ওয়াটা কেমিক্যালসের বোনাস ও নগদ লভ্যাংশ ঘোষণা

wata-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৫১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৭৬.৫৫ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন পরে জানানো হবে। তবে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

সালভো কেমিক্যালসের ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

salvoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি সালভো কেমিক্যালস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৮ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১২.১২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

কনফিডেন্স সিমেন্টের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

confidence-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৯৩ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৭৬.০০ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

বিডিকম অনলাইনের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

bdcomস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানিবিডিকম অনলাইন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৫.৫৫ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

সিটি জেনারেলের শেয়ার কিনবে আনোয়ার সিমেন্ট

citi-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের একজন পরিচালক ৯ লাখ ৭৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, হোসেন মেহমুদ নামে আনোয়ার সিমেন্টের এই উদ্দ্যোক্তা পরিচালক ৯,৭৫,০০০ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

কাসেম ইন্ডাস্ট্রিজের ১ম প্রান্তিক বোর্ড সভা ৭ নভেম্বর

qasem 1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৭ নভেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বিকাল ৩টায় রাজধানীর বনানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১ম প্রান্তিক বোর্ড সভা ৭ নভেম্বর

altexস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৭ নভেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বিকাল ৩টায় রাজধানীর বনানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

  1. খুলনা পাওয়ার
  2. মুন্নু সিরামিকস
  3. ইনটেক লিমিটেড
  4. দ্যা পেনিনসুলা চিটাগাং
  5. সায়হাম টেক্সটাইল
  6. আলিফ ইন্ডাস্ট্রিজ
  7. নূরানী ডায়িং
  8. বিবিএস ক্যাবলস
  9. গ্রামীনফোন লিমিটেড
  10. সামিট পাওয়ার লিমিটেড।

ডিএসইতে ৪৪২ ও সিএসইতে ২৩ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৪৪২ কোটি টাকা দাঁড়িয়েছে। দিনশেষে ডিএসইতে সূচকের উত্থান হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪২কোটি ৭১ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৩৭১ কোটি ৭১ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৬০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯১ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১০টির। আর দর অপরিবর্তিত আছে ৩০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –খুলনা পাওয়ার, মুন্নু সিরামিকস, ইনটেক লিমিটেড, দ্যা পেনিনসুলা চিটাগাং, সায়হাম টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, নূরানী ডায়িং, বিবিএস ক্যাবলস, গ্রামীনফোন লিমিটেড ও সামিট পাওয়ার লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪৭ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছে ১৪ কোটি ৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সায়হাম টেক্সটাইল ও প্রাইম ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ডেল্টা লাইফের নতুন চেয়ারম্যান নুরুদ্দিন খান

Chairman of Delta Life_Lt. Gen. (Retd) Nooruddinস্টকমার্কেটবিডি ডেস্ক :

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান লে. জেনারেল এম. নুরুদ্দিন খান।

গতকাল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৩৪তম বোর্ড সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন এবং উক্ত সভায় কোম্পানির চেয়ারম্যান হিসেবে পরিচালনা পর্ষদ কর্তৃক সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।

তিনি প্রাক্তন সেনাপ্রধান, সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী। সংবাদ বিজ্ঞপ্তি।

স্টকমার্কেটবিডি.কম/