নতুন করদাতা সন্ধানে সেকেন্ডারি ডাটার ব্যবহার বেড়েছে

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন করদাতার সন্ধানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার সরাসরি তথ্য সংগ্রহের পাশাপাশি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা থেকে তথ্য সংগ্রহের (সেকেন্ডারি ডাটা) প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রথমবারের মত উপজেলা পর্যায়েও আভ্যন্তরীণ জরিপ বা সেকেন্ডারি ডাটার মাধ্যমে নতুন করদাতা খুঁজতে শুরু করেছে রাজস্ব প্রশাসন।

সাধারণত এনবিআরের কর্মকর্তারা বাড়ি বাড়ি বা অফিস আদালতে গিয়ে সরাসরি তথ্য সংগ্রহ করে থাকেন। এর মাধ্যমে নতুন করদাতা খুঁজে বের করা হয়। তবে এবার অর্থবছরের শুরুতে সরাসরি তথ্য সংগ্রহের পাশাপাশি বিশেষ গুরুত্ব দিয়ে সেকেন্ডারি ডাটা ব্যবহার করে করযোগ্য ব্যাক্তির তথ্য নেওয়া হচ্ছে।

এ বিষয়ে এনবিআরের সদস্য ড. মাহবুবুর রহমান (কর জরিপ) বাসস’কে বলেন, ‘নতুন করদাতার সন্ধানে এবার আমরা অর্থবছরের প্রথম থেকে কাজ শুরু করেছি। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান থেকে আমরা তথ্য নিচ্ছি। এর মাধ্যমে যারা করযোগ্য বা সামর্থ্যবান অথচ কর দিচ্ছেন না বা কর শনাক্তকরণ নম্বর (ইটিআইএন) নেই তাদের খুঁজে বের করা সহজ হয়েছে।’

তিনি জানান, সিটি করপোরেশন বা পৌরসভা থেকে যারা ট্রেড লাইসেন্স নিচ্ছেন,তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রথমবারের মত উপজেলা পর্যায়ে পৌরসভা থেকে সেকেন্ডারি ডাটা ব্যবহার করে করযোগ্য ব্যক্তির তথ্য নেওয়া হচ্ছে।

এছাড়া বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে বিদেশী নাগরিকদের তথ্য,বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে গাড়ি ক্রয়কারীদের তথ্য, সাব-রেজিস্ট্রি অফিসে জমি কেনাবেচার তথ্য এবং বিদ্যুত বিতরণ অফিসসহ অন্যান্য পরিসেবা প্রদানকারী সংস্থা থেকে করযোগ্য ব্যাক্তিদের তথ্য নেওয়া হচ্ছে।

মাহবুবুর রহমান বলেন, দেশের বিভিন্ন শহরে যারা বাড়ি তৈরি করবেন বা ফ্ল্যাট ক্রয়ের জন্য গৃহায়ন কর্তৃপক্ষসমূহের নিকট থেকে অনুমোদন নিয়েছেন,সেসব তথ্য সংগ্রহ করা হচ্ছে।এভাবে সেকেন্ডারি ডাটা ব্যবহার করে নতুন করদাতা খোঁজা হচ্ছে।

তিনি বলেন, এই জরিপের মাধ্যমে কোন সামর্থ্যবান ব্যাক্তি কর দিচ্ছেন না-তা আমরা জানতে পারছি। আশা করি-এর মাধ্যমে যেসব বিত্তশালী ব্যক্তি দীর্ঘদিন কর না দিয়ে রাষ্ট্রকে বঞ্চিত করছেন, তাদেরকে করের আওতায় আনা যাবে।
উল্লেখ্য, দেশে বর্তমানে প্রায় ৩৬ লাখ ই-টিআইএনধারী রয়েছেন। করজালের আওতা বাড়াতে ২০২১ সালের মধ্যে টিআইএনধারীর সংখ্যা ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে এনবিআরের।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আরব আমীরাতকে এসইজেডগুলোতে বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

PM3-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক জোন (এসইজেড)-এ বিনিয়োগ করতে সংযুক্ত আরব আমীরাতের প্রতি আহবান জানিয়েছেন।

ঢাকায় সংযুক্ত আরব আমীরাতের সদ্য নিযুক্ত রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ আল মেহরি আজ এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান।

প্রধানমন্ত্রী বাংলাদেশে সংযুক্ত আরব আমীরাতের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ঢাকায় তাঁর দায়িত্বপালন কালে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

শেখ হাসিনা ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর সংযুক্ত আরব আমীরাত সফর এবং সংযুক্ত আরব আমীরাতের জাতির পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে বঙ্গবন্ধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে বলেন, এই সফরের মাধ্যমে দু’দেশের মধ্যে সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল।

রাষ্ট্রদূত বৈঠকে প্রধানমন্ত্রীকে বলেন, সংযুক্ত আরব আমীরাতের একটি বড় ব্যবসায়ি গ্রুপ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বলেন, ঢাকায় তার দায়িত্বপালনকালে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার এবং উচ্চ মাত্রায় নিয়ে যেতে তিনি কাজ করে যাবেন।

রাষ্ট্রদূত বলেন, তার দেশ ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে অব্যাহত সহযোগিতা প্রদান করতে চায়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রপ্তানিতে অবদানের স্বীকৃতির জন্য ৬৩ প্রতিষ্ঠান পেল জাতীয় পুরস্কার

f778cf705cc283724b9447d2287afee1-5b4b233eb2189স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পণ্য রপ্তানিতে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে ৬৩ প্রতিষ্ঠান। ২০১৪-১৫ অর্থবছরে দেশের রপ্তানি বাণিজ্যে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এ ট্রফি দেওয়া হয়েছে। রবিবার (১৫ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে এ বছর সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড। প্রতিষ্ঠানটি এ নিয়ে টানা চতুর্থবারের মতো সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার পেল।

তৈরি পোশাক (ওভেন) খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে একেএম নিটওয়্যার লিমিটেড, রিফাত গার্মেন্টস লিমিটেড ও অনন্ত অ্যাপারেলস লিমিটেড।

তৈরি পোশাক (নিটওয়্যার) খাতের স্বর্ণপদক পেয়েছে ফকির নিটওয়্যার্স লিমিটেড। এ খাতে রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি পেয়েছে যথাক্রমে জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও স্কয়ার ফ্যাশনস লিমিটেড।

সুতা খাতে স্বর্ণ ট্রফি পেয়েছে কামাল ইয়ার্ন লিমিটেড। রৌপ্য ট্রফি পেয়েছে বাদশা টেক্সটাইল লিমিটেড আর ব্রোঞ্জ ট্রফি পেয়েছে সুফিয়া কটন মিলস লিমিটেড।

টেক্সটাইল ফেব্রিকস খাতে স্বর্ণ ট্রফি পেয়েছে এনভয় টেক্সটাইল লিমিটেড। রৌপ্য ট্রফি পেয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল ও ব্রোঞ্জ ট্রফি পেয়েছে হামজা টেক্সটাইলস।

হোম ও বিশেষায়িত টেক্সটাইল পণ্য খাতে স্বর্ণ ও রৌপ্য ট্রফি পেয়েছে যথাক্রমে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড ও এসিএস টেক্সটাইল লিমিটেড। টেরিটাওয়েল খাতে স্বর্ণ ট্রফি পেয়েছে নোমান টেরিটাওয়েল লিমিটেড।

হিমায়িত খাদ্যপণ্য খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে জালালাবাদ ফ্রোজেন ফুডস লিমিটেড, মীনহার সি ফুডস লিমিটেড ও কুলিয়ারচর সি ফুডস লিমিটেড।

কাঁচা পাটপণ্য খাতে স্বর্ণ ও রৌপ্য ট্রফি পেয়েছে যথাক্রমে পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেড ও মেসার্স বাবুল জুট ট্রেডিং। পাটজাত পণ্যে স্বর্ণ ট্রফি পেয়েছে আকিজ জুট মিলস লিমিটেড। রৌপ্য ট্রফি পেয়েছে জনতা জুট মিলস লিমিটেড ও ব্রোঞ্জ ট্রফি পেয়েছে দ্য গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লিমিটেড।

ক্রাস্ট বা ফিনিশড চামড়া পণ্য খাতে স্বর্ণ ট্রফি পেয়েছে এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রৌপ্য পেয়েছে মেসার্স ঢাকা হাইড অ্যান্ড স্কিনস লিমিটেড।

চামড়াজাত পণ্য খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি পাবে যথাক্রমে পিকার্ড বাংলাদেশ লিমিটেড, আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ফুটওয়্যার খাতে স্বর্ণ ট্রফি পেয়েছে বে ফুটওয়্যার লিমিটেড। এ খাতে রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি পেয়েছে যথাক্রমে ফুটবেড ফুটওয়্যার লিমিটেড ও আকিজ ফুটওয়্যার লিমিটেড।

এ বছর এগ্রো প্রসেসিং পণ্য রপ্তানিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক পাওয়া তিনটি প্রতিষ্ঠানই প্রাণ-আরএফএল গ্রুপের। এর মধ্যে প্রাণ ডেইরি লিমিটেড স্বর্ণপদক, প্রাণ এগ্রো রৌপ্য পদক এবং ময়মনসিংহ এগ্রো (প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান) ব্রোঞ্জ পদক পেয়েছে।

প্লাস্টিক পণ্য রপ্তানিতে স্বর্ণপদক পেয়েছে বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইউনিট-৩, রৌপ্য পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেড।

ট্রফি পাওয়ার তালিকায় কৃষিজ পণ্য শ্রেণিতে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক পেয়েছে মনসুর জেনারেল ট্রেডিং কোম্পানি লিমিটেড, রৌপ্য পদক পেয়েছে হেরিটেজ এন্টারপ্রাইজ। ফুল-ফলিয়েজ শ্রেণিতে রাজধানী এন্টারপ্রাইজ স্বর্ণ, ক্যাপিটাল এন্টারপ্রাইজ রৌপ্য পদক পেয়েছে। হস্তশিল্পজাত পণ্য শ্রেণিতে কারুপণ্য রংপুর লিমিটেড স্বর্ণ, ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রডাক্টস বিডি রৌপ্য, বিডি ক্রিয়েশন ব্রোঞ্জ পদক পেয়েছে। সিরামিক শ্রেণিতে শাইনপুকুর সিরামিকস লিমিটেড স্বর্ণ, প্রতীক সিরামিকস লিমিটেড রৌপ্য পদক পেয়েছে।

লাইট ইঞ্জিনিয়ারিং শ্রেণিতে ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্বর্ণ; ইলেকট্রিক ও ইলেকট্রনিকস শ্রেণিতে বিআরবি কেব্‌ল ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্বর্ণ; অন্যান্য শিল্পজাত শ্রেণিতে বিএসআরএম স্টিলস লিমিটেড স্বর্ণ; ফার্মাসিউটিক্যালস শ্রেণিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড স্বর্ণ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড রৌপ্য, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ব্রোঞ্জ; কম্পিউটার সফটওয়্যার শ্রেণিতে সার্ভিস ইঞ্জিন লিমিটেড স্বর্ণ; প্যাকেজিং ও এক্সেসরিজ শ্রেণিতে মন ট্রিমস লিমিটেড স্বর্ণ, ইউনিগ্লোরি পেপার অ্যান্ড প্যাকেজিং লিমিটেড রৌপ্য, জাবের অ্যান্ড জোবায়ের অ্যাকসেসরিজ লিমিটেড ব্রোঞ্জ ও অন্যান্য প্রাথমিক পণ্য শ্রেণিতে স্বর্ণ পদক পেয়েছে গাজী এন্টারপ্রাইজ। নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত স্বর্ণ ট্রফি পেয়েছে ফেক্সিনকো।

এ ছাড়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হয়েছে। এদের মধ্যে রয়েছে তৈরি পোশাক (নিট ও ওভেন) খাতে ইউনিভার্সেল জিনস লিমিটেড স্বর্ণ, প্যাসিফিক জিনস লিমিটেড রৌপ্য, ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেড ব্রোঞ্জ এবং অন্যান্য পণ্য ও সেবা খাতে স্বর্ণ পদক পেয়েছে আরএম ইন্টারলাইনিংস লিমিটেড।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, পণ্য রপ্তানি থেকে আয় বাড়াতে রপ্তানি বহুমুখীকরণে জোর দেওয়া হচ্ছে। এ জন্য তথ্যপ্রযুক্তি, জাহাজ নির্মাণ, প্লাস্টিকের মতো কয়েকটি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

রপ্তানিমুখী পণ্য রপ্তানিকারক ব্যবসায়ীদের জন্য আগামী আমদানি-রপ্তানি নীতিমালায় বিশেষ সুবিধা দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, নীতিমালা তিন বছর পর পর হালনাগাদ করা হয়। আগামী নীতিমালায় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্যসচিব শুভাশীষ বোস, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, বাংলাদেশ শিল্প বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/বি/

মার্ক বিডির পরিচালককে কারাগারে পাঠালো বিশেষ ট্রাইবুন্যাল

tribunal-picস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানিটির শেয়ার কেলেংকারি মামলার অন্যতম আসামি সালমা আক্তার আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের পর তিনি জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

আজ রবিবার সকালে পল্টনে শেয়ারবাজার বিষয়ক বিশেষ ট্রাইবুন্যালে এ রায় দেন ট্রাইবুন্যালের বিচারক আকবর আলী শেখ।

গত ২৪ জুন মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানিটির শেয়ার কেলেংকারি মামলার অভিযুক্ত কোম্পানিসহ ৪ আসামিকে ৫০ লাখ টাকা করে মোট ২ কোটি টাকা জরিমানা করেন শেয়ারবাজার বিষয়ক ট্রাইবুন্যাল। একইসঙ্গে কোম্পানি ব্যাতিত ৩ আসামিকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন। ট্রাইবুন্যালের বিচারক আকবর আলী শেখ এই রায় ঘোষণা করেন।

এ মামলার আসামিরা হলেন-মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইমাম মুলকুতুর রহমান, ভাইস-চেয়ারম্যান আব্দুল হাই ও পরিচালক সালমা আক্তার। এরমধ্যে ইমাম মুলকুতুর রহমান মৃত ও অন্য আসামিরা পলাতক ছিলেন। যাদের বিরুদ্ধে ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি গ্রেফতারের আদেশ দেন বিচারক আকবর আলী শেখ।

আসামিদের মধ্যে অন্যতম পরিচালক সালমা আক্তার আজ আদালতের কাছে আত্মসমর্পণ করেন। বাকিদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

নতুন আমদানি-রফতানি নীতিতে ব্যবসায়ীদের স্বার্থ থাকবে সুরক্ষিত : বাণিজ্যমন্ত্রী

tofail--20180715165447স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তিন বছর পরপর আমদানি-রফতানি নীতি প্রণয়ন হয়ে থাকে। নতুন আমদানি-রফতানি নীতি প্রণয়নের কাজ চলছে। এ নীতিতে ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত থাকবে।

রবিবার (১৫ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রফতানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য সচিব সুভাশীষ বসু, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দীন, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য প্রমুখ।

বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ৩১ ডিসেম্বরের পর দেশে পোশাক খাতের কারখানাগুলোয় নজরদারিতে ইউরোপ-অ্যামেরিকার ক্রেতা জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সকে আর রাখা হবে না। মেয়াদ শেষ হওয়ার পরও তাদের ৬ মাস বেশি সময় দেয়া হয়েছে। ডিসেম্বরের পর কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের (ডিআইএফই) রেমিডিয়েশন কো-অর্ডিনেশন সেল (আরসিসি) নিরাপত্তাসহ সবধরনের বিষয়ে মনিটরিং করবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোরমডেল। আমরা নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পাচ্ছি। আগামী ২০২৪ সালে চূড়ান্তভাবে এ মর্যাদা পাওয়া যাবে। তবে বর্তমানে নিম্ন আয়ের দেশ হিসেবে যেসব সুবিধা পাচ্ছি আগামী ২০২৭ সাল পর্যন্ত তা অব্যহত থাকবে। ২০২৭ সালের পর আমরা বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ (মুক্ত বাণিজ্য চুক্তি) করবো। এফটিএ করার জন্য ইতোমধ্যেই বেশকিছু দেশের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) উদ্যোক্তাদের জন্যও আগামীতে রফতানি ট্রফি দেয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা ২৬ জুলাই

primeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৬ জুলাই আহ্বান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২টা ৩৫ মিনিটে রাজধানী মতিঝিলে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা

bifcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সে কো. লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৯ জুলাই আহ্বান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৬৪টায় রাজধানীতে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

সভাশেষে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

৫৫ টাকায় লেনদেন হয় এসকে ট্রিমসের শেয়ার

SKTILস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সকল পক্রিয়া শেষ করে আজ রবিবার থেকে দুই শেয়ারবাজারে লেনদেন শুরু করেছে এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রথমদিনেই শেয়ারটির দর সর্বোচ্চ ৫৫ টাকায় উঠেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর প্রথম দিনে ৩৫০ শতাংশ বা ৪৫ টাকায় লেনদেন শুরু করে এসকে ট্রিমস। কিন্তু, বিনিয়োগকারীদের দর কষাকষিতে দিনশেষে তা ৪২.৪০ টাকায় স্থিতি পায়। এ সময় ডিএসইতে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ৫৫ টাকা থেকে সর্বনিম্ন ৩৫.৩০ টাকায় লেনদেন হয়েছে।

এদিন, ডিএসইতে কোম্পানিটির ৮১ লাখ ৯৬ হাজার ১১৮টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার দর ৩৩ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৯.৮০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে এসকে ট্রিমসের শেয়ার। এদিন সিএসইতে কোম্পানিটির২৩ লাখ ৩৫ হাজার ৮৪৬টি শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাইতিতে সহিংস বিক্ষোভ, প্রধানমন্ত্রীর পদত্যাগ

105922hitttস্টকমার্কেটবিডি ডেস্ক :

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাইতিতে সহিংস বিক্ষোভ হয়েছে।এই পরিপ্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী জ্যাক গাই লাফনট্যান্ট পদত্যাগে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।

শনিবার হাইতির পার্লামেন্টে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী জ্যাক গাই জানান, রাষ্ট্রপতি জোভেনেল মইসি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

সম্প্রতি হাইতিতে জ্বালানিতে ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। এরপরেই দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভের সময় অন্তত ৪ জন নিহত হয়। বেশকিছু দোকান ও ভবন ভাঙচুর ও লুট করা হয়।

ওই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী লাফনট্যান্টের বিরুদ্ধে কংগ্রেসে অনাস্থা প্রস্তাব আনার দাবি উঠে। সূত্র: বিবিসি

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বিবিএস ক্যাবলস
  2. ইউনাইটেড পাওয়ার
  3. এসকে ট্রিমস
  4. ডরিন পাওয়ার
  5. সিঙ্গার বিডি
  6. প্যারামাউন্ট টেক্সটাইল
  7. বসুন্ধরা পেপার মিলস
  8. শাহজিবাজার পাওয়ার
  9. খুলনা পাওয়ার
  10. সায়হাম টেক্সটাইল লিমিটেড।