ডিএসইতে ও সিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। দিনশেষে ডিএসইতে সূচকের বড় পতন হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫২৯ কোটি ৯৫ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৫১৪ কোটি ৭১ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে টাকা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১২.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৬৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৮ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৪টির। আর দর অপরিবর্তিত আছে ৫০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –এসকে ট্রিমস, খুলনা পাওয়ার, ইনটেক লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, নূরানী ডায়িং, এ্যাডভেন্ট ফার্মা, ভিএফএস থ্রেডস, সায়হাম কটন, ফার্মা এইডস ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৬১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৬০ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছে ২০ কোটি ৪২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএসআরএম ও তিতাস গ্যাস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

জাহিন টেক্সটাইলের ১ম প্রান্তিক বোর্ড সভা আহবান

zahinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি জাহিন টেক্সটাইল লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১২ নভেম্বর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বিকাল ৪টায় রাজধানীর উত্তরায় অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ