শাহজালাল ব্যাংকের শেয়ার কিনবেন এ কে আজাদ

sahjalal-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা এ কে আজাদ ২৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, অটিস্টিক ডিজাইন নামে এক প্রতিষ্ঠানে প্রতিনিধি এ কে আজাদ ২৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

আল আরাফাহ ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ৩ পয়সা

al-arafaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ৩ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৪৭ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ৪৩ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১.১৪ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১৮.৮৮ টাকা, যা গত বছর ৩০ জুন যা ছিল ১৮.০২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি

কাট্ট্রালি টেক্সটাইলের আইপিও আপত্তি প্রতিবেদন যথাযথ নয় : বিএসইসি

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্প্রতি কাট্টালি টেক্সটাইলের আইপিও অনুমোদনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পর এনিয়ে ব্যাখ্যা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি বলছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (পাবলিক ইস্যু) রুলস ২০১৫ অনুযায়ী যে কোন কোম্পানির প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) আবেদনের ৯০ দিনের মধ্যে এক্সচেঞ্জের চূড়ান্ত সুপারিশ কমিশনের নিকট দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে।

স্টক একচেঞ্জেসমূহ ওই সময়ের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ দাখিল করে থাকে।

পরবর্তিতে বিএসইসি, স্টক একচেঞ্জেসমূহের সুপারিশ উল্লেখিত আপত্তিসহ অন্যান্য তথ্যের ঘাটতি থাকলে অধিকতর বিস্তারিত পর্যবেক্ষণসহ সামগ্রিক ঘাটতি পূরণকল্পে প্রমাণাদি দাখিলের জন্য সংশ্লিষ্ট আবেদনকারী কোম্পানিকে ঘাটতি পত্র ইস্যু করে থাকে।

অতঃপর আবেদনকারী কোম্পানির তথ্য ও কাগজপত্রের যথাযথ ঘাটতি পূরণ ও যাচাই সম্পন্ন হলেই কমিশন কোন আবেদনকারী কোম্পানিকে প্রাথমিক গণ প্রস্তাবের অনুমোদন প্রদান করে থাকে।

উল্লেখ্য, যে সব তথ্য বা দলিল ঘাটতির কারণে ঢাকা স্টক একচেঞ্জে কাট্টালি টেক্সটাইলের আইপিওর বিপক্ষে গত ২৫ মার্চ সুপারিশ প্রদান করেছিল, তা পরবর্তীতে কোম্পানি কর্তৃক দাখিলকৃত প্রমাণাদি ও কাগজপত্রের ভিত্তিতে পূরণ হয়। পাশাপাশি কমিশন সন্তুষ্ট হয়ে ২৬ জুন ওই আইপিও অনুমোদন প্রদান করে। এমনকি চট্টগ্রাম স্টক একচেঞ্জে কাট্টালি টেক্সটাইলের আইপিওর পক্ষে চূড়ান্ত সুপারিশ প্রদান করে।

ফলে কাট্ট্রালি টেক্সটাইলের আইপিও প্রস্তাব নিয়ে আপত্তি প্রসঙ্গে একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যথাযথ নয় বলে মনে করে বিএসইসি।

গত ২৬ জুন কাট্টালি টেক্সটাইলের ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি ৪০ লাখ সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে ইস্যু প্রস্তাব অনুমোদন করে কমিশন।

আইপিও এর মাধ্যমে কোম্পানিটি ৩৪ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি কারখানার ভবন নির্মান, কর্মচারীদের ডরমেটরি ভবন নির্মাণ, নতুন যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৪৮ পয়সা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৪ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. সায়হাম টেক্সটাইল
  2. ইউনাইটেড পাওয়ার
  3. দ্যা পেনিনসুলা
  4. কেডিএস এক্সেসরিজ
  5. বিবিএস ক্যাবলস
  6. মুন্নু সিরামিকস
  7. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
  8. লিগ্যাসী ফুটওয়ার
  9. প্যাসিফিক ডেনিমস
  10. বসুন্ধরা পেপার মিল লিমিটেড।

ডিএসই ও সিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে এদিন সেখানে সূচকের পতন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬১৪ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৫৭৭ কোটি ৩৪ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪২৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৪০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৭১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০০টির। আর দর অপরিবর্তিত আছে ৪৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সায়হাম টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, দ্যা পেনিনসুলা, কেডিএস এক্সেসরিজ, বিবিএস ক্যাবলস, মুন্নু সিরামিকস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসী ফুটওয়ার, প্যাসিফিক ডেনিমস ও বসুন্ধরা পেপার মিল লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৪.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৮০৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

এদিন লেনদেন হয়েছে ৫৩ কোটি ২৪ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২৮ কোটি ৭১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএটিবিসি ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ৩৫৯টি শাখা লোকসান

bank govস্টকমার্কেটবিডি ডেস্ক :

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের ৩৫৯ শাখা এখন লোকসান গুনছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অব্যাহতভাবে লোকসানি শাখা বাড়ার কারণে ব্যাংকগুলোর সামগ্রিক অর্থনৈতিক সূচক দিন দিন খারাপ হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি লোকসানি শাখা এখন সোনালী ব্যাংকের। ব্যাংকটির একহাজার ২১২ শাখার মধ্যে ১৮৩টি লোকসানি শাখা। জনতা ব্যাংকের ৯০৮ শাখার মধ্যে ৫৭টি লোকসানি শাখা। অগ্রণী ব্যাংকের ৯৩১টির মধ্যে ৪৩টি লোকসানি শাখা। রূপালী ব্যাংকের ৫৬২টির মধ্যে ৩৩টি, বেসিক ব্যাংকের ৬৮টির মধ্যে ২১টি এবং বিডিবিএল’র ৪০টির মধ্যে ২২টি লোকসানি শাখা।

ব্যাংক খাত সংশ্লিষ্ট অর্থনীতিবিদরা বলছেন, সুশাসন না থাকার কারণে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকগুলোতে কেবল লোকসানি শাখাই বাড়ছে, একইসঙ্গে ব্যাংকগুলো মূলধনও খেয়ে ফেলছে। এদিকে, এই ব্যাংকগুলোকে বাঁচাতে প্রতিবছরই জনগণের করের টাকা দেওয়া হচ্ছে। সর্বশেষ গত জুন মাসে একহাজার ৪০০ কোটি টাকা দেওয়া হয়েছে সোনালী, রূপালী ও বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি পূরণে। সবচেয়ে বেশি অর্থ দেওয়া হয়েছে আর্থিক কেলেঙ্কারিতে আলোচিত বেসিক ব্যাংককে। সমস্যাকবলিত ব্যাংকটিকে একহাজার কোটি টাকা দিয়েছে সরকার। সোনালী ব্যাংককে ৩০০ কোটি ও রূপালী ব্যাংককে ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০১১ সালে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের লোকসানি শাখা ছিল ১৫৯টি। ২০১২ সালে ১৯১টি, ২০১৩ সালে ১৭৩টি, ২০১৪ সালে ১৬৮টি। ২০১৫ সালে ছয় ব্যাংকের লোকসানে পড়ে ২২৫টি শাখা। তবে ২০১৬ সালে ছয় ব্যাংকের লোকসানে পড়ে ৪৯৩টি শাখা। ২০১৭ সালে কিছুটা উন্নতি হলেও বর্তমানে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের ৩৫৯ শাখা লোকসান গুনছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর অন্যতম প্রধান সমস্যা হলো খেলাপি ঋণের উচ্চহার। বর্তমানে বেসিক ব্যাংকের ৫৯ দশমিক ২২ শতাংশই খেলাপি ঋণ। ব্যাংকটির এখন খেলাপি ঋণ ৮ হাজার ৫৯৪ কোটি টাকা। আর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের খেলাপি ঋণ মোট ঋণের ৫৫ দশমিক ১৪ শতাংশ বা ৮০৪ কোটি টাকা। সোনালী ব্যাংকের খেলাপি ঋণ এখন ১৪ হাজার ৩০৬ কোটি টাকা, যা ব্যাংকটির মোট ঋণের ৩৮ দশমিক ৭৩ শতাংশ। জনতা ব্যাংকের খেলাপি ঋণ ৯ হাজার ৭০২ কোটি টাকা, যা মোট ঋণের ২২ দশমিক ৩৪ শতাংশ। অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ ৫ হাজার ৬৭৬ কোটি টাকা, যা মোট ঋণের ১৯ দশমিক ৫২ শতাংশ। রূপালী ব্যাংকের খেলাপি ঋণ ৪ হাজার ৬০৩ কোটি টাকা, যা মোট ঋণের ২১ দশমিক ৯৩ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় ২১ জনের উপর দুদকের নিষেধাজ্ঞা

1532284691_62স্টকমার্কেটবিডি ডেস্ক :

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে একলাখ ৪৪ হাজার মেট্রিক টন কয়লা দুর্নীতির ঘটনায় দায়ের করা মামলার আসামি ১৯ জনসহ ২১ জনের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। সোমবার (৩০ জুলাই) কমিশন থেকে পাঠানো এক চিঠিতে ইমিগ্রেশন বিভাগকে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।

মামলা দায়েরের আগে বড়পুকুরিয়া কয়লা খনির (কোল মাইনিং কোম্পানি) ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দিন আহমেদসহ চার জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে দুদক। এবার এই চারজনসহ মোট ২১ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কয়লা দুর্নীতির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান দুদকের উপ-পরিচালক শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলায় আসামি ১৯ জনসহ অতিরিক্ত আরও দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া দেওয়া হয়েছে।
এ আগে একলাখ ৪৪ হাজার ৬৪৪ মেট্রিক টন কয়লা গায়েবের ঘটনায় গত ২৪ জুলাই পার্বতীপুর মডেল থানায় বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে ১৯ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, সাময়িক বরখাস্ত হওয়া বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) নুর-উজ-জামান চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক (স্টোর) একেএম খালেদুল ইসলাম, সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ, সদ্য বিদায়ী কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন) আবুল কাশেম প্রধানীয়া, ব্যবস্থাপক (এক্সপ্লোরেশন) মোশাররফ হোসেন সরকার, ব্যবস্থাপক (জেনারেল সার্ভিসেস) মাসুদুর রহমান হাওলাদার, ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) অশোক কুমার হালদার, ব্যবস্থাপক (মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন) আরিফুর রহমান, ব্যবস্থাপক (ডিজাইন, কন্সট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স) জাহিদুল ইসলাম, উপ-ব্যবস্থাপক (সেফটি ম্যানেজমেন্ট) একরামুল হক, উপ-ব্যবস্থাপক (কোল হ্যান্ডলিং ম্যানেজমেন্ট) মুহাম্মদ খলিলুর রহমান, উপ-ব্যবস্থাপক (মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন) মোর্শেদুজ্জামান, উপ-ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপক (মাইন ডেভেলপমেন্ট) জাহেদুর রহমান, সহকারী ব্যবস্থাপক (ভেল্টিলেশন ম্যানেজমেন্ট) সত্যেন্দ্রনাথ বর্মন, ব্যবস্থাপক (নিরাপত্তা) সৈয়দ ইমাম হাসান, উপ-মহাব্যবস্থাপক (মাইন প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) জোবায়ের আলী, সাবেক মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) আব্দুল মান্নান পাটোয়ারী এবং মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) গোপাল চন্দ্র সাহা।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

রিপাবলিক ইন্স্যুরেন্সের ঋণমাণ ‘এ+’ ও ‘এসটি-২’

Republic-insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২৮ জুলাই পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফারেটিং।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ব্যাংক উদ্যোক্তার সব শেয়ার বিক্রির ঘোষণা

siblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা হাতে থাকা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আব্দুল আওয়াল পাটোয়ারি নামে একজন উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির সব শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ১,৬২,৫৫,১৩৭টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ৭০ পয়সা

Rupali-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিমাটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ৭০ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৬৭ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ১.৩৪ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.২৯ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২৩.৪৭ টাকা, যা গত বছর ৩০ জুন যা ছিল ২২.২০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি