ডরিন পাওয়ারের বাৎসরিক বোর্ড সভা ২০ সেপ্টেম্বর

DOREEN-POWERস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে তিনটায় গুলশানে কোম্পানিটির কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

গ্রাহকদের কল সেন্টারের আওতায় আনল রূপালী ব্যাংক

oooooooস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রথম শতভাগ শাখার মাধ্যমে অনলাইন সেবা প্রদানকারী রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক এবার তার মোবাইল ব্যাংকিং গ্রাহকদের জন্য নিয়ে আসল ২৪ ঘণ্টা কল সেন্টারের সুবিধা।
এ লক্ষে রাষ্ট্রায়ত্ব ব্যাংকটি আজ দিলকুশায় প্রধান কার্যালয়ে Impel Service and solution (ISSL) এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান ও ISSL এর এমডি মো. আমিনুল হক উপস্থিত ছিলেন।

এ সময় এমডি আতাউর রহমান বলেন, এর মাধ্যমে রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর গ্রাহকরা তথ্য-প্রযুক্তিসহ সকল কারিগরি সুবিধা পাবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সিআইপি কার্ড পেলেন ৫৬ উদ্যোক্তা

CIP-স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় আয় বৃদ্ধিসহ সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৫৬ উদ্যোক্তাকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি নির্বাচিত করেছে সরকার। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের হাতে সিআইপি কার্ড তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বাংলাদেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য, উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে অবদানের জন্য ‘সিআইপি (শিল্প) নির্বাচন নীতিমালা-২০১৪ অনুযায়ী, ২০১৬ সালের জন্য এই উদ্যোক্তাদের নির্বাচিত করা হয়।

সিআইপি কার্ড পাওয়া ব্যক্তিরা হলেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মো. সিদ্দিকুর রহমান এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি এ কে এম সেলিম ওসমান। ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) প্রেসিডেন্ট রূপালী হক চৌধুরী, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমাদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরী এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) সভাপতি মির্জা নুরুল গণি শোভন।

প্রসঙ্গত, কার্ড পাওয়ার পর থেকে এক বছরের জন্য শিল্পবিষয়ক নীতিনির্ধারণী কোনও কমিটিতে সিআইপিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে সরকার। এর বাইরে সিআইপি কার্ডধারীরা ব্যবসা সংক্রান্ত ভ্রমণের সময় বিমান, রেল, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। সহজে ভিসা পাওয়ার জন্য তাদের অনুকূলে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দূতাবাসকে ‘লেটার অব ইন্ট্রোডাকশন’ দেবে। এছাড়াও তারা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা ও সচিবালয়ে প্রবেশের পাস পাবেন।

কার্ড প্রদান অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল হালিম এতে সভাপতিত্ব করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

পোশাক কারখানার শ্রমিকের ন্যূনতম বেতন ৮০০০ টাকা

garmetnsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি ২ হাজার ৭০০ টাকা বাড়ানোর কথা জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। ফলে তৈরি পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি দাঁড়াবে ৮ হাজার টাকা। বর্তমানে তাঁদের নিম্নতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা। এর মধ্যে মূল মজুরি ৪ হাজার ১০০ টাকা।

নিম্নতম মজুরি বোর্ডের পঞ্চম সভায় বৃহস্পতিবার বিকেলে প্রায় দেড় ঘণ্টা দর-কষাকষির পর পোশাক শ্রমিকের মজুরি বিষয়ে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরে সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের বলেন, ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামোতে মজুরি পাবেন পোশাক শ্রমিকেরা।

রাজধানীর তোপখানা রোডে মজুরি বোর্ডের কার্যালয়ে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার কিছুক্ষণ পর বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আমিনুল ইসলাম সভাপতিত্বে সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন পোশাক খাতের মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান, শ্রমিকপক্ষের প্রতিনিধি শামছুন্নাহার ভূঁইয়া, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি ফজলুল হক, মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি কাজী সাইফুদ্দিন ও নিরপেক্ষ প্রতিনিধি কামাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেল সাড়ে চারটার পর বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যানসহ অন্য সদস্য সচিবালয়ে যান। সেখানেই পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান শ্রম প্রতিমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রানার অটোমোবাইলসের বিডিংয়ে ৬৯১ কোটি টাকার দর প্রস্তাব

Runner logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য রানার অটোমোবাইলসের বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেক্ট্রনিক বিডিং শেষ হয়েছে। এখন পর্যন্ত এই বিডিংয়ে ৫০ টাকায় সর্বাধিক টাকার পরিমাণ শেয়ার ক্রয়ের দর প্রস্তাব এসেছে। এ দরে মোট ৬৯১ কোটি টাকার দর প্রস্তাব জমা পড়েছে। সোমবার বিকাল হতে শুরু হয়ে এই বিডিং মোট ৭২ ঘন্টা চলেছে।

বৃহস্পতিবার বেলা ৫টা পর্যন্ত চলে এই বিডিং। সেখানে মোট ৫৯২টি দর প্রস্তাব করে বিডাররা। এর মধ্যে বিডিংয়ের শুরুতেই এক বিডার ৮১ টাকায় একটি প্রস্তাব করে। এরপর পরেরদিন সর্বোচ্চ ৮৪ টাকাতে উঠে এই দর প্রস্তাব।

সর্বনিম্ন ২৫ টাকাতেও দর প্রস্তাব করা হয়। তবে এর মধ্যে বেশি দর প্রস্তাব পড়েছে ৫০ টাকায়। এই দরে বিডাররা মোট ১৪৭ কোটি টাকার শেয়ার ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

প্রস্তাবিত দরগুলো আসে ৮৪ টাকায় একটি, ৮৩ টাকায় ৩টি, ৮২ টাকায় ৪টি, ৮১ টাকায় ৮টি, ৮০ টাকায় ৩৩টি, ৭৫ টাকায় ২২টি, ৭৪ টাকায় ২টি, ৭৩ টাকায় ২টি, ৭২টাকায় ৪টি, ৭১ টাকায় ৭টি, ৭০ টাকায় ৩৩টি, ৬৫ টাকায় ১৫টি, ৬৪ টাকায় ২টি, ৬৩ টাকায় ৪টি, ৬২ টাকায় ৪টি, ৬০ টাকায় ২টি, ৬১ টাকায় ৩টি বিড দর প্রস্থাব করে বিডাররা।

নিয়ম অনুযায়ী কাট অফ প্রাইস হবে ৭৫ টাকা। আর এই কাট অফ প্রাইসের ১০ শতাংশ কম দরে সাধারণ বিনিয়োগকারীরা আইপিও শেয়ার কিনতে পারবে।

জানা গেছে, ১০ সেপ্টেম্বর বিকাল ৫ টায় এই বিডিং শুরু হলেও প্রথম ঘন্টা শেষে বেলা ৬ টা পর্যন্ত মোট ৩টি প্রতিষ্ঠান দর প্রস্তাব করেছে।

এই আগে গত ১০ জুলাই বিডিংয়ের মাধ্যমে কাট অফ প্রাইস নির্ধারণের অনুমোদন পায় রানার অটোমোবাইলস লিমিটেড।

বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬৫০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। এরপর ১৯ অক্টোবর কোম্পানিটি সোনারগাঁও হোটেলে একটি রোড শো আয়োজন করে।

রানার অটোমোবাইলস আইপিও ছেড়ে ১০০ কোটি টাকা উত্তোলন করবে।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৫ টাকা ৭০ পয়সা; পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ারপ্রতি নীট সম্পত্তি দাঁড়িয়েছে ৪১ টাকা ৯৪ পয়সা এবং করপরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ৩১ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

নর্দার্ণ জুটের বাৎসরিক বোর্ড সভা আহবান

northern-juteস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি নর্দার্ণ জুট ম্যানুফেকচারিং লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে তিনটায় পান্থপথে কোম্পানিটির কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

কেডিএস এক্সেসরিজের শেয়ার হস্থান্তর ঘোষণা

kds-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৩০ লাখ শেয়ার হস্থান্তরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মিসেস শামিম ইকবাল নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ২৯ লাখ ৯৯ হাজার ৯৩৬ শেয়ার হস্থান্তর করবেন। এসব শেয়ার তিনি তার স্ত্রীকে হস্থান্তর করবেন।

সিএসইর অনুমোদের পরে ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ উপহার হিসাবে শেয়ার হস্থান্তর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা ছাড়ালো

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। তবে দিনশেষে সেখানে সবগুলো সূচক কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ১,০৬৪ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৭৯২ কোটি ৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯.২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১২.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯১৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৯টির। আর দর অপরিবর্তিত আছে ৩৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – এ্যাক্টিভ ফাইন, ইফাদ অটোস, খুলনা পাওয়ার, বিবিএস ক্যাবলস, সিঙ্গার বিডি, শাশা ডেনিমস, আমান ফিডস, ফরচুন সুজ, প্যারামাউন্ট টেক্সটাইল ও ইউনাইটেড পাওয়ার লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৯.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৯৯৯ পয়েন্টে।

সেখানে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৩৬ কোটি ৬০ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছে ৪১ কোটি ১৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. এ্যাক্টিভ ফাইন
  2. ইফাদ অটোস
  3. খুলনা পাওয়ার
  4. বিবিএস ক্যাবলস
  5. সিঙ্গার বিডি
  6. শাশা ডেনিমস
  7. আমান ফিডস
  8. ফরচুন সুজ
  9. প্যারামাউন্ট টেক্সটাইল
  10. ইউনাইটেড পাওয়ার লিমিটেড।

এক ভরি সোনায় ১ হাজার টাকা ভ্যাট চান অর্থমন্ত্রী

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রতি ভরি সোনা আমদানির ওপর ১ হাজার টাকা করে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপ করতে চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর বর্তমানে যাঁদের কাছে সোনা আছে, তাঁদের কাছ থেকেও প্রতি ভরিতে ১ হাজার টাকা করে নিতে চান।

এসব কথা জানিয়ে অর্থমন্ত্রী ৪ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে একটি চিঠি দিয়েছেন। অর্থমন্ত্রী তাঁর চিঠিতে দেশে একটি সোনা নীতিমালা প্রণয়নেরও তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রীকে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ৯ সেপ্টেম্বর সাংবাদিককে বলেন, ‘সোনা নীতিমালা প্রণয়নের কাজ চলছে। শিগগিরই এটা হবে।’

অর্থমন্ত্রী চিঠিটির অনুলিপি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও অর্থ বিভাগে।

চিঠিতে সোনা ব্যবসায়ের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। বলেছেন, দেশে কত সোনা আছে, তার কোনো হিসাব নেই, হিসাবটি করাও যাবে না। তাঁর মতে, এই হিসাব করতে গেলে সোনার বাজারমূল্য বিবেচনা করে একটি মূল্য নির্ধারণ করতে হবে। এই মূল্য নির্ধারণের ফলে যাঁদের কাছে সোনা আছে, তাঁরা রাতারাতি ধনী হয়ে যাবেন। এই বর্ধিত ধনের ওপর অবশ্য জুতসই লেভি নির্ধারণ করা যায়। তবে লেভি খুব বেশি ধরলে সোনার ব্যবসায়ের প্রসার হবে না।

অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী লেভি হতে পারে প্রতি ভরিতে ১ হাজার টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) লেভির পরিমাণ ৩০০ টাকা ধরার অনুরোধ জানালেও এত কমের পক্ষে নন অর্থমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড