বোর্ড সভায় এজেন্ডা বহির্ভূত বিষয় আলোচনা করা যাবে না

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংক ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় পূর্ব নির্ধারিত এজেন্ডার বাইরে কোনো বিষয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আলোচনা করা যাবে না। তবে জরুরি কোনো বিষয় আলোচনা করতে হলে তার যথাযথ যুক্তি কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব কোম্পানি ব্যাংকের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রজ্ঞাপনটি ব্যাংকের পর্ষদ সভায় উপস্থাপন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পর্ষদ সভায় এজেন্ডার বহির্ভূত বিষয় উপস্থাপিত হলে পর্ষদের সব সদস্য উপস্থাপিত বিষয় সম্পর্কে আগে থেকে অবহিত থাকার সুযোগ পান না। এ কারণে পরিচালকরা উপস্থাপিত বিষয়ের বিভিন্ন দিক পর্যালোচনাপূর্বক মতামত দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন।

তাছাড়া পর্ষদে কোনো প্রস্তাব উপস্থাপনের আগে ব্যাংক কর্তৃক প্রস্তাবটির বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে সে সুযোগও থাকে না। তাই এজেন্ডা বহির্ভূত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ফলে ব্যাংক ও আমানতকারীদের স্বার্থ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে।

এরকম পরিস্থিতিতে এজেন্ডা বহির্ভূত কোনো বিষয় পর্ষদ কর্তৃক বিবেচনা না করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। অতি জরুরি কোনো বিষয় যদি একান্তই বিবেচনা করতে হয় সেক্ষেত্রে যথাযথ যুক্তি কার্যবিবরণীতে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। এ প্রজ্ঞাপনটি ব্যাংকের পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় উপস্থাপন করার জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/বি

মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রে ইউনিক হোটেলের বিনিয়োগ ২৭২ কোটি টাকা

unic...smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড যৌথ মালিকানায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। এজন্য কোম্পানিটি ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডে ২৭২ কোটি টাকা ইক্যুয়িটি ইনভেস্টমেন্ট করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমতি পেয়েছে। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, গুয়ামা পিআর হোল্ডিংস বিভি এবং স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেডের কনসোর্টিয়াম ৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমতি পেয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সাইবার অ্যাটাকের ৪৩ শতাংশ এটিএম কার্ড জালিয়াতি

bibmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বড় সাইবার অ্যাটাক মোকাবিলার প্রস্তুতি নেই দেশের ২৮ শতাংশ ব্যাংকের। তবে আংশিক প্রস্তুতি আছে ৩৪ শতাংশের। তবে ৩৮ শতাংশ ব্যাংক যেকোনও ধরনের সাইবার অ্যাটাক মোকাবিলায় প্রস্তুত। বাংলাদেশ ইনিস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

রবিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘আইটি সিকিউরিটি অব ব্যাংকস ইন বাংলাদেশ থ্রেটস অ্যান্ড প্রিপিয়ার্ডনেস’ শীর্ষক এক সেমিনারে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. আবু হেনা মোহাম্মদ রাজী হাসান।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ৫০টি জালিয়াতির ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, এটিএম কার্ডে জালিয়াতির ঘটনা বেশি। প্রায় ৪৩ শতাংশ এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে ঘটেছে। এরপরেই রয়েছে মোবাইল ব্যাংকিং। প্রায় ২৫ শতাংশ ঘটনা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘটেছে। এসিপিএস ও ইএফটির মাধ্যমে প্রায় ১৫ শতাংশ জালিয়াতি ঘটছে ব্যাংকিং খাতে। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ১২ শতাংশ, ব্যাংকিং অ্যাপ্লিকেশন সফটওয়্যারে ৩ শতাংশ, সুইফট এবং অন্যান্য মাধ্যম দিয়ে ঘটছে ২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন, ‘দিন দিন বিশ্বব্যাপী আইটি ঝুঁকি বাড়ছে। বাংলাদেশের ব্যাংকিং খাতও এর বাইরে নেই। এ খাতের ওপর যেসব আক্রমণ হচ্ছে তা জটিল। বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে আলাদা গাইড লাইন তৈরি করে দিয়েছে। এগুলো সঠিকভাবে পালন করলে ঝুঁকি কমে আসবে।’

স্টকমার্কেটবিডি.কম/বি

সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির ১০০তম বৈঠক করলো

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় সংসদের কয়েকটি সংসদীয় কমিটি যেখানে চলমান মেয়াদে বৈঠক বসার ক্ষেত্রে দশকের কোটাও পূরণ করতে পারেনি সেখানে শততম বৈঠকটি করলো সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি।

রবিবার সংসদ ভবনে দশম জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত এ স্থায়ী কমিটির শততম বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর এ উপলক্ষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১০০তম বৈঠক সম্পন্ন এবং ১৬টি রিপোর্ট সংসদে উপস্থাপনের মাধ্যমে এ কমিটি একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছে এবং অডিট আপত্তির জট কমিয়ে এটিকে হালনাগাদ করতে সক্ষম হয়েছে।

বৈঠকে তিনি অন্য সদস্যদের তাদের আন্তরিকতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি এ সহযোগিতা অব্যাহত রাখতে অনুরোধ করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

দেশে প্রথমবারের মতো অটো বিলিং গ্যাস ফিলিং স্টেশন চালু

thস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে প্রথমবারের মতো অটো বিলিং সিস্টেমসহ অটো গ্যাস ফিলিং স্টেশন চালু করা হয়েছে।

রবিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে এই স্টেশন চালু করা হয়। সরকারি প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম ও ডিএস বিজনেস পয়েন্ট যৌথভাবে এই স্টেশনটি নির্মাণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘অটো বিলিং সিস্টেম চালুর মাধ্যমে এই প্রথম সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা আসছে।’ এজন্য মেঘনা পেট্রোলিয়ামকে ধন্যবাদ দিয়েছেন প্রতিমন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে মেঘনার ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ খালেদ, বিস্ফোরক পরিদফতরের প্রধান শামসুল আলম, মেঘনা পেট্রোলিয়ামের পরিচালক ইশতিয়াক আহমেদ শিমুল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, এই ফিলিং স্টেশনে অটোগ্যাস নেওয়ার সময় অটো স্লিপে বিলিং এর জন্য একটি ডিস্পেন্সিং ইউনিট স্থাপন করেছে। ইতালির তৈরি এই ডিসপেন্সিং ইউনিটের দাম ১২ লাখ টাকা।এই ফিলিং স্টেশনের অটো গ্যাসের দাম ধরা হয়েছে লিটার প্রতি ৫০ টাকা। গাড়িগুলোয় এই গ্যাস ব্যবহার করতে কনভারশন করতে হবে। এর খরচও খুব বেশি নয়। বর্তমানে ঢাকায় ৪টি অটোগ্যাস ফিলিং স্টেশন আছে।

বিস্ফোরক পরিদফতরের প্রধান শামসুল আলম বলেন, ‘অটোগ্যাস সিএনজির চেয়ে নিরাপদ। ফলে এই গ্যাসের ব্যবহার বাড়ানো দরকার।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

জেনারেশন নেক্সট ফ্যাশনের বাৎসরিক বোর্ড সভা আহবান

generationস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা চারটায় রাজধানীর গুলশানে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

সান লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রির ঘোষণা

sunlife-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ১ লাখ ২২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: মফিজুর রহমান নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১ লাখ ২২ হাজার ১৩ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ১১ লাখ ২২ হাজার ৬৯২টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর আগামী ৩১ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

লভ্যাংশ কম দেওয়ায় বি ক্যাটাগরিতে সান লাইফ ইন্স্যুরেন্স

sunlife-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিমা খাতের কোম্পানি সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি কম লভ্যাংশ দেওয়ায় বি ক্যাটাগরিতে পরিবর্তন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১ অক্টোবর থেকে কোম্পানিটি উভয় বাজারে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে এই ক্যাটাগরি পরিবর্তন করেছে। এর আগে বিমাটি জেড ক্যাটাগরিতে লেনদেন হতো।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. খুলনা পাওয়ার
  3. ইফাদ অটোস
  4. মুন্নু সিরামিকস
  5. এ্যাক্টিভ ফাইন
  6. বিবিএস ক্যাবলস
  7. ইনটেক অনলাইন
  8. কনফিডেন্স সিমেন্ট
  9. শাশা ডেনিমস
  10. এসকে ট্রিমস লিমিটেড।

ডিএসইতে লেনদেন সামান্য কমলেও বেড়েছে সিএসইতে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। তবে দিনশেষে ডিএসইতে সূচক বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৬ কোটি ৪২ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৫২৫ কোটি ৩৩ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের সামান্য কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৩৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৮৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৫টির। আর দর অপরিবর্তিত আছে ৪৪টির দর। এদিন ডিএসইতে বেশিরভাগ শেয়ারের দরই বেড়েছে।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ইউনাইটেড পাওয়ার, খুলনা পাওয়ার, ইফাদ অটোস, মুন্নু সিরামিকস, এ্যাক্টিভ ফাইন, বিবিএস ক্যাবলস, ইনটেক অনলাইনম কনফিডেন্স সিমেন্ট, শাশা ডেনিমস ও এসকে ট্রিমস লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪৮৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৩৭ কোটি ৭৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২০ কোটি ৭১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মা ও গ্রামীনফোন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড