তিন দিনব্যাপী স্মার্টফোন মেলা বিআইসিসিতে

(JPEG Image, 205 × 115 pixels)স্টকমার্কেটবিডি ডেস্ক :

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আগামী ১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী চলবে ‘টেকশহরডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০১৮’।

রাজধানীর একটি অভিজাত হোটেলে মঙ্গলবার (১০ জুলাই) সংবাদ সম্মেলনে মেলার ঘোষণা দেয় আয়োজক সংস্থা ‘এক্সপো মেকার’। এবারের স্মার্টফোন মেলা এক্সপো মেকারের দশম আয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব প্রোডাক্ট মোহাম্মদ ইফতেখার হোসাইন, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. আসাদুজ্জামান, সিম্ফনি মোবাইল’র মার্কেটিং ম্যানেজার এসএম শাহরিয়ার হুদা, উই স্মার্ট সল্যুশনের ডিজিএম অ্যান্ড হেড অব মার্কেটিং ও কমিউনিকেশন মানতাসির আহমেদ, হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো. মনজুরুল কবির, অপ্পো বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ও পাবলিক রিলেশন ম্যানেজার ইফতেখার উদ্দীন সানি, ভিভো বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ এবং এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান।

মুহম্মদ খান বলেন, মেলায় দু’টি প্লাটিনাম স্পন্সর প্যাভিলিয়ন, দু’টি গোল্ড স্পন্সর প্যাভিলিয়ন এবং সিলভার স্পন্সর প্যাভিলিয়ন থাকবে চারটি। এছাড়াও চারটি প্যাভিলিয়ন ও ১২টি স্টল নিয়ে সাজানো হবে মেলা প্রাঙ্গণ।

এবারের স্মার্টফোন ও ট্যাব মেলায় প্রতিদিন মূল্য ছাড়ের পাশাপাশি থাকছে গিফট বক্স, র‌্যাফেল ড্র ও সেলফি প্রতিযোগিতা।

প্রদর্শনীর সব আপডেট ও খবর মেলার অফিসিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/STExpo) জানা যাবে। মেলা প্রাঙ্গণ খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। সূত্র : বাংলানিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/জেড

১৮-২৪ জুলাই জাতীয় মৎস্যসপ্তাহ

(PNG Image, 231 × 219 pixels)স্টকমার্কেটবিডি ডেস্ক :

আগামী ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্যসপ্তাহ ২০১৮ পালিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ জুলাই গণভবনের লেকে পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে এই সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

মঙ্গলবার (১০ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এ বিষয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের সচিব রইছুলআলম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ প্রধান অতিথি ছিলেন।

পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সপ্তাহটি পালন উপলক্ষে ২০ জুলাই মৎস্য গবেষণাকেন্দ্র ময়মনসিংহে ৫ দিনব্যাপী এবং এর ৫টি উপকেন্দ্রে ৩দিনব্যাপী মৎস্যপ্রযুক্তি মেলা অনুষ্ঠিত হবে। এদিন দেশব্যাপী মৎস্যখাতের উন্নয়নবিষয়ক তথ্য ও ভিডিওচিত্রের প্রদর্শনও করা হবে।

২১ জুলাই বঙ্গভবনের লেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং ২২ জুলাই সংসদ ভবনের লেকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পোনামাছ অবমুক্ত করবেন।

২৩ জুলাই এ বিষয়ে সেমিনার ছাড়াও ময়মনসিংহ অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে র‌্যালি, পোনামাছ অবমুক্তকরণসহ সেমিনার অনুষ্ঠিত হবে।

২৪ জুলাই সমাপনী দিনে মৎস্যখাতে অবদানের জন্য কৃষিবিদ ইনস্টিটিউশনে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পুরস্কার-২০১৮ প্রদান করবেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/জেড

সামিটসহ ৪ কোম্পানির ২৪০০ মেগাওয়াটের ৪ বিদ্যুৎকেন্দ্রের চুক্তি

electicic-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

সামিট, জিই করপোরেশন ও মিৎসুবিশি করপোরেশন লিমিটেডের মধ্যে ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চারটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসভিত্তিক (এলএনজি) ৬০০ মেগাওয়াটের চার বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল এবং তেল টার্মিনাল স্থাপনে বিনিয়োগ হচ্ছে ২৪ হাজার কোটি টাকা।

আগামীকাল বুধবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সমঝোতা স্মারকটি সই হবে।

এর আগে গত মে মাসে সিঙ্গাপুরে মিৎসুবিশি করপোরেশন ও সামিটের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। চার বিদ্যুৎকেন্দ্র হবে পরিবেশবান্ধব।

২৪ হাজার কোটি টাকার প্রকল্পটিতে ৫৫ শতাংশের বেশি বিনিয়োগ সামিটের, ২৫ শতাংশ মিৎসুবিশি এবং ২০ শতাংশ জিই করপোরেশনের। আগামী বছর থেকে এ প্রকল্পের কাজ শুরু হচ্ছে। ২০২৩ সালে এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

কাল সমঝোতা স্মারকে সই করবেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, জিই করপোরেশনের পাওয়ার অ্যান্ড এনার্জি শাখার প্রেসিডেন্ট রাসেল স্টোকস এবং মিৎসুবিশি করপোরেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তেতসুজি নাকাগাওয়া। স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিজ্ঞপ্তি।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

সরকার রেল খাতকে অধিক গুরুত্ব দিয়েছে: রেলমন্ত্রী

rail-bd-20180222111425স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বর্তমান সরকার রেল খাতকে অধিক গুরুত্ব দিয়েছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, ঢাকা-চট্টগ্রাম হাইস্পিড ট্রেন নির্মাণ প্রকল্পের মতো বড় বড় প্রকল্পের কাজ চলছে।

আজ মঙ্গলবার সকালে রেল ভবনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রেললাইন সংস্কার ও নির্মাণকাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলমন্ত্রী এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভারী যন্ত্রপাতি ও আনুষঙ্গিক মালামাল রেলওয়ের মাধ্যমে পরিবহন করা হবে। এ জন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রেল সংযোগ স্থাপন খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে খুব সহজেই চট্টগ্রাম ও খুলনা বন্দর থেকে মালামাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরিবহন করা সম্ভব হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রেলপথ নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মো. আমজাদ হোসেন, নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

২০২১ সাল থেকে পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

mannanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থান পরিবর্তন হচ্ছে। আগামী ২০২১ সাল থেকে রাজধানীর পূর্বাচলে এই মেলার আয়োজন করা হবে। ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণ’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১০ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক এর বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এ কথা জানান।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় এই সিদ্ধান্ত হয়।

‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণ’ প্রকল্প সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে পূর্বাচল নিউ টাউনে বাণিজ্যমেলার জন্য এক্সিবিউশন সেন্টারটি নির্মিত হবে। এটি নির্মাণে মোট ব্যয় ধরা করা হয়েছে ১ হাজার ৩০৩ কোটি টাকা। এর মধ্যে চীন সরকার ৬২৫ কোটি টাকা ঋণ দেবে। মোট ২০ একর জমিতে নির্মিত হবে এটি। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ বাস্তবায়িত হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

সিটি ব্যাংককে ৭০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন

citi-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত সিটি ব্যাংক লিমিটেডকে ৭০০ কোটি টাকার নন-কনভারটেবল বন্ড ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৫০তম সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, আনলিস্টেড ও রিডিম্যাবল সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছরে ফুল রিডেম্পশন হবে।

এই বন্ডের ট্রাস্টি ও ম্যানডেটেড লিড এ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে দায়িত্ব পালন করছে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।

সিটি ব্যাংক লিমিটেড এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে টাইয়ার টু শর্ত পতিপালন করবে। উক্ত বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

রানার অটোমোবাইলসকে বিডিংয়ের অনুমতি

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছেড়ে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেক্ট্রিক বিডিং সম্পাদনের মাধ্যমে কাট অফ প্রাইস নির্ধারণের অনুমোদন পেয়েছে রানার অটোমোবাইলস লিমিটেড।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৫০তম সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রানার অটোমোবাইলস আইপিও ছেড়ে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। এই অর্থ দিয়ে কোম্পানিটি গবেষণা ও উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৫ টাকা ৭০ পয়সা; পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ারপ্রতি নীট সম্পত্তি দাঁড়িয়েছে ৪১ টাকা ৯৪ পয়সা এবং করপরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ৩১ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট। আর রেজিস্টার টু দি ইস্যু হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

২৯২০ কোটি টাকা ব্যয়ে ৬ প্রকল্পের অনুমোদন

Ecnecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পূর্বাচলে স্থায়ী বাণিজ্য মেলা কেন্দ্র স্থাপন প্রকল্পের সংশোধনী প্রস্তাবসহ ৬ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ২ হাজার ৯২০ কোটি ৩৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ২ হাজার ৭০ কোটি ১৪ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ২২৪ কোটি ৫৫ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে বৈদেশিক সহায়তা পাওয়া যাবে ৬২৫ কোটি ৭০ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

সভাশেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার নামে স্থায়ী বাণিজ্য মেলা কেন্দ্রটির নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। এসময় প্রধানমন্ত্রীকে জানানো হয়, ইতোমধ্যে কেন্দ্রটি নির্মাণের জন্য বিভিন্ন অবকাঠামো চীনে তৈরি করা হচ্ছে। সেখান থেকে নিয়ে এসে এখানে সেটিং করা হবে। ফলে নির্ধারিত সময়ের আগেই এটির নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

একনেক সভায় মন্ত্রী পরিষদের সদস্যবর্গ এবং সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

এসকোয়ার কম্পোজিট বিডিংয়ে সর্বোচ্চ দর ৪৬ টাকা ও সর্বনিন্ম ২২

squireস্টকমার্কেটবিডি ডেস্ক :

আইপিও অনুমোদন পাওয়া কোম্পানি এসকোয়ার নিট কম্পোজিট লিমিটেডের বিডিংয়ের প্রথমদিন শেষ হয়েছে। প্রথমদিনে সর্বোচ্চ ৪৬ টাকা ও সর্বনিন্ম ২২ টাকায় শেয়ারের দর প্রস্তাব করেছে বিডাররা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ৫টায় শুরুর পরে মঙ্গলবার ২টা পর্যন্ত প্রথম দিনে এসব দর প্রস্তাব পড়েছে। এই প্রস্তাবে শেয়ারের সর্বোচ্চ দর এসেছে ৪৬ টাকা। এই দরে মোট ১ টি প্রতিষ্ঠান দর প্রস্তাব করেছে। পরের অবস্থানে থাকা দর ছিল ৪৫ টাকা।

এখন পর্যন্ত ৪৫ টাকায় ৪টি প্রতিষ্ঠান, ৪৩ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৩৫ টাকায় ১টি প্রতিষ্ঠান ও ৩২ টাকায় ৩টি, ২৩ টাকায় ২টি, ২২ টাকায় ৪টি প্রতিষ্ঠান দর প্রস্তাব জমা দিয়েছে।

তবে আগামী ১২ জুলাই পর্যন্ত এই বিডিং অনুষ্ঠিত হবে। এসময়ের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলো দর প্রস্তাব করতে পারবে।

ডিএসই সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৫ টা হতে এই বিডিং শুরু হয়। যা ১২ জুলাই বিকাল ৫ টায় শেষ হবে। এসময়ের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলো বিডিংয়ে শেয়ারের দর প্রস্তাব করতে পারবে।

কোম্পানিটি মোট শেয়ার ২০ শতাংশ শেয়ার এসব প্রতিষ্ঠানকে দিবে। এ জন্য বিডিং ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।

বিডিং ফি বিডিং চলাকালীন সময়ে আইএফআইসি ব্যাংকে জমা দিতে হবে। বিডিংয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৬ হতে ১৮ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

  1. বসুন্ধরা পেপার মিলস
  2. বিবিএস ক্যাবলস
  3. আরএসআরএম
  4. প্যাসিফিক ডেনিমস
  5. প্যারামাউন্ট টেক্সটাইল
  6. ইউনাইটেড পাওয়ার
  7. বেক্সিমকো লিমিটেড
  8. ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড
  9. ফুয়াং ফুডস লিমিটেড
  10. আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।