‘জেড’ ক্যাটাগরির ১২ কোম্পানির দক্ষতা অনুসন্ধান করবে ডিএসই

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির ১২ কোম্পানির কর্মক্ষমতা অনুসন্ধান করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

মঙ্গলবার ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কোম্পানিগুলো গত ৫ বছর লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, আইসিবি ইসলামিক ব্যাংক, দুলামিয়া কটন স্পিনিং মিলস, সমতা লেদার কমপ্লেক্স, শ্যামপুর সুগার মিলস, জিল বাংলা সুগার মিলস, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, কে অ্যান্ড কিউ, সাভার রিফ্যাক্ট্ররিজ, বেক্সিমকো সিনথেটিক্স ও জুট স্পিনার্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র

uuuস্টকমার্কেটবিডি ডেস্ক :

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। যা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার টুইটারে তিনি এ তথ্য জানান।

সেই টুইটে তিনি বিশ্বের অন্যান্য দেশকেও ইরানের সাথে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন, ইরানের সঙ্গে যেই বাণিজ্য করবে সে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে পারবে না। আমি বিশ্ব শান্তির জন্য বলছি, আর কিছু না!

ট্রাম্প আরও লিখেছেন, ইরানের নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এ পর্যন্ত জারিকৃত সব নিষেধাজ্ঞার মধ্যে এটি সবচেয়ে বেশি কঠোর নিষেধাজ্ঞা। নভেম্বরে যেটি অন্য মাত্রা (তেল রফতানি সংক্রান্ত নিষেধাজ্ঞাটি তখন কার্যকর হবে) পাবে।

নিষেধাজ্ঞা জারির পর গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তবে ট্রাম্প সে সে আহ্বান আমলেই নেননি এ টুইটে সেটিই পরিস্কার জানিয়ে দিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

আসন্ন সংসদ নির্বাচনের আগে সঞ্চয়পত্রের সুদ কমছে না : অর্থমন্ত্রী

Muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সঞ্চয়পত্রের সুদের হার কমানো হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, সঞ্চয়পত্রের সুদহার সমন্বয় করার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে। আজ সচিবালয়ে সঞ্চয়পত্রের সুদহার সমন্বয় করতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচনের আগে সঞ্চয়ত্রের সুদ হার সমন্বয় (কমানো) হবে না। সুদহার সমন্বয়ের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। এ কমিটি দুই মাসের মধ্যে প্রতিবেদন দেবে; কিন্তু ওই কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে নির্বাচনের পর।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থবিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমান, জাতীয় সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শামসুন্নাহার বেগমসহ সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

জুলাই মাসে মাসওয়ারিভিত্তিতে মূল্যস্ফীতি ৫.৫১ শতাংশ

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত জুলাই মাসে মাসওয়ারিভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫১ শতাংশ, যা আগের মাসের চেয়ে কিছুটা কম। গত জুনে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ। কোরবানির কারণে মূল্যস্ফীতি বাড়বে না।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য দেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির তথ্য হালনাগাদ করে থাকে।

মূল্যস্ফীতি কমে যাওয়ার কারণ হিসেবে পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতির হার ঠিকই আছে। চলতি অর্থবছরের মূল্যস্ফীতির গড় লক্ষ্যমাত্রা সাড়ে পাঁচ শতাংশের কাছাকাছি আছে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, পণ্যের চাহিদা ও সরবরাহের মধ্যে কোনো অসংগতি নেই। আন্তর্জাতিক বাজার থেকে আমরা যেসব পণ্য কিনে খাই, সেসব পণ্যের দাম বাড়েনি। যেমন ভোজ্যতেল, চিনি।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, কোরবানির কারণে মূল্যস্ফীতি বাড়বে বলে মনে হয় না। এর কারণ হিসেবে তিনি বলেন, এখন ঘরে ঘরে ফ্রিজ আছে। অনেকেই ঈদের পর বেশ কয়েক দিন ফ্রিজে রেখে মাংস খান। তখন খুব বেশি বাজার করতে হয় না। এর ফলে কোরবানির কারণে যে বাড়তি খাদ্যপণ্যের চাহিদা থাকে, তা সমন্বয় হয়ে যায়।

বিবিএসের তথ্য-উপাত্ত অনুযায়ী, গত জুলাইতে খাদ্য পণ্যে মূল্যস্ফীতি বেড়েছে। আবার খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমেছে। গত জুলাইতে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ১৮ শতাংশ। জুন মাসে এই হার ছিল ৫ দশমিক ৯৮ শতাংশ। জুলাই মাসে খাদ্যবহির্ভূত খাতে এ হার ছিল ৪ দশমিক ৪৯ শতাংশ। জুন মাসে এই খাতে মূল্যস্ফীতির হার ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ।

বিবিএস বলছে, গত জুলাই মাসে গ্রামের চেয়ে শহরের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি ছিল। এ সময় সার্বিক মূল্যস্ফীতি ছিল শহরে ৬ দশমিক ৩৭ শতাংশ, আর গ্রামে ৫ দশমিক শূন্য ৪ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

নতুন টাকার নোট পাওয়া যাবে ১৩ আগস্ট থেকে

new takaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিবছরের মতো এ বছরও গ্রাহকদের নতুন নোট বিনিময়ের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের অফিসগুলোতে এবং রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করা যাবে।

আগামী ১৩ আগস্ট সোমবার থেকে নতুন নোট বিনিময় শুরু হচ্ছে। নতুন এই নোট পাওয়া যাবে ২০ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক বলছে, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার নতুন নোট মিলবে।

একজন গ্রাহক সর্বোচ্চ ১৮ হাজার টাকার নতুন নোট নিতে পারবেন। তবে ২ ও ৫ টাকার নতুন নোট দেওয়া হবে না। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনও মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

এদিকে, জাল নোট প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে পত্রিকা ও টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে বিভিন্ন ব্যাংকের উদ্যোগে জনসমাগমস্থলে আসল নোট চেনার উপায় বিষয়ে ভিডিওচিত্র প্রচারের বিষয়ে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/বি

একনেকে ৬ হাজার ৪৪৮ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

Ecnecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকার ৬ হাজার ৪৪৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্প গ্রহণ করেছে। মঙ্গলবার (০৭ আগস্ট) শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের এনইসি মিলানায়তনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। একনেক বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বৈঠকে ৬ হাজার ৪৪৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক । এরমধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৪১৬ কোটি ১৬ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৭ কোটি ৯৮ লাখ টাকা খরচ করা হবে।’ তিনি জানান, ‘দেশের যেসব স্থানে তাঁত শিল্প রয়েছে, সেগুলোর জন্য প্রকল্প নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে জামালপুর, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সিলেটের মনিপুর ও চট্টগ্রাম অঞ্চলে তাঁত শিল্প বিকাশে প্রধানমন্ত্রী প্রকল্প নেওয়ার তাগিদ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়কে।’

একনেকে অনুমোদিত প্রকল্প গুলো হচ্ছে, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নিমিত্ত ভূমি অধিগ্রহণ; ডেসকো এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সরবরাহ ও স্থাপন; বাংলাদেশে তাঁত বোর্ডের আওতায় ৫টি বেসিক সেন্টার ৫টি প্রশিক্ষণ কেন্দ্র, একটি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট ও ২টি মার্কেট প্রমোশন কেন্দ্র স্থাপন প্রকল্প; ড. এম. এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পীরগঞ্জ, রংপুর স্থাপন; সরকারি শিশু পরিবার এবং ছোটমণি নিবাস নির্মাণ ও পুনঃনির্মাণ প্রকল্প। হাই-টেক পার্ক, সিলেট এর প্রাথমিক অবকাঠামো নির্মাণ; ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলাধীন পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ ও ড্রেজিং; নোয়াখালীর সোনাপুর থেকে চেয়ারম্যানঘাট সড়ক উন্নয়ন; বীরগঞ্জ-খানসামা-দাড়োয়ানী, খানসামা-রাণীবন্দর ও চিরিরবন্দর-আমতলী বাজার জেলা মহাসড়কে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ; কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরীফপুর সড়কের ১৪তম কিলোমিটারে পিসি গার্ডার নির্মাণ ও ৭ দশমিক ৫ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ এবং ঢাকা জেলার দোহার উপজেলাধীন মাঝিরচর থেকে নারিশাবাজার হয়ে মোকসেদপুর পর্যন্ত পদ্মা নদি ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ প্রকল্প।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ব্যাংক এশিয়া কর্মকর্তার টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছে ব্যাংক এশিয়ার কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠানের মালিক। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযুক্তরা হলো ব্যাংক এশিয়া মতিঝিল প্রিন্সিপাল শাখার অফিসার মোশারফ হোসেন ও লক্ষ্মীপুরের মেসার্স জেড এইচ চৌধুরী ট্রেডার্সের মালিক জাকির হোসেন চৌধুরী।

এ ঘটনায় মতিঝিল থানায় মামলা দায়ের প্রায় এক বছর পর আদালতে চার্জশিট দাখিলের অনুমতি দিয়েছে দুদক।

মঙ্গলবার (৭ আগস্ট) কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্তাকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিলের অনুমতি প্রার্থনা করলে কমিশন অনুমোদন দিয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংক এশিয়া মতিঝিল প্রিন্সিপাল শাখায় থাকা মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের অ্যাকাউন্ট থেকে গ্রাহকের অনুমতি ছাড়া ২০১৫ সালের ১৫ জুন মেসার্স জেড এইচ চৌধুরী ট্রেডার্স নামের অ্যাকাউন্টে ইলেকট্রনিক ভাউচারের মাধ্যমে পাঁচ লাখ টাকা ট্রান্সফার করে। ট্রান্সফার করা টাকা প্রতিষ্ঠানের মালিক জাকির হোসেন চৌধুরীর সই করা দুটি ক্যাশ চেকের মাধ্যমে তুলে নেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ১ম ও ২য় প্রান্তিক বোর্ড সভা ১৩ আগষ্ট

padma lifeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ আগষ্ট আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা আড়াইটায় রাজধানীর বাংলামোটরে বিমাটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৮ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বিবিএস ক্যাবলস
  2. ইউনাইটেড পাওয়ার
  3. রিজেন্ট টেক্সটাইল
  4. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
  5. ড্রাগন সোয়েটার
  6. সায়হাম টেক্সটাইল
  7. আমান কটন
  8. লিগ্যাসী ফুটওয়ার
  9. ফার কেমিক্যালস
  10. কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।

শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেনের মিশ্রাবস্থা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেন বেড়েছে। এদিন সেখানে সবগুলো সূচকেরও উত্থান হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭১০ কোটি ৫২ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৬৩৯ কোটি ৩১ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৫৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১২.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯০১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭২টির। আর দর অপরিবর্তিত আছে ৩৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিবিএস ক্যাবলস, ইউনাইটেড পাওয়ার, রিজেন্ট টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ড্রাগন সোয়েটার, সায়হাম টেক্সটাইল, আমান কটন, লিগ্যাসী ফুটওয়ার, ফার কেমিক্যালস ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬৪.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১১৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

এদিন লেনদেন হয়েছে ৩৩ কোটি ৩৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আমান কটন ও শাশা ডেনিমস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড