সোমবার থেকে সোনার দাম ভরিতে ১,১৬৭ টাকা কম

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্ব বাজারের পাশাপাশি দেশের বুলিয়ন মার্কেটে দর কমায় সোনার দর ভরিতে ১ হাজার ১৬৭ টাকা পর্যন্ত হ্রাস করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তবে সনাতন পদ্ধতির সোনা ও রুপার দাম কমানো হয়নি। নতুন দর আগামীকাল সোমবার থেকে সারা দেশে কার্যকর হবে।

জুয়েলার্স সমিতি আজ রবিবার সন্ধ্যায় সোনার দর কমানোর সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। দর হ্রাস পাওয়ায় সোমবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ৪৭২ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪০ হাজার ১২৪ টাকায়।

সনাতন পদ্ধতির সোনার ভরি আগের মতোই থাকছে, অর্থাৎ ২৭ হাজার ৫৮৬ টাকা। একইভাবে রুপার ভরি ১ হাজার ৫০ টাকা অপরিবর্তিত থাকছে।

জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়াল এক বিজ্ঞপ্তিতে দেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত নতুন মূল্যতালিকা অনুযায়ী সোনা ও রুপা বিক্রির অনুরোধ করেন। একই সঙ্গে তিনি জুয়েলারি ব্যবসায়ীদের হয়রানি বন্ধে স্বর্ণ নীতিমালা দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

পোশাক শ্রমিকদের মজুরি ১০,০২৮ টাকা করার প্রস্তাব সিপিডির

dd1a67fbac88bd7b3135cbcd6f7c950d-5b66f6896dc68স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তৈরি পোশাকশিল্পের এমন শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার ২৮ টাকা করার প্রস্তাব করেছে সিপিডি। আর যাঁদের সন্তান নেই, এমন শ্রমিকদের ন্যূনতম মজুরি ৯ হাজার ২২৮ টাকা করার প্রস্তাব দিয়েছে এই গবেষণা প্রতিষ্ঠানটি।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘মিনিমাম ওয়েজ অ্যান্ড লাইভলিহুড কন্ডিশনস অব আরএমজি ওয়ার্কার্স’ শীর্ষক সংলাপে এই প্রস্তাব তুলে ধরা হয়। রবিবার (৫ আগষ্ট) রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম মূল উপস্থাপনা তুলে ধরেন। তিনি ষষ্ঠ গ্রেডের শ্রমিকদের জন্য ১০ হাজার ২৮ টাকা মজুরির প্রস্তাব করেন। দ্বিতীয় গ্রেডের জন্য ১৫ হাজার ৩৩৮ টাকা এবং প্রথম গ্রেডের জন্য মোট বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করার প্রস্তাব দেন। তবে অনুষ্ঠানে উপস্থিত শ্রমিকনেতারা এই প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করেন।

অনুষ্ঠানে সিপিডির চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেন, ‘জীবনযাপনের ব্যয়ের নিরিখে শ্রমিকের মজুরি নির্ধারণ করা নিয়ে চিরকালই বিবাদ হবে। আজ থেকে ৫৫ বছর আগেও এ নিয়ে মালিক-শ্রমিকের দ্বন্দ্ব হয়েছে এবং এখনো তা চলছে। দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন না এলে ধারণা করি, আমার নাতি-নাতনিরাও এই বিবাদ দেখবে। মজুরি নির্ধারণের এই পদ্ধতিকে পশু অ্যাপ্রোচ আখ্যা দেওয়া যায়। কিন্তু শ্রমিকেরা তো মানুষ, তাঁদের যেহেতু মন আছে, সেহেতু তাঁদেরও উৎসাহের দরকার আছে। মজুরি নির্ধারণে এই দিকটি বিবেচনা করা দরকার।’

অধ্যাপক রেহমান সোবহান বলেন, শ্রমিকেরা যেহেতু মানুষ, সেহেতু অর্থনীতিতে বা কর্মক্ষেত্রে তাঁরা কীভাবে সম্পৃক্ত থাকেন এবং কত মজুরি পান, তার সঙ্গে উৎসাহিত হওয়ার সম্পর্ক আছে। তিনি আক্ষেপ করে বলেন, মজুরি নিয়ে আলোচনায় বিষয়টি উপেক্ষিত থাকে। পোশাকশ্রমিকরাই মূল চালিকাশক্তি। সে কারণে শ্রমিকের মজুরি নির্ধারণের সময় বিষয়টি বিবেচনায় রাখতে হবে, অন্যথায় এই ঝগড়া চিরস্থায়ী হবে।

সিপিডির তুলে ধরা ন্যূনতম মজুরির প্রস্তাবের শ্রমিক বলেন, মজুরি বাড়লেও লাভ হবে না, অতিরিক্ত মজুরি বাড়ির মালিকের পকেটে যাবে। সে জন্য তিনি আইন অনুযায়ী এলাকাভেদে বাড়ি নির্ধারণ নিশ্চিত করার আহ্বান জানান।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

পরিবহন সংকটে ঢাকাতে বেড়েছে সবজির দাম

vegetableস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

টানা আট দিনের পরিবহন সংকটে রাজধানীর নিত্যপণ্যের বাজারে মাছ, মাংস, সবজি ও চালের দাম আরেক দফা বেড়েছে। প্রতিটি সবজির দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে। এছাড়া চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে।

বাজার করতে আসা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা বলেন, টানা বৃষ্টি ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাবে রাজধানীর বাজারে সবজির দাম বেড়েছে। দাম বাড়ার তালিকায় রয়েছে কাঁচামরিচ, পেয়াজ, আলু, ভেন্ডি, লাউ, শসাসহ সব ধরনের সবজি। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

গত সপ্তাহে এসব বাজারে বেশিরভাগ সবজির কেজি ৩০ টাকার মধ্যে বিক্রি হলেও এখন বাজারে ৪০ টাকার নিচে কোনো সবজি বিক্রি হয়নি। সবজির এ দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, কয়েক দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। পাশাপাশি চলছে অঘোষিত পরিবহন ধর্মঘট। ফলে অনেকেই সবজিবোঝাই পরিবহন আনতে ভয় পাচ্ছেন। যে কারণে চাহিদার তুলনার বাজারে সবজির সরবরাহ কম। ফলে দাম বেড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের মতো সবজির মধ্যে বাজারে এখনো সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো এবং বরবটি। প্রায় সব বাজারেই পাকা টমেটো বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা কেজি দরে। তবে ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বরবটির দাম বেড়ে এখন ৫০-৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে, নতুন করে পেঁয়াজের দাম না বাড়লেও এদিন প্রতি ডজন ফার্মের ডিম ৩ টাকা বেড়ে বিক্রি হয় ১০৮ টাকায়। ডিম ব্যবসায়ীরা জানান, দুই সপ্তাহ ধরে ডিমের ডজন ১০৫ টাকা বিক্রি করছি। চাহিদার তুলনায় ডিমের সরবরাহ কম থাকায় ডিমের দাম বেড়ে গেছে। আদার দামও বাড়তি। গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে প্রতি কেজি আদা বিক্রি হয় ১২০ টাকা। ৮০-৯০ টাকা কেজি রসুন বিক্রি হয় ৯০-১১০ টাকা।

অন্যদিকে, মাছ ও মাংসের বাজারে অনেকটা স্বস্তি বিরাজ করছে। প্রতি কেজি রুই ও কাতলা ২৩০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। কেজি প্রতি বড় আকারের চিংড়ি এক হাজার টাকা, মাঝারি আকারের চিংড়ি ৭০০-৭২০ টাকা ও ছোট আকারের চিংড়ি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া কেজি প্রতি তেলাপিয়া ১৩০-১৪০ টাকা, কই ১৪৫-১৫৫ টাকা, সিলভার কার্প ১০০-১৩০ টাকা, পাবদা ৪০০-৪৫০ টাকা, পাঙ্গাশ ১১০-১৩০ টাকা, নলা ১২৫-১৩৫ টাকা ও সরপুঁটি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারও স্থিতিশীল। এছাড়া ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। পাকিস্তানি মুরগি আকারভেদে ১৫০-৩০০ টাকা, লেয়ার ২০০ টাকা ও গরুর মাংস ৪৭০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

এমনিতে পরিবহন সংকটের কারণে সাধারণ মানুষকে গত কয়েক দিন যাতায়াতের ক্ষেত্রে গড়ে ৮-১০ গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে। তারপর নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে আবির্ভূত হয়েছে। সাধারণ মানুষের আয়ের এক বড় অংশ চলে যাচ্ছে নিত্যপণ্য কেনার জন্য। এমনিতেই ভরা শ্রাবণে প্রতি বছরই সবজির বাজার অন্য সময়ের চেয়ে চড়া থাকে। এবারও তার ব্যতিক্রম তো হয়নি বরং পরিবহন সংকট অচলাবস্থার সৃষ্টি করছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রাজধানীতে তিন দিনব্যাপী তরুণ উদ্যোক্তার পণ্য মেলা

Melaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘চাকুরি প্রার্থী হবে চাকুরিদাতা’ এই শ্লোগানকে সামনে রেখেই শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘তরুণ উদ্যোক্তার পণ্য মেলা ২০১৮’।

ইয়ূথ এন্টারপ্রাইজ অ্যাডভাইজ এন্ড হেল্পসেন্টারের (বি’ইয়া) প্রকল্প ব্যবস্থাপক মেহদী হাসান কিংশুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক আশফাহ হক, বি’ইয়া’র প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন আব্দুল মুয়ীদ চৌধুরী, বোর্ড মেম্বার আহমাদুল হক এবং এস এ এম শওকত হোসেন বি’ইয়া’র তরুণ উদ্যোক্তাদের মেন্টর গুলশান নাসরিন চৌধুরী ।

মেলায় প্রবেশ বিনামূল্যে করা হয়েছে।এবারের পণ্যমেলায় মোট ৫০ জন তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করছে। মেলায় খাদ্য, বুটিকস, ফিজিওথেরাপী, হ্যান্ডি ক্র্যাফট, লেদার, হোম আইটেম, অনলাইন মিডিয়া, ইলেক্টনিক্স, জুটপণ্য, কসমেটিক, ই-কমার্স, তথ্যপ্রযুক্তি ও গৃহস্থালী পণ্যসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত ও বিক্রয় করা হচ্ছে ।

গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডি ২৭ (পুরাতন) ওমেন ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলানায়তনে এ মেলার উদ্বোধন করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম। আগামী ৬ আগস্ট বিকেল ৬টায় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।

উল্লেখ্য, প্রিন্স চার্লস প্রতিষ্ঠিত ইয়ূথ বিজনেস ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক বাংলাদেশের একমাত্র নেটওয়ার্কভূক্ত সদস্য হিসেবে ২০০৯ সাল থেকে তরুণদেরকে সৃজনশীল উদ্যোগ গ্রহণের মাধ্যমে উদ্যোক্তায় পরিণত করতে কাজ করছে বি’ইয়া।এ পর্যন্ত ১ হাজার ৫শ’ তরুণ ও ১৫০ জন মেন্টরের সমন্বয়ে এগিয়ে চলেছে এ কার্যক্রম।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

পরিবহন ধর্মঘটে অচল হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

port-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরিবহন ধর্মঘটে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস, রপ্তানি পণ্য জাহাজে বোঝাই এবং দুটি জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানো বন্ধ হয়ে গেছে। পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হওয়ার পর অজ রোববার ভোর রাত থেকে পর্যায়ক্রমে বন্দরের এসব কার্যক্রম বন্ধ হতে থাকে। ফলে বন্দর অচল হয়ে পড়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

গাড়ি চলাচল বন্ধ থাকলে রপ্তানি পণ্য যেমন বন্দরে আনা যাবে না, তেমনি আমদানি পণ্য বন্দর থেকে নেওয়া যাবে না। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি খাত। সময়মতো পণ্য রপ্তানি না হলে পোশাক খাতও ক্ষতিগ্রস্ত হবে।

বন্দর পরিবহন বিভাগের পরিচালক গোলাম ছরওয়ার বলেন, রপ্তানি পণ্য না আসায় যেসব জাহাজ বন্দর ছেড়ে যাবে সেগুলোতে খালি কনটেইনার বোঝাই করা হচ্ছে। ট্রাক না থাকায় দুটি জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে। পণ্যবাহী গাড়ি চলাচল করলে সব কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে।

বন্দর সূত্রে জানা যায়, ভোররাতে বন্দরে সাধারণ পণ্যবাহী দুটি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে যায়। এই দুটি জাহাজে রড তৈরির কাঁচামাল বাতিল লোহার টুকরা ও সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার রয়েছে। এসব পণ্য জাহাজ থেকে সরাসরি ট্রাকে বোঝাই করে খালাস করা হয়। কিন্তু পণ্যবাহী ট্রাক বন্দরে ঢোকতে না পারায় পণ্য খালাসও বন্ধ হয়ে যায়। এ ছাড়া ট্রাক না থাকায় আরও দুটি জাহাজে পণ্য খালাস ব্যাহত হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ফনিক্স ফাইন্যান্সের ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

phonixfin.jpস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফনিক্স ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: মোবাররক আলী নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১০ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৬০ লাখ ৮০ হাজার ১৪৮টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকের শেয়ার কিনবেন পরিচালক

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: আব্দুল মালেক নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ফার কেমিক্যালস
  2. ইউনাইটেড পাওয়ার
  3. সায়হাম টেক্সটাইল
  4. প্যারামাউন্ট টেক্সটাইল
  5. ফুয়াং ফুডস
  6. ড্রাগন সোয়েটার
  7. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
  8. বিবিএস ক্যাবলস
  9. আলিফ ইন্ডাস্ট্রিজ
  10. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই ও সিএসইতে লেনদেনের সাথে কমেছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ কমেছে। এদিন সেখানে সবগুলো সূচকের বড় ধরণের পতন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৫৯ কোটি ২২ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৭৬৪ কোটি ১ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৫২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১২.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৮৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৪টির। আর দর অপরিবর্তিত আছে ২৫টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফার কেমিক্যালস, ইউনাইটেড পাওয়ার, সায়হাম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, ফুয়াং ফুডস, ড্রাগন সোয়েটার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, বিবিএস ক্যাবলস, আলিফ ইন্ডাস্ট্রিজ ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬১.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯৮১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৪৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৪টির।

এদিন লেনদেন হয়েছে ২৩ কোটি ১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার ও ফার কেমিক্যালস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সিলভা ফার্মার আইপিও‌’র পাবলিক সাবস্ক্রিপশনের আজ শেষদিন

Silvaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাবস্ক্রিপশন আজ শেষ হবে। রবিবার বিকাল পর্যন্ত্র এই সাবস্ক্রিপশন চলবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আইপিও আবেদনের জন্য শেয়ারের লট মূল্য নির্ধারণ হয়েছে ৫০০০ টাকা। নির্ধারিত সময়ে এ পরিমাণ টাকা অনুমোদিত হাউজগুলোতে জমা দিতে হবে।

গত ২৯ জুলাই সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পাবলিক সাবস্ক্রিপশন শুরু হয়েছে।

এর আগে গত ১১ জুন কোম্পানিটিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে মোট ৩০ কোটি টাকা উত্তোলন করবে।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ ও ঋণ পরিশোধ করবে।

৩০ জুন ২০১৭ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ (এনএভি) ১৬ টাকা ৪৮ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড