সশস্ত্র বাহিনীর জন্য দু’দিনের আয়কর মেলা

nrbস্টকমার্কেটবিডি ডেস্ক :

সশস্ত্র বাহিনীর সদস্যদের কর সংক্রান্ত সেবা প্রদানের লক্ষে ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চ কনভেনশন হলে দু’দিনের ‘সশস্ত্র বাহিনী আয়কর মেলা’ শুরু হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-৯ যৌথভাবে করমেলার আয়োজন করেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর এ্যডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির আজ বুধবার মেলার উদ্বোধন করেন।
এ সময় এনবিআরের সদস্য (কর প্রশাসন) জিয়াউদ্দিন মাহমুদ ও কর অঞ্চল-৯ এর ঢাকার কমিশনার মো. মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির বলেন,দেশের অর্থনৈতিক কর্মকান্ড সুচারুভাবে পরিচালনার জন্য করযোগ্য ব্যক্তিদের কর প্রদান করতে হবে। তিনি ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী (রিটার্ন) আরো সহজ করার অনুরোধ করেন।
তিনি বলেন,সামরিক বাহিনীর সদস্যরা কর দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। করমেলা সশস্ত্র বাহিনীর সদস্যদের করসেবা প্রাপ্তিকে সহজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সূত্র : বাসস

মেজর জেনারেল হুমায়ুন কবির কর মেলা আয়োজনের জন্য এনবিআরকে ধন্যবাদ জানান। একইসাথে সামরিক বাহিনীর সদস্যদের জন্য দেশের অন্যান্য স্থানেও একই ধরনের মেলা আয়োজনের আহ্বান জানান।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ভবিষ্যৎ অবস্থা নেতিবাচক : মুডি’স

1f01f1106143ace5abc0121c210c9717-5c00b38a949cbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খেলাপি ঋণের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ভবিষ্যৎ অবস্থা নেতিবাচক বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডি’স। প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার (২৯ নভেম্বর) তাদের ‘ব্যাংকিং সিস্টেম আউটলুক-বাংলাদেশি ব্যাংকস’ শীর্ষক রিপোর্টে বলেছে, ‘দেশটির অর্থনীতি অনেক ভালো হলেও ব্যাংকিং খাতের অবস্থা নাজুক।’

মুডি’সে কর্মরত একজন বিশেষজ্ঞ তেংফু লি বলেন, ‘প্রতিযোগিতামূলক গার্মেন্ট শিল্পের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা প্রসারিত হচ্ছে। ঋণ ও রেমিটেন্সের স্থিতিশীল প্রবৃদ্ধির কারণে আভ্যন্তরীণ ভোগ বৃদ্ধি পাবে। তবে বিখণ্ডিত ব্যাংকিং খাতে সম্পদের গুনগতমান নিম্নগামী।’ ব্যাংকিং খাতে, বিশেষ করে সরকারি ব্যাংকে সুশাসনের দুর্বলতার কারণে খেলাপি ঋণের পরিমাণ জুন মাসে ১০.৪ শতাংশে দাঁড়িয়েছে বলে তিনি জানান।

আগামি ১২ থেকে ১৮ মাসের অবস্থা পর্যালোচনা করে মুডি বলেছে, খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সামনের দিনগুলিতে ঝুঁকির পরিমাণ বাড়বে।

মুডি’স মনে করে সামনের দিনগুলিতে থেলাপি ঋণের কারণে সুদের হার বাড়তে পারে এবং ব্যাংকিং খাতে মুনাফার হার কমতে পারে। সংস্থাটি বলেছে, বাংলাদেশের ব্যাংকিং খাতে কাজ করার পরিবেশ স্বাভাবিক হলেও প্রদেয় ঋণের গুনগত মান, মূলধন এবং মুনাফা নিম্নগামী। তবে ব্যাংকিং খাতে প্রচুর অর্থ রয়েছে এবং সরকারের সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানায় মুডি’স।

স্টকমার্কেটবিডি.কম/বি

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ৯ জানুয়ারি শুরু

indexস্টকমার্কেটবিডি ডেস্ক :

জাতীয় সংসদ নির্বাচনের কারণে পেছানো হয়েছে ২৪ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯। ১ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি থেকে শুরু হবে এ মেলা। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক অভিজিৎ চৌধুরী বাসসকে বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার বাণিজ্য মেলা ১ জানুয়ারির পরিবর্তে আগামী ৯ জানুয়ারি উদ্বোধন করা হবে। তিনি জানান, এ মাসের মধ্যে স্টল বরাদ্দ শেষ হবে। এ পর্যন্ত ৪৩টি বিদেশি প্রতিষ্ঠান আবেদন করেছে।

ইপিবি সূত্র জানায়, গতবারের চেয়ে এবার বিদেশিদের আগ্রহ অনেক বেশি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন মিলিয়ে প্রায় সাড়ে ৫০০ প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।

এবারের মেলায় নারীদের জন্য সংরক্ষিত স্টল ২০টি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৮টি, সাধারণ প্যাভিলিয়ন ১৮, সাধারণ মিনি প্যাভিলিয়ন ২৯টি, প্রিমিয়ার স্টল ৬৭টি, রেস্টুরেন্ট ৩টি, সংরক্ষিত প্যাভিলিয়ন ৯টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ৬টি ও ২৬টি বিদেশি প্যাভিলিয়ন থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

সপ্তাহজুড়ে মূলধন কমলেও বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারের লেনদেন বেড়েছে । তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন দশমিক ৩২ শতাংশ কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ১৫৩ কোটি ৮৮ লাখ লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৯.৯৫ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৬২৯ কোটি ৪০ লাখ টাকার।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন দাড়িয়েছে ৩ লাখ ৮১ হাজার ৭৮২ কোটি টাকা। যা আগের সপ্তাহে ছিল ৩ লাখ ৮৩ হাজার ১ কোটি কোটি টাকা। এ হিসাবে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে দশমিক ৩২ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৬৩০ কোটি ৭৭ লাখ টাকার। এর আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৬৫৭ কোটি ৩৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৪.০৪ শতাংশ বেশি কম।

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪.০৮ পয়েন্ট কমে ১২২৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ৭.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮৬১ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এর মধ্যে ১১৭টির দর বেড়েছে, দর কমেছে ২০৯টির ও শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর তিনটি কোম্পানির কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি