অবশেষে বিদেশি চ্যানেলে দেশিপণ্যের বিজ্ঞাপন বন্ধের নির্দেশ

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে ডাউনলিংকপূর্বক সম্প্রচারিত সব বিদেশি টিভি চ্যানেলে দেশিপণ্যের বিজ্ঞাপন প্রচার অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রণালয় সম্প্রতি জারিকৃত এক পত্রে বলেছে, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ এর ধারা ১৯ এর ১৩ নং উপধারায় বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে ডাউনলিংকপূর্বক সম্প্রচারিত কোনো কোনো বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে মর্মে জানা গেছে, যা উক্ত আইনের পরিপন্থি।

মঙ্গলবার (২০ নভেম্বর) সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, বিদেশি টিভি চ্যানেল ডাউনলিংকপূর্বক সম্প্রচারের জন্য প্রদত্ত অনুমতি/অনাপত্তিপত্রে ‘ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬’ যথাযথভাবে প্রতিপালনের শর্ত আরোপ করা হয়েছে। তাই বিদেশি কোনো টিভি চ্যানেলের মাধ্যমে দেশিপণ্যের বিজ্ঞাপন প্রচার করলে উক্ত আইনের ১১ ধারা মোতাবেক ডিস্ট্রিবিউশন লাইসেন্স বাতিল/স্থগিত এবং ২৮ ধারা মোতাবেক ২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

স্বল্প-মূলধনী কোম্পানি নীতিম‍ালার চূড়ান্ত অনুমোদন দিল বিএসইসি

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্মল ক্যাপ বোর্ড (স্বল্প মূলধনের কোম্পানিগুলোর বোর্ড) নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২০ নভেম্বর) কমিশনের ৬৬৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি শিগিরই গেজেট প্রকাশিত হবে।

এতে বলা হয়, সভায় খসড়া নীতিমালার জনমত যাচাই–বাছাই করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপ কোম্পানিস) রুলস ২০১৮ এর ওপর বেশ কিছু বিষয় পরিবর্তন ও পরিমার্জন করে চূড়ান্ত অনুমোদন দেওযা হয়।

এর আগে ৬৪২ কমিশন সভায় স্মল ক্যাপ বোর্ডের নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর জনমত যাচাইয়ের জন্য জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

বিদ্যুৎ খাতে দক্ষিণ কোরীয় বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

acd0cbea4920dc4a2ce05deec8201510-5bf3e8057bc1dস্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে এবং দেশে একটি তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ এবং সহযোগিতা কামনা করেছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় নবনিযুক্ত দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত হু ক্যাং-ইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী কোরীয় রাষ্ট্রদূতকে জানান, তাঁর সরকার দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়া সহযোগিতার হাত প্রসারিত করলে কাজটি আরও সহজ হয়। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াকে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশের ক্রমবর্ধিষ্ণু অর্থনীতির ভূয়সী প্রশংসা করে দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত বলেন, ‘এটা খুবই প্রশংসার দাবি রাখে যে বাংলাদেশ বিগত কয়েক বছর ৬ শতাংশের ওপরে প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। এটি একটি বিরাট অর্জন।’

হু ক্যাং-ইল বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ খাতে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে কোরিয়া। তিনি বলেন, ‘বাংলাদেশের সামনে একটি উজ্জ্বল ও ইতিবাচক ভবিষ্যৎ থাকায় আরও কোরীয় বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের জন্য আসবেন।’

রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ কোরিয়া রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ গৃহীত প্রস্তাবে সমর্থন ব্যক্ত করেছে। তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে সফল প্রত্যাবাসন প্রত্যাশা করি। রাষ্ট্রদূত এ প্রসঙ্গে বলেন, দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে রোহিঙ্গাদের জন্য ৫০ লাখ মার্কিন ডলার সহযোগিতা দিয়েছে।

এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এমএম

২৩ কিলোমিটার ইলেকট্রিক রেল লাইন স্থাপন করবে সরকার

Muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নারায়ণগঞ্জে ২৩ কিলোমিটার ইলেকট্রিক রেল লাইন স্থাপন করবে সরকার। এলক্ষ্যে একটি প্রস্তাবসহ মোট তিনটি প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মঙ্গলবার (২০ নভেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম অনুমোদিত বিভিন্ন প্রস্তাব নিয়ে সাংবাদিকদের জানান, গণপরিবহন ব্যবস্থায় ইলেকট্রনিক যাত্রী পরিবহন ব্যবস্থা চালু করতে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। জি-টু-জি ভিত্তিতে পিপিপি পদ্ধতিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে লাইট র‌্যাপিড ট্রানজিট (এলআরটি) স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার ও সিংঙ্গাপুর সরকার যৌথ উদ্যোগের এ প্রস্তাব নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বাস্তবায়ন করবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে চাষাড়া হয়ে সাইনবোর্ড পর্যন্ত ১১ কিলোমিটার এবং চিটাগাংরোড থেকে পঞ্চবটি পর্যন্ত ১২ কিলোমিটার রেল লাইন স্থাপন করা হবে। মোট ২৩ কিলোমিটার রেল লাইন স্থাপন করা হবে। এতে প্রতিদিন এক লাখ ২০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন। বিশ্বের প্রায় ৩৮৮ নগরীতে এ ব্যবস্থা চালু রয়েছে।

বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলো হলো, ২০১৮-১৯ অর্থবছরে দেশের ইউরিয়া সারের চাহিদা পূরণের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে আগের মতো রাষ্ট্রীয় পর্যায়ে ইউরিয়া সার আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। চুক্তির আওতায় ২ লাখ মেট্রিক টন সারের মধ্যে এক লাখ ৮৭ হাজার ২০৬ মেট্রিক টন সার আমদানি করা হবে। এছাড়া টেবিলে উপস্থাপিত সরাসরি ক্রয় পদ্ধতিতে সার কারখানার যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয় প্রস্তাবটি উপস্থাপন করে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ে প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি ১৪ শতাংশ

7caf2606e2a107878d8cafe0174d7d57-5bf3e72a57f4aস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৮-১৯ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ে ৪০টি প্রকল্পে বরাদ্দ আছে ৮১৭ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ব্যয় হয়েছে ১২২ কোটি ৬০ লাখ টাকা। এই খাতে প্রকল্পের বাস্তবায়নে জাতীয় অগ্রগতি ১৩ দশমিক ৭৫ শতাংশ।

মঙ্গলবার (২০ নভেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মাসিক এডিপি সভায় এসব তথ্য জানানো হয়। সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ সভাপতিত্ব করেন।

মন্ত্রণালয়ের পিআরও শাহ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিগত ২০১৭-১৮ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ৪৪টি প্রকল্পে ৯৭৭ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ ছিল। অক্টোবর পর্যন্ত ব্যয় হয় ১৩৯ কোটি ৩০ লাখ টাকা।

এ অর্থবছরে প্রাণিসম্পদ উপখাতের নির্ধারিত ২০টি প্রকল্পে বরাদ্দ ৩৭৭ কোটি ৬ লাখ টাকার মধ্যে অক্টোবর মাস পর্যন্ত চার মাসে ব্যয় হয়েছে ৬৪ কোটি সাড়ে ৫৫ লাখ টাকা। এর মধ্যে প্রাণিসম্পদ উপখাতের ২০ প্রকল্পে বরাদ্দ ছিল ৪৯২ কোটি ৮৮ লাখ টাকা এবং এ উপখাতে একই সময়ে ব্যয় হয়েছে প্রায় ৭৪ কোটি ১৬ লাখ টাকা।

২০১৮-১৯ অর্থবছরে প্রাণিসম্পদ উপখাতভুক্ত ২০টি প্রকল্প বাস্তবায়নের দায়িত্বপালন করছে তিনটি সংস্থা। এর মধ্যে প্রাণিসম্পদ অধিদফতর ১৩টি প্রকল্পে বরাদ্দ ৩৩৯ কোটি ৭ লাখ টাকার মধ্যে অক্টোবর পর্যন্ত ব্যয় করেছে ৬০ কোটি ২০ লাখ টাকা। গত অর্থবছরে ১৫টি প্রকল্পে এ ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ৭০ কোটি ৩৯ লাখ টাকা।

পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউটের আওতায় ছয়টি প্রকল্পে বরাদ্দ ৩০ কোটি ৭২ লাখ টাকার মধ্যে অক্টোবর পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি ৩৩ লাখ টাকা। গত অর্থবছরে পাঁচটি প্রকল্পে এ ব্যয় ছিল প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা। বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল একটি প্রকল্পে ৭ কোটি সাড়ে ২৬ লাখ টাকা বরাদ্দ পেলেও অক্টোবর পর্যন্ত ব্যয় করেছে ২ কোটি ৩০ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাংলামোটরে ফ্লাট কিনবে ইবনে সিনা

ibnস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিকাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা বোর্ড একটি ফ্লাট কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১১ লাখ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই কোম্পানিটি রাজধানীর বাংলামোটর মোড়ে নাভানা জহুরা স্কয়ারে অবস্থিত ২২২৩ বর্গফুটের এই ফ্লাট কিনবে। রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য ব্যয় বাবধ ফ্লাটটির দাম ধরা হয়েছে মোট ১ কোটি ১১ লাখ ১৫ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আয়কর মেলায় রাজস্ব আদায় দুই হাজার ৪৬৮ কোটি টাকা

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করদাতা ও সেবাগ্রহীতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী আয়কর মেলা শেষ হয়েছে সোমবার (১৯ নভেম্বর)। এ দিন রাজস্ব আয় হয়েছে ৫৬৯ কোটি ৫৫ লাখ টাকা। মেলায় মোট রাজস্ব আদায় হয়েছে দুই হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা।

এনবিআরের তথ্য অনুযায়ী, গত সাত দিনে আয়কর মেলায় ৪ লাখ ৮৭ হাজার ৫৭৩ জন রিটার্ন জমা দিয়েছেন। আর কর সংক্রান্ত সেবা নিয়েছেন ১৬ লাখ ৩৬ হাজার ২৬৬ জন। সাত দিনের মেলায় নতুন ই-টিআইএন নিয়েছেন ৩৯ হাজার ৭৪৩ জন।

রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগ, ২১ জেলা এবং ৩৮টি উপজেলাসহ মোট ৬৭টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে।
এ বছরের তুলনায় গত বছর মেলায় রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ১১ দশমিক ৩৫ শতাংশ। গত বছর মেলা থেকে রাজস্ব এসেছিল দুই হাজার ২১৭ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ২২১ টাকা। ২০১৭ সালের মেলায় ই-টিআইএন নিয়েছিলেন ২৯ হাজার ২৫৪ জন করদাতা। গত বছর রিটার্ন দিয়েছেন তিন লাখ ৩৫ হাজার ৪৮৭ জন। গত বছর কর সংক্রান্ত সেবা নিয়েছেন ১১ লাখ ৬৯ হাজার ৫৬৯ জন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৩ নভেম্বর) থেকে সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৮ শুরু হয়। ‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন’ এ স্লোগান সামনে রেখে এ বছর আয়কর মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. খুলনা পাওয়ার
  2. ব্র্যাক ব্যাংক
  3. ইউনাইটেড পাওয়ার
  4. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  5. এসকে ট্রিমস
  6. স্কয়ার ফার্মা
  7. ফরচুন সুজ
  8. ফার্মা এইডস
  9. গ্রামীন ফোন লিমিটেড
  10. সিলভা ফার্মা লিমিটেড।

ডিএসইতে ৭১৭ ও সিএসইতে ২৭ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৭১৭ কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে সেখানে লেনদেন কমলেও সূচক বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭১৭ কোটি ১৫ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৮০৩ কোটি ৫ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২২১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৫.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৬৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৪টির। আর দর অপরিবর্তিত আছে ৪০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, ফরচুন সুজ, ফার্মা এইডস, গ্রামীন ফোন লিমিটেড ও সিলভা ফার্মা লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৪.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২৪২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৯ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল কাট্টালী টেক্সটাইল ও ইন্দো-বাংলা ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

স্টাইলক্রাফটের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Stylecraftস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৫ নভেম্বর এ শেয়ারের দর ছিল ৬৯৫ টাকা এবং গতকাল ১৯ নভেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১৩৯৪ টাকার উপরে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে স্টাইলক্রাফট লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি