আলিবাবাকে টপকে এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি

130428Mukesh-Ambani-brushes-past-স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চীনের ই-কমার্স জায়ান্ট ‘আলিবাবা’-র প্রতিষ্ঠাতা জ্যাক মা-কে টপকে গেলেন ভারতের মুকেশ আম্বানি। ব্লুমবার্গের বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ি তিনিই এখন এশিয়ার শীর্ষ ধনী।

ব্লুমবার্গের সূচক বলছে, ভারতের বেসরকারি তেল শোধনাগার থেকে শুরু করে টেলিকমিউনিকেশন ব্যবসার নেতৃত্বে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শুক্রবার পর্যন্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছিল ৪ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে জ্যাক মা-র সম্পদের পরিমাণ ছিল ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ডিএসই সার্বিক মূল্য আয় অনুপাত বেড়েছে

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও বেড়েছে দশমিক ৩ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহশেষ ডিএসইতে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) অবস্থান করছে ১৫.০৭ পয়েন্ট। অন্যদিকে আগের সপ্তাহ শেষে এই পিই ছিল ১৫.০৪ পয়েন্ট।

ডিএসইর তথ্য অনুযায়ী, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮.৮ পয়েন্টে, সিমেন্ট খাতের ৪৬.১ পয়েন্টে, সিরামিক খাতের ২৪.৩ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৮.৮ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৭.৯ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩.৯ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১০.৯ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ১৯.৫ পয়েন্টে।

এছাড়া পাট খাতের পিই রেশিও মাইনাস ৩৩.৫ পয়েন্টে, বিবিধ খাতের ২৯.১ পয়েন্টে, এনবিএফআই খাতে ১৭.২ পয়েন্ট, কাগজ খাতের মাইনাস ২৩১.১ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৯.২ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ৩০.৫ পয়েন্টে, চামড়া খাতের ১৮.৩ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৯.৫ পয়েন্টে, বস্ত্র খাতের ২২.৪ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে মাইনাস ২১,৮ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সপ্তাহ শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৯ শতাংশ

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৫৯ শতাংশ। সপ্তাহশেষে বেশিরভাগ শেয়ারের দরই বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ৪৮৫০ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৩০৫৬ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫৮.৬৮ শতাংশ বেশি।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৯৭০ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৭৬৪ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৬.৯৪ শতাংশ বেশি।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৬,৮৭৭ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৮৬,৩৯৫ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে বেড়েছে দশমিক ১২ শতাংশ।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৩.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ১৯.৬৮ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯০৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ৬.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৬৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড