আগস্ট মাসে রেমিট্যান্স এসেছে ১৪১ কোটি ডলার

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি অর্থবছরের আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশীরা ১৪১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশী মুদ্রায় ১১ হাজার ৮০৮ কোটি টাকা (প্রতি ডলার ৮৩ টাকা ৭৫ পয়সা ধরে)। ঈদুল আজহার এ মাসে জুলাইয়ের তুলনায় ৭ দশমিক ২২ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে দেশে।

এর আগে টানা দুই অর্থবছর কমার পর গত অর্থবছর রেমিট্যান্সে ১৭ দশমিক ৩২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। প্রবৃদ্ধির এ ধারাবাহিকতা চলতি অর্থবছরের প্রথম দুই মাসেও বজায় রয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

রেমিট্যান্সের প্রবৃদ্ধির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ঈদের মাসে রেমিট্যান্স অনেক বেড়েছে। কারণ প্রবাসীরা কোরবানিসহ ঈদের কেনাকাটা করতে প্রচুর টাকা-পয়সা পাঠিয়েছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় হুন্ডি রোধে নানা পদক্ষেপ গ্রহণ করার কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, আগস্টে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের মাধ্যমে ৩৫ কোটি ৭২ লাখ ডলার, বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৫৩ লাখ ডলার, বেসরকারি খাতের ৩৮টি ব্যাংকের মাধ্যমে ১০২ কোটি ৭৭ লাখ ডলার এবং বিদেশী সাত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। তবে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি আইসিবি ইসলামিক ব্যাংক এবং বিদেশী হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সিএসই-৩০ সূচকে আগের গুলোকে বাদ দিয়ে নতুন ৮ কোম্পানি

CSE-Final-Logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিএসই-৩০ ইনডেক্সে যোগ হলো আরো নতুন ৮ কোম্পানি। তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স সমন্বয় করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।

নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলো হচ্ছে- আরগন ডেনিমস লিমিটেড, লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। যা ১৬ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

অন্যদিকে এ তালিকায় থাকা এবি ব্যাংক লিমিটেড, বেক্সিমকো, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন, ইস্টার্ন হাউজিং লিমিটেড, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি এবং উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে বাদ দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য যে, সিএসই-৩০ ইনডেক্সে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ২৫.৬১ শতাংশ। এছাড়া ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৩৫.৫২ ভাগ

স্টকমার্কেটবিডি.কম/জেড

সেপ্টেম্বরে চালু হবে বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র: বিদ্যুৎ সচিব

indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সেপ্টেম্বরের মাঝামাঝি বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র চালু করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস। তিনি বলেন, ‘কয়লায় যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য বাইরে থেকে কিছু কয়লা আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে সরকারের একটি উচ্চপর্যায়ের টিম সিঙ্গাপুর ঘুরে এসেছে। এই মাসের পর থেকে উত্তরাঞ্চলে বিদ্যুতের আর কোনও সমস্যা থাকবে না।’

বুধবার (৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ ভবনে ‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮’ এর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী, জ্বালানি সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, আরইবির চেয়ারম্যান মুঈন উদ্দিনসহ অনেকে।

সচিব বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনে যেভাবে বিপুল বিনিয়োগ হয়, বিতরণ ও সঞ্চালনেও তেমন বিনিয়োগ প্রয়োজন। এজন্য এই বিশাল বিনিয়োগ আনতে সরকার কাজ করে যাচ্ছে।’

বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাফল্য তুলে ধরে সাধারণ মানুষকে জানাতে আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮’। ‘জ্বালানি ও বিদ্যুৎ, নতুন যৌবনের দূত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিতব্য বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্টকমার্কেটবিডি.কম/জেড

কাতারে বিদেশি শ্রমিকদের এক্সিট পারমিট বাতিল

labourস্টকমার্কেটবিডি ডেস্ক :

এক্সিট পারমিট বা বর্হিগমন ছাড়পত্র (খুরুজিয়া) ছাড়া ছুটিতে বা স্থায়ীভাবে দেশে যেতে পারবেন কাতারে কর্মরত বিদেশি শ্রমিক ও কর্মীরা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি ৪ সেপ্টেম্বর এই বর্হিগমন ছাড়পত্র বা খুরুজিয়ার বাধ্যবাধকতা বাতিল করে নতুন আইনে অনুমোদন দিয়েছেন।

ফলে এখন থেকে ২০১৫ সালের ২১নং আইন, যা বিদেশি অভিবাসীদের আগমন, আবাসন ও বর্হিগমন আইন হিসেবে পরিচিত, সেটিতে নতুন এই সংশোধনী যুক্ত হওয়ার পর কাতারে শ্রম আইনের অধীনে কর্মরত কর্মীরা দেশে যেতে চাইলে (কফিল) প্রতিষ্ঠানের মালিকের কোনো অনুমতির প্রয়োজন হবে না।

২০১৮ সালের ১৩নং আইন হিসেবে অনুমোদিত এই নতুন আইনে বলা হয়েছে, কাতারে শ্রম আইনের অধীনে কর্মরত কর্মী শ্রমচুক্তি কার্যকর থাকাকালে অস্থায়ীভাবে বা স্থায়ীভাবে কাতার ত্যাগ করতে পারবেন। তবে কোনো নিয়োগ কর্তা চাইলে আগে থেকে কারণ উল্লেখ সাপেক্ষে এমন কর্মীদের নামের তালিকা শ্রম মন্ত্রণালয়ে জমা দিতে পারবেন, যাদের কাজের ধরণ বিবেচনায় কাতার ত্যাগের আগে নিয়োগ কর্তার অনুমতি নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

নতুন বোয়িংটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘আকাশবীণা’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৫ সেপ্টেম্বর) বেলা পৌনে একটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘আকাশবীণা’র উদ্বোধন ঘোষণা করেন তিনি। বিমানটি প্রথম বাণিজ্যিক ফ্লাইট নিয়ে আজই (বুধবার) ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সম্মানের সঙ্গে বাঁচতে চাই। আন্তরিকতার সঙ্গে কাজ করলে যে উন্নয়ন করা যায়, সেটা আমরা প্রমাণ করেছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’ তিনি ড্রিমলাইনারের ফ্লাইট পরিচালনার সময় নিরাপত্তার বিষয়টিতে জোর দেওয়ার আহ্বান জানান।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান এয়ার মার্শাল ইনামুল বারী (অব.) জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজই ড্রিমলাইনারের প্রথম বাণিজ্যিক ফ্লাইট ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যাবে।

প্রসঙ্গত, গত ১৯ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে বিমানটি ঢাকায় নিয়ে আসা হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

দিনশেষে বেড়েছে সূচক, লেনদেন ও শেয়ার দর

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সেখানে সবগুলো সূচক ও বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮১১ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৭১৬ কোটি ৯৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৫৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩১টির। আর দর অপরিবর্তিত আছে ৪৯টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, পেনিনসুলা হোটেল, ইউনিক হোটেল, আমান ফিডস, কনফিডেন্স সিমেন্ট, বিবিএস ক্যাবলস, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, আইপিডিসি ও বিএসআরএম লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. খুলনা পাওয়ার
  2. ইউনাইটেড পাওয়ার
  3. পেনিনসুলা হোটেল
  4. ইউনিক হোটেল
  5. আমান ফিডস
  6. কনফিডেন্স সিমেন্ট
  7. বিবিএস ক্যাবলস
  8. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
  9. আইপিডিসি
  10. বিএসআরএম লিমিটেড।

আমেরিকায় ‘বাংলাদেশ বাণিজ্য মেলা’ ২১ সেপ্টেম্বর

ppppস্টকমার্কেটবিডি ডেস্ক :

আমেরিকায় বাংলাদেশি পণ্যের ব্যাপক পরিচিতির মধ্য দিয়ে বাংলাদেশে বিনিয়োগে মার্কিনিদের আরও উৎসাহিত করার লক্ষ্যে নিউইয়র্কে তিন দিনব্যাপী ‘রূপায়ণ এনআরবি গ্লোবাল কনভেনশন ও বাংলাদেশ বাণিজ্য মেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর এই মেলা অনুষ্ঠিত হবে।

গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সদস্য নিউইয়র্কের ‘এনআরবি ওয়ার্ল্ডওয়াইড ইনক্’ এই সমাবেশের আয়োজন করছে। উত্তর আমেরিকায় বাংলাদেশি তথা দক্ষিণ এশিয়ানদের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ ও ৭৭ স্ট্রিটে পিএস-৬৯ এর মিলনায়তনে ২১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এর উদ্বোধন হবে।

ইতোমধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন, বিজিএমইএ-এর সভাপতি সিদ্দিকুর রহমান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদুজ্জামান খান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক মনিরুল হক, বিজিএমইএ-এর সহ-সভাপতি মোহাম্মদ নাসির, এফবিসিসিআই-এর পরিচালক এবং ই কমার্স-এর প্রেসিডেন্ট শমী কায়সার, রিহ্যাব এর সহ-সভাপতি আহকম উল্লাহ ইমাম খান ও এমডি আবদুল কাইয়ুম চৌধুরী, রূপায়ণ গ্রুপ এর ভাইস-চেয়ারম্যান মাহির আলী খান, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. মোমেন এই বাণিজ্যমেলায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন উদ্যোক্তারা। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

অগ্রনী ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

agriniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান অগ্রনী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্যোক্তা শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মাহমুদুল হক নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ৪ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনসিসি ব্যাংকের ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

ncc1-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মিসেস সাহেলা হোসেন নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি