1. খুলনা পাওয়ার
  2. এ্যাক্টিভ ফাইন
  3. বিবিএস ক্যাবলস
  4. ইফাদ অটোস
  5. কনফিডেন্স সিমেন্ট
  6. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
  7. বিএসআরএম লিমিটেড
  8. শাশা ডেনিমস
  9. ইউনাইটেড পাওয়ার
  10. আরএসআরএম লিমিটেড।

ডিএসইতে ৭১৪ ও সিএসইতে ৪৪ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। তবে দিনশেষে সেখানে সূচকের মিশ্র অবস্থা দেখা গেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭১৪ কোটি ৮ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৯৬৫ কোটি ৩৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৩৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫২টির। আর দর অপরিবর্তিত আছে ৫২টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, এ্যাক্টিভ ফাইন, বিবিএস ক্যাবলস, ইফাদ অটোস, কনফিডেন্স সিমেন্ট, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, বিএসআরএম লিমিটেড, শাশা ডেনিমস, ইউনাইটেড পাওয়ার ও আরএসআরএম লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯১ পয়েন্টে।

এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮২ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছে ৪২ কোটি ৯৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সামিট পাওয়ার ও এ্যাক্টিভ ফাইন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রানার অটোমোবাইলসের বিডিংয়ে নিম্নমুখী দর প্রস্তাব

Runner logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেক্ট্রনিক বিডিং সোমবার বিকাল হতে শুরু হয়েছে। শুরুতে ৮১ টাকায় একটি দর প্রস্তাব করা হয়। এরপর থেকে এই দরপ্রস্তাব কমতে থাকে।

মঙ্গলবার বেলা দেড়টা পর্যন্ত মোট ১৭ টি দর প্রস্তাব করে বিডাররা। এর মধ্যে বিডিংয়ের শুরুতেই এক বিডার ৮১ টাকায় একটি প্রস্তাব করে। এরপর ৮৩ টাকাতে উঠে এই দর প্রস্তাব। এই বিডিং মোট ৭২ ঘন্টা চলবে।

এরমধ্যে সর্বনিম্ন প্রস্তাবটি ৩৩ টাকায় করে বিডার। আর সর্বাধিক দর প্রস্তাব আসে ৮০ টাকায়।

প্রস্তাবিত দরগুলো আসে ৮৩ টাকায় একটি, ৮১ টাকায় একটি, ৮০ টাকায় ৮টি, ৫৭ টাকায় ২টি, ৫৫ টাকায় একটি, ৫০ টাকায় ৩টি, ৩৩ টাকায় একটি প্রতিষ্ঠানের নিকট হতে।

জানা গেছে, ১০ সেপ্টেম্বর বিকাল ৫ টায় এই বিডিং শুরু হলেও প্রথম ঘন্টা শেষে বেলা ৬ টা পর্যন্ত মোট ৩টি প্রতিষ্ঠান দর প্রস্তাব করেছে।

প্রস্তাবিত দরগুলো ৮০ টাকায় ২টি প্রতিষ্ঠান ও ৮১ টাকায় একটি প্রতিষ্ঠান করেছে।

এই আগে গত ১০ জুলাই বিডিংয়ের মাধ্যমে কাট অফ প্রাইস নির্ধারণের অনুমোদন পায় রানার অটোমোবাইলস লিমিটেড।

বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬৫০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। এরপর ১৯ অক্টোবর কোম্পানিটি সোনারগাঁও হোটেলে একটি রোড শো আয়োজন করে।

রানার অটোমোবাইলস আইপিও ছেড়ে ১০০ কোটি টাকা উত্তোলন করবে।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৫ টাকা ৭০ পয়সা; পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ারপ্রতি নীট সম্পত্তি দাঁড়িয়েছে ৪১ টাকা ৯৪ পয়সা এবং করপরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ৩১ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

ইন্দো-বাংলা ফার্মার আইপিও বিজয়ীদের তালিকা প্রকাশ

indoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনকারী প্রতিষ্ঠান ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও লটারি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় এ ড্র’র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লটারির ড্র শেষে বিনিয়োগকারীদের জন্য ফলাফল প্রকাশ করা হয়েছে। বিজয়ীদের তালিকা দেখতে ক্লিক করুন…….

স্টক এক্সচেঞ্জের ট্রেক হোল্ডার ও মার্চেন্ট ব্যাংকারদের তালিকা

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

ইলিজিবল ইনভেষ্টর

কোম্পানির আইপিও আবেদন গত ৯ আগষ্ট শুরু হয়, যা শেষ হয় ১৬ আগস্ট। এছাড়া গত ১৬ জুলাই ইন্দোবাংলার আইপিওর সম্মতিপত্র পায় কোম্পানিটি।

এসময় চাহিদার চেয়ে ৩৩গুণ আবেদন জমা পড়ে।

ইন্দো-বাংলা ফার্মা আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে এ অর্থ উত্তোলন করবে।

উত্তোলিত টাকায় অবকাঠামো নির্মাণ, মেশিনারিজ ক্রয় এবং আইপিও সংক্রান্ত খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৬ হিসাব বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৬২ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৬৩ টাকা।

উল্লেখ্য, কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে এএফসি ক্যাপিট্যাল, ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইসরি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

এ্যাপেক্স ফুটওয়ারের বাৎসরিক বোর্ড সভা ২০ সেপ্টেম্বর

apex-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এ্যাপেক্স ফুট্ওয়ার লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে তিনটায় ঢাকার গুলশানস্থ অফিসে কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ডের বোনাস লভ্যাংশ ঘোষণা

westernস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭১ টাকা। যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে। এবছর কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩.০৩ টাকা।

আগামী ২৩ অক্টোবর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ২ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/বি