২০১৭-১৮ অর্থবছরে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব: এডিবি

adbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘২০১৭-১৮ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৯ শতাংশ। এতেই বোঝা যায়, বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে। দেশের বিজনেস পলিসি ভালো। বেসরকারি বিনিয়োগও ভালো। তাই আগামীতে দেশের মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন ও অবকাঠামোগত উন্নয়নে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ অর্জন সম্ভব। আর তা করতে আসন্ন নির্বাচন কোনো প্রভাব ফেলবে না।

বুধবার (২৬ সেপ্টেম্বর) এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঢাকার কার্যালয়ে ‘এশিয়ান উন্নয়ন আউটলুক ২০১৮’র প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, এডিবি’র সিনিয়র ইকোনমিস্ট ছুন চ্যাং হং।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে। প্রবৃদ্ধি অবশ্যই ৮ শতাংশ অর্জন সম্ভব। তবে এর আগে দেশের অবকাঠামো উন্নয়ন করে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। প্রবৃদ্ধি যখন ৭ দশমিক ৯ শতাংশ অর্জন হয়েছে। তখন ৮ শতাংশ অর্জন হওয়া কঠিন কিছু নয়। সেজন্য দেশের সকল মেগা প্রকল্প বাস্তবায়ন বাড়াতে হবে। দেশের বিনিয়োগ পরিবেশ আরও ভালো করতে হবে।

অসন্ন নির্বাচনে দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে কি? এমন প্রশ্নের জবাবে মনমোহন প্রকাশ বলেন, গণতান্ত্রিক দেশে নির্বাচন গুরুত্বপূর্ণ বিষয়। দেশের মানুষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আশা করা যায় সব দলের অংশগ্রহণে একটা ভালো নির্বাচন হবে। আর এটা হলে নির্বাচন দেশের চলমান উন্নয়নে প্রভাব ফেলবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন, এডিবি’র টিম লিডার অ্যান্ড এক্সটারনাল রিলেশনস গোবিন্দ বার, প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট জয়তসানা ভার্মা প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফারইষ্ট নিটিংয়ের বাৎসরিক বোর্ড সভা ৪ অক্টোবর

fekdilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে তিনটায় রাজধানীর গুলশানে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফারমার্স ব্যাংকের ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করলো দুদক

dudokস্টকমার্কেটবিডি ডেস্ক :

চার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনায় ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী একেএম শামীমসহ ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হলে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

এর আগে, দুদকের প্রধান কার্যালয় থেকে মঙ্গলবার সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরিত নোটিশে তাদের আজ বুধবার হাজির হতে বলা হয়। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকা স্থানান্তরের সঙ্গে ব্যাংকের ঋণ জালিয়াতির সম্পৃক্ততা থাকতে পারে- এমন অভিযোগে তাদের তলব করা হয়েছে। এ তদন্তকাজে সহায়তা করছেন দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

সাবেক এমডি ছাড়া অন্য পাঁচ কর্মকর্তা হলেন, ফারমার্স ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার উম্মে সালমা সুলতানা, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারী আহমেদ, প্রাক্তন ম্যানেজার (অপারেশ) ও ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, প্রাক্তন হেড অব বিজনেস ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী সালাউদ্দীন ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়।

এর আগে গত ৬ মে দুদকের প্রধান কার্যালয়ে দুই ব্যবসায়ী মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহাকে এসকে সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকা স্থানান্তরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়

স্টকমার্কেটবিডি.কম/বি

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে বছরে ক্ষতি ৩৫ বিলিয়ন ডলার : বিশ্বব্যাংক

worldস্টকমার্কেটবিডি ডেস্ক :

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে বছরে ক্ষতি হচ্ছে ৩৫ বিলিয়ন ডলারের ব্যবসা। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে বিশ্ব ব্যাংক।

দু’দেশের নেতাদের উভয়েরই তাদের দ্রারিদ্য দূর করতে বাণিজ্য বিস্তার চাইছে। ফলে শত্রুতা ভুলে সহযোগিতার হাত বাড়ানোর কথা বলছে বিশ্বব্যাংক।

প্রতিবেদনে বলা হয়েছে, দু’দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ২ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩৭ বিলিয়ন ডলার হতে পারে যদি দিল্লি ও ইসলামাবাদ তাদের বাধা সরিয়ে দেয়।

গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করে আলাদা করে পাকিস্তানের অনুরোধে পররাষ্ট্রমন্ত্রী স্তরে আলোচনা হবে নিউইয়র্কে। এর আগে ২০১৫ সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নওয়াজ শরিফের লাহোরের বাড়িতে গিয়েছিলেন আলোচনার জন্য। কিন্তু সেই আলোচনা কার্যত সফলতার মুখ দেখেনি।

স্টকমার্কেটবিডি.কম/বি

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির সম্পদ ৩ লাখ ৭১ হাজার কোটি রুপি

mukeshস্টকমার্কেটবিডি ডেস্ক :

আবারও ভারতের শ্রেষ্ঠ ধনীর মুকুট ধরে রাখলেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। এই নিয়ে টানা সাতবার শীর্ষ ধনীর আসন ধরে রাখলেন তিনি। আম্বানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৭১ হাজার কোটি রুপিতে। বার্কলেস ও হুরুন ইন্ডিয়ার এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদনে জানানো হয়, এ বছর এক হাজার কোটি রুপি সম্পদের মালিকানায় যোগ হয়েছেন ভারতের ২১৪ জন। এখন এক হাজার কোটি রুপির ঘরে রয়েছেন ৮৩১ জন ধনী।

আজ বুধবার সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভারতের সেরা ১০ ধনীর তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে এসপি হিন্দুজা ও তাঁদের পরিবার। সম্পদের পরিমাণ ১ লাখ ৫৯ হাজার কোটি রুপি। তৃতীয় স্থানে রয়েছে এল এন মিত্তল ও তাঁর পরিবার। তাঁদের সম্পদের পরিমাণ ১ লাখ ১৪ হাজার ৫০০ কোটি রুপি। এরপর রয়েছেন আজিম প্রেমজি (৯৬ হাজার ১০০ কোটি রুপি), সান ফার্মাসিউটিক্যালসের দিলীপ সাংভি (৮৯ হাজার ৭০০ কোটি রুপি), কোটাক মাহিন্দ্র ব্যাংকের উদয় কোটাক (৭৮ হাজার ৬০০ কোটি রুপি), সাইরাস পুনওয়ালা (৭৩ হাজার কোটি রুপি), আদানি গোষ্ঠীর গৌতম আদানি (৭১ হাজার কোটি রুপি), সাইরাস পাহলানজি গোষ্ঠী (৬৯ হাজার ৪০০ কোটি রুপি) এবং শাপুরজি পাহলানজি মিস্ত্রি (৬৯ হাজার ৪০০ কোটি রুপি)।

স্টকমার্কেটবিডি.কম/বি

উভয় শেয়ারবাজারেই সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। তবে দিনশেষে ডিএসইতে সূচকের মিশ্রাবস্থা ছিল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৪ কোটি টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৪৮৭ কোটি ৯৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৪০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩১টির। আর দর অপরিবর্তিত আছে ৩৪টির দর। এদিন ডিএসইতে বেশিরভাগ শেয়ারেরই দর বেড়েছে।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, ইফাদ অটোস, শাশা ডেনিমস, রিপাবলিক ইন্স্যুরেন্স, এ্যাক্টিভ ফাইন, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম স্টিলস, বিবিএস ক্যাবলস, দ্যা ইবনে সিনা ও আমান ফিডস লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫৫৭ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৯১ কোটি ১৬ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছে ৬৪ কোটি ৪১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল খুলনা পাওয়ার ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাংলাদেশের সাথে ভারত বাণিজ্য সম্পর্ক বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী

indiaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ভারত ও বাংলাদেশের দুই বাণিজ্যমন্ত্রী। আজ থেকেই এ বিষয়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাংলাদেশ সফররত ভারতের শিল্প, বাণিজ্য ও এভিয়েশন মন্ত্রী সুরেশ প্রভাকর প্রভুর সঙ্গে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সেদেশের বাণিজ্য, শিল্প ও সিভিল এভিয়েশন মন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, ‘বৈঠকে পাটজাতীয় পণ্যের ওপর আরোপিত ভারতের এন্ট্রি ডাম্পিং শুল্ক দূর করতে প্রয়োজনীয় উদ্যোগেও রাজি হয়েছে ভারত। এছাড়া দুই দেশের পাট ব্যবসায়ীদের যৌথভাবে পাট ব্যবসা করার ব্যাপারে প্রস্তাব দিয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী। এ ব্যাপারে বাংলাদেশ রাজি থাকলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া পণ্যের মান যাচাইয়ের ক্ষেত্রে বিএসটিআই এর সনদ গ্রহণেও রাজি হয়েছে ভারত।’

আজ বুধবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে দুই দেশের মধ্যকার বাণিজ্য বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

প্রাইম ব্যাংক পরিচালকের ৫৬ লাখ শেয়ার বিক্রি

primeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৫৬ লাখ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, খোন্দকার মো: খালেদ নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৫৫ লাখ ৬৯ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ২ কোটি ৩৫ লাখ ৭ হাজার ৪১৫টি শেয়ার রয়েছে।

আগামী ৩০ অক্টোবরের মধ্যে ব্লক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইমাম বাটনের করপোরেট অফিস পরিবর্তন

imamস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের করপোরেট অফিস পরিবর্তন করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আগের কোম্পানি করপোরেট অফিস ছিল মতিঝিলে আমিন কোর্ট ভবনে। এখন মতিঝিলে ভুইয়া ম্যানসনে এই করপোরেট অফিস স্থান্তারিত করা হবে।

ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের নতুন অফিসের কার্যক্রম শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে।

স্টকমার্কেটবিডি.কম/

৫ কোটি টাকার মেশিন কিনবে স্ট্যান্ডার্ড সিরামিকস

Standard-Ceramic-Industries-Ltd-jobs-circularস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকসের কারখানার জন্য নতুন মেশিন ক্রয় করবে। ইতিমধ্যে এসব মেশিন ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কারখানার জন্য সাড়ে কোটি টাকা দিয়ে গলোস ক্লিন মেশিন কিনবে কোম্পানিটি। এছাড়া ৫০ লাখ টাকার একটি জিগারিং মেশিন কিনবে।

মেশিনগুলো কারখানায় যুক্ত হলে কোম্পানিটির উৎপাদন খরচ কমবে বলে দাবি করেছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি