা শুরু হয়েছে।

আজ সোমবার থেকে শুরু হওয়া আবেদনটি ১৯ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।

এর আগে গত ১৪ মে কমিশনের ৬৪৪তম নিয়মিত সভায় এম এল ডায়িং লিমিটেডকে আইপিও অনুমোদন দেওয়া হয়। এ সভায় ২০ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, এম এল ডায়িং লিমিটেডের ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩.৭১ টাকা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ২.৩৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

এসকোয়ার নিট কম্পোজিট বিডিং : ১ম দর প্রস্তাব ৪৫ টাকা

squireস্টকমার্কেটবিডি ডেস্ক :

আইপিও অনুমোদন পাওয়া কোম্পানি এসকোয়ার নিট কম্পোজিট লিমিটেডের বিডিং শুরু হয়েছে। শুরু প্রথম তিন ঘন্টায় কোনো একটি দর প্রস্তাব করেছে বিডাররা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ৫টায় শুরুর পরে বেলা ৮ টা পর্যন্ত প্রথম ৩ ঘন্টায় একটি দর প্রস্তাব পড়েছে। এই প্রস্তাবে শেয়ারের দর এসেছে ৪৫ টাকা।

তবে আগামী ১২ জুলাই পর্যন্ত এই বিডিং অনুষ্ঠিত হবে। এসময়ের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলো দর প্রস্তাব করতে পারবে।

ডিএসই সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৫ টা হতে এই বিডিং শুরু হবে। যা ১২ জুলাই বিকাল ৫ টায় শেষ হবে। এসময়ের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলো বিডিংয়ে শেয়ারের দর প্রস্তাব করতে পারবে।

কোম্পানিটি মোট শেয়ার ২০ শতাংশ শেয়ার এসব প্রতিষ্ঠানকে দিবে। এ জন্য বিডিং ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।

বিডিং ফি বিডিং চলাকালীন সময়ে আইএফআইসি ব্যাংকে জমা দিতে হবে।

বিডিংয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৬ হতে ১৮ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

যুক্তরাষ্ট্রকে ‘না’, ইরান থেকে তেল কিনবে চীনা কোম্পানি!

oooস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাণিজ্যযুদ্ধ ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে চীন ও যুক্তরাষ্ট্র। আর তারই জের ধরে এবার যুক্তরাষ্ট্র নয়, ইরান থেকেই তেল কিনবে চীনের বেসরকারি তেল কোম্পানি।

এ ব্যাপারে ডংমিং পেট্রোকেমিক্যাল গ্রুপের এক নির্বাহী কর্মকর্তা জানান, তারা যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছেন। আর ইরান থেকে তেল কিনতে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাত দিয়ে ‘জাপান টুডে’ পত্রিকা এ খবর দিয়েছে।

ওই কর্মকর্তার বলেন, চীন সরকার মার্কিন তেল আমদানির ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে। সে কারণে তারা আফ্রিকা ও ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল কিনবেন। এ সময় তিনি আরও বলেন, চীন ও আমেরিকার মধ্যকার বাণিজ্য লড়াইয়ের কারণে তারা এ চিন্তা করতে বাধ্য হয়েছেন। চীন সরকারও মধ্যপ্রাচ্য থেকে তেল কেনার ওপর গুরুত্ব দিচ্ছে। বিষয়টি নিয়ে সরকারি পর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে জাপান টুডে।

সূত্র: পার্সটুডে

স্টকমার্কেটবিডি.কম/জেড

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিট্যান্স আসা বেড়েছে

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) আসা বাড়ছে। সদ্য সমাপ্ত ২০১৭-১৮ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রবাসী আয় এসেছে ১৯৯ কোটি ৭৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আগের অর্থবছরে এসেছিল ১৬৮ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ডলার।

সে হিসাবে এক বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় বেশি এসেছে ৩০ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ডলার। প্রতি ডলার ৮৩ টাকা ধরে হিসাব করলে তা দাঁড়ায় ২ হাজার ৫৬১ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকা। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে পাওয়া তথ্যে এ হিসাব জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের ২০১৭-১৮ অর্থবছরের মাসওয়ারি তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে কম ১৩ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ডলার বাংলাদেশে এসেছিল গত সেপ্টেম্বর মাসে। আর সবচেয়ে বেশি ২০ কোটি ৩০ লাখ ১০ হাজার ডলার আসে জুন মাসে।

তবে দেশওয়ারি প্রবাসী আয় আসায় যুক্তরাষ্ট্রের অবস্থান তৃতীয়। প্রবাসী বাংলাদেশিরা এখনো সবচেয়ে বেশি প্রবাসী আয় পাঠান সৌদি আরব থেকে। দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। চতুর্থ মালয়েশিয়া ও পঞ্চম কুয়েত। এ ছাড়া ষষ্ঠ ওমান, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম কাতার, নবম ইতালি ও দশম স্থানে আছে বাহরাইন।

প্রবাসী আয় আসায় শীর্ষ ৩০টি দেশের যে তালিকা করেছে বাংলাদেশ ব্যাংক, তাতে দেখা যায়, ৩০তম অবস্থান চীনের। গত অর্থবছরে চীন ছিল ২৮তম স্থানে, সে বছর দেশটি থেকে ১ কোটি ২৮ লাখ ২০ হাজার ডলার প্রবাসী আয় এসেছিল। এই অর্থবছরে ২৯তম সাইপ্রাস, ২৮তম সুইডেন, ২৭তম হংকং ও ২৬তম স্থানে আছে ব্রুনেই।

তালিকায় দেখা যায়, দক্ষিণ এশিয়ার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় এসেছে মালদ্বীপ থেকে। দেশটির অবস্থান ২৫তম। তালিকা অনুযায়ী ২৪তম অবস্থানে আছে জাপান। গত অর্থবছরে জাপান থেকে এসেছে ৩ কোটি ১৪ লাখ ৪০ হাজার ডলার, যা আগের অর্থবছরে ছিল ২ কোটি ২৯ লাখ ২০ হাজার ডলার। তবে কানাডা ও অস্ট্রেলিয়ার চেয়ে লেবানন ও দক্ষিণ আফ্রিকা থেকে বেশি প্রবাসী আয় আসছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ডেসটিনির মেজবাউদ্দিন স্বপনকে ৩ বছরের কারাদণ্ড

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্পত্তির হিসাব বিবরণী জমা না দেওয়া সংক্রান্ত দুর্নীতির মামলায় ডেসটিনি গ্রুপের পরিচালক মেজবাউদ্দিন স্বপনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার বিশেষ জজ ৭ এর বিচারক শহীদুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে মেজবাউদ্দিন স্বপন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারাও জারি করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

জাতীয় কৃষিনীতি ২০১৮-এর খসড়ার অনুমোদন

pm meetingস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিতে ন্যানো প্রযুক্তির ব্যবহারের সুযোগ রেখে জাতীয় কৃষিনীতি ২০১৮-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ কৃষিনীতির খসড়া অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

খসড়া নীতি অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ফসলের রোগ, জাতভিত্তিক পুষ্টি চাহিদা নির্ণয় ও পুষ্টি আহরণ ক্ষমতা বৃদ্ধিতে ন্যানো প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হবে।

কৃষিতে ভারী ধাতুর উপস্থিতি শনাক্তকরণ, শোধনসহ ন্যানো প্রযুক্তির সার, বালাই নাশক উদ্ভাবন ও ব্যবহারের মাধ্যমে উপকরণ দক্ষতা অর্জনের উদ্যোগ করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমানের কৃষিনীতি ২০০০ সালের করা। সেটাকেও আরও হালনাগাদ ও সমৃদ্ধ করা হয়েছে। এতে ২২টি অধ্যায় এবং ১০৬টি অনুচ্ছেদ ও উপ-অনুচ্ছেদ রয়েছে। ন্যানো প্রযুক্তি নতুনভাবে আনা হয়েছে।

আজকের সভায় বাংলাদেশ শিশু একাডেমী আইন ২০১৮-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। সূত্র : প্রথমআলো

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আজিজ পাইপসের নতুন কারখানায় উৎপাদন শুরু

Aziz-Pipes-Ltd.স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের নতুন কারখানায় উৎপাদন শুরু। কোম্পানিটি আজ সোমবার থেকে নতুন লাইনে পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে কোম্পানিটি ভারত থেকে আনা মেশিনগুলো ইতিমধ্যে কারখানায় সংযুক্ত করেছে।

জানা গেছে, সবকিছু ঠিকঠাক চললে আগামীতে কোম্পানিটির মুনাফা অর্জন করতে সক্ষম হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. বিবিএস ক্যাবলস
  2. বসুন্ধরা পেপারস মিলস
  3. লিগ্যাসী ফুটওয়ার
  4. সিঙ্গার বিডি
  5. আরএসআরএম
  6. প্যাসিফিক ডেনিমস
  7. ইউনাইটেড পাওয়ার
  8. ফরচুন সুজ
  9. প্রাইম টেক্সটাইল
  10. ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং লিমিটেড।