সপ্তাহজুড়ে কমেছে সূচক ও শেয়ারের দর

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে উভয় শেয়ারবাজারে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৭৬৪ কোটি ৭৯ লাখ ১৯ হাজার ৩৬১ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৬৯ কোটি ৪ লাখ ১০ হাজার ৭৪ টাকা বা ৬.৫১ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৯৫ কোটি ৭৫ লাখ ৯ হাজার ২৮৭ টাকার।

ডিএসইতে গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৫৫২ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৮৭২ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৫১৯ কোটি ১৫ লাখ ১ হাজার ৮৫৭ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৩৩ কোটি ৮০ লাখ ৮২ হাজার ১৪ টাকা বেশি হয়েছে।

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৪৯ পয়েন্ট বা ০.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২.৩৫ পয়েন্ট বা ০.১৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২.৯৮ পয়েন্ট বা ০.১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২০৮ ও ১৮৫৬ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এর মধ্যে ১৪৩টির দর বেড়েছে, দর কমেছে ১৮৬টির ও শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সব সূচক কমেছে। সপ্তাহটিতে সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বা ০.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ৭৯ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ, সিএসসিএক্স ২৪ পয়েন্ট বা ০.২৪ শতাংশ, সিএসই-৫০ সূচক ৩ পয়েন্ট বা ০.২৪ শতাংশ এবং সিএসআই ২ পয়েন্ট বা ০.১৬ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৩৫৭, ৯ হাজার ৭২৯, ১ হাজার ১৭৬ ও ১ হাজার ৬৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ১১৯ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১১ কোটি ১০ লাখ ৩১ হাজার ১৭৩ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৯ কোটি ২২ লাখ ২৩ হাজার ৫৭৪ টাকা বা ৭ শতাশ বেড়েছে।

গত সপ্তাহে সিএসইতে মোট ২৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, দর কমেছে ১৫৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১টির।

স্টকমার্কেটবিডি.কম/বি

জেনেক্স ইনফোসিস লিমিটেডের আইপিও সাবস্ক্রিপশন ১৮ নভেম্বর

genexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সাবস্ক্রিপশন আগামীকাল ১৮ নভেম্বর হতে শুরু হবে। এই আবেদন গ্রহণ চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।

সম্প্রতি কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) । গত ৪ সেপ্টেম্বর ৬৫৬তম কমিশন সভায় এ আইপিও অনুমোদন দেয়া হয়েছে।

জেনেক্স ইনফোসিস শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০২ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৯৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে পালন করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি