ইভেন্সি টেক্সটাইলের নো ডেভিডেন্ট ঘোষণা

Evince-Textile-220x140স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভেন্সি টেক্সটাইল লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে। রবিবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১.০৬ টাকা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দর (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৪৪ টাকা।

আগামী ২৩ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১৫ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আর্গন ডেনিমসের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Argon-denims-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১৮ টাকা। এবছর কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬.৫৬ টাকা।

আগামী ৩০ অক্টোবর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১১ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/বি

এ্যাপেক্স ফুটওয়ার ২৯ কোটি টাকায় ভবনসহ জমি কিনবে

apex-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড ভবনসহ একটি জমি ক্রয় করবে। কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় এসব জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি গাজীপুরে টঙ্গি এলাকায় এক বিঘা জমি কিনবে। নিবন্ধন খরচসহ এ জমির মূল্য ধরা হয়েছে ২৯ কোটি টাকা।

ভবিষতে এ জমি ব্যবহার করে ব্যবসার পরিকল্পনা করেছে কোম্পানিটি। জমিটিতে ৬ তলা ভবনে প্রতিটি তলায় ১২ হাজার বর্গফুট জায়গা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লক ফ্রি হচ্ছে আইপিও’র ৮ কোম্পানির ৯ কোটি শেয়ার

ipoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসা আট কোম্পানির ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার শেয়ারের লক ইনের মেয়াদ শেষ হওয়ার পথে। চলতি বছরের শেষ তিন মাসে যোগ্য বিনিয়োগকারীদের (ইআই) কাছে থাকা এসব শেয়ার সেকেন্ডারি মার্কেটে বিক্রির উপযোগী হবে। তাছাড়া আগামী বছরেও ইআই ও অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডের কাছে থাকা উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারের লক ফ্রি হবে।

লক ইন ওঠার তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমান কটন ফাইব্রাস লিমিটেড, ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড ও এমএল ডায়িং লিমিটেড। স্টক এক্সচেঞ্জ, কোম্পানির প্রসপেক্টাস ও ইবিএল সিকিউরিটিজের রিসার্চ সূত্রে এ তথ্য জানা গেছে।

হালনাগাদ পাবলিক ইস্যু রুলস অনুসারে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসা কোম্পানিতে বিনিয়োগ করা ইআইদের ক্ষেত্রে ৫০ শতাংশ শেয়ারের ওপর কোনো ধরনের লক ইন থাকে না। আর অবশিষ্ট ৫০ শতাংশ শেয়ারের মধ্যে ২৫ শতাংশের ওপর ছয় মাস এবং বাকি ২৫ শতাংশের ওপর নয় মাসের লক ইন থাকে।

আইপিওর সম্মতিপত্র পাওয়ার সময় অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডের কাছে থাকা শেয়ারের ক্ষেত্রে এক বছর পর্যন্ত লক ইন থাকে। তাছাড়া কোম্পানির উদ্যোক্তা, পরিচালক, ১০ শতাংশ কিংবা তার বেশি শেয়ার ধারণকারী শেয়ারহোল্ডার, ইআই ও অল্টারনেটিভ ইনভেস্টমেস্ট ফান্ড ব্যতীত অন্য কোনো ব্যক্তির কাছে থাকা শেয়ারের ক্ষেত্রেও এক বছরের লক ইন প্রযোজ্য হবে।

অন্যদিকে কোম্পানির উদ্যোক্তা, পরিচালক, ১০ শতাংশ কিংবা তার বেশি শেয়ার ধারণকারী শেয়ারহোল্ডারদের ধারণ করা শেয়ার তিন বছর লক ইন থাকবে। পাশাপাশি কোম্পানির উদ্যোক্তা কিংবা পরিচালক যদি বিদ্যমান শেয়ারহোল্ডারদের বাইরে অন্য কোনো ব্যক্তিকে শেয়ার হস্তান্তর করেন, তবে হস্তান্তর করা শেয়ারের ক্ষেত্রেও তিন বছরের লক ইন প্রযোজ্য হবে। উল্লেখ্য, প্রসপেক্টাস ইস্যুর তারিখ থেকে লক ইন হিসাব করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড