কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আহবান

continental-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে তিনটায় রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বিমাটি ইপিএস ও ন্যাভ প্রকাশ করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সম্পদের পূন:মূল্যায়ন করলো ফনিক্স ফাইন্যান্স

phonixfin.jpস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স লিমিটেড ফিক্সড সম্পদের পূন:মূল্যায়ন করেছে। সম্প্রতি বিমাটি নিজেদের জমির মূল্যায়নের এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি ২০১‌৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্পদের মূল্য আগের চেয়ে ২৪,০৯,০২,৫০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করেছে। যা ইতোমধ্যে অডিট কোম্পানির নিকট তুলে ধরেছে।

আসন্ন তৃতীয় প্রান্তিকের আর্থিত প্রতিবেদনে এই উদ্বুত্ত দরটি যুক্ত করেই ন্যাভ প্রকাশ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

কেডিএস এক্সেসরিজের ঋণমান ‘এ+’ ও ‘এসটি-৩’

kds-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, কোম্পানিটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এ+’। আর স্বল্প মেয়াদি ঋণমাণ এসেছে এসটি-৩।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

স্টকমার্কেটবিডি.কম/বি

সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা

samitস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল রবিবার ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৪.৭০ টাকা।

আগামী ১০ নভেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এ

চালু হলো অপারেটর বদল সেবা এমএনপি

brtc-1-535x330-640x395স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

গতকাল মধ্যরাত অর্থাৎ ১২টা ১ মিনিট থেকে দেশের মোবাইল গ্রাহকদের জন্য চালু হয় ‘এমএনপি’ তথা নম্বর ঠিক রেখে অপারেটর বদল সেবা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনা অনুযায়ী এ সেবা চালু করা হলো।

এমএনপি সেবার আওতায় গ্রাহক তার নিজের বর্তমান অপারেটরের সেবা পছন্দ না হলে ওই নম্বর ঠিক রেখেই পছন্দমতো অপারেটরে চলে যেতে পারবেন। এর ফলে অপারেটরদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে এবং গ্রাহকসেবার মানও আগের চেয়ে ভালো হবে বলে মনে করছেন বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহুরুল হক।

এমএনপি সেবা নিতে গ্রাহককে প্রতিবার গুনতে হবে ১৫৭ টাকা ৫০ পয়সা। এক্ষেত্রে এমএনপি চার্জ ৫০ টাকার সঙ্গে ১৫ শতাংশ হারে ভ্যাট হিসেবে আরও সাড়ে সাত টাকা খরচ করতে হবে। আর সিম পরিবর্তন বা রিপ্লেসমেন্টের বিপরীতে কর ১০০ টাকা। এক্ষেত্রে তিন দিন তথা ৭২ ঘণ্টা সময় লাগবে। তবে ২৪ ঘণ্টার মধ্যে অপারেটর বদলাতে চাইলে আরও অতিরিক্ত ১০০ টাকা গুনতে হবে। তখন গ্রাহকের ব্যয় হবে ২৫৭ টাকা ৫০ পয়সা; কারণ দ্রুত সেবা দেওয়ার জন্য গ্রাহকেরে কাছ থেকে ১০০ টাকা বাড়তি নেবে এমএনপি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন।

তথ্যমতে, অপারেটর পরিবর্তন করে অন্য অপারেটরে গেলে কমপক্ষে ৯০ দিন সেখানে থাকতে হবে। অর্থাৎ অপারেটর পরিবর্তন করার পর যদি মনে হয় নতুন অপারেটরের সেবা ভালো নয়, তার পরও গ্রাহক ৯০ দিনের আগে অপারেটর বদলাতে পারবেন না।
তবে ৯০ দিন পেরিয়ে গেলে আবার অন্য অপারেটর বা পুরোনো অপারেটরে ফেরত যেতে পারবে গ্রাহক।

স্টকমার্কেটবিডি.কম/বি