এডিবির সঙ্গে ৩৫ কোটি ডলারের ঋণ-সহায়তার চুক্তি

adbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় ১০ কোটি ডলার দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এছাড়া দেশের সেচ কাজে সোলার পাম্প স্থাপনে দুই কোটি ৫৪ লাখ ডলারের অনুদান এবং মাধ্যমিক শিক্ষার উন্নয়নে আরও ২২ কোটি ৫০ লাখ ডলারের ঋণসহ মোট ৩৫ কোটি ডলার দিচ্ছে সংস্থাটি।

এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং এডিবির মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে ইআরডি সচিব কাজী শফিকুল আযম এবং ঢাকায় এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ এসব চুক্তিতে সই করেন।

মনমোহন প্রকাশ বলেন, গত মে মাসে এডিবির বার্ষিক সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে এই অনুদানের বিষয়ে এডিবি প্রেসিডেন্টের আলোচনা হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

প্রতিটি ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর : মোস্তাফা জব্বার

mostafaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরের মধ্যে দুর্গম ৭শ’ ৭২টি ইউনিয়ন বাদে দেশের সবকটি ইউনিয়ন অপটিক্যাল ফাইভার নেটওয়ার্ক সংযোগের আওতায় আসবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, দেশের প্রতিটি ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। দুর্গম এলাকায় মাইক্রোওয়েভ অথবা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দ্রুততার সাথে ইন্টারনেট সংযোগ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বুধবার (৯ আগষ্ট) রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেশন গ্রুপ ও আইএসপিএবি আয়োজিত ‘ইন্টারনেট অপারেশন টেকনোলজি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ মহাকাশে ৫৭ তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের মর্যাদা অর্জন করেছে। দেশে ফোর-জি মোবাইল প্রযুক্তি চালূ করা হয়েছে।

তিনি বলেন, আমরা দুনিয়ার গুটিকয়েক দেশের মধ্যে একটি দেশ যারা ৫জি পরীক্ষা করেছি। অতীতে তিনটি শিল্পবিপ্লবে আমরা শরীক হতে পারিনি, চতুর্থ শিল্লবিপ্লব আমরা হাত ছাড়া করতে পারিনা। ডিজিটাল এই বিপ্লবে বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে অনুকরণীয়।

অনুষ্ঠানে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেশন গ্রুপ চেয়ারম্যান কাজী কবির, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেশন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গৌরব রাজ উপধায়, আইএসপিএবি সভাপতি এম এ হাকিম প্রমুখ বক্তৃতা করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইফাদ অটোসের অশোক লেল্যান্ড কাস্টমার কানেক্ট অনুষ্ঠিত

IFAD-1-640x360স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের বাজারে গাড়ি বাজারজাতকারী কোম্পানী ইফাদ অটোস লিমিটেডের আয়োজনে অশোক লেল্যান্ড কাস্টমার কানেক্ট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের এক অভিজাত হোটেলে ইফাদ অটোস লিমিটেডের করপোরেট গ্রাহকদের সাথে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইফাদ অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় তাসকিন আহমেদ অশোক লেল্যান্ডের বিশ্বমানের নতুন গাড়ি, গাড়ির অরিজিনাল খুচরা যন্ত্রাংশ, মানসম্পন্ন লুব্রিকেন্ট অয়েল ব্যবহার এবং ক্রেতাদের উন্নতমানের যথাযথ সেবাদানের বিষয়ে সকলকে অবহিত করেন।

তিনি বলেন, ইফাদ অটোস লিমিটেড দীর্ঘ ৩০ বছরেরও বেশী সময় ধরে বাংলাদেশের বাজারে ভারতের অশোক লেল্যান্ড ব্র্যান্ডের গাড়ী বাজারজাত করে আসছে। সুদীর্ঘ এই সময়ে বাজারজাতকৃত হাজার হাজার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান সারাদেশে চলাচল করছে।

ইফাদ অটোসের ক্রেতাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে দেশের বিভিন্ন স্থানে সার্ভিস সেন্টার এবং অশোক লেল্যান্ডের অরিজিনাল খুচরা যন্ত্রাংশের আউটলেট চালু করা হয়েছে। পাশাপাশি ইফাদ অটোস লিমিটেড বিশ্ববিখ্যাত গালফ ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ন্যায্যমূল্যে বাজারজাত শুরু করেছে। ক্রেতাদের সুবিধার্থে আগামীতে আরো নতুন নতুন পণ্য বাজারজাত করা হবে বলেও জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে ইফাদ অটোসের এডভাইজার কৌশিক সরকার, অশোক লেল্যান্ডের রিজিওনাল হেড তন্ময় মিত্র, সার্ভিস ইনজিনিয়র সৌরভ ঘোষ এবং গালফ অয়েলের অম্লান মিত্র বক্তব্য রাখেন। অনুষ্ঠানে করপোরেট গ্রাহক এবং ইফাদ গ্রুপের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইফাদ অটোস লিমিটেডের সিনিয়র ডিজিএম মো: শাহ জালাল।

অশোক লেল্যান্ড ব্র্যান্ডের গুণগতমান সম্পন্ন গাড়ি বাজারজাত করায় অনুষ্ঠানে উপস্থিত করপোরেট গ্রাহকগণ ইফাদ অটোস কতৃপক্ষকে ধন্যবাদ জানান।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

leatherস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ট্যারিফ কমিশন বাড়ানোর প্রস্তাব দিলেও আসন্ন ঈদে কোরবানির পশুর চামড়ার দাম গত বছরের তুলনায় আরও কমিয়েছে সরকার। এ বছর প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম হবে ঢাকা শহরে ৪৫ থেকে ৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা।

এছাড়াও সারাদেশে লবণযুক্ত প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম হবে ১৮ থেকে ২০ টাকা এবং প্রতি বর্গফুট লবণযুক্ত বকরির চামড়ার দাম নির্ধারিত হয়েছে ১৩ থেকে ১৫ টাকা।

বৃহস্পতিবার (৯ আগস্ট) সচিবালয়ে ট্যানারি মালিকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন।

গত বছরের চামড়ার দামের সঙ্গে তুলনা করে দেখা গেছে, এবার কোরবানির গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে পাঁচ টাকা করে কমেছে। গত বছর প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারিত হয়েছিল সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ৫৫ টাকা। একইভাবে কোরবানির খাসির চামড়ার দাম গত বছরের চেয়ে প্রতি বর্গফুটে কমেছে ২ টাকা করে। গত বছর এর দর ছিল ২০ থেকে ২২ টাকা। অন্যদিকে, কোরবানির বকরির চামড়াতেও এবার প্রতি বর্গফুটে ২ টাকা করে দাম কমিয়েছে সরকার। গত বছর এই দাম ছিল ১৫ থেকে ১৭ টাকা।

এ সময় ট্যানার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদের কাছে চলতি বছর চামড়া কেনার লক্ষ্য কত জানতে চাইলে তিনি বলেন, কোনও লক্ষ্য এখনও আমরা নির্ধারণ করিনি। কারণ, গত বছর কেনা চামড়ার ৪০ শতাংশ এখনও মজুত আছে। যার গুণগত মান অনেকটাই নষ্ট হয়ে গেছে। চামড়া কেনার জন্য ব্যাংক আমাদের যে ঋণ দিয়েছে তাও অনিশ্চিত। কারণ, গত বছর পাওয়া ঋণ আমরা এখনও পরিশোধ করতে পারিনি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

গ্যাস-বিদ্যুতের সমস্যা হবে না, বড় বড় শিল্প গড়ুন : জ্বালানি উপদেষ্টা

Towfikস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্যাস-বিদ্যুতের সমস্যা হবে না জানিয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী উদ্যোক্তাদের বড় বড় শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন।

জ্বালানি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৯ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারের পেট্রো সেন্টারে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

তৌফিক ই ইলাহী বলেন, এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কখনো ওয়াদার বরখেলাপ করেন না। আমরা কথা দিয়েছিলাম সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবো। এ বছরের মধ্যে সারাদেশ বিদ্যুতের আওতায় আসবে।

তিনি বলেন, আমরা যখন এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে বের হওয়ার পথে, তখন গবেষকদের বলতে শুনেছি। এলডিসি থেকে বের হলে নাকি সমস্যা হবে। আমি অবশ্য তাদের তথাকথিত গবেষক বলি। তারা সাধারণ বাঙালিদের গবেষণা করে জীবিকা নির্বাহ করে। এরা চায় না সাধারণ জনগণের ভাগ্যের উন্নয়ন হোক।

এলডিসি থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এরপর মধ্যম ও উন্নত দেশে পরিণত হবো আমরা। তবে পশ্চিমাদের অনুকরণে হবে না। আমাদের দেশ এমন হবে, যেখানে সবাই শিক্ষা পাবে, মায়েদের স্বাস্থ্য ভালো থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ড্রাগন সোয়েটারের বাৎসরিক বোর্ড সভা ১৮ আগষ্ট

dragonস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং লিমিটেডের বোর্ড সভা আগামী ১৮ আগষ্ট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা তিনটায় মালিবাগে নিজস্ব অফিসে কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন ২০১৮ শেষ হওয়া নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বিবিএস ক্যাবলস
  2. ইউনাইটেড পাওয়ার
  3. সায়হাম টেক্সটাইল
  4. আমান কটন
  5. প্যারামাউন্ট টেক্সটাইল
  6. মুন্নু সিরামিকস
  7. গ্রামীনফোন লিমিটেড
  8. লিগ্যাসী ফুটওয়ার
  9. ওয়েষ্ঠার্ণ মেরিন শিপইয়ার্ড
  10. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

দুই শেয়ারবাজারেই মিশাবস্থায় সূচক ও লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন সেখানে সূচকেরও মিশ্রাবস্থা লক্ষ করা গেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক ছিল মিশ্রাবস্থায়। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৩ কোটি ৯৩ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৭২৪ কোটি ৪৪ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৪৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৮ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭০টির। আর দর অপরিবর্তিত আছে ৩৫টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিবিএস ক্যাবলস, ইউনাইটেড পাওয়ার, সায়হাম টেক্সটাইল, আমান কটন, প্যারামাউন্ট টেক্সটাইল, মুন্নু সিরামিকস, গ্রামীনফোন লিমিটেড, লিগ্যাসী ফুটওয়ার, ওয়েষ্ঠার্ণ মেরিন শিপইয়ার্ড ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৬৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১১৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এদিন লেনদেন হয়েছে ৪০ কোটি ৯ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ২৬ কোটি ১৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও আমান কটন ফাইবার্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

স্ট্যান্ডার্ড ব্যাংকের ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

standardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মোস্তফা কামাল চৌধুরি নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১০ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ২ কোটি ১০ লাখ ১৩ হাজার ৫৮টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

এমএল ডায়িংয়ের আইপিও লটারি সম্পন্ন : বিজয়ীদের তালিকা প্রকাশ

ml-daying-todayস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এম এল ডায়িং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আইপিও লটারি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার এই আইপিও আবেদনের লটারী অনুষ্ঠিত হয়।

এদিন রমনার ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই লটারি অনুষ্ঠান শুরু হয়। সেখানে কোম্পানিটির পরিচালকবৃন্দসহ বিএসইসি, ডিএসই ও সিএসইর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লটারি শেষ বিজয়ীদের নাম তালিকাকারে প্রকাশ করে কোম্পানিটি।

কোড নম্বরসহ এই তালিকা পেতে ক্লিক করুন…………………

ট্রেকহোল্ডার কোড/মার্চেন্ট ব্যাংক সিরিয়াল নং

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

সকল ইলিজিবল ইনভেষ্টর (প্রো-রাটা অ্যালটমেন্ট)
বিনিয়োগকারীরা আইপিও শেয়ারের জন্য গত ৮ থেকে ১৯ জুলাই পর্যন্ত আবেদন করেন।

এর আগে গত ১৪ মে কমিশনের ৬৪৪তম নিয়মিত সভায় এম এল ডায়িং লিমিটেডকে আইপিও অনুমোদন দেওয়া হয়।

শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, এম এল ডায়িং লিমিটেডের ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩.৭১ টাকা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ২.৩৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/