সংসদীয় কূটনীতির মাধ্যমে গ্রিন ইকোনমি প্রতিষ্ঠা সম্ভব: স্পিকার

spikarস্টকমার্কেটবিডি ডেস্ক :

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জলবায়ুর পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এশিয়া-ইউরোপীয়ান পার্লামেন্টারী পার্টনারশীপ (আসেপ) একটি গুরুত্বপূর্ণ জোট। সার্বজনীন প্যারিস চুক্তির সর্বোত্তম বাস্তবায়নে আসেপ কার্যকর অবদান রাখতে পারে। একইসঙ্গে সংসদীয় কূটনীতি বিস্তারের মাধ্যমে এশিয়া ও ইউরোপের সংসদ সদস্যরা সম্মিলিতভাবে বৈশ্বিক গড় তাপমাত্রা স্থিতিশীল রেখে গ্রিন ইকোনমি প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখতে পারে। ফলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিরসন ও এসডিজি অর্জন সম্ভব হবে। যা খাদ্য নিরাপত্তা, বাণিজ্য নিরাপত্তা নিশ্চিত করত সকল প্রকার বৈষম্য ও অসমতা নিরসন করবে।

আজ দশম এশিয়া-ইউরোপীয়ান পার্লামেন্টারি পার্টনারশীপ মিটিং (আসেপ-১০)-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, ব্রাসেলসে ইউরোপীয়ান পার্লামেন্টে চলমান “ক্লাইমেট চেঞ্জ : চ্যালেঞ্জ ফর মাল্টিল্যাটারালিজম” শীর্ষক প্ল্যানারি সেশনে আরো বক্তব্য রাখেন ইউরোপীয়ান পার্লামেন্টেের প্রেসিডেন্ট মি. অ্যান্তেনিও তাজানি, স্পেন পার্লামেন্টের ডেপুটি কংগ্রেস মিজ আনা মারিয়া পান্তোর জুলিয়ান, মঙ্গোলিয়ার পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির সভাপতি ইয়োনডন পেরিলি বাটার বিলেগ, গণচীনের পররাষ্ট্র বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান মি. ঝ্যাং ঝিজু।

স্পিকার আরো বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে জনসাধারণের জীবনমানের ইতিবাচক পরিবর্তন নিয়ে কাজ করাই সংসদ সদস্যদের মূল দায়িত্ব। আর এ ক্ষেত্রে আসেপ এশিয়া ও ইউরোপীয় সংসদ সদস্যদেরকে একত্রিতভাবে একই কন্ঠে কথা বলার সুযোগ করে দিয়েছে। পরে তিনি ইউরোপীয়ান পার্লামেন্ট আয়োজিত এক প্রেসব্রিফিং এ জলবায়ুর পরিবর্তন ও এর ঝুঁকি মোকাবেলার কৌশল সম্পর্কে বক্তব্য রাখেন।

সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/বি

টার্গেট ছাড়িয়ে দেশে কর দাতা মানুষের সংখ্যা এখন ৩৩ লাখ : অর্থমন্ত্রী

Muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ৩৩ লাখ মানুষ এখন কর দেয় বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, ‘এক সময় আমাদের দেশে করদাতার সংখ্যা ছিল ১৪ লাখ। আমরা এ সংখ্যা ২০ লাখে উন্নীত করার টার্গেট নিয়েছিলাম। কিন্তু তা ছাপিয়ে বাংলাদেশে এখন করদাতার সংখ্যা ৩৩ লাখ। তবে তা অন্যান্য দেশের তুলনায় কম।’

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিফবি) এর ১১ সদস্যের টিম অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের কর দাতারা বয়সে তরুণ। বিশেষ করে যাদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে তারা করা দেয় বেশি। এটা একটা আশাব্যাঞ্জক বিষয়। তবে অন্যান্য দেশে আমাদের দেশের তুলনায় করদাতার সংখ্যা আরও বেশি।’

এসময় ব্যাংক ঋণ খেলাপি কমাতে না পারার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে মুহিত বলেন, ‘এটি মানসিকতার বিষয়।’ গল্পে গল্পে তিনি বলেন, ‘একজন ঋণ খেলাপির সঙ্গে আমার কথা হয়েছিল অনেক বছর আগে। তিনি আমাকে বলেছিলেন, এই ব্যাংক ঋণ পেতে তিনি অনেক কষ্ট করেছেন। দ্বারে দ্বারে ঘুরেছেন। কয়েক জোড়া স্যান্ডেল ক্ষয় করেছেন। এত কষ্ট করে টাকা পেয়েছি ফেরত দেব কেন? অনেকে মনে করেন এই টাকা আর ফেরত দিতে হয় না।’

ঋণ খেলাপিদের বিষয়ে পরবর্তী অর্থমন্ত্রীর জন্য কোনও পরামর্শ রেখে যাবেন কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি নভেম্বরে অফিসিয়ালি পরমর্শ দাখিল করে যাবো।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাস্টমস ডিউটি ধাপে ধাপে কমানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আগামী বছর উৎপাদনে যাবে রামপাল বিদ্যুৎকেন্দ্র

Perlamentস্টকমার্কেটবিডি ডেস্ক :

২০১৯ সালে বিদ্যুৎ উৎপাদনে যেতে পারবে রামপাল বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ সন্তোষজনক পর্যায়ে ও শেষদিকে রয়েছে উল্লেখ করে বিষয়টি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় অবহিত করা হয়। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ৪৬তম বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ সদস্য মো. তাজুল ইসলাম।

বৈঠকে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র এবং বাস্তবায়নাধীন কয়লাভিত্তিক কেন্দ্রসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে জানানো হয়, বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন বর্তমানে অব্যাহত রয়েছে। বিদ্যমান চুক্তির আওতায় ২০২১ সাল পর্যন্ত এখান থেকে ৩.২০৫ মিলিয়ন মেট্রিক টন কয়লা উত্তোলন সম্ভব হবে। এরপর বড়পুকুরিয়া কয়লা খনির উত্তর অংশে ১.৫ বর্গ কিলোমিটার এবং দক্ষিণে ৩ বর্গ কিলোমিটার মজুত এলাকা থেকে কয়লা
উত্তোলনের মাধ্যম চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হবে।

কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি এবং এম এ লতিফ এমপি বৈঠকে অংশ নেন। এছাড়া বিদ্যুৎ বিভাগের সচিব, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিবসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১০ সালে ভারতের সঙ্গে রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি হয়। সেখানে অবকাঠামোসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার কাজ প্রায় শেষের পথে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সূত্র : বাংলা ট্রিবিউন

স্টকমার্কেটবিডি.কম/বি

বিডি ফাইন্যান্সের শেয়ার বিক্রি করে দিবে হোসেন ডায়িং

bd-finance-logoস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্দোক্তা ১১ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

হোসেন ডায়িং এন্ড প্রিন্টিং মিলস নামে এ কর্পােরেট উদ্দ্যোক্তা হাতে থাকা ১১ লাখ ৮ হাজার শেয়ার বিক্রি করবে।

এই উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার আগামী ৩০ অক্টোবরের মধ্যে ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

নর্দার্ণ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা ২ অক্টোবর

northern-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নর্দার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে তিনটায় রাজধানীর মতিঝিলে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বিমাটি ইপিএস ও ন্যাভ প্রকাশ করব

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিএসইতে লেনদেন বাড়লেও সূচকের বড় পতন

dse cseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। তবে দিনশেষে ডিএসইতে সূচকের বড় ধরনের পতন ছিল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫২৫ কোটি ৩৩ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৫১৪ কোটি টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের সামান্য বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৭.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৩০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৩.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৮৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৪টির। আর দর অপরিবর্তিত আছে ৩৩টির দর। এদিন ডিএসইতে দুই-তৃতীয়াংশ শেয়ারের দরই বেড়েছে।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোস, খুলনা পাওয়ার, ইনটেক অনলাইন, এ্যাক্টিভ ফাইন, বিবিএস ক্যাবলস, শাশা ডেনিমস, এসকে ট্রিমস, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৬.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৪১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ২০ কোটি ৭১ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছে ৯১ কোটি ১৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার ও এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

দুই হাজার কোটি টাকার বন্ড বিনিয়োগকে এক্সপোজার থেকে অব্যাহতি

icbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ২ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ অনুমোদন দেয়া হয়। একই সঙ্গে এ বন্ডে করা বিনিয়োগ বাণিজ্যিক ব্যাংকের শেয়ারবাজার এক্সপোজারে অন্তর্ভুক্তি থেকে অব্যাহতির বিষয়েও সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের বিবেচনাধীন।

গতকাল অর্থ মন্ত্রণালয়ে বিআরপিডির পাঠানো চিঠিতে বলা হয়েছে, আইসিবির সাত বছর মেয়াদি ২ হাজার কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ডের অর্থ স্থিতিশীল ও দক্ষ বাজার গঠন, প্রাইমারি ও সেকেন্ডারি বাজারে বিনিয়োগ, উন্নত ও টেকসই বন্ড বাজার উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পে বিনিয়োগ করা হবে।

তাই এ বন্ডে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিনিয়োগকে একক গ্রাহক ঋণসীমা ও শেয়ারবাজার এক্সপোজারে অন্তর্ভুক্তি থেকে অব্যাহতি দেয়ার আবেদন করেছে আইসিবি। বন্ডে বিনিয়োগ হওয়ায় একক গ্রাহক ঋণসীমার বিষয়টি এক্ষেত্রে প্রযোজ্য নয়। অন্যদিকে ক্যাপিটাল মার্কেট এক্সপোজার থেকে অব্যাহতি দিতে চাইলে এ বিষয়ে সরকারের সম্মতির প্রয়োজন রয়েছে। গভর্নরের অনুমোদনক্রমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো ওই চিঠিতে এ বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যানুসারে, চলতি বছরের এপ্রিলে আইসিবির পর্ষদ ২ হাজার কোটি টাকার সাত বছর মেয়াদি পূর্ণ অবসায়নযোগ্য সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়। কুপন বিয়ারিং নন-কনভার্টেবল এ বন্ডটি সংশ্লিষ্ট নিয়ন্ত্রকদের অনুমোদনসাপেক্ষে ইস্যু করা হবে বলে জানানো হয়।

গত জুলাইয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইসিবিকে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য এ বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এ/জেড

সোমালিয়া ৩০ বছর পর বিশ্বব্যাংকের ঋণ পাচ্ছে

uuuস্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রায় ৩০ বছর পর বিশ্বব্যাংকের ঋণ পাচ্ছে আফ্রিকার গৃহযুদ্ধ-বিধ্বস্ত দেশ সোমালিয়া। সরকারের অর্থনৈতিক অবস্থা সংস্কারের জন্য আট কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা অনুমোদন দিয়েছে সংস্থাটি। এর মধ্যে সোমালিয়ার আর্থিক কাঠামো সংস্কারের জন্য ৬ কোটি মার্কিন ডলার ও অভ্যন্তরীণ রাজস্ব সমৃদ্ধ করতে ২ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সোমালিয়ার উন্নয়ন ও পুর্নগঠনের জন্য এ ঋণ অন্যতম ভূমিকা রাখবে। ‘কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক’ কর্মসূচির আওতায় রাজধানী মোগাদিসুতে বিভিন্ন সেবামূলক উন্নয়নকাজে সহায়তা করবে বিশ্বব্যাংক। শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ-জ্বালানির জন্যও অর্থায়ন করবে এ প্রতিষ্ঠান।

উল্লেখ্য, ক্ষমতার দ্বন্দ্বে ১৯৯১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ভারত মহাসাগর উপকূলের আফ্রিকান দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল বিশ্বব্যাংক। ২০০৩ সালে ফের সহায়তা চালুর কথা বললেও বিশ্বব্যাংক সেসময় সরাসরি ঋণ না দিয়ে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে এইচআইভি এইডস ভাইরাস প্রতিরোধ ও প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে মনোযোগ দেওয়ার কথা জানায়। অবশেষে সরাসরিই ঋণ অনুমোদনের সিদ্ধান্ত জানিয়ে বিশ্বব্যাংক এই বিবৃতি দিল।

স্টকমার্কেটবিডি.কম/এ

বিডি অটোকারসের নগদ ও বোনাস লভ্যাংশ

bdautoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি অটোকারস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ ও ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫২ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৪.৩০ টাকা।

আগামী ২৯ নভেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এ