গ্লোবাল হেবি কেসিক্যালসের বাৎসরিক বোর্ড সভা ২৮ অক্টোবর

Global-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি গ্লোবাল হেবি কেসিক্যালস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর পল্টনে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে গ্লোবাল হেবি কেসিক্যালস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. খুলনা পাওয়ার
  2. সামিট পাওয়ার
  3. ইউনাইটেড পাওয়ার
  4. এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস
  5. ভিএফএস থ্রেডস
  6. স্কয়ার ফার্মা
  7. সিলভা ফার্মা
  8. বিবিএস ক্যাবলস
  9. ইনটেক অনলাইন
  10. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইতে ৪৯২ ও সিএসইতে ৩৪ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯২ কোটি টাকা। দিনশেষে ডিএসইতে সূচকের উত্থান হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯২ কোটি ৫২ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪৯৩ কোটি ৩৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৫৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯০৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫২টির। আর দর অপরিবর্তিত আছে ৪৯টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, ভিএফএস থ্রেডস, স্কয়ার ফার্মা, সিলভা ফার্মা, বিবিএস ক্যাবলস, ইনটেক অনলাইন ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬১৬ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছে ২২ কোটি ১৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক ও সামিট পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বিডি ফাইন্যান্সের শেয়ার কিনবে মেহমুদ ইন্ডাস্ট্রিজ

bd-finaceস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্দোক্তা ২৭ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মেহমুদ ইন্ডাস্ট্রিজ নামে এ কর্পােরেট উদ্দ্যোক্তা মোট ২৭ লাখ ৯০ হাজার ৬৭৯টি শেয়ার ক্রয় করবে।

এই উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনসিসি ব্যাংক ভবনসহ জমি কিনবে

ncc1-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড ভবনসহ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি টাকা। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই ব্যাংকটি রাজধানীর গুলশানে অবস্থিত ৩৭.১১ ছটাক জমি কিনবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে মোট ১৬ কোটি ২৬ লাখ টাকা।

ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে জমিটি কিনবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউনিক হোটেলের বাৎসরিক বোর্ড সভা ২৩ অক্টোবর

unic...smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা শিল্প খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে ইউনিক হোটেল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিবিএস ক্যাবলসের বাৎসরিক বোর্ড সভা ২৩ অক্টোবর

bbsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর বাড্ডায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে বিবিএস ক্যাবলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

মালেক স্পিনিংয়ের বাৎসরিক বোর্ড সভা ২৪ অক্টোবর

malekস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা পৌনে ৩টায় রাজধানীর তেজগাঁয়ে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে মালেক স্পিনিং লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি