বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী থাইল্যান্ডের ব্যবসায়ীরা

bgmeaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বাণিজ্যিক উন্নয়নে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন থাইল্যান্ডের ব্যবসায়ীরা।

সোমবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বিজিএমইএ ভবনে পোশাক মালিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আগ্রহের কথা জানায় সফরত ব্যবসায়ী প্রতিনিধিদল।

থাইল্যান্ডের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আইটিডি) নির্বাহী পরিচালক মানু সিথিপ্রাসাসানা বলেন, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা ভালো, আর্থ-সামাজিক অবস্থা ও জিডিপির প্রবৃদ্ধি খুব ভালো। এ দেশে বিনিয়োগের পরিবেশ আছে, যা আমাদের আকৃষ্ট করেছে।

বিজিএমইএ প্রথম সহ-সভাপতি ফারুক হাসান বলেন, আমাদের দেশে শুল্কমুক্ত সুবিধা আছে, থাইল্যান্ড গ্রহণ করতে পারে। বর্তমানে থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক বাণিজ্য তেমন নেই।

তিনি বলেন, থাইল্যান্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করলে আমরা তাদের সার্বিক সহযোগিতা করব। আমরা মনে করি, দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য অনেক বাড়ানো সম্ভব।

১৪ সদস্য বিশিষ্ট থাইল্যান্ড বাণিজ্য প্রতনিধিদলের নেতৃত্ব দেন থাইল্যান্ডের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের ( আইটিডি) নির্বাহী পরিচালক মানু সিথিপ্রাসাসানা।

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনায় বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরেজমিনে ধারণা নিতে রোববার (১৬ সেপ্টেম্বর) থাইল্যান্ড ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় আসে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবে।

প্রতিনিধি দলটি বিজিএমইএ ভবনে এলে তাদের স্বাগত জানান বিজিএমইএ প্রথম সহ-সভাপতি ফারুক হাসান। এ সময় বিজিএমইএ’র ঊর্ধ্বতন কমকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মেয়াদী মিউচুয়াল ফান্ডের মেয়াদ আরও ১০ বছর বাড়ালো বিএসইসি

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর মেয়াদ আরো ১০ বছর বাড়িয়েছে।

কমিশনের ৬৫৭তম সভায় ফান্ডের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয় বলে সোমবার বিএসইইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিদ্যমান মেয়াদী মিউচুয়াল ফান্ডগুলোর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরের সমান আরও একটি মেয়াদে বাড়ানো যাবে।

তবে এক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে কমিশন, বিদ্যমান কোনো মিউচুয়াল ফান্ডের মেয়াদ শুরু থেকে সর্বমোট ২০ বছরের বেশি হবে না।

তাছাড়া যেসব মেয়াদী মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়াতে না চায়, সেগুলো বিধি মোতাবেক রূপান্তর বা অবসায়ন করার সুযোগও অব্যাহত থাকবে।

কমিশন জানিয়েছে, ২০১০ সালের ২৪ জানুয়ারি জারি করা শর্তাবলি বিদ্যমান তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের জন্য রহিত থাকবে। শর্তে উল্লেখ ছিল কোনো মেয়াদী ফান্ডের মেয়াদ ১০ বছরের বেশি হতে পারবে না।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ভারতীয় পণ্য পরিবহনের চুক্তিতে মন্ত্রিসভার সায়

pm meetingস্টকমার্কেটবিডি ডেস্ক :

চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য সে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে পরিবহনের জন্য একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশের ভূখণ্ডের মধ্য দিয়ে এই পণ্য পরিবহনের জন্য ভারতের কাছ থেকে গ্যাট নীতিমালা অনুসারে শুল্ক বা কর ব্যতিত মাশুল ও পরিবহন খরচ আদায় করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যই স্থলাবদ্ধ (ল্যান্ড লকড)। ভারতের অন্য অংশ থেকে ওই সব রাজ্যে যেতেও হয় অনেক ঘুরপথে। ফলে বাংলাদেশের বন্দর ব্যবহার করে ওই রাজ্যে পণ্য নিতে বরাবরই আগ্রহী ভারত।

এর আগে ২০১১ সালে ট্রান্সশিপমেন্টের আওতায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যের ‘পালটানা বিদ্যুৎ কেন্দ্র’ নির্মাণের মালামালের চালান বাংলাদেশের উপর দিয়ে গিয়েছিল।

এখন বাংলাদেশ-ভারতের মধ্যে চলমান ‘সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদীর্ঘ করার উদ্দেশ্যে’ ‘এগ্রিমেন্ট অন দা ইউজ অব চট্রগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অব গুডস টু এন্ড ফর্ম ইন্ডিয়া বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া’ খসড়ায় অনুমোদন দেওয়া হল বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চুক্তির খসড়াটি অনুমোদনের পর সচিবালয়ে ফিরে সাংবাদিকদের কাছে এর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব।

স্টকমার্কেটবিডি.কম/

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১২ জনকে দুদকে তলব

ab-bankস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোরশেদ খানের সঙ্গে যোগসাজসে আরব বাংলাদেশ ব্যাংকের (এবি ব্যাংক) ৩৮৩ কোটি ২২ লাখ ১০ হাজার ৩৬৩ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ পরিচালনা পর্ষদের ১২ পরিচালককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানায়, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, পরিচালক ফিরোজ আহমেদ, সাবেক পরিচালক এম এ আউয়াল, প্রফেসর ডা. ইমতিয়াজ হোসেনকে আগামী ১ অক্টোবর তলব করা হয়েছে। পরিচালক শিশির রঞ্জন বোস, পরিচালক সৈয়দ আফজাল হাসান উদ্দীন, সাবেক পরিচালক মিশাল কবির ও সাবেক পরিচালক ফাহিমুল হককে ২ অক্টোবর তলব করা হয়েছে।

একই বিষয়ে সাবেক পরিচালক মেজবাহুল হক, আনোয়ার জামিল সিদ্দিকী, সাবেক পরিচালক বিবি সাহা রায় ও সাবেক পরিচালক জাকিয়া শাহরুদ খানকে তলব করা হয়েছে ৩ অক্টোবর।

সোমবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক সামছুল আলম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে অভিযুক্তদের তলব নোটিশ জারি করে দুদক।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

কাতারে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের জোয়ার

labourস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদেশিদের জন্য আকর্ষণীয় প্রস্তাব দিতে যাচ্ছে কাতার। উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম দেশ কাতার বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেবে।

তেলসমৃদ্ধ দেশটির পক্ষ থেকে প্রবাসীদের জন্য এটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এর ফলে, কাতারে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্যও দারুণ একটি সুযোগের দ্বার খুলে গেল। এমন খবর শুনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের বন্যা বইছে। তাদের পরিবারে চলছে খুশির জোয়ার।

উল্লেখ্য, কাতারের সিংহভাগ মসজিদে ইমাম ও খতিব হিসেবে বাংলাদেশিরা কর্মরত রয়েছেন।

জানা গেছে, প্রবাসীদের স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে দুটি ক্যাটাগরি অবলম্বন করা হবে। প্রথমত, যেসব প্রবাসী কাতারে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দেশটিতে ১০ বছর বসবাস করার শর্ত মেনে চলতে হবে।

দ্বিতীয়ত, যারা অন্যদেশে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দেশটিতে ২০ বছর বসবাস করতে হবে। কাতার সরকারের এক ডিক্রিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও জানানো হয়েছে, ওই শর্তের পাশাপাশি স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের আরবি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে। শুধু তাই নয়, আবেদনকারীদের পর্যাপ্ত আয় এবং আইনগত বৈধতা থাকতে হবে।

কাতারে স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্তরা স্থানীয় সহযোগীদের (পার্টনার) ছাড়াই স্বাধীনভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান চালাতে পারবে। একইসাথে তারা দেশটির জাতীয় আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/

ফাইন ফুডসের দর বাড়ার কোনো তথ্য নেই

fineস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১০ সেপ্টেম্বর এ শেয়ারের দর ছিল ২৬.২০ টাকা এবং গতকাল ১৬ সেপ্টেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৩১.৯০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে ফাইন ফুডস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এমএল ডায়িংয়ের শেয়ার ৩১ টাকায় লেনদেন

ML Dyingস্টকমার্কেটবিডি ডেস্ক :

আইপিও পক্রিয়া শেষে দেশের উভয় শেয়ারবাজারে এমএল ডায়িং লিমিটেডের শেয়ার লেনদেন আজ সোমবার হতে শুরু হয়েছে। প্রথম আধ ঘন্টায় শেয়ারটি সর্বোচ্চ ৩১.৯০ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

সোমবার বেলা সাড়ে ১০ টায় এই শেয়ার লেনদেন শুরু হয়। শুরুতে ডিএসইতে এই শেয়ার ৩১ টাকায় লেনদেন শুরু হয়। এরপর কমতে থাকে এই দর। একই সময় তা ১০ টাকাতেও লেনদেন হয়।

এর আগেই বরাদ্দকৃত শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। আজ আনুষ্ঠানিকভাবে এই শেয়ারের লেনদেন শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/

স্টাইলক্রাফটের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Stylecraftস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৬ সেপ্টেম্বর এ শেয়ারের দর ছিল ২৬৬৫ টাকা এবং গতকাল ১৬ সেপ্টেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৩১৮৪ টাকার উপরে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে স্টাইলক্রাফট লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

একশ্রেণির বিনিয়োগকারী উদ্দেশ্যমূলকভাবে শেয়ারবাজারকে অস্থিতিশীল করে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

mosharrofস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, শেয়ারবাজার প্রশিক্ষণ একাডেমি স্থাপনের জন্য বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) পূর্বাচলে দুইবিঘা জমি দেওয়া হবে।

রবিবার আগারগাঁও বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে বিএসইসি পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিএসইসি’র ২৫ বছর পূর্তি উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোশাররফ হোসেন বলেন, শেয়ারবাজার প্রশিক্ষণ একাডেমি স্থাপন করা হলে শেয়ারবাজারে দক্ষ বিনিয়োগকারীরা আসেব এবং বাজার আরো স্থিতিশীল হবে। একশ্রেণির বিনিয়োগকারীরা উদ্দেশ্যমূলকভাবে শেয়ারবাজারকে অস্থিতিশীল করে তোলে। এরমাধ্যমে শেয়ারবাজার থেকে তারা অর্থ হাতিয়ে নেয়। এদের কারণে বাজার অস্থিতিশীল হয়ে ওঠে এবং অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়। অথচ সঠিকভাবে শেয়ারবাজারে বিনিয়োগকৃত অর্থ দিয়ে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, বিএসইসি’র তৎপরতায় বর্তমানে পুঁজি বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে। শেয়ারবাজার সম্পর্কে জনগণের মধ্যে যে বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছিল, তাও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এ বিষয়ে বিএসইসি-কে আরো সজাগ থাকতে হবে এবং বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিএসইসি’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনার ড. স্বপন কুমার বালা ও খন্দকার কামালউজ্জামান।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড