‘দেশের অর্থনীতির উন্নয়ন নির্ভর করে চট্টগ্রাম বন্দরের ওপর’

uuuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেছেন, দেশের সামগ্রীক অর্থনীতির উন্নয়ন নির্ভর করে চট্টগ্রাম বন্দরের ওপর। চট্টগ্রাম বন্দর যদি ঠিক কাজ না করে দেশের আমদানি-রপ্তানি ব্যাহত হবে।

আজ সোমবার সকালে ‘উন্নয়ন রোডম্যাড-চট্টগ্রাম বিভাগ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ভিশন ২০২১ ও ২০৪১ এর আলোকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটি চট্টগ্রাম চেম্বারের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করে।

তিনি বলেন, রাজধানীর বাইরের সঙ্গে যোগাযোগ না থাকলে সরকারে জড়তা এসে যায়। প্রধানমন্ত্রীর পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব নয়। তার পক্ষে সংসদ সদস্য, দল, জনপ্রতিনিধি ও আমলারা যোগাযোগ রাখেন। শিক্ষা, প্রশিক্ষণে জোর দিয়ে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। ব্যাংক সুদের হার কার্যকর করতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হবে।

চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে ও আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক, সংসদ সদস্য টিপু মুন্সীর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, বিজিএমইএর সহ-সভাপতি মোহাম্মদ নাছির, ব্যবসায়ী নেতা এএম মাহাবুব চৌধুরী, এমএ সালাম, মাহফুজুল হক শাহ, অহিদ সিরাজ চৌধুরী, একেএম আকতার হোসেন, শওকত হোসেন, ডা. মঈনুল ইসলাম মাহমুদ, সৈয়দ ছগীর আহমদ, আবিদা মোস্তফা, শামীমা হারুণ লুবনা প্রমুখ।

সেমিনারে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক, সংসদ সদস্য টিপু মুন্সী বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির লাইফলাইন। দেশের উন্নয়নে চট্টগ্রামের ভূমিকা অপরিহার্য।

সংসদ সদস্য শামসুল হক চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর এগিয়ে যাচ্ছে। কর্ণফুলীতে ক্যাপিটাল ড্রেজিং শুরু হয়েছে। এখন নদী উঁচু হয়ে গেছে শহর নিচু হয়ে গেছে। এ সমস্যার সমাধান হচ্ছে।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা বলে। নব্বইয়ের দশকে গ্যাস না দিয়ে গার্মেন্ট শিল্পের সঙ্গে বিমাতাসুলভ আচরণ হয়েছে। এখন ওজন স্কেলের কারণে আমরা সাফার করছি। প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার ১ বছরের মধ্যে এলএনজি এসেছে। ইকোনমিক জোনগুলো দ্রুত চালু করতে হবে।

চট্টগ্রামের উন্নয়ন আঞ্চলিক নয় মন্তব্য করে তিনি বলেন, বে টার্মিনাল আলাদা বন্দর হবে। এখানে ৫০ হাজার টনের জাহাজ আসতে পারবে। যে সুযোগ দেশের আর কোথাও নেই। এটি প্রকৃতিপ্রদত্ত। এটি হলে ৫০ বছর বন্দর নিয়ে চিন্তা করতে হবে না।

‘রোডম্যাপ ফর ডেভেলপমেন্ট: প্রমোটিং সাসটেইনেবল গ্রোথ অব বাংলাদেশ’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রফেসর ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দিন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

  1. খুলনা পাওয়ার
  2. সামিট পাওয়ার
  3. ইউনাইটেড পাওয়ার
  4. শাশা ডেনিমস
  5. ড্রাগন সোয়েটার স্পিনিং
  6. ইফাদ অটোস
  7. সিলভা ফার্মা
  8. এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস
  9. ভিএফএস থ্রেডস
  10. বেক্সিমকো লিমিটেড।

নতুন মজুরি কাঠামো বাস্তনবায়ন চ্যালেঞ্জ হবে বলে মনে করছে বিজিএমইএ

oooস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন মজুরি বাস্তবায়ন করা চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে ‘পোশাক শিল্পের ন্যূনতম মজুরি ও বর্তমান পরিস্থিতি’ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

বিজিএমইএ সভাপতি বলেন, কারখানা সংস্কার, মজুরি বৃদ্ধিসহ নানা কারণে ২০১৪-১৮ সাল এই চার বছরে প্রায় ১২শ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। আমাদের আশঙ্কা ভবিষ্যতে আরও অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তাই নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন বিশাল চ্যালেঞ্জ হবে।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, ঘোষিত মজুরি নিয়ে দুই-একটি শ্রমিক সংগঠন উদ্দেশ্যমূলকভাবে ভুল তথ্য দিয়ে পোশাক শ্রমিকদের উস্কানি দেয়ার চেষ্টা করছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই শ্রমিক নেতারা শ্রমিকদের নিয়ে এ ধরনের বক্তব্য দিচ্ছে।

তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, পোশাক শিল্পে নিম্নতম মজুরি নিয়ে কয়েকটি মহল থেকে বিভিন্ন রকম বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এতে জনমনে গভীর সংশয় সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, সব পক্ষের সাথে আলোচনা করেই প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রমিকদের মজুরি ৮ হাজার টাকা নির্ধারন করা হয়েছে। কারখানা মালিকরাও তা মেনে নিয়েছে। কিন্তু কয়েকটি এনজিও এবং শ্রমিক সংগঠনের নেতারা মজুরি বিষয়ে প্রপাগান্ডা ছড়িয়ে এবং শ্রমিকদের উস্কানি দিচ্ছে। পোশাক খাতকে অস্থিতিশীল করার লক্ষে তারা এ ধরনের হীন কাজ করছে।

এসময় ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৮ বছরে পোশাক শিল্পে মজুরি ৩৮১ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। এর মধ্যে ২০১৩ সাল থেকে প্রতি বছর ৫ শতাংশ হারে মজুরি বাড়ছে বলে জানায় বিজিএমইএ।

‘জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন’ নামের একটি শ্রমিক সংগঠন আংশিক সত্য, বিকৃত ও ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে অভিযোগ করে বিজিএমইএ সভাপতি বলেন, সংগঠনটি বিভিন্ন ভুল তথ্য সম্বলিত প্রচারপত্র বিলি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা এই ঔদ্ধত্য কোথায় পেল?

‘২০১০-১৮ সাল পর্যন্ত পোশাক শিল্পের মজুরি বৃদ্ধির হার ৩৮১ দশমিক ৩৫ শতাংশ। তারপরও তথা কথিত শ্রমিক নেতারা মিথ্যা তথ্য দিয়ে এ খাতকে অস্থির করার পাঁয়তারা করছে।’

গত শুক্রবার প্রেসক্লাবের সামনে মজুরি বাড়ানোর দাবিতে ওই শ্রমিক সংগঠনের ব্যানারে সমাবেশ করেছিল পোশাক শ্রমিকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি ফারুক হাসান, মঈনুদ্দিন আহমেদ ও মাহমুদ হাসান খান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

রাজধানীতে জ্বালানি ও আবাসন শিল্পের প্রদর্শনী

economicsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী বিকল্প নির্মাণ উপকরণ সামগ্রী নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করছে সেমস গ্লোবাল।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আগামী ২৫ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বিদ্যুৎখাত, আলোকসজ্জা, নিরাপত্তা সামগ্রী, জ্বালানি ও আবাসন সামগ্রী নিয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সোমবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান সেমস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেহরুন-এন ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ, জাপান, আমেরিকাসহ মোট ১৯টি দেশের উদ্যোক্তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক এই প্রদর্শনীতে থাকছে বিদ্যুৎ উৎপাদন ও উপকরণ, সৌর বিদ্যুৎ, জ্বালানি, আলোকসজ্জা, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ সামগ্রী, নির্মাণকৌশল যন্ত্রাংশ। মোট ২২০টি প্রতিষ্ঠানের ৪৮০টি স্টলের এই প্রদর্শনীর মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পারবেন আগতরা।

মেহরুন-এন ইসলাম বলেন, দর্শনার্থীরা প্রদর্শনীগুলো উপভোগ করতে পারবেন রেজিস্ট্রেশনের মাধ্যমে। তাদের www.e-registrations.com অথবা ভেন্যুতে সরাসরি রেজিস্ট্রেশন করার সুযোগ থাকছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেমস গ্লোবালের নির্বাহী পরিচালক তানভির কামরুল ইসলাম, হেড অব মার্কেটিং নঈম শরীফ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

বাজার মূলধন বেড়েছে ব্যাংক-বীমা-আর্থিক প্রতিষ্ঠানের

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মুনাফা তুলে নেয়ার প্রবণতায় দিনশেষে সূচক ধরে রাখতে পারেনি দুই শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেষ পর্যন্ত ব্রড ইনডেক্স ছাড়া বাকি দুটো সূচকই পয়েন্ট হারায়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক অনেক বেশি কমেছে। দিন শেষে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, সিমেন্ট, বস্ত্র ও তথ্যপ্রযুক্তি ছাড়া সব খাতের বাজার মূলধন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, টানা এক মাস নিম্নমুখী থাকার পর চলতি মাসের প্রথম দুই সপ্তাহে শেয়ারবাজারের সূচক বাড়ছে। তবে আগের তিন কার্যদিবসের ধারাবাহিকতায় গতকালও দিনশেষে মুনাফা তুলে নেয়ার চাপ অব্যাহত ছিল।

বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজার স্থিতিশীল করতে ইস্যু করতে যাওয়া ২ হাজার কোটি টাকার বন্ডের ৭৫ শতাংশই সেকেন্ডারি বাজারে বিনিয়োগ করবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। বর্ধিত এ তারল্যপ্রবাহের খবর আর্থিক খাতের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াচ্ছে।

খাতভিত্তিক চিত্র পর্যালোচনায় দেখা গেছে, ব্যাংকিং খাতের বাজার মূলধন ১ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে। তার চেয়ে বেশি বেড়েছে ব্যাংক-বহির্ভূত আর্থিক খাতের কোম্পানিগুলোর গড় বাজার মূলধন, ১ দশমিক ৬৪ শতাংশ। শতাংশের বিচারে কম বাড়লেও ইতিবাচক ধারায় ছিল বীমা খাতের শেয়ারগুলোও। এর বাইরে সিমেন্ট কোম্পানিগুলোর শেয়ারদর গড়ে দশমিক ৯২ শতাংশ বেড়েছে। দশমিক ৩৬ শতাংশ বেড়েছে বস্ত্র খাতের কোম্পানিগুলোর বাজার মূলধন।

অন্যদিকে দর সবচেয়ে বেশি কমেছে সেবা-আবাসন খাতের কোম্পানিগুলোর শেয়ারদর, গড়ে ২ দশমিক ৯৫ শতাংশ। এর বাইরে সিরামিক, বিদ্যুত্-জ্বালানি, চামড়া খাতের বাজার মূলধন কমেছে ১ শতাংশের বেশি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ড্রাগন সোয়েটারের বাৎসরিক বোর্ড সভা ২৭ অক্টোবর

dragonস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং মিলস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর মালিবাগে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে ড্রাগন সোয়েটার লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

সুহৃদ ইন্ডাস্ট্রিজের বাৎসরিক বোর্ড সভা আহবান

suridস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন সন্ধ্যা ৬টায় রাজধানীর ধানমন্ডিতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

জিপিএইচ ইস্পাতের বাৎসরিক বোর্ড সভা ২৭ অক্টোবর

gphস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন সকাল ১০টায় রাজধানীর গুলশানে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে জিপিএইচ ইস্পাত লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

চীনের সঙ্গে ৫০০ মিলিয়ন ডলারের প্রকল্প বাতিল মিয়ানমারের

uuuuuস্টকমার্কেটবিডি ডেস্ক :

চীনের একটি ঠিকাদার কোম্পানির সঙ্গে ৫০০ মিলিয়ন ডলার মূল্যের একটি বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিল করেছে মিয়ানমার সেনাবাহিনী। উভয়পক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা পত্র লঙ্ঘনের অভিযোগে প্রকল্পের কাজ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

জানা গেছে, ইয়াঙ্গুনে মায়াইয়েইক নিয়ো বহুতল ভবন প্রকল্পটি ১৩ একর জায়গাজুড়ে নির্মাণ হওয়ার কথা ছিল। এখানে ১২টি ভবন নির্মাণ করা হবে, যেগুলোর উচ্চতা ৩৮২ থেকে ৪১২ ফুট। এগুলো ছিল মিয়ানমার সেনাবাহিনীর মালিকানাধীন। প্রকল্পটির জন্যে কাজ করছিল জায়েকাবার কোম্পানি।

সংস্থার চেয়ারম্যান ইউ খিন সোয়ে জানান, ২০২০ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল। ইয়াঙ্গুনের জন্য এটা অনেক বড় বিনিয়োগ। এখানে হোটেল ও সার্ভিস অ্যাপার্টমেন্ট থাকবে। প্রকল্পটির ঠিকাদার কোম্পানি ছিল চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন। এই প্রকল্পের ৪০ শতাংশ বিনিয়োগ আসছে জায়েকাবারের পক্ষ থেকে। আর বাকি ৬০ শতাংশ দিচ্ছে চিনা কোম্পানি।

এক সংবাদ সম্মেলনে মিয়ানমারের সেনাবাহিনী জানায়, চীনা নির্মাণ কোম্পানিকে মে মাসে জানিয়ে দেওয়া হয়েছে প্রকল্পটি সংশ্লিষ্ট কোনও কাজ না করতে। কারণ, প্রকল্পটি বাতিল করা হয়েছে।

চীনের হুনান প্রদেশের ভাইস গভর্নরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল গত মাসে প্রকল্পটি পরিদর্শন করার এক সপ্তাহের মধ্যে এই ঘোষণা করল মিয়ানামার সেনাবাহিনী। উল্লেখ্য, চীনের প্রতিনিধি দলের মিয়ানমার সফরের পর সেই প্রকল্পটির নাম পরিবর্তন করে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিএসইতে ৪৯৩ ও সিএসইতে ২২ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯৩ কোটি টাকা। দিনশেষে ডিএসইতে সূচকের বড় ধরণের পতন হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন কমলেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৩ কোটি ৩৯ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৫৭৬ কোটি ৬২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬১.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৪৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৯৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৭টির। আর দর অপরিবর্তিত আছে ৩৭টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, শাশা ডেনিমস, ড্রাগন সোয়েটার স্পিনিং, ইফাদ অটোস, সিলভা ফার্মা, এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, ভিএফএস থ্রেডস ও বেক্সিমকো লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৯.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫৮২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ২২ কোটি ১৫ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছে ২২ কোটি ২১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সামিট পাওয়ার ও সায়হাম টেক্সটাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড