মাইক্রোসফ্ট কান্ট্রি পার্টনার অফ দি ইয়ার ফর বাংলাদেশ ‘আমরা’

Microsoft_PRস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমরা টেকনোলজিস লিমিটেড (এটিএল) ‘২০১৮ মাইক্রোসফ্ট কান্ট্রি পার্টনার অফ দি ইয়ার ফর বাংলাদেশ’ পুরস্কার অর্জন করেছে। মাইক্রোসফ্টের শীর্ষস্থানীয় বৈশ্বিক অংশীদারদের মধ্যে কোম্পানি এই সম্মান পেয়েছে মাইক্রোসফ্ট-প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী সেবায় উৎকর্ষ প্রদর্শন ও গ্রাহকদের কাছে তা পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবে।

‘‘এটা আমরা টেকনোলজিস-এর মুকুটে আরো একটি পালক যুক্ত করলো! ‘আমরা’তে আমরা একতার শক্তি (Power of WE) নিয়েই নিজেদের ছাড়িয়ে যাচ্ছি। পরপর দুইবার এই পুরস্কার অর্জন ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রতিজ্ঞাকেই দৃঢ়ভাবে তুলে ধরে। ‘মাইক্রোসফ্ট বাংলাদেশ’-এর ক্রমাগত সমর্থন ও জ্ঞান-ভাগাভাগির মাধ্যমে আমরা নতুন উদ্ভাবনী প্রযুক্তি-সেবা প্রদান অব্যাহত রাখতে সম্পূর্ণ আত্মবিশ্বাসী , যা প্রত্যেক বাংলাদেশির সামাজিক-জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। এবং আমরা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, পূর্ব-ইউরোপ, আফ্রিকা, এবং দক্ষিণ ও মধ্য আমেরিকাতেও এই সেবা পৌঁছে দিতে আশাবাদী বলেছেন আমরা কোম্পানিজ-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ।

এই পুরস্কারটি বেশ কয়েকটি বিভাগে দেওয়া হয়, যেখানে এবার সারাবিশ্বের ১১৫টি দেশের ২,৬০০টির বেশি কোম্পানির অংশগ্রহন ছিলো। ‘আমরা’ বাংলাদেশে গ্রাহকদের অসামান্য সেবা প্রদান ও চমৎকার সহায়ক-উদ্যোগের জন্য এই স্বীকৃতি পেয়েছে।

‘মাইক্রোসফ্ট কান্ট্রি পার্টনার অফ দি ইয়ার অ্যাওয়ার্ডস’ সেসব অংশীদারই পেয়ে থাকেন। যারা দেশ-পর্যায়ে বিগত বছরে একাধিক গ্রাহকের কাছে মাইক্রোসফ্টের সেবা প্রদানে ব্যবসায়িক উৎকর্ষ দেখাতে পেরেছেন।

“‘আমরা’কে ‘মাইক্রোসফট কান্ট্রি পার্টনার অফ দি ইয়ার’ হিসেবে স্বীকৃতি দিতে পেরে আমরা সম্মানিত”, বলেছেন গ্যাভ্রিয়েলা শুস্টা, ভাইস-প্রেসিডেন্ট, ওয়ান কমার্শিয়াল পার্টনার, মাইক্রাসফ্ট কর্পোরেশন। “মাইক্রোসফ্ট পার্টনার কমিউনিটিতে শীর্ষস্থানীয় অংশীদার হিসেবে ‘আমরা’ উল্লেখযোগ্য দক্ষতা, নতুনত্ব ও রূপান্তরমূলক সেবা প্রদানের মাধ্যমে নিজেদের স্বতন্ত্র করেছে।”

‘মাইক্রোসফ্ট কান্ট্রি পার্টনার অফ দি ইয়ার অ্যাওয়ার্ডস’ মাইক্রোসফ্টের অংশীদারদের বিগত বছরে মাইক্রোসফ্ট-ভিত্তিক প্রযুক্তি উন্নয়ন ও ব্যতিক্রমী সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়ে থাকে।

স্টকমার্কেটবিডি.কম/এস/জেড

স্থানীয় বাজারে জুতা বাজারজাত করবে লিগ্যাসি ফুটওয়ার

legaciস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রপ্তানির পাশাপাশি স্থানীয় বাজারে জুতা বাজারজাত করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার লি:। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির পর্ষদ দেশীয় বাজারে জুতা বাজারজাত ও বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছে। ‘লিগ্যাসি’ ব্র্যান্ডে এই জুতা বাজারজাত করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। দেশীয় বাজারের জন্য প্রতিদিন গড়ে ৩০০ জোড়া জুতা উৎপাদন ও বাজারজাতের জন্য ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে গত এক মাসে কোম্পানিটির শেয়ার ৭৫ টাকা থেকে বেড়ে সর্বশেষ ১৯৮ টাকায় লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস/জেড

দুর্বল বন্ড মার্কেট ব্যাংকিং খাতের ওপর চাপ বাড়াচ্ছে : বক্তারা

BIBMস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গোলটেবিল আলোচনায় উপস্থাপিত প্রবন্ধে একথা বলা হয়েছে, চীন, অস্ট্রেলিয়া, হংকংসহ অনেক দেশ বন্ড মার্কেটের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছে। কিন্তু বাংলাদেশে এর বিপরীত চিত্র। দুর্বল বন্ড মার্কেটের কারণে ব্যাংকগুলো ডিপোজিট ছাড়া অন্য কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারছে না। বন্ড ব্যবস্থার দুর্বলতার কারণে কর্পোরেট সেক্টর বন্ড মার্কেটের পরিবর্তে পুরোপুরি ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এতে দুর্বল বন্ড মার্কেটের কারণে ব্যাংকিং খাতের ওপর চাপ বাড়াচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘ডেভেলপমেন্ট অব বন্ড মার্কেট ইন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রিফর্মস অ্যাডভাইজার এবং সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড.তৌফিক আহমদ চৌধূরী।

তিনি গোলটেবিল বৈঠকের বিষয়টির ওপর সূচনা বক্তব্য দেন। তিনি অধিকতর দক্ষতর সঙ্গে বন্ড মার্কেট উন্ন্য়নের ওপর গুরুত্বারোপ করেন।

গোলটেবিল বৈঠকে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক এবং পরিচালক (গবেষণা, উন্নয়ন এবং পরামর্শ) ড. প্রশান্ত কুমার ব্যানার্জ্জী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিআইবিএমের চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা, বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক এবং পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধূরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবং বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক ইয়াছিন আলি।

প্রধান অতিথির বক্তব্যে সিতাংশু কুমার সুর চৌধুরী বলেন, বর্তমানে বাংলাদেশের বন্ড মার্কেটের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এটা এখন অত্যন্ত জরুরি।কারণ বন্ড মার্কেটের মাধ্যমে বিনিয়োগকারী এবং কর্তৃপক্ষ উভয়ই লাভবান হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশে বন্ড মার্কেট এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।এটা প্রসার করতে হলে বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ ও এনবিআরসহ নীতিনির্ধারণী সংগঠনগুলোকে যৌথভাবে কাজ করা দরকার।বন্ড মার্কেটকে এগিয়ে নিতে যতœশীলতার সাথে কাজ করতে হবে ব্যাংক কর্মকর্তাদের।এটিকে শক্তিশালী করতে হলে বর্তমান রেপো আইন পরিবর্তন করার প্রয়োজনীয়তা আছে বলে তিনি মনে করেন।

বিআইবিএমের অধ্যাপক এবং পরিচালক (গবেষণা,উন্নয়ন এবং পরামর্শ) ড. প্রশান্ত কুমার ব্যানার্জ্জী বলেন, বাংলাদেশে বন্ড মার্কেটে নতুন অনেক সিকিউরিটিজ আনতে হবে। এতে বিনিয়োগকারীরা আগ্রহ দেখাবে। এজন্য তিনি জিরো কুপোন বন্ড, ফিক্সড কুপোন বন্ড, সুকুক বন্ডের মতো পণ্য আনা যেতে পারে বলে উল্লেখ করেন।

বিআইবিএমের চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা বলেন, ভিশন ২০৪১ অর্জন করতে হলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রয়োজন।অন্যান্য দেশের তুলনায় দেশের বন্ড মার্কেট এর বিস্তৃতি অনেক কম।এ অবস্থার পরিবর্তনে সরকারকে উদ্যোগ নিতে হবে।

পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী বলেন, এক সময় বন্ড মার্কেট নিয়ে কোনো আলোচনাই ছিল না। কিন্তু এখন আলোচনা হচ্ছে, এটাই আমাদের জন্য ইতিবাচক দিক।

সমাপনী বক্তব্যে বিআইবিএমের মহাপরিচালক ড.তৌফিক আহমদ চৌধূরী বলেন,বন্ড মার্কেট,ব্যাংক ব্যবস্থা এবং শেয়ার বাজারের মধ্যে সমন্বয় করলে তারল্য সংকট থাকবে না।

স্টকমার্কেটবিডি.কম/এস/জেড

ইসলামী ব্যাংকের ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

islamiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মোহাম্মদ আব্দুল্লাহ নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ২ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ১৫ লাখ শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. এ্যাকটিভ ফাইন
  2. বিবিএস ক্যাবলস
  3. বিডি থাই
  4. ড্রাগন সোয়েটার
  5. ফরচুন সুজ
  6. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
  7. মুন্নু সিরামিকস
  8. প্যাসিফিক ডেনিমস
  9. সায়হাম টেক্সটাইল
  10. ইফাদ অটোস লিমিটেড।

ডিএসইতে ৮৫৫ ও সিএসইতে ৩৯ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫৫ কোটি টাকা। তবে এদিন সেখানে লেনদেনের সাথে সূচকেরও পতন হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮৫৫ কোটি ৬২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৯৫৪ কোটি ৪৩ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৫৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৯০ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৩৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭০টির। আর দর অপরিবর্তিত আছে ৪৮টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – এ্যাকটিভ ফাইন, বিবিএস ক্যাবলস, বিডি থাই, ড্রাগন সোয়েটার, ফরচুন সুজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিকস, প্যাসিফিক ডেনিমস, সায়হাম টেক্সটাইল ও ইফাদ অটোস লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৬.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯০৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১১২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এদিন লেনদেন হয়েছে ৩৯ কোটি ৭৬ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৭৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফনিক্স ফাইন্যান্স ও ড্রাগন সোয়েটার স্পিনিং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

শেয়ার দর পতনে ফেসবুকের লোকসান ১ হাজার ৭০০ কোটি ডলার

face-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে হঠাৎ করেই বড় ধরনের দরপতন ঘটেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগম মাধ্যম ফেসবুকের। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ফেসবুকের শেয়ার মূল্য ২৪ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে জাকারবার্গকে।

সম্প্রতি কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা ডেভিড ওহেনার চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ফেসবুকের আর্থিক প্রতিবেদনের ঘোষণা দেন। তিনি জানান, এ প্রান্তিকে ফেসবুক প্রত্যাশা অনুযায়ী আয় করতে পারেনি। এমন তথ্য জানানোর পর কোম্পানিটির শেয়ারদর ২৪ শতাংশ পর্যন্ত কমে যায়। যার বাজারমূল্য প্রায় ১৫ হাজার কোটি ডলার।

আর এতে মাত্র দুই ঘণ্টায় ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ খোয়ান প্রায় ১৭০০ কোটি ডলার। ফলে শীর্ষ ধনীর তালিকা ব্লুমবার্গ বিলিয়নিয়র ইনডেক্সে তার অবস্থান নামে তিন থেকে পাঁচে নেমে আসে।

কদিন আগেই ধনকুবের ওয়ারেন বাফেটকে টপকে এই তিনে উঠেছিলেন তিনি। এর সঙ্গে সঙ্গে তার বর্তমানে সম্পদ দাঁড়ায় ৭ হাজার কোটি ডলারের কাছাকাছি।

সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, তথ্য ফাঁস ও ভুয়া খবর কেলেঙ্কারির জেরে আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি ফেসবুক। এমনকি দৈনিক সক্রিয় ব্যবহারকারীর যে পূর্বাভাস দেয়া হয়েছিল, তাও স্পর্শ করতে পারেনি যোগাযোগ মাধ্যমটি।

গত কয়েকবছর ফেসবুকের আয়ে এমনটি হয়নি। ২০১৫ সালের পর এই প্রথম কোম্পানিটির বিশ্লেষকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

ফেসবুক বলছে, প্রায় ২৫০ কোটি মানুষ প্রতি মাসে সক্রিয়ভাবে তাদের অ্যাপগুলো ব্যবহার করছেন। তবে শুধু ফেসবুকে দৈনিক সক্রিয় ব্যবহারকারী গত বছরের চেয়ে ১১ শতাংশ বেড়েছে। ওয়াল স্ট্রিট যে পূর্বাভাস দিয়েছিল, এটি তার চেয়ে কম। ইউরোপে দৈনিক সক্রিয় ব্যবহারকারী গত প্রান্তিকের চেয়ে ২ কোটি ৮২ লাখ কমেছে।

মূলত বড় ধাক্কাটা এসেছে ফেসবুকের বিজ্ঞাপন থেকে। স্ট্রিট অ্যাকাউন্ট ও ফ্যাক্টশিট পূর্বাভাস দিয়েছিল, দ্বিতীয় প্রান্তিকে ১ হাজার ৩১৬ কোটি মার্কিন ডলার আয় করবে ফেসবুক। কিন্তু সে লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম আয় হয়েছে ফেসবুকের। তারা আয় করেছে ১ হাজার ৩০৪ কোটি মার্কিন ডলার।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২য় প্রান্তিক বোর্ড ৩০ জুলাই

ilf-stockmarketbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪ টায় রাজধানীতে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড।

সভাশেষে প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের সংবেদনশীল কোনো তথ্য নেই

simtex-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই এ শেয়ারের দর ছিল ২৭ টাকা এবং গতকাল ২৫ জুলাই এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৩০.৩০ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

২০৮ কোটি টাকার জমি কিনবে ব্র্যাক ব্যাংক

bracস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২০৮ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই ব্যাংকটি রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত ৫৯.৬০ কাঠা জমি কিনবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে মোট ২০৮ কোটি ৬০ লাখ টাকা।

ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে জমিটি কিনবে।

স্টকমার্কেটবিডি.কম/বি