ডিএসইতে পিই রেশিও কমেছে ১ দশমিক ০৫ শতাংশ

peস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে দশমিক ১৬ পয়েন্ট বা ১ দশমিক ০৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫.১২ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৫.২৮ পয়েন্ট।

বিশ্লেষকদের মতে, পিই রেশিও যতদিন ১৫ এর ঘরে থাকে ততদিন বিনিয়োগ নিরাপদ থাকে।

সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯.১ পয়েন্টে, সিমেন্ট খাতের ৪১.১ পয়েন্টে, সিরামিক খাতের ২৬.৩ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৯.৭ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৩.৮ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩.৯ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১১.৪ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ২২.৩ পয়েন্টে।

এছাড়া পাট খাতের পিই রেশিও মাইনাস ২৮.৭ পয়েন্টে, বিবিধ খাতের ১৭.৬ পয়েন্টে, এনবিএফআই খাতে ১৬.৬ পয়েন্ট, কাগজ খাতের মাইনাস ১৫৬.৬ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৮.৭ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ৩০.৬ পয়েন্টে, চামড়া খাতের ১৮.৩ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৬.৭ পয়েন্টে, বস্ত্র খাতের পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে মাইনাস ৪ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সপ্তাহের ব্যবধানে লেনদেন বাড়লেও সূচকের মিশ্রাবস্থা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। সপ্তাহশেষে শেয়ারের দর উঠা নামা করায় মিশ্রাবস্থায় ছিল সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৬,৬৮২ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে বেড়ে দাঁড়িয়েছে ৩,৮৪,৫৫৯ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে দশমিক ৫৯ শতাংশ।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ৩৪৩৭ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৩৪২৯ কোটি ১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ০.২৫ শতাংশ বেশি।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৬৮৭ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৬৫৮ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৭.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ৫.৯০ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৮৯৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ১৬.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৪৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের। আর ৩টি শেয়ারের কোনো লেনদেনের হয়নি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৫৮ কোটি টাকার শেয়ার। সার্বিক সূচক বেড়েছে দশমিক ২২ শতাংশ।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯টি কোম্পানির। আর দর কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সপ্তাহ জুড়েই চলবে ইন্দো-বাংলা ফার্মার পাবলিক সাবস্ক্রিপশন

indoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পাবলিক সাবস্ক্রিপশন চলবে চলতি সপ্তাহ জুড়েই । গত বৃহস্পতিবার হতে এই আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। আগামী ১৬ আগষ্ট বৃহস্পতিবার পর্যন্ত এই পাবলিক সাবস্ক্রিপশন চলবে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আইপিও আবেদনের জন্য শেয়ারের লট মূল্য নির্ধারণ হয়েছে ৫০০০ টাকা। নির্ধারিত সময়ে এ পরিমাণ টাকা অনুমোদিত হাউজগুলোতে আইপিও আবেদন জমা দিতে হবে।

বিএসইসির ৬১৩তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজার থেকে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে । আর কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।

উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি কারখানা, প্রশাসিনক ভবন, গুদাম ও গ্যারেজ ভবন নির্মাণ, ম্যাশিনারিজ ক্রয় এবং আইপিও খাতে ব্যয় করবে।

২০১৬ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৬২ পয়সা। এসময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১১ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল লিমিটেড, ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম অ্যাডভাইজারি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড