1. খুলনা পাওয়ার
  2. ইউনাইটেড পাওয়ার
  3. বিবিএস ক্যাবলস
  4. ইন্ট্রাকো রি ফুয়েলিং
  5. নূরানী ডায়িং
  6. ড্রাগন সোয়েটার
  7. এসকে ট্রিমস
  8. ফার্মা এইডস
  9. ইনটেক লিমিটেড
  10. ভিএফএস থ্রেডস লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কম

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। দিনশেষে ডিএসইতে সূচকের পতন হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৯ কোটি ৩২ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৫২৯ কোটি ৯৫ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১২.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৫২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৯টির। আর দর অপরিবর্তিত আছে ৩৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, বিবিএস ক্যাবলস, ইন্ট্রাকো রি ফুয়েলিং, নূরানী ডায়িং, ড্রাগন সোয়েটার, এসকে ট্রিমস, ফার্মা এইডস, ইনটেক লিমিটেড ও ভিএফএস থ্রেডস লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭৯ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩১ কোটি ৬০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বসুন্ধরা পেপার মিলস ও খুলনা পাওয়ার মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইয়াকিন পলিমারের ১ম প্রান্তিক বোর্ড ৭ নভেম্বর

yakinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৭ নভেম্বর আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শ্যামলীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

ইনভেষ্টমেন্ট করপোরেশনের ১ম প্রান্তিক বোর্ড ৮ নভেম্বর

icbস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইনভেষ্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশ লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৮ নভেম্বর আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

শাহজিবাজার পাওয়ারের ১ম প্রান্তিক বোর্ড সভা আহবান

sahjibazerস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১০ নভেম্বর আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বিকাল সাড়ে ৪টায় রাজধানির মিরপুরে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

শেফার্ড ইন্ডাস্ট্রিজ ২৫ কোটি টাকা বিনিয়োগ করবে

shepardস্টকমার্কেটবিডি প্রতিবেদক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ ২৫ কোটি টাকা বিনিয়োগ করবে। এ অর্থ বিনিয়োগ করা হবে শেফার্ড টেক্সটাইলে। কোম্পানির গতকালের পরিচালনা পর্ষদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে বিষয়টি জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, শেফার্ড টেক্সটাইলের প্রতিটি ১০০ টাকা করে ২৫ লাখ শেয়ার কিনবে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ বিনিয়োগ করা হবে। এ বিনিয়োগের জন্য শেফার্ড ইন্ডাস্ট্রিজের ময়মনসিংহের ৪৫৩ ডেসিমাল জমি ও উত্তরার প্রধান কার্যালয়ের পঞ্চম ও ষষ্ঠতলা বিক্রয় করা হবে। এতে কোম্পানিটি পাঁচ কোটি টাকা মুনাফা করতে পারবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

শেফার্ড টেক্সটাইল একটি শতভাগ রফতানিকারক কোম্পানি। কোম্পানিটি থেকে নিটিং ফেব্রিকস উৎপাদন ও বাজারজাতকরণ করা হয়। এ বিনিয়োগের মাধ্যমে শেফার্ড ইন্ডাস্ট্রিজের সহযোগী কোম্পানি হবে শেফার্ড টেক্সটাইল।

বস্ত্র খাতের এ কোম্পানিটি ২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানটিার একটি বড় অংশের শেয়ার ধারণ করছেন বিদেশিরা। তাদের হাতে রয়েছে কোম্পানির ২৪ দশমিক ৮৭ শতাংশ শেয়ার। এছাড়া ৫১ দশমিক ৪৮ শতাংশ শেয়ার ধারণ করছেন পরিচালকরা। বাকি শেয়ারের মাধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৬০ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১১ দশমিক শূন্য পাঁচ শতাংশ শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/বি