1. সামিট পাওয়ার
  2. খুলনা পাওয়ার
  3. শাশা ডেনিমস
  4. ইউনাইটেড পাওয়ার
  5. ড্রাগন সোয়েটার স্পিনিং
  6. নূরানী ডায়িং
  7. ভিএফএস থ্রেডস
  8. ইফাদ অটোস
  9. সিলভা ফার্মা
  10. সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড।

সূচক মিশ্রাবস্থায় থাকলেও কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্য দিবসে শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। তবে দিনশেষে ডিএসইতে সূচকগুলো মিশ্র অবস্থায় ছিল। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৬২ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৬৪৪ কোটি ৯৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯২২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৪টির। আর দর অপরিবর্তিত আছে ৫৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সামিট পাওয়ার, খুলনা পাওয়ার, শাশা ডেনিমস, ইউনাইটেড পাওয়ার, ড্রাগন সোয়েটার স্পিনিং, নূরানী ডায়িং, ভিএফএস থ্রেডস, ইফাদ অটোস, সিলভা ফার্মা ও সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮০১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ২২ কোটি ২১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২৯ কোটি ৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ব্যাংক এশিয়ার তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আহবান

bank_asia_logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ব্যাংকটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ প্রকাশ করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এমআই সিমেন্টের বাৎসরিক বোর্ড সভা ২০ অক্টোবর

mi cementস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি এমআই সিমেন্ট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন সকাল ১০ টায় রাজধানী মতিঝিলে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে এমআই সিমেন্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

এসএস স্টিলসের আইপিও সাবস্ক্রিপশন শুরু ২৮ অক্টোবর

SS stillস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এসএস স্টিলস লিমিটেডকে ২৫ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি এই আইপিও সাবস্ক্রিশনের দিনও নির্ধারণ করে দিয়েছে কমিশন।

কোম্পানি সূত্র জানা যায়, এসএস স্টিলস লিমিটেডের আইপিও সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ২৮ অক্টোবর। আর বিনিয়োগকারীরা এই আবেদন জমা দিতে পারবেন ৭ নভেম্বর পর্যন্ত।

এর আগে গত ১৭ জুলাই বিএসইসির ৬৫১তম নিয়মিত সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ারবাজার থেকে উত্তোলিত ২৫ কোটি টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, এসএস স্টিলস লিমিটেডের ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৫.৩৫ টাকা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ১.২০ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ লিমিটেড ।

স্টকমার্কেটবিডি.কম/

কেডিএস এক্সেসরিজের ৫২ লাখ শেয়ার হস্থান্তর সম্পন্ন

kds-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৫২ লাখ শেয়ার হস্থান্তর সম্পন্ন করেছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মিসেস হাসিনা ইকবাল নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৫২ লাখ ৬২ শেয়ার হস্থান্তর করেন। হাতে থাকা সব শেয়ার তিনি তার পিতাকে হস্থান্তর করেন।

সিএসইর অনুমোদের পরে ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ উপহার হিসাবে শেয়ার হস্থান্তর করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনসিসি ব্যাংকের ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

ncc1-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সোহেলা হোসেন নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

সায়হাম টেক্সটাইলের বাৎসরিক বোর্ড সভা ২৪ অক্টোবর

saihamস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা তিনটায় রাজধানী গুলশানে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে সায়হাম টেক্সটাইল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্যাসিফিক ডেনিমসের বাৎসরিক বোর্ড সভা ১৮ অক্টোবর

pacificস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে তিনটায় রাজধানী গুলশানে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে প্যাসিফিক ডেনিমস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ন্যাশনাল টি কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা

NTCস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬.০৮ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৫৩.২৮ টাকা।

আগামী ২২ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ