1. বিবিএস ক্যাবলস
  2. প্যাসিফিক ডেনিমস
  3. সিঙ্গার বিডি
  4. এ্যাকটিভ ফাইন
  5. ওসমানিয়া গ্লাস
  6. ইফাদ অটোস
  7. ইউনাইটেড পাওয়ার
  8. ফুয়াং ফুডস
  9. দ্যা পেনিনসুলা
  10. সায়হাম টেক্সটাইল লিমিটেড।

২০১৮-১৯ সালে ২১,৮০০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ

yyস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভনর্র এস এম মনিরুজ্জামান বলেছেন, ২০১৮-১৯ অর্থবছরের ২১ হাজার ৮০০ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এনজিওদের মাধ্যমে কৃষি ঋণ বাড়লেও স্বল্প সুদে তারা ঋণ পাচ্ছেন না। কৃষি ও পল্লী ঋণের নীতিমালা প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এটা গত অর্থবছরের তুলনায় ৬.৮ শতাংশ বেশি। বিগত বছরে ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ৪০০ কোটি টাকা।

বুধবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন ডেপুটি গর্ভনর এসএম মনিরুজ্জামান।

অগ্রাধিকার ভিত্তিতে লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ বিতরণ করতে হবে শস্য খাতে,ন্যূনতম ১০ শতাংশ মৎস্য খাতে এবং প্রাণি সম্পদ খাতে ১০ শতাংশ বিতরণ করতে হবে। এছাড়াও কষি যন্ত্রপাতি, দারিদ্র বিমোচন ও অন্যান্য খাতে বাকি অর্থ বিতরণ করতে হবে।

ব্যাংকগুলোর নির্ধারিত লক্ষ্যমাত্রার বাইরে বাংলাদেশ সমবায় ব্যাংক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ৯৬১ কোটি টাকা কষি ও পল্লী ঋণ বিতরণ করবে। ব্র্যাক বিতরণ করবে ৬০০ কোটি টাকা।

লক্ষ্যমাত্রার ৫২ শতাংশ বিতরণ করবে বেসরকারি খাতের ব্যাংক, সরকারি বাণিজ্যিক ব্যাংক বিতরণ করবে ৩০ শতাংশ, বিশেষায়িত ব্যাংক বিতরণ করবে ১৫ শতাংশ ও বিদেশি ব্যাংক বিতরণ করবে ৩ শতাংশ ঋণ।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহ পরিচালক অশোক কুমার দে ও কষি ঋণ বিভাগের মহাব্যবস্থাপক মনোজ কান্তি বৈরাগী বক্তব্য দেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

এবার পরীক্ষামূলক ৫-জি সেবার উদ্বোধন করলেন জয়

uuuস্টকমার্কেটবিডি ডেস্ক :

থ্রিজি ও ফোরজির পথ ধরে এবার দেশে পরীক্ষামূলক ৫-জি (পঞ্চম জেনারেশন) ইন্টারনেট সেবা চালু হল। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ সেবার উদ্বোধন ঘোষণা করেন।

প্রথমবারের মতো দেশে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা ফাইভ জি চালু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যেই আজ বুধবার এই সেবার পরীক্ষামূলক প্রদশর্নী ও উদ্বোধন ঘোষণা করা হল।

স্টকমার্কেটবিডি.কম/বি

চার বিভাগে ২৪ হাজার কিমি তার সংগ্রহ করবে বিবিএস ক্যাবলস

bbsস্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের চার বিভাগে বিদ্যুৎ সরবরাহের জন্য ২৪ হাজার কিমি বিদ্যুতিক তার সংগ্রহ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিএস ক্যাবলস লিমিটেড। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানির সাথে চুক্তি অনুযায়ী বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এসব তার বিবিএস ক্যাবলসের নিকট থেকে সংগ্রহ করবে।

ঢাকা, ময়মনসিং, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জন্য যে কোনো মাত্রায় তাপমাত্রা সহোনীয় মোট ২৪,২৪২ কিলোমিটার বিদ্যুৎ র তার দিবে কোম্পানিটি।

এসব তারের দাম পড়বে ৯৩ কোটি ৬০ লাখ ৬৯ হাজার টাকার উপরে।

এসব তার চুক্তির পরে চার মাসের মধ্যে সংগ্রহ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিক বোর্ড ৩০ জুলাই

deltaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৪ টায় রাজধানীর গুলশানে বিমাটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

দুই মাসের মধ্যে উৎপাদন শুরু করার দাবি খুলনা প্রিন্টিংয়ের

kpplস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রন শিল্প খাতের প্রতিষ্ঠান খুলনা পেপার এন্ড প্রিন্টিং লিমিটেডের কারখানার উৎপাদন আগামী ২ মাসের মধ্যে করা হবে বলে জানিয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানতে চাইলে কোম্পানিটি দাবি করছে যে, আগামী ২ মাসের মধ্যে তারা উৎপাদন শুরু করবে।

কোম্পানিটির যুক্তি, তারা যেহেতু কাচামাল বিদেশ হতে আমদানি করে, সেই জন্য মূলত আরো ২ মাস সময় তারা নিচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

জনতা ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিক বোর্ড ২৯ জুলাই

Janata-Insurance.স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জুলাই আহবান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় রাজধানীর মতিঝিলে বিমাটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রিমিয়ার ব্যাংকের ২য় প্রান্তিক বোর্ড ৩০ জুলাই

primiarস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৫ টায় রাজধানী মতিঝিলে ব্যাংকটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ৪.৯৩ টাকা

dutch-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ৪.৯৩ টাকা। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ৪.৯৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৪.১৮ টাকা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ৮.১৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৭.১০ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের দায়ের পরিমাণ হয়েছে ১০২.৫২ টাকা, যা গত বছর ৩০ জুন যা ছিল ৯২.২১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি

রিপাবলিক ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ৪৫ পয়সা

Republic-insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ৪৫ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৫০ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী বিমাটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯০ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৯৩ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৪.১৭ টাকা, যা গত বছর ৩০ জুন যা ছিল ১৪.৯২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি