ডিএসই ও সিএসইতে মূল্য সূচকের ব্যাপক পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের ব্যাপক পতন হয়েছে। দিনশেষে ডিএসইতে বেশিরভাগ শেয়ারেরই দর কমায় কমেছে সব সূচক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮০ কোটি ৮ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৭৪২ কোটি ৩৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৩৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৩.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৮৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬৫টির। আর দর অপরিবর্তিত আছে ২৩টির দর। এদিন ডিএসইতে বেশিরভাগ শেয়ারেরই দর কমেছে।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, শাশা ডেনিমস, ইফাদ অটোস, এ্যাক্টিভ ফাইন, বিবিএস ক্যাবলস, নাহি এলুমিনাম কম্পোজিট, সায়হাম টেক্সটাইল, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও আমান ফিডস লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৯.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৯১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৩৫ কোটি ৬১ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছে ২৬ কোটি ৭১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মা ও গ্রামীনফোন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রির ঘোষণা

popular-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ১৯ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সাইদ জুহুরুল হক নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১৯ হাজার ৬৩১ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৩৯ হাজার ৬৩১টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

জনতা ইন্স্যুরেন্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Janata-Insurance.স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৭ সেপ্টেম্বর এ শেয়ারের দর ছিল ১২.৮০ টাকা এবং গতকাল ২৩ সেপ্টেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১৫ টাকার উপরে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে জনতা ইন্স্যুরেন্সে লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সামিট এ্যালায়েন্স পোর্টের বোর্ড সভা ৩০ সেপ্টেম্বর

summit a pস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন শিল্প খাতের কোম্পানি সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা পৌনে দুইটায় রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

নর্দার্ণ জুটের নো ডেভিডেন্ট ঘোষণা

northern-juteস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি নর্দার্ণ জুট এন্ড ম্যানুফেক্চারিং লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৭.১৫ টাকা। এবছর কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৭.০৭ টাকা।

আগামী ৪ নভেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১৪ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/বি