ইন্দো-বাংলা ফার্মা আইপিও আবেদনের তৃতীয় দফা দিন নির্ধারণ

indoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও প্রক্রিয়ায় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়া পরে আবেদনের জন্য তারিখ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৯ জুলাই) কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়, আগামী ৯ আগষ্ট হতে ১৬ আগষ্ট পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন করতে পারবে আগ্রহীরা। এর আগে ২২ জুলাই হতে আবেদন জমার দিন নির্ধারণ করা হলেও এখন তা পিছানো হলো।

কোম্পানি সূত্রে জানা যায়, গত ২৮ জুন ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও প্রক্রিয়ায় হাইকোর্ট র দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে গত ৮ এপ্রিল হতে ১৮ এপ্রিলের মধ্যে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও আবেদনের জন্য নির্ধারণ করে দিয়েছিল বিএসইসি। হাইকোর্ট র রায়ে পরে তা স্থগিত করা হয়।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে কোম্পানিটিকে। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ব্যবসা বাড়াতে শেয়াবাজারে শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।

ইন্দোবাংলা ফার্মাসিটিক্যালস ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছাড়বে। আইপিওর মাধ্যমে তোলা অর্থ কারখানা, প্রশাসনিক ভবন, গুদাম ও গ্যারেজ ভবন নির্মাণ, মেশিনারিজ ক্রয় এবং আইপিও খাতে ব্যয়ে করবে।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৬২ পয়সা; শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল, ইবিএল ইনভেস্টম্যান্ট ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বার্জার পেইন্টস্ এর ৮ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

berger-sm20180719171716স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেডের ৮ম বিশেষ সাধারণ সভা এবং ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, ঢাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের সভাপতি জেরাল্ড কে. এডামস্।

সভায় ২০১৭-১৮ বছরের জন্য ১০০ শতাংশ বোনাস শেয়ার এবং ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এবং পরিচালক অনীল ভাল্লা, কে.আর. দাশ, জাঁ-ক্লদ লুত্রই, আনিস এ. খান, মাসুদ খান, রিশমা কাউর, কানওয়ারদ্বীপ সিং ধিঙরা ও আব্দুল খালেক এবং কোম্পানি সচিব খোন্দকার আবু জাফর সাদিক সভায় উপস্থিত ছিলেন। বিশেষ সাধারণ সভায় কোম্পানির অনুমোদিত মূলধন ৪০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকায় উন্নীত করা হয়।

পর্ষদের সভাপতি ৩১ মার্চ ২০১৮ তারিখে সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কাছে পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী তুলে ধরেন। রূপালী চৌধুরী উপস্থিত শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

‘কমনওয়েলথে শি-ট্রেডস’ প্রকল্প উদ্বোধন

161534_bangladesh_pratidin_IT_BDPস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) উদ্যোগে বাংলাদেশের মহিলা উদ্যোক্তাদের জন্য কমনওয়েলথে শি-ট্রেডস শীর্ষক প্রকল্প রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে উদ্বোধন করা হয়েছে।

আইটিসি দুই বছর মেয়াদি এ প্রকল্প সমন্বয় ও বাস্তবায়ন করবে। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে আইটিসির সাথে একযোগে কাজ করবে বেসিস।

এ প্রকল্প সম্পর্কে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অবহিত করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন আইটিসির উইমেন অ্যান্ড ট্রেড প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম অফিসার নিকোলাস শালাইফার, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান এবং সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ।

নারী উদ্যোক্তা এবং নারী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাণিজ্য, আন্তর্জাতিক বাজারে প্রবেশের লক্ষ্যে সক্ষমতা, ব্যবসায়ের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে নিবিড় প্রশিক্ষণ এবং পরামর্শমূলক কার্যক্রমের মাধ্যমে ২০২০ সালের মধ্যে ২ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডের (৩৮ মিলিয়ন মার্কিন ডলার) বিপণনের লক্ষ্যমাত্রা অর্জনে ৩০০০ নারী উদ্যোক্তার ক্ষমতায়নের লক্ষ্যে কাজে করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

এমবি ফার্মা শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই

ambee..smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন-ওষুধ খাতের কোম্পানি এমবি ফার্মা লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৮ জুলাই এ শেয়ারের দর ছিল ৫১৬ টাকা এবং গতকাল ১৭ জুন এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৭১২ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে এমবি ফার্মা লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ন্যাশনাল ব্যাংকের ২য় প্রান্তিক বোর্ড ২৫ জুলাই

nbl-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ জুলাই আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানী মতিঝিলে কোম্পানিটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিএসইতে ৯১২ ও সিএসইতে ১৫২ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯১২ কোটি টাকা। এদিন সেখানে শেয়ার দরের সাথে সূচকও বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৯১২ কোটি ২৩ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৮৬৩ কোটি ৫৩ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯০৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৭ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৩টির। আর দর অপরিবর্তিত আছে ৩৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিবিএস ক্যাবলস, গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো, ইবনে সিনা, লিগ্যাসী ফুটওয়ার, মুন্নু সিরামিকস, কেডিএস ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার, আমান ফিডস, ইফাদ অটোস ও খুলনা পাওয়ার লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৯.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৯৪৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১১২টির ও দর অপরিবর্তিত রয়েছে ১০টির।

এদিন লেনদেন হয়েছে ১৫২ কোটি ১৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয় ৬০ কোটি ৪৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএটিবিসি ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ঢাকা ব্যাংক পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

dhakaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডের একজন পরিচালক ১৪ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রাখী দাস গুপ্ত নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ১৪ হাজার শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই শেয়ারধারী পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বিবিএস ক্যাবলস
  2. গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো
  3. ইবনে সিনা
  4. লিগ্যাসী ফুটওয়ার
  5. মুন্নু সিরামিকস
  6. কেডিএস ইন্ডাস্ট্রিজ
  7. ইউনাইটেড পাওয়ার
  8. আমান ফিডস
  9. ইফাদ অটোস
  10. খুলনা পাওয়ার লিমিটেড।

ওরাকল পার্টনার অফ দি ইয়ার পুরস্কার ২০১৮ পেলো ‘আমরা’

IMG_4268স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে সার্ভার ও স্টোরেজ-সেবা প্রদানের জন্য আমরা টেকনোলজিস লিমিটেড (এটিএল) সম্মানজনক ‘ওরাকল কানট্রি পার্টনার অফ দি ইয়ার ২০১৮’ পুরস্কার অর্জন করেছে। দেশ-বিদেশের বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্ধিতা করে ‘আমরা’ এই পুরস্কার পেলো।

ওরাকল-এর অংশীদার-প্রতিষ্ঠান যারা বছরের পর বছর ধরে ব্যতিক্রমী জ্ঞান ও কারিগরি উৎকর্ষ দেখিয়ে থাকে ‘ওরাকল পার্টনার অফ দি ইয়ার অ্যাওয়ার্ড’ তাদেরই দেওয়া হয়।

সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়েছে। ওরাকল কর্পোরেশন সিঙ্গাপুর প্রা. লি.-এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ‘আমরা’র প্রতিনিধিদের কাছে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ‘আমরা’র পক্ষে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক মোস্তফা কামাল চৌধুরী ও কোম্পানি সচিব মো. এনামুল হক।

মোস্তফা কামাল চৌধুরী বলেছেন, “‘আমরা’ ও ‘ওরাকল কর্পোরেশন’-এর দীর্ঘদিনের অংশীদারিত্ব আমাদের প্রতিযোগীদের পেছনে ফেলতে সহায়তা করেছে, এবং এই অর্জনের জন্য আমরা গর্বিত। অনেক বছরের কারিগরি দক্ষতার আলোকে সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতে আমরা আত্মবিশ্বাসী।”
স্টকমার্কেটবিডি.কম/জেড

ভিএফএস থ্রেড ডায়িংয়ের আইপিও আবেদনের লটারীর ফলাফল

vfs_logo_2স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের আইপিও আবেদনের লটারীর ফলাফল প্রকাশ করা হয়েছে।

আবেদন জমা পড়েছে চাহিদার প্রায় ৪৬ গুণ বেশি। এসব আবেদনের লটারী ড্র হবে আগামী বৃহস্পতিবার। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রমনায় অবস্থিত ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই লটারি ড্র অনুষ্ঠানটি হয়।

কোম্পানিটির আইপিও আবেদন চাহিদার চেয়ে ৪৫.৫৭ গুণ বেশি পড়েছে। এসব আবেদনের মধ্যে থেকে লটারির মাধ্যমে আইপিও শেয়ার বরাদ্দ দেওয়া হবে।

লটারীতে বিজয়ীদের তালিকা দেখতে নিচের লিংকে ক্লিক করুন…..

ট্রেকহোল্ডার কোড/মার্চেন্ট ব্যাংক সিরিয়াল নং

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

এর আগে গত ২৪ জুন হতে ২ জুলাই পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ করা হয়।

কোম্পানিটিকে ২২ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২৮ মে কমিশনের ৬৩৮তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।

শেয়ারবাজার থেকে উত্তোলিত ২২ কোটি টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/