ডিএসইতে ৭২৪ ও সিএসইতে ২৪ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭২৪ কোটি টাকা। এদিন সেখানে সবগুলো সূচকেরও উত্থান হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭২৪ কোটি ৪৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৭১০ কোটি ৫২ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৫১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯০৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৮ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৩টির। আর দর অপরিবর্তিত আছে ৩৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – আমান কটন, বিবিএস ক্যাবলস, লিগ্যাসী ফুটওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, দ্যা পেনিনসুলা, মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক ও সায়হাম টেক্সটাইল লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৯.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৫৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১২৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এদিন লেনদেন হয়েছে ২৬ কোটি ১৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৩৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আমান কটন ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

তদন্ত প্রতিবেদন পেলেই কয়লা কেলেঙ্কারির হোতাদের ধরা হবে : নসরুল হামিদ

nasrulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অধিকতর তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বড়পকুরিয়া কয়লা কেলেঙ্কারির হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী সপ্তাহে ওই তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (৮ আগস্ট) নিজ দফতরে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় প্রতিমন্ত্রী এলএনজি আমাদনি, মধ্যপাড়া কঠিন শিলা খনির পাথরসহ ভারতীয় কোম্পানি বিদ্যুৎ উৎপাদন নিয়ে বিস্তারিত কথা বলেন।

বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় অধিকতর তদন্ত করতে একটি কমিটি গঠন করেছে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের চিহ্নত করা সম্ভব হবে। দাফতরিকভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত প্রতিবেদনও প্রকাশ করবো। দুর্নীতি মুক্ত একটি জ্বালনি ব্যবস্থা গড়ে তুলতে চাই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বড়পুকুরিয়ায় উন্মুক্ত খনন করা একটি বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে পুনর্বাসন, খনির পানি ব্যবস্থাপনা কঠিন বিষয়। একইসঙ্গে সরকার বেশি কয়লাও উত্তোলন করতে চাইছে। দুই দিকে সমন্বয় করেই বড়পুকুরিয়াতে উন্মুক্ত খনি করার বিষয়ে সিদ্ধান্ত হবে।’

মধ্যপাড়া কঠিন শিলার খনির পাথর গায়েবের বিষয়ে তিনি বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ পাইনি। একটি নীরিক্ষা প্রতিবেদনের ভিত্তিতে এই অভিযোগ এসেছে। আমরা চাই সব ক্ষেত্রে এমন নীরিক্ষা হোক।’

স্টকমার্কেটবিডিকম/বি/জেড

২০১৮-১৯ অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা ৪৪ বিলিয়ন মার্কিন ডলার

tofail Ministerস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৮-১৯ অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে পণ্য রফতানি খাতে ৩৯ বিলিয়ন এবং সেবা খাতে রফতানি পাঁচ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এছাড়া, এই অর্থবছরে রফতানি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬ দশমিক ৪৭ শতাংশ।

বুধবার (৮ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় বাণিজ্য সচিব শুভাশিষ বসুও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তৈরি পোশাক খাতে লক্ষ্যমাত্রা ৩২ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এই খাতে প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬ দশমিক ৭৮ শতাংশ।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘২০১৭-১৮ অর্থবছরে মোট রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৪১ বিলিয়ন মার্কিন ডলার। লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৪০ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। রফতানির এই ধারা অব্যাহত থাকলে ২০২১ সালে বাংলাদেশের মোট রফতানি ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।’

স্টকমার্কেটবিডিকম/বি/জেড

প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর বাড়ার কোনো তথ্য নেই

provati-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে বিমাটি। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানা গেছে, গত ৩০ জুলাই এ শেয়ারের দর ছিল ১৫ টাকা এবং গতকাল ৭ আগষ্ট এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ২১.৩০ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বেক্সফার্মার ঋণমান ‘এএ+’ ও ‘এসটি-১’

beximcoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি বছের ৩১ মার্চ পর্যন্ত আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডেসটিনির রফিকুল আমীনের মামলা বাতিলের আবেদন খারিজ

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্পদের হিসাব জমা না দেওয়ায় দুদকের করা মামলা বাতিল চেয়ে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার আবেদনটি খারিজ করে দেন।

এর ফলে নিম্ন আদালতে মামলাটি যথারীতি চলবে বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। আদালতে রফিকুল আমীনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম মাইনুল ইসলাম।

১৮ কোটি ২ লাখ ২৯ হাজার ৩২৩ টাকার সম্পদের হিসাব জমা না দেওয়ায় ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রমনা থানায় রফিকুল আমীনের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে গত বছরের ৬ জুন অভিযোগপত্র দেওয়া হলে রফিকুল আমীন মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। কিন্তু ঢাকার আদালত আবেদনটি নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন রফিকুল আমীন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বিডি অটোকারসের শেয়ার দর বাড়ার তথ্য নেই

bdautoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিডি অটোকারস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানা গেছে, গত ২৬ জুলাই এ শেয়ারের দর ছিল ৩০৪ টাকা এবং গতকাল ৭ আগষ্ট এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৪২২ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে বিডি অটোকারস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বঙ্গজ ইন্ডাস্ট্রিজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

bangasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি বঙ্গজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানা গেছে, গত ২৫ জুলাই এ শেয়ারের দর ছিল ২৫৫ টাকা এবং গতকাল ৭ আগষ্ট এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৩৩৯.৫০ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে বঙ্গজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি