এএমসিএল প্রাণের এজিএমের দিন পিছালো

amclস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি এএমসিএল প্রাণ লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির এজিএমটি আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ২২ ডিসেম্বরর এই ৩৩ তম এজিএমের সিদ্ধান্ত হয়েছিল। এজিএমটি রাজধা্নীর উত্তর বাড্ডায় অনুষ্ঠিত হবে।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। কোম্পানিটির গত বছরের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

লিব্রা ইনফিউশনের ১ম প্রান্তিক ইপিএস ২.৩১ টাকা

libraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি লিব্রা ইনফিউশন লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩১ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭.৮৭ টাকা।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫৯৬ টাকা, যা গত ৩০ জুন ছিল ১৫৯৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ