সংশোধিত শ্রম আইন একটি শ্রমিকবান্ধব সংশোধনী: প্রতিমন্ত্রী

mujibulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আহত শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য দেশের কারখানাগুলোয় ইনজুরি স্কিম চালু করতে মালিকরা এখনও প্রস্তুত নন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘সংশোধিত শ্রম আইনে শ্রমিকবান্ধব ৪৯টি সংশোধনী আসছে। যা মালিক, শ্রমিক ও সরকারের অংশগ্রহণে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শক পরিষদের সর্বসম্মত অভিমতের ভিত্তিতে হচ্ছে।’ বুধবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে সফররত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

চার সদস্যের এই সফরকারি দলের নেতৃত্ব দেন সংস্থার পরিচালক এনি ডারউইন।

প্রতিমন্ত্রী বলেন, ‘তবে আমাদের সামাজিক ও আর্থিক প্রেক্ষাপট এই ‘ইনজুরি স্কিম’ চালুর জন্য এখনও উপযুক্ত নয়। আমাদের যারা কল-কারখানা মালিক রয়েছেন, তারাও মানসিকভাবে এই প্রস্তাব শুনতে প্রস্তুত নন।’’

মুজিবুল হক বলেন, ‘আমি তাদের কাছ থেকে এ সংক্রান্ত সুস্পষ্ট প্রস্তাব চেয়েছি। কাগজ-পত্র চেয়েছি। আমরা এসব নিয়ে কাজ করবো। গবেষণা করবো। স্টেক হোল্ডারদের (শ্রমিক ও মালিক) সঙ্গে কথা বলবো। তাদের মানসিকভাবে প্রস্তুত করবো।

শ্রম আইনে ৪৯টি সংশোধনী আনা হচ্ছে উল্লেখ করে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘ শ্রমিকদের জন্য ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠনের বিধান রাখা হয়েছে। শুধু নামে আলাদা শ্রম আইন অনুসরণ করে বাকিগুলো করা হয়েছে। ট্রেড ইউনিয়নের মতোই তারা কাজ করতে পারবে। ট্রেড ইউনিয়নই প্রায়, নামটা শুধু আলাদা। জাতীয় সংসদের অক্টোবরের অধিবেশনে তা পাস হবে।’ এই আইনকে মূল ধরেই ইপিজেড ওয়ার্কার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন আইন করা হচ্ছে বলেও তিনি জানান।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

আকাশপথে কার্গো সার্ভিস ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ

bimanস্টকমার্কেটবিডি ডেস্ক :

আকাশপথে পণ্য পরিবহনে গতি আনতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেবা ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

আমদানি মালামাল খালাস করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের এলসি ওপেনিং শাখাগুলোও শনিবার খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।

মঙ্গলবার রাতে মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে এক বৈঠকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সার্ভিস ২৪ ঘণ্টা চালু রাখা, ওয়ানস্টপ সার্ভিস চালু করাসহ সিদ্ধান্তগুলো হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হয়।

এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, এফবিসিসিআই, বিজিএমইএ-এর সভাপতিসহ বিভিন্ন অংশীদারদের নিয়ে এই বৈঠক হয়।

সভায় সিদ্ধান্ত হয়েছে, বিমানবন্দরে কার্গো আসার আগেই প্রি-এরাইভাল প্রসেসিং সম্পন্ন করতে হবে, প্রতি কার্যদিবসে মালামাল ডেলিভারি দেওয়ার জন্য রাত ৯টা পর্যন্ত ওয়্যারহাউজ খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যদি কোনো এয়ারওয়ে বিল পরিশোধের বাকি থাকে তা ক্লিয়ারের উদ্দেশ্যে বর্ধিত সময়ের জন্য ওয়্যারহাউজ খোলা রাখতে হবে।
সূত্র : বিডি নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/বি

সোনারগাঁও হোটেলে সিআইপিদের হাতে কার্ড তুলে দিবেন শিল্পমন্ত্রী

CIP-স্টকমার্কেটবিডি ডেস্ক :

সামগ্রিক অর্থনীতিতে অবদান রাখায় বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) কার্ড পাচ্ছেন ৫৬ জন উদ্যোক্তা। বেসরকারিখাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে (২০১৬ সালের জন্য) তারা এ কার্ড পাচ্ছেন।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আগামীকাল সকাল সাড়ে ১০ টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সিআইপিদের হাতে এই কার্ড তুলে দেবেন।

ভারপ্রাপ্ত শিল্পসচিব আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী এবং এফবিসিসিআই এর সভাপতি শফিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

২০১৬ সালের জন্য পাঁচ ক্যাটাগরিতে নির্বাচিত ৪৮ জন এবং পদাধিকার বলে ৮ জনসহ মোট ৫৬ জন শিল্প উদ্যোক্তা/প্রতিষ্ঠান সিআইপি(শিল্প)পরিচয়পত্র পাচ্ছেন।এদের বৃহৎ শিল্পে ২৫ জন,মাঝারী শিল্পে ১৫ জন এবং ক্ষুদ্র শিল্পে ৬ জন, মাইক্রো শিল্পে ১ জন এবং কুটিরশিল্প ক্যাটাগরিতে ১ জন রয়েছেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় যোগৎ দিতে ভিয়েতনামে বাণিজ্যমন্ত্রী

tofail Ministerস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অন আসেনে যোগ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভিয়েতনামের হ্যানয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী এ সভা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং ভিয়েতনাম যৌথভাবে এ সভার আয়োজন করেছে।

ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সভায় অংশ নিতে সোমবার দিবাগত রাতে (১০ সেপ্টেম্বর রাতে) ঢাকা ত্যাগ করেন বাণিজ্যমন্ত্রী।

সভায় আসেন অঞ্চলে ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলিউশন’র সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হবে। এছাড়া এ বিষয়ে নীতি নির্ধারণ ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো স্থান পাবে। সভায় আঞ্চলিক এবং বিশ্ব বাণিজ্য, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা হবে।

সভায় আসেনের সদস্যভুক্ত দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশের আমন্ত্রিত নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার নেতৃবৃন্দ, উল্লেখযোগ্য করপোরেশন ও শিক্ষাবিদগণ যোগ দিয়েছেন।

সভায় অংশ নেয়া ছাড়াও বাণিজ্যমন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী ও সভায় আগত বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ভারতে ৪০০ কোটি ডলার যাওয়ার তথ্য ভুল: শ্রিংলা

c196008cce42755eda8e2bbb1fe4c9a5-596b8ff76ebf6স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

হর্ষ বর্ধন শ্রিংলাবাংলাদেশ থেকে প্রবাসী আয় বা রেমিট্যান্স হিসেবে বছরে ৪০০ কোটি ডলার ভারতে যাওয়ার তথ্যটি সঠিক নয় বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। ভারতের রেমিট্যান্সের চতুর্থ বড় উৎস বাংলাদেশ নয় বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বস্ত্র খাতের একটি আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার এ দাবি করেন। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের এক বক্তব্যের ভুল ভাঙাতে গিয়ে হর্ষ বর্ধন শ্রিংলা প্রবাসী আয় নিয়ে কথা বলেন।

এর আগে শফিউল ইসলাম বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘ভারতের প্রবাসী আয়ের চতুর্থ বড় উৎস বাংলাদেশ। এটা নিয়ে আমরা গর্ব বোধ করি।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সূচকের উঠা-নামায় বেড়েছে দিনের লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়ছে। তবে দিনশেষে সেখানে সূচকের মিশ্র অবস্থা দেখা গেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৯২ কোটি ৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৭১৪ কোটি ৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫২৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৩০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৮টির। আর দর অপরিবর্তিত আছে ৩১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, এ্যাক্টিভ ফাইন, বিবিএস ক্যাবলস, ইউনাইটেড পাওয়ার, নাহী এলুমিনাম কম্পোজিট, শাশা ডেনিমস, ন্যাশনাল লাইফ, ইফাদ অটোস, ওআইমেক্স ইলেক্ট্রোড ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৩২ পয়েন্টে।

এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৪১ কোটি ১৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ম্যাকসন স্পিনিং মিলস ও এ্যাক্টিভ ফাইন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

 

  1. খুলনা পাওয়ার
  2. এ্যাক্টিভ ফাইন
  3. বিবিএস ক্যাবলস
  4. ইউনাইটেড পাওয়ার
  5. নাহী এলুমিনাম কম্পোজিট
  6. শাশা ডেনিমস
  7. ন্যাশনাল লাইফ
  8. ইফাদ অটোস
  9. ওআইমেক্স ইলেক্ট্রোড
  10. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড।

শেয়ারবাজার বিকাশে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে : প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের আর্থিক খাতের অন্যতম স্তম্ভ হচ্ছে শেয়ারবাজার। এর বিকাশে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। ভারত চীনসহ বিভিন্ন দেশ বাংলাদেশের শেয়ারবাজার নিয়ে আগ্রহী হয়েছে। এরই মধ্যে চীন বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগ করেছে।

আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেয়ারবাজারের ২৫ বছর রজতজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন।

তিনি আরো বলেন, আপনারা দেখে, শুনে, বুঝে ভালো কোম্পানিতে বিনিয়োগ করবেন। বাংলাদেশের শেয়ারবাজার হবে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ফান্ড।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি এখন ৭ দশমিক ৮ ভাগে উন্নিত হয়েছে। মূল্যস্ফীত এখন ৫ দশমিক ৪ ভাগে নেমেছে। প্রবৃদ্ধি যথন উচ্চ থাকে এবং মূল্যস্ফীতি যখন নিম্ন থাকে তখন অর্থনৈতিক সুফল জনগণ ভোগ করতে পারে। এখন প্রবৃদ্ধি বেশি ও মূল্যস্ফীতি কম হওয়ায় সাধারণ মানুষ এর সুফল ভোগ করছে।

শেখ হাসিনা বলেন, সাধারণত বর্ষাকালে জিনিসপত্রের দাম বাড়ে। কিন্তু এবারের বর্ষায় দাম বাড়েনি। খাদ্যপণ্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যেই আছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মানুষের দিন বদল হয়েছে, ভাগ্য বদল হয়েছে, আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, শিল্পায়ন হয়েছে। দেশ ডিজিটালাইজেশনের অন্তর্ভুক্ত হয়েছে। ১৬ কোটি মানুষের দেশে ১৩ কোটি মানুষ মোবাইল ব্যবহার করছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

রানার বিডিংয়ে ৫০ টাকায় ৩৩ কোটি টাকার দর প্রস্তাব

Runner logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেক্ট্রনিক বিডিং সোমবার বিকাল হতে শুরু হয়েছে। এখন পর্যন্ত এই বিডিংয়ে ৫০ টাকায় সর্বাধিক টাকার পরিমাণ শেয়ার ক্রয়ের দর প্রস্তাব এসেছে। এ দরে মোট ৩৩ কোটি টাকার দর প্রস্তাব জমা পড়েছে। এই বিডিং মোট ৭২ ঘন্টা চলবে।

বুধবার বেলা ২টা পর্যন্ত মোট ১০২টি দর প্রস্তাব করে বিডাররা। এর মধ্যে বিডিংয়ের শুরুতেই এক বিডার ৮১ টাকায় একটি প্রস্তাব করে। এরপর সর্বোচ্চ ৮৪ টাকাতে উঠে এই দর প্রস্তাব।

এরমধ্যে সর্বনিম্ন প্রস্তাবটি ২৮ টাকায় দর প্রস্থাব করে বিডাররা। আর সর্বাধিক দর প্রস্তাব এসেছে ৫০ টাকায়।

প্রস্তাবিত দরগুলো আসে ৮৪ টাকায় একটি, ৮৩ টাকায় ২টি, ৮২ টাকায় ৩টি, ৮১ টাকায় ২টি, ৮০ টাকায় ৯টি, ৭৩ টাকায় ১টি, ৭২টাকায় ১টি, ৬০ টাকায় ২টি, ৫৮ টাকায় ২টি, ৫৭ টাকায় ২টি, ৫৬টাকায় ৩টি, ৫৫ টাকায় ৬টি, ৫৪ টাকায় ২টি, ৫৩ টাকায় ৩টি, ৫০ টাকায় ২৭টি, ৪৬ টাকায় ১টি, ৪৫ টাকায় ৬টি, ৪৩ টাকায় ১টি, ৪২ টাকায় ৬টি, ৪০ টাকায় ৭টি, ৩৮ টাকায় ২টি, ৩৬ টাকায় ১টি, ৩৫ টাকায় ২টি, ৩৩ টাকায় একটি, ৩০ টাকায় ৫টি ও ২৮ টাকায় ৬টি প্রতিষ্ঠানের নিকট হতে।

জানা গেছে, ১০ সেপ্টেম্বর বিকাল ৫ টায় এই বিডিং শুরু হলেও প্রথম ঘন্টা শেষে বেলা ৬ টা পর্যন্ত মোট ৩টি প্রতিষ্ঠান দর প্রস্তাব করেছে।

এর মধ্যে এখন পর্যন্ত বেশি দর প্রস্তাব পড়েছে ৫০ টাকায়। এই দরে বিডাররা মোট ৩৩ কোটি টাকার শেয়ার ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। একই সময়ে মোট ১৭১ কোটি টাকার শেয়ারের দর প্রস্তাব এসেছে।

এই আগে গত ১০ জুলাই বিডিংয়ের মাধ্যমে কাট অফ প্রাইস নির্ধারণের অনুমোদন পায় রানার অটোমোবাইলস লিমিটেড।

বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬৫০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। এরপর ১৯ অক্টোবর কোম্পানিটি সোনারগাঁও হোটেলে একটি রোড শো আয়োজন করে।

রানার অটোমোবাইলস আইপিও ছেড়ে ১০০ কোটি টাকা উত্তোলন করবে।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৫ টাকা ৭০ পয়সা; পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ারপ্রতি নীট সম্পত্তি দাঁড়িয়েছে ৪১ টাকা ৯৪ পয়সা এবং করপরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ৩১ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

পপুলার লাইফের মূল্য সংবেদনশীল তথ্য নেই

popular-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৫ সেপ্টেম্বর এ শেয়ারের দর ছিল ৯৩ টাকা এবং গতকাল ১২ সেপ্টেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১০৮ টাকার উপরে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে পপুলার লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি