অবৈধ সম্পদের কারণে স্ত্রীসহ বাপেক্সের জিএমের বিরুদ্ধে মামলা

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দুর্নীতির মামলায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের মহাব্যবস্থাপক (জিএম) এ কে এম আনোয়ারুল ইসলাম ও তাঁর স্ত্রী ফরিদা ইয়াসমীনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় রবিবার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিগগিরই বিচারিক আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হবে।

দুদক সূত্র জানায়, চলতি বছরের ৫ জুন রাজধানীর রমনা মডেল থানায় এ দুজনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক হেলাল উদ্দীন শরীফ। তিনিই মামলার তদন্ত করেন।

সূত্র আরও জানায়, ফরিদা ইয়াসমীনের বিরুদ্ধ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় ২০১৬ সালের ২৪ আগস্ট তাঁকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে নোটিশ দেয় দুদক। পরে ওই বছরের ২৭ আগস্ট তিনি এ নোটিশ গ্রহণ করেন। ওই বছরের ৫ সেপ্টেম্বর দুদকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন ফরিদা ইয়াসমীন।

দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ফরিদা ইয়াসমীন ৯২ লাখ ৫১ হাজার টাকার স্থাবর এবং ৫৮ লাখ টাকার অস্থাবর সম্পদের হিসাব দেন। অনুসন্ধানে দেখা যায়, ওই বিবরণীতে তিনি তাঁর নামে থাকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে চার লাখ টাকার স্থায়ী আমানতের তথ্য দেননি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

নির্বাচনের সময় দেশের অর্থনীতিতে কোনও প্রভাব পড়বে না : অর্থমন্ত্রী

muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নির্বাচনের সময় দেশের পরিবেশ যাই হোক, তাতে দেশের অর্থনীতিতে কোনও প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কাজ করছে বাংলাদেশ। বিশ্বব্যাপী বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে সরকার। এ জন্য নতুন নতুন বাজার খোঁজা হচ্ছে।’

রবিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এসডিজি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলে তিনি।

দ্য ইনস্টিটিউট অব কাস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এ সম্মেলনের আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরের পর নতুন সরকার ক্ষমতা গ্রহণ করবে। এ সময় বাণিজ্য আরও বাড়বে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বর্তমানে আমরা ভারত ও চীনকে বড় পার্টনার হিসেবে পেয়েছি। তাদের সঙ্গে ভালো সম্পর্কের জন্যই এটা সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে নতুন সরকার এলেও দেশের অর্থনীতি ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যে তেমন কোনও প্রভাব ফেলবে না।’

একাদশ জাতীয় সংসদের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে ভালো করলেও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যে তেমনটা করতে পারছে না।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ

ttস্টকমার্কেটবিডি ডেস্ক :

গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, ভাংচুর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।

পুলিশ জানায়, ঈদের আগে আগস্ট মাসের অর্ধেক বেতন দেয়া হয়। বাকি অর্ধেক বেতন ১২ সেপ্টেম্বর দেয়ার কথা ছিল। কিন্তু কারখানার আর্থিক অনটনের কারণে কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন ওই সময়ে দিতে পারেনি। শনিবার শ্রমিকরা তাদের ওই বকেয়ার দাবিতে আন্দোলন শুরু করে। একই দাবিতে আজ রবিবার সকালে কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও নিজেদের কারখানাসহ আশেপাশের কয়েকটি কারখানায় ভাংচুর শুরু করে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। এসময় আশেপাশের কয়েকটি কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেয়। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের অনেকেই দাবি করেন, আন্দোলন চলাকালে কারখানার পানি পান করে তাদের বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/এমআর

অনলাইন মার্কেট প্লেসে বাংলাদেশ দ্বিতীয় : পলক

yyyস্টকমার্কেটবিডি ডেস্ক :

অনলাইন মার্কেট প্লেসের দিক থেকে বাংলাদেশ দ্বিতীয় স্থানে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, যে নয় লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী ছিল আমাদের সময়ে তা নয় কোটিতে পরিণত হয়েছে। দেশের জনগনের ৬৮ ভাগই তরুণ। বাংলাদেশে তারুণ্যের যে শক্তি রয়েছে বিশ্বের অন্য কোন দেশে তা নেই। বাংলাদেশ এর আগে বিনামূল্যে সাবমেরিন ক্যাবল স্থাপনের সুযোগ হারিয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তা করেছে। এছাড়াও সারদেশে ৪০ হাজার মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপন করা হয়েছে।

‘বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী’র আওতায় আজ রবিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘আর/ভিআর/এমআর ল্যাব উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে সকাল নয়টায় প্রতিমন্ত্রী এ ল্যাব উদ্বোধন করেন।

সভায় জুনায়েদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী তরুণদের জন্য যে ক্ষেত্র তৈরি করে দিয়েছে তা কাজে লাগাতে হবে। আমরা তরুণদের জন্য প্লাটফর্ম তৈরি করে দিয়েছি। কাজের গতিকে বৃদ্ধি এবং সময় অপচয় রোধের জন্য সারাদেশে ৫ হাজার ২শ’ ৭২টি ইউনিয়নে ডিজিটাল সেন্টার ন্থাপন করা হয়েছে। সারাদেশে ২৮টি হাইটেক পার্ক স্থাপন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ২০২১ সালের মধ্যে দেশীয় প্রযুক্তি পণ্য বিদেশে রফতানি করে পাঁচ বিলিয়ন ডলার আয় করবে বলে সরকার আশা করছে।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম এমন হাইটেক ল্যাব উদ্বোধন করায় সরকারের কাছে কৃতজ্ঞা জানাচ্ছি। কেননা, এতে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে। আমাদের তরুণ সমাজের দক্ষতা বাড়বে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্কের প্রকল্প পরিচালক একেএম ফজলুল হক, প্রফেসর ইমেরিটাস ড. অরুণ কুমার বসাক, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. ওসমান গনি, রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, রাজশাহী মহানগর ও রাবি ছাত্রলীগের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/এমআর

মোংলা এবং বুড়িমারী স্থলবন্দরের ১০ জায়গায় ঘুষ দিতে হয় : টিআইবি

tibস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানিতে ঘুষ দিতে হয় ব্যবসায়ীদের। সব নথিপত্র ঠিকঠাক থাকার পরেও একেকটি গাড়ির শুল্কায়নে মোংলা কাস্টমস হাউসের ছয়টি বিভাগে ৪ হাজার টাকা এবং সেই গাড়ি ছাড় করতে বন্দরের ১০টি স্থানে ১ হাজার ৭১৫ টাকা ঘুষ দিতে হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

টিআইবির গবেষণা বলছে, কেবল গাড়ি নয়, দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা দিয়ে যে কোনো পণ্য আমদানি-রপ্তানিতে নিয়মবহির্ভূত অর্থ দিতে হয় ব্যবসায়ী কিংবা তাঁদের প্রতিনিধিদের। আমদানি পণ্যের প্রতি চালানের (বিল অব এন্ট্রি) বিপরীতে শুল্কায়নের জন্য কাস্টমসে ৩৫ হাজার ৭০০ টাকা ঘুষ দিতে হয়। সেই পণ্য বিকেল পাঁচটার মধ্যে ছাড় করতে হলে ৬ হাজার টাকা এবং এর পরে ছাড় করতে হলে বাড়তি ১ হাজার ২০০ টাকা ঘুষ দিতে হয়। এ ছাড়া বন্দরে প্রতিটি জাহাজ আগমন ও বহির্গমনে কাস্টমস হাউসে ৮ হাজার ৩৫০ টাকা ও বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ২১ হাজার টাকা ঘুষ দিতে হয়।

মোংলার পাশাপাশি বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন নিয়েও গবেষণা করেছে টিআইবি। সেখানেও পণ্য আমদানি ও রপ্তানিতে নিয়মবহির্ভূত অর্থের লেনদেন বা ঘুষের প্রমাণ পেয়েছে সংস্থাটির গবেষকেরা। এখানে আমদানি পণ্যের প্রতিটি চালানের (বিল অব এন্ট্রি) বিপরীতে শুল্ক স্টেশনে ১ হাজার ৭৫০ টাকা ঘুষ দিতে হয়। রপ্তানির বেলায় এটি দেড় হাজার টাকা। আবার আমদানি করা পণ্য ছাড় করতে স্থলবন্দরের কর্মকর্তাদের ৩০০ টাকা ঘুষ দিতে হয়। রপ্তানিতে এই ঘুষ ২০০ টাকা।

‘মোংলা বন্দর ও কাস্টম হাউস এবং বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন: আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের তথ্য-উপাত্ত তুলে ধরেন টিআইবির কর্মকর্তা মনজুর ই খোদা ও মো. খোরশেদ আলম।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

শাহজালাল ব্যাংক পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

sahjalal-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৮ লাখ ৭০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়,মিসেস তাহেরা ফারুখ নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৭ লাখ ৮০ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ২ কোটি ৮৯ লাখ ২১ হাজার ২০৫টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিএসইতে তিন-চতূর্থাংশ শেয়ারের দরই কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। দিনশেষে ডিএসইতে ৭৬ শতাংশ শেয়ারই বা তিন চতূর্থাংশ শেয়ারেরই দর কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪২ কোটি ৩৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৮২৬ কোটি ১৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৫০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৯৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫২টির। আর দর অপরিবর্তিত আছে ২০টির দর। এদিন ডিএসইতে ৭৬ শতাংশ শেয়ারই বা তিন চতূর্থাংশ শেয়ারেরই দর কমেছে।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোস, এ্যাক্টিভ ফাইন, বিবিএস ক্যাবলস, নাহি এলুমিনাম কম্পোজিট, ইনটেক অনলাইন, শাশা ডেনিমস, ন্যাশনাল টিউবস ও আমান ফিডস লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৫.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭০১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ২৬ কোটি ৭১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল খুলনা পাওয়ার ও ইনটেক অনলাইন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. খুলনা পাওয়ার
  2. ইউনাইটেড পাওয়ার
  3. ইফাদ অটোস
  4. এ্যাক্টিভ ফাইন
  5. বিবিএস ক্যাবলস
  6. নাহি এলুমিনাম কম্পোজিট
  7. ইনটেক অনলাইন
  8. শাশা ডেনিমস
  9. ন্যাশনাল টিউবস
  10. আমান ফিডস লিমিটেড।

কেডিএস এক্সেসরিজ ১৩ লাখ শেয়ার বিক্রি করবে

kds-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ১৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সেলিম রহমান নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১৩ লাখ ২ হাজার ১৬৬টি বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৯৭ লাখ ৩ হাজার ২৪৫ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে

Evince-Textile-220x140স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভেন্সি টেক্সটাইল লিমিটেড সমাপ্ত অর্থবছরে কোন লভ্যাংশ ঘোষণা না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে পরিবর্তন হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

লভ্যাংশ না দেওয়ায় এই কোম্পানিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে আনা হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল ২৪ সেপ্টেম্বর থেকে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরির পরিবর্তে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করতে হবে।

গত বছর কোম্পানিটি ৩০ জুন ২০১৮ সালের সমাপ্ত অর্থ বছরে ও শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ দেয়নি।

স্টকমার্কেটবিডি.কম/