অর্থ আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থ আত্মসাতের মামলায় স্যোসাল ইসলামী ব্যাংক লি. (প্রধান শাখা) এর সিনিয়র অফিসার (বর্তমানে চাকরিচ্যুত) জাকিয়া সুলতানাকে দুই ধারায় ১০ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. শহিদুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

পেনাল কোডের ৪০৯ ধারার অভিযোগে পাঁচ বছরের সশ্রম কারাদ- এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরো তিন মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।

দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় তাকে আরো পাঁচ বছরের কারাদন্ড এবং ব্যাংকের আত্মসাতকৃত ২ লাখ ৩৩ হাজার ৮শ ৫৬ টাকা অর্থদ- প্রদান করা হয়েছে, যা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে।

তবে আসামির উভয় সাজা একত্রে চলবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। সে হিসেবে তাকে পাঁচ বছরের কারাভোগ করতে হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। দুদকের কোর্ট ইন্সপেক্টর আশিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ চার পরিচালককে জিজ্ঞাসাবাদ

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোবাইল ফোন অপারেটর সিটিসেলের নামে এবি ব্যাংক থেকে ঋণ নিয়ে ৩৮৩ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ চার পরিচালককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কমিশনের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. সামসুল আলম সোমবার সকাল ১০টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ করছেন বলে দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান।

ওয়াহিদুল হক ছাড়া জিজ্ঞাসাবাদে উপস্থিত বাকিরা হলেন- এবি ব্যাংকের পরিচালক মো. ফিরোজ আহমেদ, সাবেক পরিচালক এম এ আউয়াল ও অধ্যাপক মো. ইমতিয়াজ হোসেন।

গত ১৭ সেপ্টেম্বর এবি ব্যাংকের ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দেয় দুদক। বাকি আটজন পরিচালকে মঙ্গল ও বুধবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। এই ১২ জনের কেউ এ মামলার আসামি নন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

গভীর সমুদ্রবন্দরসহ এসইজেড নির্মাণে চীন-মিয়ানমার সমঝোতা

myanmar-portস্টকমার্কেটবিডি ডেস্ক :

রাখাইন অঞ্চলে বঙ্গোপসাগরে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) স্থাপনে চীনের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে মিয়ানমার।

দেশটির বাণিজ্যমন্ত্রী ও এসইজেড কেন্দ্রীয় কমিটির প্রধান উ থান মিন্টকে উদ্ধৃত করে সোমবার দ্য মিয়ানমার টাইমস এখবর দিয়েছে।

উ থান বলেন, রাখাইনে কায়ুকফায়ু বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে রূপরেখা চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে রয়েছে মিয়ানমার ও চীন। এবছরের শেষ দিকে ওই চুক্তি হবে বলে আশা করা হচ্ছে। এর আওতায় চীন এসইজেড অঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গভীর সমুদ্রবন্দরের ৭০ শতাংশের মালিক হবে চীন। বাকি ৩০ শতাংশ মিয়ানমার সরকার ও স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের হাতে থাকবে।

নতুন সমঝোতা অনুযায়ী, মিয়ানমারের অর্থনৈতিক বোঝা কমাতেও চীন সহায়তা করবে। চুক্তির শর্ত চূড়ান্ত ও রূপরেখা চুক্তি সই হওয়ার বন্দর নির্মাণের কাজ শুরু হবে।

প্রাথমিক চুক্তিতে ওই বন্দরের ৮৫ শতাংশ মালিকানা চেয়েছিল চীন ছিল। কিন্তু মিয়ানমারের আপত্তির কারণে শেষ পর্যন্ত তা কমিয়ে ৭০ শতাংশ করা হয়।

প্রায় ৭ দশমিক ২ বিলিয়ন ডলার ব্যয়ে ওই গভীর সমুদ্র বন্দর নির্মাণে অর্থায়ন করবে চীনের রাষ্ট্রায়ত্ত সিআইটিআইসি গ্রুপের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম।

নতুন মালিকানা কাঠামো ও বন্দর নির্মাণে রূপরেখা চুক্তির খসড়া গত অগাস্টে এসইজেড কমিটির কাছে জমা দেওয়া হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যের পশ্চিমে যেখান কায়ুকফায়ু বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) হবে সেখান থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে গতবছর রোহিঙ্গা নিধন অভিযানে নেমেছিল দেশটির সেনাবাহিনীভ

দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি করার লক্ষ্যে শিল্প ও অবকাঠামো তৈরির জন্য ১ হাজার ৭০০ হেক্টর এলাকা নিয়ে এই শিল্পাঞ্চল গড়ে তোলা হবে।

এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তিনটি বৃহৎ প্রকল্প রয়েছে, যেগুলোর সঙ্গে চীনের স্বার্থ জড়িত। সূত্র : বিডিনিউজ২৪
স্টকমার্কেটবিডি.কম/এ/জেড

শাহজালাল ব্যাংকের নতুন এমডি শহীদুল ইসলাম

Shahidul-Islam-MDস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন এম শহীদুল ইসলাম, যিনি এতদিন বেসরকারি এই ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

শহীদুল ইসলাম সোমবার নতুন দায়িত্ব বুঝে নেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্যাংকিং খাতে ৩৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন শহীদুল শাহ্জালাল ইসলামী ব্যাংকে যোগ দেওয়ার আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে কর্মজীবন শুরু করেন শহীদুল।

সেখানে দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালনের পর ১৯৯৭ সালে প্রাইম ব্যাংক লিমিটেডে যোগ দেন তিনি। প্রাইম ব্যাংকের বিভিন্ন পদে ১১ বছর কাজ করার পর ২০০৮ সালে তিনি যোগ দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে।

দীর্ঘ কর্মজীবনে করপোরেট ক্রেডিট, এসএমই ক্রেডিট, বৈদেশিক বাণিজ্য, কনজ্যুমার ব্যাংকিং, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, সিন্ডিকেটেড ফাইন্যান্স, বৈদেশিক বিনিয়োগ, ফাইন্যান্স এবং ট্রেজারি বিষয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে শহীদুল ইসলামের ।
স্টকমার্কেটবিডি.কম/এ/জেড

ফেসবুক থেকে বিনিয়োগকারীদের সতর্ক থাকার নির্দেশ

face-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গেলো কয়েকবছরে তথ্যপ্রযুক্তির ছোঁয়া বেশ ভালোভাবেই লেগেছে শেয়াবাজারে। এখন দুই স্টক এক্সচেঞ্জেই বাড়িয়েছে অনলাইনে শেয়ার বেচাকেনার কার্যক্রম। ফলে বেড়েছে বিনিয়োগকারীদের সরাসরি অংশগ্রহণও। তবে এসব থেকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থারা।

প্রযুক্তির এসব ইতিবাচক খবরের পাশাপাশি রয়েছে নেতিবাচক ব্যবহারও। গেলো কয়েক বছরে শেয়ার বেচাকেনা নিয়ে, নানা প্রলোভন আর গুজব ঘুরছে ফেসবুকসহ অন্য যোগাযোগ মাধ্যমে।

ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়, ফেসবুক, ওয়াটসআপ, ভাইবারসহ সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যগুলো অমূলক। ডিএসই এসব মাধ্যমে কোনো ধরণের তথ্য প্রদান করে না।

আরো বলা হয়, এসব পেজের এডমিনকে অবৈধ্যভাবে তথ্য নেওয়ার অভিযোগে কপিরাইট আইন-২০০০ অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

অন্যদিকে দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলোর নামে চলছে চটকদার বিজ্ঞাপন। বেশিভাগ নাম সর্বস্য কোম্পানির শেয়ারের দাম ৩ শ থেকে ৪শ শতাংশ বাড়ার নিশ্চিত খবরে সয়লাব ফেসবুক পেজগুলো। এতে লোভে পড়ে প্রতারিত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা।

শুধু তাই নয়, টাকার বিনিময়ে “শেয়ারের নাম বা আইটেম” বিক্রি করছে কোনো কোনো ফেসবুক অ্যাডমিন। মোবাইল লেনদেন মাধ্যম ব্যবহার করে টাকার বিনিময়ে বলে দিচ্ছেন কোন শেয়ারের দাম বাড়বে, তার আগাম খবর। আর এ ফাঁদে পা দিয়ে আমছালা দুটোই হারাচ্ছেন অনেকেই।

শেয়ারবাজার বিশ্লেষকরা বলছেন, এতে যে শুধু বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্থ হচ্ছেন তা নয়, নষ্ট হচ্ছে বাজারের ভারসাম্যও। তাদের মতে, এমন প্রচারণা বন্ধে বাজার নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্টদের হতে হবে আরো মনযোগী। বিনিয়োগকারীদের চাহিদা মাথায় রেখে, পরামর্শ প্রতিষ্ঠান নিবন্ধন দেয়ার সুপারিশও করেন তারা।

স্টকমার্কেটবিডি.কম/জেড

চীনে বিশ্ব ইন্টারনেট সম্মেলন ৭-৯ নভেম্বর

141834China-to-hold-5th-World-Internet-Conferenceস্টকমার্কেটবিডি ডেস্ক :

চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের নদী তীবরর্তী শহর উঝেনে নভেম্বরে পঞ্চম বিশ্ব ইন্টারনেট সম্মেলন (ডব্লিউআইসি) অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার দেশটির এক কর্মকর্তা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশনের উপপরিচালক লিউ লিয়েহং স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
ডব্লিউআইসি’র এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ‘সাইবারস্পেসে অংশীদারমূলক ভবিষ্যতের জন্যে পারস্পারিক আস্থা ও সমন্বিত গর্ভন্যান্সের লক্ষ্য নিয়ে একটি ডিজিটাল বিশ্ব গড়ে তোলা।’

আগামী ৭ থেকে ৯ নভেম্বর এই সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। সম্মেলনে, সরকারি, আন্তর্জাতিক সংগঠন ও সংস্থা, কোম্পানি, প্রযুক্তি জগত ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে লিউ জানান।

সম্মেলনে মতবিনিময়, পারস্পারিক জ্ঞান বিনিময়, সহযোগিতা ও ডিজিটাল ক্ষেত্রগুলোর সম্পর্কে অবহিতকরণ এবং বৈশ্বিক সাইবারস্পেসে শান্তি ও উন্নয়ন বিষয়ে পরামর্শ দেয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

নতুন বাণিজ্য চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র-কানাডা

oooooooস্টকমার্কেটবিডি ডেস্ক :

২৪ বছর আগে করা উত্তর আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তি (নাফটা) সংস্কারের জন্য মেক্সিকোর ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের পর এবার নতুন চুক্তিতে দেশ দুটি। নতুন ‘ইউনাইটেড স্টেটস-মেক্সিকো-কানাডা এগ্রিমেন্ট’ (ইউএসএমসিএ) চুক্তি অনুসারে, কানাডার দুগ্ধ বাজারে আগের চেয়ে বেশি প্রবেশাধিকার পাবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের মোটরগাড়ি বাজারে বাড়বে কানাডার আধিপত্য।

উভয় দেশ চুক্তিতে পৌঁছলেও চুক্তিটি নিয়ে যৌথ কোন বিবৃতি দেয়নি যুক্তরাষ্ট্র-কানাডা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরে নাফটা চুক্তিতে পরিবর্তন আনার চেষ্টা করছিলেন। তবে অবশেষে পরিবর্তনে বদলে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন তিনি। মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথিজার ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এক যৌথ বিবৃতিতে বলেন, আজ কানাডা ও যুক্তরাষ্ট্র, মেক্সিকোর সঙ্গে মিলে ২১ শতাব্দীর জন্য একটি নতুন, আধুনিক বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে: দ্য ইউনাইটেদ স্টেটস-মেক্সিকো-কানাডা এগ্রিমেন্ট।

বিবৃতিতে আরো বলা হয়, এই চুক্তি আমাদের মজুরদের, কৃষকদের, খামারিদের ও বাণিজ্যকে একটি উন্নতমানের বাণিজ্যিক চুক্তি উপহার দেবে যেটি একটি অধিকতর মুক্ত ও ন্যায্য বাণিজ্যের সুযোগ করে দেবে। পাশাপাশি এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখবে। বিবিসি।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইফাদ অটোস
  2. ইউনাইটেড পাওয়ার
  3. খুলনা পাওয়ার
  4. এসকে ট্রিমস
  5. বিবিএস ক্যাবলস
  6. ইনটেক অনলাইন
  7. মুন্নু সিরামিকস
  8. এ্যাক্টিভ ফাইন
  9. বসুন্ধরা পেপার মিলস
  10. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। তবে দিনশেষে ডিএসইতে সূচকের মিশ্র অবস্থায় রযেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫০ কোটি ৫২ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৫১৬ কোটি ৪২ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৮৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৭টির। আর দর অপরিবর্তিত আছে ৩৭টির দর। এদিন ডিএসইতে বেশিরভাগ শেয়ারের দরই বেড়েছে।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার, খুলনা পাওয়ার, এসকে ট্রিমস, বিবিএস ক্যাবলস, ইনটেক অনলাইন, মুন্নু সিরামিকস, এ্যাক্টিভ ফাইন, বসুন্ধরা পেপার মিলস ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫৪৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৩০ কোটি ৫৯ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৭৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্স ফার্মা ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

৩,৪৪৫ কোটি টাকা আদায়ে ক্রিসেন্ট গ্রুপের সম্পদ নিলামে

janata-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্রিসেন্ট গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানের খেলাপি ঋণ আদায়ে বন্ধকি সম্পদ বিক্রির জন্য নিলাম ডেকেছে জনতা ব্যাংক। এভাবে ৩ হাজার ৪৪৫ কোটি টাকা আদায় করতে চায় ব্যাংকটি। নিলামকৃত সম্পদের মধ্যে রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার সাড়ে ১৬ শতাংশ প্লট, সাভার ও হাজারীবাগের জমি, যন্ত্রপাতিসহ কারখানা, চামড়া ও চামড়াজাত পণ্য।

ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদেরের প্রতিষ্ঠান চারটি হলো ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস, ক্রিসেন্ট ট্যানারিজ, লেক্সকো লিমিটেড ও রূপালী কম্পোজিট লেদার। এর মধ্যে রিমেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান চলচ্চিত্র পরিচালক আবদুল আজিজ। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার তিনি।

জনতা ব্যাংকের ইমামগঞ্জ করপোরেট শাখায় গ্রাহক বলতে ক্রিসেন্ট গ্রুপ একাই। গ্লোরি এগ্রো ছাড়া ক্রিসেন্টের অপর পাঁচ প্রতিষ্ঠানের খেলাপি ঋণ আদায়েই নিলাম ডেকেছে জনতা ব্যাংক। নিলামের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিমেক্স ফুটওয়্যারের খেলাপি ঋণ ১ হাজার ৯৩ কোটি টাকা, ক্রিসেন্ট লেদার প্রোডাক্টসের ৮৬৪ কোটি টাকা, ক্রিসেন্ট ট্যানারিজের ১৭০ কেটি টাকা, লেক্সকো লিমিটেডের ৪৩০ কোটি টাকা ও রূপালী কম্পোজিট লেদারের ৮৮৮ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি