ক্ষমতায় এলে ব্যাংকগুলোকে একীভূতকরণের কাজ শুরু হবে: অর্থমন্ত্রী

Muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ব্যাংকগুলোকে একীভূতকরণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘যদি অন্য কেউ ক্ষমতায় আসে, তাহলে তাদের জন্য ব্যাংক সংস্কারের বিষয়ে একটি প্রতিবেদন দিয়ে যাবো। দেশের অর্থনীতির আকারের তুলনায় বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা বেশি।’

বৃহস্পতিবার (১ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে দেশের বিভিন্ন গণমাধ্যমে অর্থনীতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যনির্বাহী কমিটির সঙ্গে আলাপকালে তিনি এসব কথা করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘এরপরও রাজনৈতিক বিবেচনায় ব্যাংক অনুমোদন দিতে হচ্ছে। সম্প্রতি চার ব্যাংক অনুমোদনের ক্ষেত্রে সুপারিশ করতে তিনি বাধ্য হয়েছেন বলেও জানান অর্থমন্ত্রী। এসব ব্যাংকের অনুমোদনে অর্থমন্ত্রী খুশি নন বলেও জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এভাবে ব্যাংকের অনুমোদন দেওয়ায় আমি খুবই অখুশি। এসব ব্যাংককে শিগগিরই মার্জার (এককীভূত করা) শুরু হবে। পলিটিক্যাল গ্রাউন্ডে এসব ব্যাংক অনুমোদন দেওয়া হচ্ছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘অনেক মিনিস্টারই ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত। সংখ্যা বেশি হওয়ায় ব্যাংকগুলো একীভূত করা হবে। এজন্য আইন ঠিকঠাক করা হচ্ছে।’

উল্লেখ্য, সমালোচনা উপেক্ষা করে গত ২৯ অক্টোবর গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন চার ব্যাংক অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত হয়। চার ব্যাংক হলো– কমিউনিটি ব্যাংক অব বাংলাদেশ, দ্য বেঙ্গল ব্যাংক, পিপলস ব্যাংক এবং দ্য সিটিজেন ব্যাংক।

বৈঠকে ইআরএফের সভাপতি সাইফুল ইসলাম দিলালের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মোবাইল ফোন টাওয়ার শেয়ারিং লাইসেন্স পেলো ৪ প্রতিষ্ঠান

btclস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইডটকো বাংলাদেশ, টিএএসসি সামিট টাওয়ারস, কীর্তনখোলা টাওয়ার বাংলাদেশ ও এবি হাইটেক কনসোর্টিয়াম নামের চার প্রতিষ্ঠান মোবাইল ফোন টাওয়ার শেয়ারিং লাইসেন্স পেয়েছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) রাজধানীর রমনায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সম্মেলন কক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে লাইসেন্স তুলে দেন। এসময় মন্ত্রী বলেন, ‘টেলিযোগাযোগ খাতে আরেকটি মাইলফলক অর্জন হলো। এ খাতে নতুন কোনও আইনগত বিষয় আর বাকি নেই।’

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক, টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারসহ বিটিআরসির কমিশনার ও মহা-পরিচালকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইডটকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাহুল চৌধুরী, টিএএসসি সামিট টাওয়ারসের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম, এবি হাইটেক কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান মোল্লা এবং কীর্তনখোলা টাওয়ার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সালমান করিম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে লাইসেন্স নেন।

দেশে টাওয়ার শেয়ারিং সেবাদানের জন্য লাইসেন্স পেতে ৮টি প্রতিষ্ঠান বিটিআরসিতে আবেদন করে। ১৫ সদস্যের একটি কমিটি এ আবেদন মূল্যায়ন করে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ফুয়াং সিরামিক্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

fuwanস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক্স খাতের কোম্পানি ফুয়াং সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৪ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ১১.৬১ টাকা।

আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

এ্যাপোলো ইস্পাতের ৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Apollo ispatস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ২০.১৯ টাকা।

আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

তালিকাভুক্ত নতুন কোম্পানিতে কর্পোরেট গভর্ণ্যান্সের অভাব রয়েছে : ডিএসই এমডি

training-768x511স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণের কারণে শেয়ারের বর্ধিত চাহিদা মেটাতে প্রতিবছর নতুন নতুন কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে। তালিকাভুক্ত এসব কোম্পানিতে কর্পোরেট গভর্ণ্যান্সের অভাব রয়েছে, এতে করে অনেক কোম্পানিই ক্ষতির সম্মুখিন হচ্ছে। প্রকারান্তে বিনিয়োগকারীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেনিং একাডেমী কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী “কমপ্লায়েন্স ইন কর্পোরেট গভর্ণ্যান্স বাই লিস্টেড কোম্পানিজ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে বৃহস্পতিবার (১ নভেম্বর) ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কে.এ.এম. মাজেদুর রহমান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তালিকাভুক্ত কোম্পানির জন্য কর্পোরেট গভর্ণ্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। গভর্ণ্যান্স যত ভাল সে কোম্পানি তত বেশি প্রবৃদ্ধি অর্জন করে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর্পোরেট গভর্ণ্যান্স পরিপালন নিশ্চিতকরণের মাধ্যমে শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ সুনিশ্চিত করা যায়। এই বিষয়ে বিশেষভাবে নজর দেয়া প্রয়োজন। আর শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনার জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে হবে। আর এজন্য ডিএসই শেয়ারবাজার সংশ্লিষ্ট সকলের সাথে এক সাথে কাজ করছে বলে জানান তিনি ।

প্রশিক্ষণ কর্মশালায় সিঙ্গার বাংলাদেশ লিঃ এর পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) ও কোম্পানি সচিব মোহাম্মদ সানাউল্লাহ, এফসিএস এবং বিএসইসি পরিচালক মোঃ আবুল কালাম সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র উপমহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির ইনচার্জ মিসেস হোসনে আরা পারভিন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইষ্টার্ণ লূব্রিকেন্টসের বাৎসরিক বোর্ড সভা ১০ নভেম্বর

easterস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত শক্তি ও জ্বালানী শিল্প খাতের কোম্পানি ইষ্টার্ণ লূব্রিকেন্টস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১০ নভেম্বর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ১ টায় চট্টগ্রামে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে ইষ্টার্ণ লূব্রিকেন্টস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

পদ্মা ওয়েলের বাৎসরিক বোর্ড সভা ১০ নভেম্বর

padma1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত শক্তি ও জ্বালানী শিল্প খাতের কোম্পানি পদ্মা ওয়েল লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১০ নভেম্বর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ১২ টায় চট্টগ্রামে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে পদ্মা ওয়েল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

মেঘনা মেট্রোলিয়ামের ১ম প্রান্তিক বোর্ড সভা আহবান

megnaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি মেঘনা মেট্রোলিয়াম লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৭ নভেম্বর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রামে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

১০০ টাকার প্রাইজবন্ডের ৯৩তম ড্র অনুষ্ঠিত

prizeস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৯৩তম ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. সেলিম রেজার সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলনকক্ষে এই ড্র অনুষ্ঠিত হয়। এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কারপ্রাপ্ত নম্বর ০৪২০২২৪। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয়। বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৫৩টি (তিপ্পান্ন) সিরিজ যথা: কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ এবং গক এই ‘ড্র’–এর আওতাভুক্ত। উক্ত সিরিজসমূহের অন্তর্ভুক্ত ৪৬টি (ছেচল্লিশ) সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।

প্রাইজবন্ডের ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কারের নম্বর ০০৭৫৩৭৪। ১ লাখ টাকা করে দুটি ৩য় পুরস্কারের নম্বর ০৩২৮৬৪২ ও ০৬৮৫৭৫৫। ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কারের নম্বর ০৫২৪২৩৯ ও ০৫৮৩১১০। আর ১০ হাজার টাকা করে ৪০টি পঞ্চম পুরস্কারের নম্বর ০০০৭৫৯১, ০২৯০৭৭৮, ০৪৮০৫৩৪, ০৬৭১৭৬১, ০৮৩৮০৫৭, ০০৩৯৮৯০, ০৩০৮৭৩২, ০৪৮৮০৯৮, ০৬৮৫৮৪৭, ০৮৯১৪৬২, ০০৭২৪২৭, ০৩৯৩০৭৫, ০৫২৬১৮৪, ০৬৯৩৩৭৮, ০৯১৩৫৯২, ০০৭৫৬৮৯, ০৪২২০৩৬, ০৫৩২২৮৯, ০৭৪১১৯৩, ০৯২৬২৪৪, ০১১২২৫৪, ০৪৩০০২১, ০৫৭২৯৯৯, ০৭৬৮১২৮, ০৯৩৪৮৪০, ০১১৮৩৫৪, ০৪৫২৫৫০, ০৬৫০৩৪০, ০৭৭৮৪০৫, ০৯৫২১৭৮, ০২১৫৫২৫, ০৪৫৬৭৩১, ০৬৫৩২৩৯, ০৭৯৪৩৬০, ০৯৮২১৬৫, ০২৬৬৩৬৭, ০৪৬৭৮৮৮, ০৬৫৩৯৮০, ০৮১৫৯৮৪, ০৯৮৮৭৭৯।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ন্যাশনাল টিউবসের বাৎসরিক বোর্ড সভা ৮ নভেম্বর

National_Tubes.jpg_220x220স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৮ নভেম্বর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৫টায় রাজধানীতে কারয়ানবাজার কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে ন্যাশনাল টিউবস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি