করমেলায় অনলাইনে ৭৪ লাখ টাকার কর পরিশোধ

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করদাতারা আয়কর মেলায় ৬ দিনে ই-পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে অনলাইনে ৭৪ লাখ ২২ হাজার ৭৪৬ টাকার কর পরিশোধ করেছেন। ক্রেডিট অথবা ডেভিট কার্ড এবং ব্যাংক একাউন্ট ব্যবহার করে তারা অনলাইনে কয়েক সেকেন্ডের মধ্যে কর পরিশোধ করতে পারছেন।

২০১৩ সালে ই-পেমেন্ট পদ্ধতি চালু হলেও এবারই প্রথম মেলায় করদাতারা অনলাইনে কর পরিশোধে বেশ আগ্রহ দেখাচ্ছেন। আগামীতে ই-পেমেন্ট পদ্ধতি ব্যবহারের প্রতি করদাতারা আরো বেশি আগ্রহী হবেন বলে রাজস্ব কর্মকর্তারা আশা করছেন।

আয়কর মেলার সমন্বয়ক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য জিয়াউদ্দিন মাহমুদ বলেন, বেশ কয়েক বছর হলো ই-পেমেন্ট পদ্ধতি চালু হয়েছে কিন্তু করদাতারা এর প্রতি তেমন আগ্রহ দেখাননি। এবারের মেলায় অনলাইনে কর পরিশোধ জনপ্রিয় হয়েছে। কোন রকম হয়রানি ছাড়াই সহজে করদাতারা অনলাইনে কর পরিশোধ করছেন।

তিনি জানান, মেলায় ই-পেমেন্ট সুবিধা নিশ্চিত করতে ব্যাংকের বুথসহ অনলাইনে রিটার্ন দাখিলের সুব্যবস্থা করা হয়েছে।

মেলার প্রথম দিন ১৩ নভেম্বর অনলাইনে কর আদায় হয়েছে ৪ লাখ ৯৯ হাজার ২২৩ টাকা, দ্বিতীয় দিন ১০ লাখ ১৩ হাজার ৬৭৬ টাকা, তৃতীয় দিন ১৩ লাখ ৪৮ হাজার ১৭২, চতুর্থ দিন ৮ লাখ ৫৫ হাজার ১৪, পঞ্চম দিন ১৬ লাখ ৯৩ হাজার ৭৪৯ এবং ৬ষ্ঠদিন ২০ লাখ ১২ হাজার ৮৭২ টাকা।

গত ১৩ নভেম্বর ঢাকাসহ সারাদেশে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। রাজধানীতে মেলা হচ্ছে-বেইলি রোডে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রতনপুর স্টিলসের ঋণমান ‘এ-’ ও ‘এসটি-২’

RSRMস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি রতনপুর স্টিলস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ-’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড(ইসিআরএল)। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/বি

নানান শর্তে বিশ্ব ব্যাংক থেকে ৭৫ কোটি ডলার নিবে সরকার

worldস্টকমার্কেটবিডি ডেস্ক :

জ্বালানি ও বিদ্যুতের মূল্য বাড়ানো, সঞ্চয়পত্রের সুদের হার কমানো এবং ভ্যাট আইনের বাস্তবায়নসহ বেশ কয়েকটি শর্তে বিশ্ব ব্যাংকের কাছ থেকে ৭৫ কোটি ডলারের বাজেট সহায়তা নিতে যাচ্ছে সরকার।

সংস্থাটি চলতি ২০১৮-১৯ অর্থবছর থেকে পরবর্তী তিন অর্থবছরে সমান ২৫ কোটি ডলার করে মোট ৭৫ কোটি ডলার দেবে। বর্তমান বিনিময়হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৬ হাজার ২২৫ কোটি টাকা।

৫ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে ২ শতাংশ সুদে এ ঋণ পরিশোধ করতে হবে।

যেসব শর্তে এই ঋণ নেওয়া হচ্ছে, তা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন অর্থনীতিবিদ জায়েদ বখত।

এই ঋণ নিতে ইতোমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে বিশ্ব ব্যাংকের সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইআরডির বিশ্ব ব্যাংক উইংয়ের উপ-সচিব মির্জা আশফাকুর রহমান বলেন, “মোট তিন অর্থবছরের জন্য ৭৫ কোটি ডলার বাজেট সাপোর্টের জন্য আমরা বিশ্ব ব্যাংকের সঙ্গে নেগোসিয়েশন চুড়ান্ত করেছি। বিশ্ব ব্যাংক প্রতি অর্থবছরের জন্য ২৫ কোটি ডলার করে ছাড় করবে।”

তিনি বলেন, “এ সহায়তার জন্য বিশ্ব ব্যাংক যেসব শর্ত দিয়েছে, সেগুলো নিজে থেকে বাস্তবায়ন করার কথা বলে আসছে সরকার। এসব শর্ত পালন করলে বরং দেশের অর্থনীতির জন্য ভালো হবে।”

বাজেট সহায়তা হিসেবে সরকার যে ঋণ নেয়, তা সরাসরি বাংলাদেশ ব্যাংকের সরকারি কোষাগারে জমা হয়। সেখান থেকে অগ্রাধিকার খাতে সরকারি এ অর্থ ব্যবহার করতে পারে।

এর আগে ২০০৮-০৯ অর্থবছরের এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে সরকার ৬০ কোটি ডলার বাজেট সহায়তা নিয়েছিল। সূত্র : বিডিনিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/এ

সালভো কেমিক্যালসের এজিএমের দিন পরিবর্তন

salvoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি সালভো কেমিক্যালস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির এজিএমটি আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ১৯ ডিসেম্বর ১৬ম এই এজিএমের সিদ্ধান্ত হয়েছিল।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এজিএমটি মতিঝিল এজিবি কলোনীতে অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. সায়হাম টেক্সটাইল
  2. ইনটেক অনলাইন
  3. ইউনাইটেড পাওয়ার
  4. কাট্টালী টেক্সটাইল
  5. সায়হাম কটন
  6. খুলনা পাওয়ার
  7. মুন্নু সিরামিকস
  8. ইন্দো বাংলা ফার্মা
  9. বিবিএস ক্যাবলস
  10. এসকে ট্রিমস লিমিটেড।

ডিএসইতে ৮০৩ ও সিএসইতে ৩১ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৮০৩ কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে সেখানে লেনদেন ও সূচক সামান্য বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৩ কোটি ৫ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৫৫৬ কোটি ৫৪ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৫৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৭টির। আর দর অপরিবর্তিত আছে ৫২টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সায়হাম টেক্সটাইল, ইনটেক অনলাইন, ইউনাইটেড পাওয়ার, কাট্টালী টেক্সটাইল, সায়হাম কটন, খুলনা পাওয়ার, মুন্নু সিরামিকস, ইন্দো বাংলা ফার্মা, বিবিএস ক্যাবলস ও এসকে ট্রিমস লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৩৭ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এ্যাডভেন্ট ফার্মা ও কাট্টালী টেক্সটাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৬ নভেম্বর

olimpicস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৬ নভেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানী মতিঝিলে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাচ্ছে বৃটেন

093844Houses_of_Parliament_UK_umbrellaস্টকমার্কেটবিডি ডেস্ক :

বুধবার ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার খসড়া চুক্তি ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। মন্ত্রিসভায়ও চুক্তিটি অনুমোদন পেয়েছে। এরপর খসড়া ব্রেক্সিট চুক্তিতে পার্লামেন্টের অনুমোদন পাওয়ার চেষ্টা করছেন। তবে সে প্রক্রিয়া মোটেই সহজ হচ্ছে না। বিষয়টি নিয়ে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ব্রিটিশ পার্লামেন্ট।

ব্রেক্সিট চুক্তির প্রতিবাদে একের পর এক মন্ত্রী, প্রতিমন্ত্রী পদত্যাগ করতে থাকেন। এতে পরিস্থিতি ক্রমে বদলে যাচ্ছে। চুক্তি বিষয়ে ব্রিটিশ প্রধামন্ত্রী তেরেসা মে বলেছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দিলেই ইউরোপ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিট সহজ হয়ে যাবে না। বরং এতে আরো বিলম্ব হতে পারে।

মে’র ব্রেক্সিট চুক্তি নিয়ে অসন্তোষের কারণে এমপিদের নতুন নেতৃত্বের দাবি জোরালো হতে থাকে। এরপরও মে নিজ অবস্থানে অনড় থেকে চুক্তিটির পক্ষ সমর্থন করে বলেন, এর আর কোনো বিকল্প নেই।

২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে যুক্তরাজ্যের।

স্টকমার্কেটবিডি.কম/বি

বারাকা পাওয়ারের এজিএমের দিন পরিবর্তন

baraka-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির এজিএমটি আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ৬ ডিসেম্বর ১১ম এই এজিএমের সিদ্ধান্ত হয়েছিল।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি