মন্ত্রিসভায় রফতানি নীতি ২০১৮-২১ অনুমোদন

f91eaa17f6d39080602fb9e9eeb3ace7-5b8cf0ecacee8স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রফতানি বাণিজ্যে গতিশীলতা সৃষ্টি, ব্যবসা-বাণিজ্য প্রতিযোগিতামূলক করা এবং প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে মন্ত্রিসভা আজ রফতানি নীতি-২০১৮-২১-এর খসড়া অনুমোদন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

মন্ত্রি পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বর্তমান রফতানি নীতি ২০১৫-১৮ হালনাগাদ করে নতুন রফতানি নীতি প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, নতুন রফতানি নীতিতে আগের নীতির সঙ্গে সমন্বয় করে সংজ্ঞা বিষয়ক একটি পৃথক ও নতুন অধ্যায় সংযুক্ত করা হয়েছে এবং নমুনা, সুগন্ধী চাল ও পরোক্ষ রফতানির মত বিষয়গুলো সম্পর্কে নতুন সংজ্ঞা যুক্ত করা হয়েছে।

তিনি আরো জানান, পাশাপাশি, ডেনিম, একটিভ ফার্মাসিটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) এবং রি-এজেন্ট (চামড়া, অ-চামড়া এবং সিনথেটিক থেকে তৈরি জুতা)-এর মত তিনটি নতুন খাত যোগ করা হয়েছে। যার ফলে বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাতের সংখ্যা ১৫টিতে দাঁড়িয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, হালকা প্রকৌশল পণ্য (মটর সাইকেল, ব্যাটারি), ফটোভলটাইক মোডিউল (সোলার এনার্জি), কাজু বাদাম (কাঁচা ও প্রক্রিয়াজাত) জ্যান্ত ও প্রক্রিয়াজাত কাঁকড়া এবং খেলনার মত পাচঁটি নতুন পণ্য বিশেষ উন্নয়ন ভিত্তিক খাত হিসেবে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি, ওয়েট ব্লু চামড়ার উপজাত পণ্য ওয়েট ব্লু স্পিøট লেদারকে রফতানিযোগ্য পণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, নতুন এই রফতানি নীতিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রণোদনা হিসেবে বিদ্যমান ৪০ শতাংশ থেকে ৩০ শতাংশ করার সুযোগ রাখা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

২০১৭-১৮ অর্থবছরে মাথাপিছু আয় ১৪৯ মার্কিন ডলার

govস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত এক বছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ১৪৯ মার্কিন ডলার বা ১২ হাজার ৩৬৭ টাকা (প্রতি ডলার সমান ৮৩ টাকা হিসেবে)। অন্যদিকে, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশে।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০১৭-১৮ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৭-১৮ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় মাথাপিছু জাতীয় আয়, আমদানি-রফতানি, সরাসরি বৈদেশিক বিনিয়োগর পরিমাণ এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ও পরিমাণ বেড়েছে। ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি বৃদ্ধির হার ৭ দশমিক ৮৬ শতাংশ এবং জাতীয় আয় গত অর্থবছরের ১ হাজার ৬০২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৭৫১ মার্কিন ডলারে।

তিনি আরও জানান, আগের অর্থ বছরের তুলনায় দেশের মোট পণ্য রফতানির পরিমাণ ৭ দশমিক ৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ দশমিক এক মিলিয়ন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৩০ হাজার ৯৬৫ কোটি টাকা। যা আগের বছরের চেয়ে ১৪ দশমিক ৭৮ শতাংশ বেশি। অন্যদিকে দেশে রেমিটেন্স প্রবাহের পরিমাণ বেড়েছে ১৭ দশমিক ৩১ মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে রেমিটেন্স এসেছে ১৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।

সচিব বলেন, ২০১৭-১৮ অর্থবছরে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে (ইপিজেড ও নন ইপিজেড) ২ দশমিক ৫৮১ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের বছরের চেয়ে ৫ দশমিক ১৮ শতাংশ বেশি। এসময় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সমাপ্তিযোগ্য মোট ৩০০ প্রকল্পের মধ্যে ২৭৩টি প্রকল্প শেষ হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ২০১৭ সালে দেশে দারিদ্রের হার ছিলো ২৩ দশমিক ১ শতাংশ। ২০১৮ সালে তা কমে দাঁড়িয়েছে ২১ দশমিক ৮ শতাংশ। চরম দারিদ্রের হার গত বছরের ১২ দশমিক ১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে বিদেশে গেছে ৮ লাখ ৬৭ হাজার ১২৮ জন বাংলাদেশি। এর মধ্যে ১ লাখ ১৩ হাজার ৯০৭ জন নারী।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

তিন ব্যাংকের অফিসার পদে লিখিত পরীক্ষার দিন পেছাল

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তিন ব্যাংকের ‘অফিসার (ক্যাশ)’ পদে লিখিত পরীক্ষা নেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস বিভাগের পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, ৯ নভেম্বর সোনালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ‘অফিসার (ক্যাশ)’ পদে নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর। উল্লিখিত তারিখে বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইবনে সিনার ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভ বেড়েছে

ibnস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৬৮ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২.১৭ টাকা। এ হিসাবে এই ৩ মাসে কোম্পানিটি আয় ৮ পয়সা বেড়েছে।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৫.৮৮ টাকা, যা গত ৩০ জুন ছিল ৪৩.২১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ

শাশা ডেনিমসের ১ম প্রান্তিক বোর্ড সভা ১১ নভেম্বর

shasa logo 2স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১১ নভেম্বর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

  1. খুলনা পাওয়ার
  2. ভিএফএস থ্রেডস
  3. এসকে ট্রিমস
  4. ইউনাইটেড পাওয়ার
  5. ফার্মা এইডস
  6. ইনটেক লিমিটেড
  7. নূরানী ডায়িং
  8. স্কয়ার ফার্মা
  9. এ্যাডভেন্ট ফার্মা
  10. ইন্ট্রাকো রি ফুয়েলিং লিমিটেড।

ডিএসইতে ৪৪০ ও সিএসইতে ১৬ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪০ কোটি টাকা। দিনশেষে ডিএসইতে সূচকের পতন হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৩ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৫৩৮ কোটি ২০ টাকা। এ হিসাবে লেনদেন প্রায় আগের দিনের মতো রয়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২০০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৪২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৪টির। আর দর অপরিবর্তিত আছে ৪৬টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, ভিএফএস থ্রেডস, এসকে ট্রিমস, ইউনাইটেড পাওয়ার, ফার্মা এইডস, ইনটেক লিমিটেড, নূরানী ডায়িং, স্কয়ার ফার্মা, এ্যাডভেন্ট ফার্মা ও ইন্ট্রাকো রি ফুয়েলিং লিমিটেড।

এদিকে মঙ্গলদিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫১.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৭৯ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সামিট পাওয়ার ও খুলনা পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সাইফ পাওয়ারটেকের ১ম প্রান্তিক বোর্ড সভা ১৩ নভেম্বর

SAIF powerস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ নভেম্বর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

জেনারেশন নেক্সট ফ্যাশনের ১ম প্রান্তিক বোর্ড সভা ১৩ নভেম্বর

Generation Next Fashions Limited_company_logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ নভেম্বর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর বনানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

আইটি কনসালটেন্টসের ১ম প্রান্তিক বোর্ড সভা আহবান

ITC-Logo-230x155স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১২ নভেম্বর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ