মুন্নু স্টাফলার্সের ৩৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

munnoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মুন্নু স্টাফলার্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.৭৪ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৫৩.৩০ টাকা।

আগামী ৬ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

শেয়ার হস্থান্তর করবেন পূবালী ব্যাংক পরিচালক

pubali bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের একজন পরিচালক ১ কোটি ১৩ লাখ শেয়ার হস্থান্তরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সৈয়দ মোয়াজ্জেম হোসেন নামে এই পরিচালক হাতে থাকা প্রতিষ্ঠানটির ১ কোটি ১৩ লাখ শেয়ার হস্থান্তর করবেন। এসব শেয়ার তিনি তার কন্যা তাকে হস্থান্তর করবেন।

ডিএসইর অনুমোদের পরে ৩১ অক্টোবরের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ উপহার হিসাবে শেয়ার হস্থান্তর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

এটলাস বাংলার বাৎসরিক বোর্ড সভা ৫ নভেম্বর

atlasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এটলাস বাংলা লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৫ নভেম্বর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৫টায় রাজধানীতে কারয়ানবাজার কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে এটলাস বাংলা লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ও ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

মতিন স্পিনিংয়ের বোর্ড সভা ৪ নভেম্বর

matin-spinning-logo-mmস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৪ নভেম্বর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে মতিন স্পিনিং মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. খুলনা পাওয়ার
  2. এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস
  3. লংকা বাংলা ফাইন্যান্স
  4. শাহজালাল ইসলামী ব্যাংক
  5. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  6. বেক্সিমকো লিমিটেড
  7. সামিট পাওয়ার
  8. ইউনাইটেড পাওয়ার
  9. বিবিএস ক্যাবলস
  10. গ্রামীনফোন লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। দিনশেষে ডিএসইতে সূচকেরও উত্থান হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৫ কোটি ১০ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৩৬৮ কোটি ২ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২২৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৭৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৯টির। আর দর অপরিবর্তিত আছে ৪২টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –খুলনা পাওয়ার, এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, লংকা বাংলা ফাইন্যান্স, শাহজালাল ইসলামী ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, সামিট পাওয়ার,ইউনাইটেড পাওয়ার, বিবিএস ক্যাবলস ও গ্রামীনফোন লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৬৪ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৮লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছে ২১ কোটি ৯৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল তাকাফুল ইন্স্যুরেন্স ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

শাহজিবাজার পাওয়ারের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

sahjibazerস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ বোনাস ও ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.১০ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৩২.৯৫ টাকা।

আগামী ২৭ জানুয়ারি কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা

BBSস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯০ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৫.৯৭ টাকা।

আগামী ২৩ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ