বিএসইসির ২৫ বছরপূর্তি অনুষ্ঠানের সংবাদ সম্মেলন

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২৫ বছরপূর্তি অনুষ্ঠান আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে । বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব ভবনের মাল্টিপারপাস হলে সপ্তাহব্যাপী এই আয়োজন সংক্রান্ত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উক্ত সংবাদ সম্মেলনে বিএসইসির কমিশনার, নির্বাহী পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ২৫ বছরপূর্তি অনুষ্ঠানটি যথাযথভাবে উদযাপনের জন্য আলোচনা করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

তারকা হোটেলে ১২ কোটি টাকা বিনিয়োগ করবে দ্যা পেনিনসুলা

the-peninsula-chittagongস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেডের মালিকাধীন এয়ারপোর্ট গার্ডেন হোটেলের একটি নতুন ভবন তৈরি করবে। এ বাবদ খরচ ধরা হয়েছে ১২ কোটি টাকা । রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, নিজস্ব তহবিল থেকে এই বর্ধিত ভবনটি করা হচ্ছে। নিজস্ব তহবিল ও ব্যাংকের সহযোগিতায় এই ভবনটি করা হবে। আর এবাবদ মোট খরচ ধরা হয়েছে ১২ কোটি ৪২ লাখ টাকা।

সম্প্রতি দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেড বন্দরনগরীতে একমাত্র ও সর্বপ্রথম পাঁচতারকা হোটেল বানায়। পেনিনসুলার পাঁচতারকা এই হোটেল বানানোর জন্য বিডাব্লিউডিবির জমি লিজ নেয় কোম্পানিটি।

নির্মানাধীন দ্যা পেনিনসুলা চিটাগং-এয়ারপোর্ট গার্ডেন হোটেল নামে এই হোটেলের জন্য কোম্পানিটি ১.২৪৫ একর জমি লিজ নেয় তারা। এসব জমি লিজ নিতে কোম্পানিটির খরচ হবে ৬৯ লাখ ৭ হাজার ৮৮৭ টাকা।

পেনিনসুলা কোম্পানির সচিব মোহাম্মদ নূরুল আজিম স্টকমার্কেটবিডিকে বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রোডস্থ ‘পেনিনসুলা এয়ারপোর্ট গার্ডেন’ নামে এই হোটেল নিমাণ করা হয়। হোটেলটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪১ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিদ্যুৎ সঞ্চালন প্রকল্প সংক্রান্ত ৩৫৭ মিলিয়ন ডলার সহায়তা চুক্তি সোমবার

adbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২১ সাল নাগাদ সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে বাংলাদেশের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনের সহায়তায় দু’টি বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পের জন্য সোমবার বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে ৩৫৭ মিলিয়ন ডলার সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম ও এডিবি’র আবাসিক পরিচালক মনমোহন প্রকাশ সোমবার বিকেলে নগরীর শেরে বাংলা নগরে ইআরডি ভবনে ‘দ্য সাউথ-ওয়েস্ট ট্রান্সমিশন গ্রিড এক্সপানশন প্রজেক্ট’ চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। একজন ইআরডি কর্মকর্তা আজ একথা জানান।

ওই কর্মকর্তা জানান, এই প্রকল্পে বিনিয়োগে এডিবি’র ৩৫০ মিলিয়ন ঋণ এবং জাপান ফান্ডের ৭ মিলিয়ন ডলার অনুদান অন্তর্ভুক্ত। এ প্রকল্পে মোট ৫৩২ মিলিয়ন ডলার ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার দিবে ১৭৪ দশমিক ৫ মিলিয়ন ডলার। আগামী ২০২৩ সালের জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

এডিবি’র মতে, গত এক দশক ধরে বাংলাদেশ চমৎকার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে। কিন্তু এ প্রবৃদ্ধিকে ধরে রাখতে এবং আরো বেগবান করতে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্কের জন্য আরো বিনিয়োগ প্রয়োজন।

এডিবি’র এক কর্মকর্তা বলেন, এর সহায়তায় এডিবি প্রকল্প বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে আরো কার্যকর, নির্ভরযোগ্য ও পরিবেশ বান্ধব করে তুলবে।
এই প্রকল্পের আওতায় বরিশাল থেকে ফরিদপুর পর্যন্ত একটি ১২৬ কিলোমিটার দীর্ঘ ও ২৩০ কিলোভোল্ট ক্ষমতাসম্পন্ন এবং বগুড়া থেকে রোহানপুর পর্যন্ত ১০৪ চার কিলোমিটার দীর্ঘ ও ৪০০ কিলোভোল্ট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা হবে।

এই নতুন সঞ্চালন লাইনের মাধ্যমে বাংলাদেশে নতুন ধরনের উচ্চতাপের কন্ডাক্টর চালু করা হবে যাতে বিদ্যুৎ সঞ্চালন হবে বেশি এবং জ্বালানি অপচয় হবে কম। এই কন্ডাক্টরগুলো জলবায়ু পরিবর্তন প্রশমনে সহায়ক হবে। কারণ এগুলো বাংলাদেশে প্রচলিত কন্ডাক্টরগুলোর তুলনায় কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমাবে। এই প্রকল্পের আওতায় নারীদের উচ্চ শিক্ষা অর্জন এবং বিদ্যুৎ খাতে তাদের কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক একটি বৃত্তি কর্মসূচি পরিচালনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

শুল্কমুক্ত সুবিধাহীন প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হয়েছে: বাণিজ্যমন্ত্রী

tofailস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উন্নত বিশ্বের সঙ্গে বাণিজ্য প্রতিযোগিতায় বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে না। প্রতিযোগিতা করেই এগোতে হবে। এ জন্য প্রস্তুতি শুরু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ এ সক্ষমতা অর্জন করবে।

মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসের (মাইডাস) ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শনিবার এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। রাজধানীর ধানমণ্ডিতে মাইডাস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এইচ হেরি ভারউইজি, ইউএসএআইডির বাংলাদেশ মিশন পরিচালক ডেরিক এস ব্রাউন, মাইডাস পরিচালনা পর্ষদের পরিচালক রোকেয়া এ রহমান, ব্যবস্থাপনা পরিচালক ড. এ এস এম মশিউর রহমান প্রমুখ। মাইডাসের সভাপতি পারভীন মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিক, সামাজিকসহ সব ক্ষেত্রে সফলভাবে এগিয়ে যাচ্ছে দেশ। যারা একসময় বলত, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি এবং বিশ্বের মধ্যে দরিদ্র দেশের রোল মডেল, আজ তারাই বলছে বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এখন পাকিস্তান থেকে সব ক্ষেত্রে এগিয়ে গেছে। বাংলাদেশকে পাকিস্তানের মানুষ উন্নয়নের মডেল হিসেবে বেছে নিয়েছে। এ কারণে দেশটির জনগণ নতুন প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের মতো উন্নয়ন দাবি করছে।

তিনি আরও বলেন, এ দেশের উন্নয়ন এখন দৃশ্যমান। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০২১ অর্জিত হয়েছে। বাংলাদেশ এখন ডিজিটাল মধ্য আয়ের দেশ। ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত দেশ।

অনুষ্ঠানে মাইডাসের সহযোগিতায় ব্যবসায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য আটজন বিশিষ্ট উদ্যোক্তাকে ‘মাইডাস উদ্যোক্তা পুরস্কার-২০১৮’ দেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী তাদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

স্টকমার্কেটবিডি.কম/বি