সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

3abf5ed086e5c335e28b14353b7e82ef-5b85417d82570স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি পাঠানোর নামে অতিরিক্ত টাকা আদায়ের সঙ্গে জড়িত মালয়েশিয়া-সিন্ডিকেটের রিক্রুটিং এজেন্সিকে আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে ‘মালয়েশিয়া কর্মী প্রেরণের নামে প্রতারণা বন্ধে সচেতন নাগরিক সমাজ’।

মঙ্গলবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটি এই দাবি জানায়।

মানববন্ধ‌নে বক্তারা ব‌লেন, প্রতারক রিক্রু‌টিং এজেন্সির সি‌ন্ডি‌কেট গত ২ বছ‌রে দে‌শের হাজার হাজার যুবক মাল‌য়েশিয়া পা‌ঠি‌য়ে ‌অনিশ্চয়তার ম‌ধ্যে ফে‌লে‌ছে।‌ যে কথা ব‌লে যুবক‌দের বি‌দে‌শে পা‌ঠি‌য়ে‌ছি‌ল, তার কোনোটারই সত্যতা খুঁ‌জে পাননি ভুক্তভোগী যুবকরা। যেখা‌নে বেতন বাংলা‌দেশি ৪০-৫০হাজার টাকা বেতন হওয়ার কথা, সেখা‌নে তারা গি‌য়ে দে‌খেন, তা‌দের বেতন মাত্র ১৮-১৯ হাজার টাকা। এই টাকা বা‌ড়ি‌তে পা‌ঠি‌য়ে তা‌দের দেনা শোধ কর‌তে পার‌ছেন না ।

বক্তারা আরও ব‌লেন, সরকার নির্ধা‌রিত ৩৭ হাজার টাকায় অভিবাসন ব্যয় নির্ধারণ কর‌লেও এজেন্সির মা‌লিকরা মালয়েশিয়াগা‌মী কর্মী‌দের কাছ থে‌কে জনপ্রতি সা‌ড়ে তিন লাখ টাকা নি‌চ্ছে। আর এই অর্থ মাল‌য়েশিয়ায় গি‌য়েও অল্প বেতন পাওয়ার কার‌ণে প‌রি‌শোধ কর‌তে পার‌ছেন না শ্রমিকরা। তাই এই এজেন্সি মা‌লিক‌দের আইনের আওতায় এনে শা‌স্তির ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর হস্ত‌ক্ষেপ কামনা করছি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বড়পুকুরিয়া কয়লা খনির ৮ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বড়পুকুরিয়া কয়লা কেলেঙ্কারির ঘটনায় কোল মাইনিং কোম্পানির আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের তদন্ত কর্মকর্তারা। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদকে হাজির কর্মকর্তারা হলেন- কোল মাইনিং কোম্পানির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) আবু তাহের মো. নুরুজ্জামান চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক এ কে এম খালেদুল ইসলাম, উপ-ব্যবস্থাপক (মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন) মোরশেদুজ্জামান, উপ-ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপক (মাইন ডেভেলপমেন্ট) জাহেদুর রহমান, উপ-ব্যবস্থাপক (ভেন্টিলেশন ম্যানেজমেন্ট) সত্যেন্দ্র নাথ বর্মণ, ব্যবস্থাপক (নিরাপত্তা) সৈয়দ ইমাম হাসান ও উপ-মহাব্যবস্থাপক (মাইন প্ল্যানিং অপারেশন) জোবায়ের আলী।

এর আগে কোল মাইনিং কোম্পানির সাবেক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে দুদক। কোম্পানির সাবেক তিন জিএম ও পাঁচ এমডিকে জিজ্ঞাসাবাদ করা হয়। কয়লা খনির সাবেক জিএম (মাইনিং) মীর আব্দুল মতিন, জিএম (সারফেস অপারেশন) মো. সাইফুল ইসলাম, সাবেক এমডি মো. সিরাজুল ইসলাম চৌধুরী ও মো. মাহবুবুর রহমানকে সোমবার এবং সাবেক এমডি খুরশিদুল হাসান, কামরুজ্জামান, মো. আমিনুজ্জামান ও সাবেক জিএম (মাইনিং) মো. মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

৭ হতে ২৮ অক্টোবর ইলিশ ধরা নিষিদ্ধ

imagesস্টকমার্কেটবিডি ডেস্ক :

আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত প্রধান প্রজনন মৌসুমে মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ সময় ইলিশ ধরা ও বিক্রির পাশাপাশি সরবরাহ, মজুদও নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ড হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/বি

৪০৩ কোটি টাকার ফেরারি গাড়ি !

uuuuস্টকমার্কেটবিডি ডেস্ক :

এক গাড়ির দাম ৪০৩ কোটি টাকা। শুনে হয়তো অবাক হচ্ছেন। কিন্তু সত্যিকার অথ্যে ফেরারি ব্র্যান্ডের একটি ক্ল্যাসিক গাড়ির দাম নিলামে ৪০৩ কোটি টাকা (৪ কোটি ৮৪ লাখ ডলার)উঠেছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মনটেরিতে সম্প্রতি এ নিলামের আয়োজন করে নিলাম হাউস আরএম সথেবি। সেখাই এ দাম উঠে গাড়িটির। গাড়িটির মডেল ১৯৬২ ফেরারি ২৫০ জিটিও।

এর আগে ২০১৪ সালে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া গাড়িটি ছিল ফেরারি ২৫০ জিটিও বার্লিনেটা। ওই গাড়ির দাম উঠেছিল ৩১৬ কোটি ৮১ লাখ টাকার বেশি (৩ কোটি ৮০ লাখ ডলার)। ২০১৬ সালে ফ্রান্সে আরেকটি গাড়ি বিক্রি হয়েছিল ২৯১ কোটি ৮০ লাখ টাকায়। ওই গাড়ির মডেল ছিল ১৯৫৭ ফেরারি। ১৯৬২ ফেরারি ২৫০ জিটিও গাড়িটিকে সংগ্রহে থাকা গাড়ির মধ্যে ‘হোলি গ্রেইল’ বলা হয়। এটি মাইক্রোসফটের সাবেক নির্বাহী গ্রেগ হুইটম্যানের সংগ্রহে ছিল।

৪০০ কোটি টাকা দামের এ গাড়ির ইতিহাস অবশ্য সমৃদ্ধ। গাড়িটিকে চ্যাম্পিয়ন গাড়ি বলা হয়। ১৯৬২ সালে ইতালিয়ান জিটি চ্যাম্পিয়নশিপ জিতেছিল এটি। এ ছাড়া ১৯৬২ থেকে ১৯৬৫ পর্যন্ত ১৫টি রেস জিতেছে। ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের প্রথম মার্কিন বিজয়ী ফিল হিল এ গাড়ির চালক ছিলেন।

ফেরারি গাড়ির ইতিহাসে সফল রেসিং কার হিসেবে এটি বিখ্যাত। গাড়িটি অনন্য এ কারণে যে এটি ছিল লিমিটেড এডিশন। মাত্র ৩৬টি জিটিও তৈরি হয়েছিল। এখনো সেগুলো চলছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
  3. আইপিডিসি
  4. ব্র্যাক ব্যাংক
  5. লংকা বাংলা ফাইন্যান্স
  6. আইএলএফএসএল
  7. বিবিএস ক্যাবলস
  8. ইফাদ অটোস
  9. সিটি ব্যাংক
  10. এ্যাক্টিভ ফাইন লিমিটেড।

শেয়ারের দর কমলেও বেড়েছে সূচক-লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সেখানে সবগুলো সূচক বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের তুলনায় সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬১১ কোটি ৭১ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৫৩২ কোটি টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৭৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৩ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৮টির। আর দর অপরিবর্তিত আছে ৪৮টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, লংকা বাংলা ফাইন্যান্স, আইএলএফএসএল, বিবিএস ক্যাবলস, ইফাদ অটোস, সিটি ব্যাংক ও এ্যাক্টিভ ফাইন লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭১.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৪৯৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১১১টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন লেনদেন হয়েছে ৬১ কোটি ৫১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও এবি ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি : প্রবাসীকল্যাণ মন্ত্রী

ooooস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি। তবে বিদ্যমান প্রক্রিয়া বন্ধ রয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে আগের নিয়মেই লোক পাঠানো যাবে।

মঙ্গলবার সকালে প্রবাসী মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ বিষয়ে কথা বলেন। ১০ এজেন্সি সিন্ডিকেটের বিরুদ্ধে মালয়েশিয়ান সরকারের অভিযোগ- কর্মী নিয়োগের অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এ সম্পর্কে তিনি বলেন, যেসব সিন্ডিকেটের কথা বলা হচ্ছে তা বাংলাদেশ সরকারের নয়, মালয়েশিয়া সরকারের সৃষ্ট। এ বিষয়ে তারা আনুষ্ঠানকিভাবে কোনো অভিযোগ জানায়নি। যে কারণে মালয়েশিয়া সরকারের সঙ্গে আমরা আলোচনায় বসতে পারছি না। সিন্ডিকেটের বিষয়টি পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সহজ হয়।

সৌদি আরবের নারী শ্রমিকদের দেশে ফিরে আসার বিষয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, কিছু নারী শ্রমিককে ফিরে আসতে হচ্ছে। ভাষাগত ও খাওয়ার সমস্যা নিয়ে তাদের চলে আসতে হচ্ছে। অধিকাংশ শ্রমিক অশিক্ষিত এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকায় এ সমস্যা তৈরি হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

standard-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে আর্গস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড । সম্প্রতি এই রেটিং প্রকাশ করে তারা। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’ এসেছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যন্ত নিরীক্ষিত এবং দ্বিতীয় প্রান্তিকের হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আর্গস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

কর্ণফুলী ইন্স্যুরেন্সের ঋণমান ‘এএ’ এবং ‘এসটি-২’

karnaphuli-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড (আলফারের্টি)। সম্প্রতি এই রেটিং প্রকাশ করে আলফারের্টি। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’ এসেছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যন্ত নিরীক্ষিত এবং ২৬ আগস্ট পর্যন্ত হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রির ঘোষণা

sahjalal-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৮ লাখ ৭০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়,মিসেস তাহেরা ফারুখ নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৭ লাখ ৮০ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ২ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ২০৫টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি