শেয়ারবাজারে লেনদেনের সাথে সূচকের বড় উত্থান

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন সেখানে সবগুলো সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৬৪ কোটি ১ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৭৪০ কোটি ৬২ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৮টির। আর দর অপরিবর্তিত আছে ২৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, বিবিএস ক্যাবলস, সায়হাম টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, ফরচুন সুজ, লীগ্যাসী ফুটওয়ার, লংকা বাংলা ফাইন্যান্স, কেডিএস এক্সেসরিজ ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯২.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৪৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ৭২টির ও দর অপরিবর্তিত রয়েছে ২২টির।

এদিন লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬৯ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৩০ কোটি ৭০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ড্রাগন সোয়েটার ও ফরচুন সুজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আমান কটনের লেনদেন শুরু সোমবার

Aman-Cotton-Fibrous-Ltdস্টকমার্কেটবিডি ডেস্ক :

আমান কটন ফাইবার্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ৬ আগষ্ট সোমবার এই শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, কোম্পানিটি নতুন হিসাবে এন ক্যাটাগরিতে লেনদেন করবে। কোম্পানির ট্রেডিং কোড “ACFL” আর ডিএসইতে কোম্পানির কোড নম্বর ১৭৪৭৭.

সূত্র থেকে জানা যায়, সম্প্রতি আইপিও শেয়ার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা দেওয়ার পক্রিয়া সম্পন্ন করে সিডিবিএল। ইতোমধ্যে এ কোম্পানিটির শেয়ার অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আনুমোদন সাপেক্ষে উভয় শেয়ারবাজারে আমান কটন ফাইবার্স লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

জুলাই মাসে ডিএসই থেকে রাজস্ব আদায় ২২ কোটি টাকা

taxস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরের জুলাই মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আদায় ২২ কোটি ৪৫ লাখ টাকা।

ডিএসই এর তথ্য মতে, আলোচ্য সময়ে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব এসেছে ১৮ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার টাকা।

আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার টাকা।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩ এর আওতায় ডিএসই থেকে ২০১৬-১৭ হিসাব বছরের মার্চ মাসে সদস্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে এই রাজস্ব আদায় হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

চীনের পণ্যে ১০ নয় ২৫ শতাংশ ট্যাক্স বসাতে চান ট্রাম্প

101447trump-xi-jinpingস্টকমার্কেটবিডি ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগেই যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিদেশি পণ্যের ওপর উচ্চহারে শুল্কারোপের কথা ঘোষণা করেছিলেন। সম্প্রতি চীনের ওপর তেমন শুল্ক আরোপের ইঙ্গিতেই চীন ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিরোধ শুরু হয়। নতুন করে ট্রাম্পের বাড়তি শুল্কারোপের ইঙ্গিতে সে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে।

এবার বাণিজ্য নিয়ে দুই দেশের টানাপোড়েনের মধ্যে ২০ হাজার কোটি ডলার মূল্যের চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এর আগে ট্রাম্প ১০ শতাংশ শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছিলেন।

গত ১০ জুলাই যুক্তরাষ্ট্র আমদানি করা চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করে| ওই তালিকায় খাদ্য পণ্য, রাসায়নিক, ইস্পাত, অ্যালুমিনিয়ামের পাশাপাশি কুকুরের খাবার, আসবাবপত্র, কার্পেট থেকে শুরু করে গাড়ির টায়ার, বাইসাইকেল, বেসবল গ্লোভস এবং প্রসাধানী সামগ্রীও ছিল।

এবার নতুন করে তৈরি পরিকল্পনায় শুল্কের পরিমাণ ২৫ শতাংশে উন্নীত করার কথা ভাবা হচ্ছে। তবে বাড়তি এ শুল্কের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

২০ হাজার কোটি ডলারের চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তুতি নিয়ে তাৎক্ষণিকভাবে চীন সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ শুল্কারোপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আগেই চীন জানিয়েছে। ফলে উভয় দেশের এ বাণিজ্য বিরোধ সংকটে রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

সূত্র : নিউ ইয়র্ক টাইমস

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন আর নেই

moaস্টকমার্কেটবিডি ডেস্ক :

ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া…. রাজিউন)।

বুধবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বৃহস্পতিবার বাদ জোহর জানাজার নামাজ শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ খ্যাতিমান সাংবাদিক বাংলাদেশ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ অবজারভার, দ্য নিউ ন্যাশন, ইউএনবি, ঢাকা কুরিয়ার ও দ্য ডেইলি স্টারে কাজ করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি