ইউনিলিভার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর

ppppppppppppppস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর হয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার। মাশরাফি-সাকিবদের নতুন স্পন্সর হিসেবে চুক্তি করে প্রতিষ্ঠানটি। আসন্ন এশিয়া কাপসহ দীর্ঘমেয়াদেই বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে তারা।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী সুজন। তবে ইউনিলিভার কত দিনের জন্য বাংলাদেশ দলের সঙ্গে চুক্তি করছে তা জানাননি নিজামউদ্দীন সুজন।

ক্রিকেট দলের স্পন্সর কারা হচ্ছে এমনটি জানতে আজ সকাল থেকেই মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ভিড় করেন গণমাধ্যম কর্মীরা। বেলা সাড়ে ১২টায় এশিয়া কাপের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও নানাবিদ কারণে সময়মতো শুরু করা যায়নি এই সম্মেলন। পরে বিসিবি সিইও স্পন্সরের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত মাসের শেষদিকে হুট করেই বাংলাদেশ দলের স্পন্সরশীপ বাতিল করে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এ

লেনদেনে আসছে অনির্দিষ্টকাল বন্ধ থাকা ড্রাগন সোয়েটার

dragonস্টকমার্কেটবিডি ডেস্ক :

আগামী রবিবার (৯ সেপ্টেম্বর) থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের শেয়ারের লেনদেন শুরু হবে।

বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেট থেকে মূল মার্কেটে ফিরিয়ে আনার সিদ্ধান্তের পর স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ১৬ আগস্ট ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংসহ ৫টি কোম্পানির শেয়ার অনির্দিষ্টকালের জন্য স্পট মার্কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিএসইসি।

সম্প্রতি কোনো কারণ ছাড়াই অস্বাভাবিকহারে দাম বৃদ্ধির কারণে ড্রাগন সোয়েটার, মুন্নু সিরামিক, কে অ্যান্ড কিউ, আজিজ পাইপস ও স্টাইলক্রাফট লিমিটেডের শেয়ার স্পট মার্কেটে লেনদেনের আদেশ দেয় কমিশন।

বৃহস্পতিবার বিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন মনে করছে কোম্পানিটির শেয়ারের লেনদেনের ক্ষেত্রে যে অস্বাভাবিক লেনদেন হয়েছিলো সেটি বন্ধ হয়েছে। এ কারণে কোম্পানির শেয়ারের লেনদন মূল মার্কেটে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হলো।

কমিশনের এই নির্দেশনার পর বৃহস্পতিবার বিকেলে ডিএসই ও সিএসই রবিবার (০৯ সেপ্টেম্বর) থেকে মূল মার্কেটে লেনদেনের সিদান্ত নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

দ্যা পেনিনসুলা চিটাগংয়ের লভ্যাংশ ঘোষণা

the-peninsula-chittagongস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আজ অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা। যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে। এবছর কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০.৮১ টাকা।

আগামী ৩০ অক্টোবর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/বি

জিডিপির প্রবৃদ্ধি ৮ দশমিক ২৫ শতাংশ হতে পারে : পরিকল্পনামন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চলতি অর্থবছরে (২০১৮-১৯) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ দশমিক ২৫ শতাংশ হতে পারে। আগামী পাঁচ বছরে তা ৯ শতাংশে উন্নীত হবে।

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন হয়।

গত অর্থবছরের (২০১৭-১৮) চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশের কাছাকাছি হতে পারে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী। সাময়িক হিসাবে ৭ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে কয়েক মাস আগে জানিয়েছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

নির্বাচনের বছরে প্রবৃদ্ধি কমতে পারে কি না—এমন প্রশ্ন করা হলে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সব দেশেই নির্বাচন হয়, এটাই স্বাভাবিক। কয়েক দিন আগে সব মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করেছি। তখন সচিবদের বলেছি, নির্বাচন আমি করব, আপনারা নন। এবার নির্বাচনের বছরে জিডিপি প্রবৃদ্ধি যেন কমে না যায়।

ইতিমধ্যে আগামী ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পের টাকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হিসাবে চলে গেছে। টাকার জন্য অর্থ মন্ত্রণালয় বা পরিকল্পনা মন্ত্রণালয়ে আসতে হবে না। তাই প্রকল্প বাস্তবায়ন নিয়ে কোনো সমস্যা হবে না। জিডিপি প্রবৃদ্ধিতে প্রভাব পড়বে না।’

পরিকল্পনামন্ত্রী জানান, কয়েক দিন পরই একটি ছোট কেবিনেট হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই নির্বাচনকালীন সরকার থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ভিএফএস থ্রেডের ৯ মাসের ইপিএস ১.৫০ টাকা

vfs_logo_2স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের চলতি বছরের ৩য় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭৫ পয়সা।

এ সময়ে কোম্পানির কর পরবর্তী মুনাফা করেছে ৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ৪ কোটি ৭০ লাখ ১০ হাজার টাকা।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫০ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১.৫৪ টাকা।

আইপিও শেয়ার পরবর্তী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১.৫৪ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৬২ পয়সা। যা ২০১৭ সালের ৩০ জুনে ছিল ১৩ টাকা ৬৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. এ্যাক্টিভ ফাইন
  2. সামিট পাওয়ার
  3. খুলনা পাওয়ার
  4. দ্যা পেনিনসুলা হোটেল
  5. বেক্সিমকো লিমিটেড
  6. নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট
  7. বারাকা পাওয়ার
  8. ন্যাশনাল ব্যাংক
  9. ঢাকা ব্যাংক
  10. অগ্নি সিস্টেমস লিমিটেড।

দিনশেষে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন সামান্য বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা বেড়েছে। তবে এদিন সেখানে সূচকের মিশ্রাবস্থা দেখা গেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের তুলনায় সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮১৭ কোটি ২৪ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৮১১ কোটি ৭৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৯৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৯টির। আর দর অপরিবর্তিত আছে ৫১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – এ্যাক্টিভ ফাইন, সামিট পাওয়ার, খুলনা পাওয়ার, দ্যা পেনিনসুলা হোটেল, বেক্সিমকো লিমিটেড, নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট, বারাকা পাওয়ার, ন্যাশনাল ব্যাংক, ঢাকা ব্যাংক ও অগ্নি সিস্টেমস লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ২০২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১০২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

এদিন লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সামিট পাওয়ার ও বিডি ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আগস্ট মাসে ডিএসইতে রাজস্ব আদায় ২২ কোটি টাকা

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চলতি বছরের আগস্ট মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ৮ কোটি ২৬ লাখ টাকা বা ৫৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগস্ট মাসে ডিএসইর মাধ্যমে সরকারের ২২ কোটি ৪৫ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। যার পরিমাণ জুলাই মাসে ছিল ১৪ কোটি ১৯ লাখ টাকা। এ হিসাবে জুলাই মাসের তুলনায় আগস্টে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ৮ কোটি ২৬ লাখ টাকা বা ৫৮ শতাংশ।

ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে লেনদেনের ওপরে আগস্ট মাসে ১৮ কোটি ৬৮ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। একইসঙ্গে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ টাকা।

অপরদিকে সরকার জুলাই মাসে ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে ১১ কোটি ৪৯ লাখ টাকা ও উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ ২ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব আদায় করে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

নাহি এ্যালুনিয়াম কম্পােজিটের সংবেদনশীল তথ্য নেই

Nahiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহি এ্যালুনিয়াম কম্পােজিট লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২০ আগষ্ট এ শেয়ারের দর ছিল ৫৩.৫০ টাকা এবং গতকাল ৫ সেপ্টেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৬৬ টাকার উপরে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে নাহি এ্যালুনিয়াম কম্পােজিট লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনসিসি ব্যাংকের শেয়ার বিক্রির ঘোষণা

ncc-bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৫০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মিনহাজ কামাল খান নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ২ লাখ ৪৭ হাজার ৩০৪টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি