মালয়েশিয়ায় বাংলাদেশী পণ্যের মেলা

Garment-Stockস্টকমার্কেটবিডি ডেস্ক :

নিয়ে আগামী ৭ থেকে ১১ নভেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিডি ইন্টারন্যাশনাল এক্সপো মালয়েশিয়া ২০১৮’। দেশটির রাজধানী কুয়ালালামপুরের ডাটারান মারদেকা স্কয়ারে এই মেলার আয়োজন করেছে অর্গানিক ‘বিডি ইন্টারন্যাশনাল এসডিএন বিএইসডি’।

মেলায় ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকছে বাংলাদেশী প্রতিষ্ঠান গ্লোবাল মিডিয়া এন্ড কমিউনিকেশনস। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল্লাহ মামুন আজ বাসস’কে জানান,এই মেলায় দেশী বিদেশী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন,বিক্রয়,রফতানি সম্ভাবনা ও বাজার অনুসন্ধান এবং ক্রেতাদের সাথে সংযোগ স্থাপনের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে এক অনন্য প্লাটফর্ম সৃষ্টি হবে।

তিনি আরো বলেন, এ মেলায় নতুন রফতানিকারক ও শিল্প উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ এবং রফতানি বাজার খোঁজার ক্ষেত্রে একটি প্লাটফর্মে হিসেবে কাজ করবে। এই মেলার মাধ্যমে দেশী ও বিদেশী উৎপাদক ব্যবসায়ী ও রফতানিকারকরা নিজ নিজ পণ্য প্রদর্শনের পাশাপাশি পণ্য পরিচিতি, পণ্যের গুণগত মান যাচাই, পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করার সুযোগ পাবেন।

উৎপাদন ও নির্মাণকারী প্রতিষ্ঠানসমূহ যেমন রিয়েলস্টেট, ব্যাংক ইন্সুরেন্স, লেদার ও জুটস, গার্মেন্টস, কনজিউমার, আমতানি-রফতানিকারক প্রতিষ্ঠান, হ্যান্ডিক্রাফট ও ওষুধ কোম্পানির পণ্য বিক্রয় এবং প্রদর্শনীর জন্য এই মেলায় স্টল বরাদ্ধ নেয়া যাবে। স্টল বরাদ্দ নিতে এই নাম্বারে ০১৭১১০৩৩৯৩৫ যোগাযোগ করতে হবে। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮’ শুরু ৬ সেপ্টেম্বর

9fbe11482e1d5447a62b5bb25144a458-5b8e8cc714491স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাফল্য তুলে ধরে সাধারণ মানুষকে জানাতে আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮’।

‘জ্বালানি ও বিদ্যুৎ, নতুন যৌবনের দূত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিতব্য বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘অনির্বাণ আগামী’ এই শিরোনামে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ৬ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

এ উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এরইমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

অর্থপাচারের অভিযোগে দুই ব্যবসায়ীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে কমিশন পাঠানো এবং সুদ পরিশোধের আড়ালে অর্থপাচারের অভিযোগে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান ও ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকেলে রাজধানীর কলাবাগান থানায় মামলা দুটি করেন সংস্থার উপসহকারী পরিচালক শিহাব সালাম।

আসামিদের বিরুদ্ধে প্রায় ৬৪ লাখ টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে রিজেন্সি প্যাকেজিং লিমিটেড ও রিজেন্সি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) যোগেশ কাকার, প্রতিষ্ঠান দুটির পরিচালক রুবি কাকার, এইচএসবিসি ব্যাংকের ওভারসিজ পেমেন্ট অ্যান্ড ইনভেস্টিগেটিং অফিসার আহমেদ হাবিব, সোহাগ চাকমা ও তাহমিম হাসানকে। তাঁদের মধ্যে যোগেশ কাকার, আহমেদ হাবিব ও সোহাগ চাকমা দুটি মামলাতেই আসামি।

প্রথম মামলার এজাহারে বলা হয়, যোগেশ কাকার ও রুবি কাকার অবৈধ পন্থায় রিজেন্সি প্যাকেজিংয়ের বৈদেশিক হিসাব ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে বায়ার রিবেট বা কমিশন পাঠানোর আড়ালে অতিরিক্ত ২৪ হাজার ৩৬৭ মার্কিন ডলার ব্যাংকিং চ্যানেলে পাঠান। বাংলাদেশি মুদ্রায় এটি ১৯ লাখ ৫০ হাজার টাকার সমপরিমাণ। বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে তাঁরা কোনো কাগজপত্রও দেননি। তারপরও ব্যাংক কর্মকর্তারা এ কাজে সহায়তা করেছেন।

দ্বিতীয় মামলার এজাহারে বলা হয়, যোগেশ কাকার ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় সুদ পরিশোধের আড়ালে ৫৫ হাজার ৯৮৮ মার্কিন ডলার (প্রায় ৪৪ লাখ ৭৯ হাজার টাকা) বিদেশে পাচার করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনইসিতে শত বছরের ডেল্টা প্লান অনুমোদন

PM-NEC-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে পানিসম্পদ ব্যবস্থাপনা, খাদ্য ও পানির নিরাপত্তা এবং প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় তৈরি হওয়া শত বছরের ব-দ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্লান অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। পরিকল্পনাটি বাস্তবায়ন শুরু হলে প্রথম পর্যায়ে ২০৩০ সালের মধ্যে ১ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠকে পরিকল্পনাটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, আইএমইডির সচিব মফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, এটি একটি ঐতিহাসিক পরিকল্পনা। পৃথিবীর কোথাও এত দীর্ঘ পরিকল্পনা হয়নি। বাংলাদেশে এটিই প্রথম। পরিকল্পনার মাধ্যমে দেশের সবচেয়ে বড় পানি সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক অগ্রগতিকে টেকসই করা হবে। এছাড়া হট স্পটে যেসব ঝুঁকি রয়েছে সেগুলো মোকাবেলা করা হবে। তখন আর ঝুঁকি থাকবে না।

স্টকমার্কেটবিডি.কম/বি

জেনেক্স ইনফোসিস লিমিটেডের আইপিও অনুমোদন

genexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) । বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) আগাঁরগাওয়ে অনুষ্ঠিত প্রধান কার্যালয়ে ৬৫৬তম কমিশন সভায় এ আইপিও অনুমোদন দেয়া হয়েছে।

জেনেক্স ইনফোসিস শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০২ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৯৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে পালন করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে এক সঙ্গে কাজ করবে চীন

ooooooooস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে এক সঙ্গে কাজ করবে চীন। দেশটির দুই শেয়ারবাজার শেনঝেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম এই প্রতিশ্রুতি দিয়েছে।

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) ডিএসই আয়োজিত রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে শেনঝেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়ামের কর্মকর্তা চি ওয়েনহাই এসব কথা বলেন।

ডিএসইর এই বিদেশী পরিচালক জানান, শেয়ারবাজারে লেনদেনে প্রযুক্তিগত উন্নয়ন, পণ্যের উন্নয়ন ও বাজারের বিভিন্ন বিষয়ের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে।

চি ওয়েনহাই বলেন, চীনা কনসোর্টিয়াম গভীর গবেষণা ও পারস্পরিক পরামর্শের মাধ্যমে একটি আন্তরিক, সহযোগিতামূলক ও উভয়ের জন্য উপকারী কাজ করবে। এছাড়া দরপ্রত্রে ব্যবসা ও প্রযুক্তিগত সহযোহিতার ভিশন নিয়ে স্পষ্ট ধারনা দিয়েছি।

সংবাদ সম্মেলনে ডিএসই এর চেয়ারম্যান আবুল হাসেম বলেন, শেয়ারবাজারের জন্য আজকের দিনটি ঐতিহাসিক’। কারণ আজকের এই চুক্তির মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ আন্তর্জাতিক শেয়ার মর্কেটে পরিণত হতে যাচ্ছে। সকালে সাংহাই ও সেনজেন স্টক এক্সচেঞ্জের বিও এ্যাকাউন্টে শেয়ার হস্তান্তর করা হয়েছে এবং তারা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সিটি ব্যাংকের মাধ্যমে শেয়ারের মূল্য (৯৬২ কোটি টাকা) পরিশোধ করেছেন।

এর আগে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম বলেন, মঙ্গলবার শেয়ার হস্তান্তরের মাধ্যমে ডিএসইর অংশীদার হয়েছে বিশ্বের নামকরা শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ। এর মাধ্যমে ডিএসই আন্তর্জাতিকমানের স্টক এক্সচেঞ্জে রুপান্তর হয়েছে।

সংবাদ সম্মেলনে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান, ডিএসইর পরিচালক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, রকিবুর রহমান, মিনহাজ মান্নান ইমন, শরীফ আতাউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার বিক্রি করবে ইউনাইটেড ইন্স্যুরেন্স

united-finance-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের এক কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইউনাইটেড ইন্স্যুরেন্সে নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ৩ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৩ কোটি ৮৩ লাখ ১৬ হাজার ৮২৮টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই কর্পোরেট পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. খুলনা পাওয়ার
  2. কনফিডেন্স সিমেন্ট
  3. বিবিএস ক্যাবলস
  4. নাহি এ্যালুমিনাম কম্পোজিট
  5. আমান ফিডস
  6. ইউনাইটেড পাওয়ার
  7. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  8. আইপিডিসি
  9. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
  10. লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

দিনশেষে লেনদেন সামান্য বাড়লেও সূচকের বড় পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। এদিন সেখানে সবগুলো সূচকেরই বড় পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭১৬ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৭০৭ কোটি ৮৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৫০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৮টির। আর দর অপরিবর্তিত আছে ৪২ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট, বিবিএস ক্যাবলস, নাহি এ্যালুমিনাম কম্পোজিট, আমান ফিডস, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, আইপিডিসি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

খুলনা পাওয়ারের মূল্য সংবেদনশীল তথ্য নাই

kpplস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৯ আগষ্ট এ শেয়ারের দর ছিল ৬৭.৭০ টাকা এবং আজ ৪ সেপ্টেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৮৮.৮০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি