সামিটের আজিজ খান সিঙ্গাপুরে শীর্ষ ধনী

oooo000স্টকমার্কেটবিডি ডেস্ক :

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় নাম এসেছে বাংলাদেশের ধনাঢ্য ব্যবসায়ী মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের। তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান। সিঙ্গাপুরে তার সম্পদের পরিমাণ ৯১০ মিলিয়ন ডলার।

বাংলাদেশি টাকায় প্রায় ৮ হাজার কোটি টাকা। তিনি বিদ্যুৎ খাতের ব্যবসা এবং তার অন্যান্য ব্যবসার উৎস থেকে এই সম্পদের মালিক হয়েছেন। বিশ্বের অর্থ-বাণিজ্য বিষয়ক প্রভাবশালী সাময়িকী ‘ফোর্বস’ তৈরি করা জুলাই ২০১৮-এর তালিকায় আজিজ খানের নাম এসেছে ৩৪ নম্বরে।

এই তালিকায় প্রথম ধনী হচ্ছেন চীনা বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক রবার্ট অ্যান্ড ফিলিপ এনজি। তিনি একজন আবাসন (রিয়েল স্টেট) ব্যবসায়ী। তার সম্পদের পরিমাণ ১১ দশমিক ৯ বিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৯০ হাজার কোটি টাকা। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের বন্ধু এডুয়ার্ডো সাভেরিন।

তিনি ব্রাজিলের নাগরিক, সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। তার সম্পদের পরিমাণ ১১ দশমিক ৮ বিলিয়ন ডলার। তিনি ফেসবুক এবং নিজস্ব সোর্স থেকে এই সম্পদের মালিক হয়েছেন। ২০০৪ সালে হার্ভার্ডে পড়ার সময় মার্ক জুকারবার্গের বন্ধু ছিলেন। অন্যদিকে এই তালিকায় ১৩ নম্বরে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অরবিন্দ টিকু। তার সম্পদের পরিমাণ দুই দশমিক তিন বিলিয়ন ডলার। আর আজিজ খানের নিচে ৪০ নম্বরে রয়েছেন আরেক ভারতীয় সৌরভ মিত্তাল। তার সম্পদের পরিমাণ ৭৫০ মিলিয়ন ডলার।

বাংলাদেশি ব্যবসায়ী ৬৩ বছর বয়সী আজিজ খান গত এক দশকের বেশি সময় ধরে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস, কমিউনিকেশনস, হসপিটালিটি, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আবাসন খাতে বিনিয়োগ রয়েছে সামিট গ্রুপের। এর মধ্যে বিদ্যুৎ খাত নিয়ে বাংলাদেশে সামিট সবচেয়ে বেশি আলোচিত। যদিও বর্তমানে তারা ১৯১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। সামিট পাওয়ার দুই বছর আগে সিঙ্গাপুরে তাদের হেডকোয়ার্টার খোলে।

সামিট গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সম্প্রতি সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জে (এসজিএক্স) তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এশিয়ায় বিভিন্ন দেশে বিনিয়োগের জন্য এসজিএক্স থেকে অর্থ সংগ্রহ করতে চায় আজিজ খানের কোম্পানি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে আজিজ খান রয়টার্সকে বলেছিলেন, বাংলাদেশের শেয়ারবাজার অনেক ছোট, আর আমাদের বিনিয়োগের জন্য আরও অনেক বেশি অর্থ প্রয়োজন। সিঙ্গাপুর একটি বৈশ্বিক অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হচ্ছে। ফলে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য এটি একটি ভালো জায়গা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

নিষেধাজ্ঞার কবলে এবার চীন ও সিঙ্গাপুরের কোম্পানি

china_picস্টকমার্কেটবিডি ডেস্ক :

উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে এবার রাশিয়া, চীন ও সিঙ্গাপুরের তিনটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।

পিয়ংইয়ংয়ের ওপর আমেরিকা যে অর্থনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে তার অংশ হিসেবে গতকাল বুধবার মার্কিন সরকার এ ঘোষণা দিয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন এক বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে এবং এ নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল হিসেবে রাশিয়া, চীন ও সিঙ্গাপুরভিত্তিক যেসব কোম্পানি কাজ করছে তাদের মার্কিন আইনের আওতায় আনা হবে। এসব কোম্পানি মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

১৩ আগস্ট নতুন একটি প্রকল্প ঘুরে দেখেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, এক পর্যায়ে সাংবদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নতুন নিষেধাজ্ঞার আওতায় একজন ব্যবসায়ীকে এবং চীন, রাশিয়া ও সিঙ্গাপুরের তিনটি জাহাজ কোম্পোনিকে তালিকাভুক্ত করা হয়েছে। এগুলো হলো চীনের ডালিয়ান সান মুন স্টার ইন্টারন্যাশনাল লজিস্টিক ট্রেডিং কোম্পানি এবং সিঙ্গাপুরভিত্তিক এসআইএসএমএস লিমিটেড। দুই কোম্পানিকে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, রাশিয়ার বন্দর সেবা সংস্থা প্রফিনেট লিমিটেডিএবং এর পরিচালক ভ্যাসিলি আলেকজান্দ্রোভিচকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রাজধানীতে ‘ঈদ মেলা’ চলবে ১৬-১৭ আগষ্ট

imagesস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীতে নারী উদ্যোক্তাদের আয়োজনে দু’দিনব্যাপী ‘ঈদ মেলা’র উদ্বোধন করা হয়েছে। এ মেলায় পাওয়া যাবে নারীদের রুচিশীল পোশাক, বাহারি ডিজাইনের গহনা ও গৃহসজ্জার উপকরণ।

উইমেন এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন (ডব্লিউটিও) উদ্যোগে এ আয়োজনটি চলবে শুক্রবার (১৭ আগস্ট) পর্যন্ত।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় অবস্থিত ‘হোটেল সিক্স সিজনে’ জাঁকালোভাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ পারভীন।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ পারভীন। ছবি: ডিএইচ বাদলউদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন অধ্যাপক মমতাজ পারভীন।

তিনি বলেন, সদিচ্ছা থাকলে অল্প সময়েই অনেক বড় আয়োজন করা সম্ভব। এ মেলা তারই প্রমাণ। নারীদের শিক্ষিত করা ছাড়াও ক্ষমতায়ন করা জরুরি। এজন্য নারীদের অর্থ উপার্জন করতে হবে। ১৯৭৪ সালে প্রথম নারীদের ব্যাংক প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন নারী পুনর্বাসন কেন্দ্রও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর সেখানে থেকেই স্বাধীন বাংলাদেশের নারী উদ্যোক্তাদের পথচলা শুরু। আর সেই প্রতিষ্ঠান থেকেই আজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা।মেলায় ক্রেতারা পোশাক দেখছেন। ছবি: ডিএইচ বাদলসংগঠনটির প্রেসিডেন্ট নাজমা মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটির সাবেক প্রেসিডেন্ট নিলুফার করিম, স্টেট ওয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হাসান, তাজ আবায়া বুটিকের কর্ণধর তাজ তানিয়া প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রাইডশেয়ারিং ‘পিকমি’ ঢাকায় নামছে ১ সেপ্টেম্বর

indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় নামছে মোবাইল অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং ‘পিকমি’। দৈনন্দিন চলাচলের জন্য সাশ্রয়ী ও সবচেয়ে সুবিধাজনক অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সার্ভিস চালাতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে নতুন কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর আদাবর গ্র্যান্ড প্রিন্স হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়েছে।

এতে পিকমি লিমিটেডের বিজনেস অপারেশন ম্যানেজার শরিফুল ইসলাম তারেক জানান, অ্যাপটি ইংরেজির পাশাপাশি গ্রাহকের সুবিধার্থে সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি করা হয়েছে। গ্রাহক সহজেই অ্যাপটি ব্যবহার করে এর সুবিধা নিতে পারবেন।

এছাড়া রাইড নিয়ে কোনো অভিযোগ থাকলে অ্যাপের মাধ্যমেই জানানো যাবে বলে জানান তিনি।

তারেক বলেন, নতুন এই অ্যাপে মোটরসাইকেল, কার ও স্কুটি পাওয়া যাবে। তবে প্রাথমিকভাবে মোটরসাইকেল দিয়ে যাত্রা শুরু করছে। গ্রাহক ও চালকদের বিড়ম্বনাহীন সেবা দিতে পিকমি প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি জানান, পিকমির কমিশন রেট ১০ শতাংশ; যেখানে অন্যান্য কোম্পানির কমিশন রেট ২০-২৫ শতাংশ। ভবিষতে ঢাকা শহরের বাইরে বিভাগীয় শহরগুলোতে সার্ভিসটি পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।

পিকমি অ্যাপে মোটরসাইকেলের বেইস ফেয়ার ২৫ টাকা, প্রতি কিলোমিটার ১২ টাকা এবং প্রতি মিনিটে ওয়েটিং চার্জ ৫০ পয়সা।

শরিফুল ইসলাম তারেক বলেন, নির্দিষ্ট পরিমাণ রাইডশেয়ার করে রাইডাররা পিকমির পক্ষ থেকে একটি মেম্বরশিপ কার্ড পাবেন। যা ব্যবহার করে পিকমি অনুমোদিত সার্ভিসিং পয়েন্ট থেকে ১০-১৫ শতাংশ ছাড়ে মোটরযানের যেকোনো সার্ভিস করাতে পারবেন।

সংবাদ সম্মেলনে পিকমি লিমিটেডের পরিচালক মেসকাত হোসাইন রাকিব, প্রকল্প পরিচালক মোজাম্মেল হোসেন সজল প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

কয়লাখনির মামলায় দুদকে পেট্রোবাংলার ৭ কর্মকর্তা

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দিনাজপুরের বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির কয়লা কেলেঙ্কারির মামলায় পেট্রোবাংলার সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সামছুল আলম ওই সাতজনকে জিজ্ঞাসাবাদ করছেন বলে দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য‌্য জানান।

তিনি বলেন, পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (মেনটেইনেন্স অ্যান্ড কন্টাক্ট ম্যানেজমেন্ট) মো. নাজমুল হক; ব্যবস্থাপক (কোল হ্যান্ডলিং ম্যানেজমেন্ট) মো. শোয়েবুর রহমান এবং ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) মো. সাইদ মাসুদ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে দুদকের প্রধান কার্যালয়ে আসেন।

বেলা দেড়টার দিকে আসেন উপ ব্যবস্থাপক (মেনেটেইনেন্স অ্যান্ড অপারেশন) মো. মাহাবুব হোসেন, সহকারী ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) মো. মনিরুজ্জামান এবং সহকারী ব্যবস্থাপক (কোল হ্যান্ডলিং ম্যানেজমেন্ট) মো. মাহাবুব রশিদ।

আর ব্যবস্থাপক (স্টোর) মো. দিদারুল কবির বেলা পৌনে ২টায় দুদক কার্যালয়ে এলে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়।

গত ১৩ অগাস্ট এই সাত কর্মকর্তাসহ পেট্রোবাংলার ৩২ জনকে তলব করে চিঠি দেয় দুদক। বাকিদের আগামি ২৮, ২৯ ও ৩০ অগাস্ট হাজির হতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩২ কিলোমিটার যানজট, দুর্ভোগ চরমে

indexস্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর দুই পাশের ৩২ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে আটকা পড়ে যাত্রী ও পশু বিক্রেতারা চরম দুর্ভোগে পড়েছেন। মঙ্গলবার বিকেল থেকে এই যানজটের সৃষ্টি হয়। ওইদিন যানজটের পরিমাণ কম থাকলেও পরবর্তীতে তার আকার দীর্ঘ হতে থাকে। যানজটের পরিমাণ উঠা-নামার মধ্যেই বৃহস্পতিবার দুপুরে মেঘনা-গোমতী সেতুর দুইপাশে ৩২ কিলোমিটার যানজট অব্যাহত রয়েছে।

সূত্র জানায়, ৩২ কিলোমিটার দীর্ঘ যানজটের মধ্যে মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে চান্দিনার মাধাইয়া পর্যন্ত ২২ কিলোমিটার এবং মুন্সিগঞ্জ জেলার অংশে ১০ কিলোমিটার।

যাত্রীরা জানান, কুমিল্লা অংশে দীর্ঘ যানজটে আটকে আছে শত শত যানবাহন। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ঈদের বাজারে আনা-নেওয়া পশুর যানবাহনগুলো। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার ফলে পশুর খাদ্য নিয়ে চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা।

ঢাকাগামী বাসযাত্রী কামাল হোসেন জানান, কুমিল্লা থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোরে। চান্দিনায় গাড়িতে সাড়ে চার ঘণ্টা বসে আছেন।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া যানজট দীর্ঘ আকার ধারণ করেছে। মহাসড়কের মেঘনা-গোমতী ও মেঘনা সেতুর উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও ঈদকে সামনে রেখে পণ্যবাহী যানবাহনও বেড়ে গেছে, যার প্রভাবে পড়ছে সড়কে। তবে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলেও তিনি জানান। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল করলো হাইকোর্ট

janata-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা নিয়োগের পরীক্ষা বাতিল করে দ্রুত ওই পরীক্ষা নতুন করে নিতে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ–সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।

গত বছর ২১ এপ্রিল অনুষ্ঠিত ওই লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রেক্ষাপটে ১৫ জন পরীক্ষার্থী রিট করেছিলেন। প্রাথমিক শুনানি নিয়ে ২২ মে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। এ রুল রুল যথাযথ ঘোষণা করে আজ এ রায় দেওয়া হয়।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও সুপ্রকাশ দত্ত অমিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদের ডিনের পক্ষে ছিলেন আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির ও মজিবর রহমান সম্রাট।

রায়ের পর আইনজীবী সুপ্রকাশ দত্ত অমিত বলেন, ওই লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে প্রতীয়মান হয়। এ প্রেক্ষাপটে হাইকোর্ট জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা নিয়োগে অনুষ্ঠিত ওই লিখিত পরীক্ষা বাতিল ঘোষণা করেছেন। পাশাপাশি দ্রুত নতুন করে লিখিত পরীক্ষা নিতে ব্যাংকার্স সিলেকশন কমিটির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. বিবিএস ক্যাবলস
  2. ইফাদ অটোস
  3. বসুন্ধরা পেপার মিল
  4. লংকা বাংলা ফাইন্যান্স
  5. এ্যাকটিভ ফাইন
  6. ঢাকা ব্যাংক
  7. ব্রাক ব্যাংক
  8. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  9. আমান কটন ফাইবার্স
  10. স্কয়ার ফার্মা লিমিটেড।

শেষদিনে বেড়েছে লেনদেন ও শেয়ারের দর

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষদিনে শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন সেখানে সবগুলো সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮০ কোটি ১৯ লাখ টাকা। গত মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৫৮০ কোটি ১৯ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৯.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৩.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯১৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪০ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯১টির। আর দর অপরিবর্তিত আছে ৩৭টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিবিএস ক্যাবলস, ইফাদ অটোস, বসুন্ধরা পেপার মিল, লংকা বাংলা ফাইন্যান্স, এ্যাকটিভ ফাইন, ঢাকা ব্যাংক, ব্রাক ব্যাংক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, আমান কটন ফাইবার্স ও স্কয়ার ফার্মা লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩৫.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ১৮১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৭৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিন লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৮ লাখ টাকা। গত মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২২ কোটি ৯৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল লংকা বাংলা ফাইন্যান্স ও এবি ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ডেল্টা লাইফের সঙ্গে লাফার্জ-হোলসিমের বীমা চুক্তি স্বাক্ষর

deltaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা কর্মচারীদের গ্রুপ ও স্বাস্থ্য বীমা সেবা দেবে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। ডেল্টা লাইফের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমাটি।

গত মঙ্গলবার ডেল্টা লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা মিসেস আদিবা রহমান, এসিআইআই (ইউকে) এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড এর মূখ্য নির্বাহী কর্মকর্তা রাজেশ কে সুরানা স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বীমা চুক্তির অধীনে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীদের এবং তাদের পরিবারের সদস্যগণ গ্রুপ জীবন বীমা ও স্বাস্থ্য বীমার সুবিধা ভোগ করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড